
09/08/2025
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫
আজ ৯ আগস্ট পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে অন্যান্য ছাত্র সংগঠনের মতোই অংশ নেয় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম ঢাকা মহানগর কমিটি। রঙিন শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” – এ বছরের প্রতিপাদ্যকে ধারণ করে অংশগ্রহণকারীরা একসাথে কণ্ঠ মিলিয়েছেন ভূমি অধিকার, মানবাধিকার, শিক্ষা, সংস্কৃতি ও সমান সুযোগের দাবিতে। হাতে থাকা প্ল্যাকার্ডে ফুটে উঠেছে আদিবাসী জীবনের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।
প্রাণবন্ত শ্লোগান, ঐতিহ্যবাহী পোশাক, আর অংশগ্রহণকারীদের চোখে-মুখে দৃঢ় প্রত্যয়— সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অনন্য সাংস্কৃতিক ঐক্যের আবহ। এ দিনটি শুধু উদযাপন নয়, বরং আদিবাসী জনগণের সংগ্রামের ইতিহাস স্মরণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমান অধিকার নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকারের দিন।