Kamrul Hassan Mirja

Kamrul Hassan Mirja Hi, I’m Kamrul Hassan Mirja. The founder of this page and many other online ventures.

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ✌️
28/08/2025

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ✌️

ব্যতিক্রমী ড্রোন শো... ঢাকার আকাশে আলোর ঝলকানি।সংসদ ভবন, ঢাকা।
12/04/2025

ব্যতিক্রমী ড্রোন শো...

ঢাকার আকাশে আলোর ঝলকানি।

সংসদ ভবন, ঢাকা।

হে জান্নাতের ফুলতোমাদের ভাইদের হৃদয় নিংড়ানো ও অশ্রুসিক্ত চোখের শুভেচ্ছা নিও।আজ তোমাদের মতো আমাদের ও ইচ্ছে হয় বোমার আঘাতে...
05/04/2025

হে জান্নাতের ফুল
তোমাদের ভাইদের হৃদয় নিংড়ানো ও অশ্রুসিক্ত চোখের শুভেচ্ছা নিও।
আজ তোমাদের মতো আমাদের ও ইচ্ছে হয় বোমার আঘাতে ছিন্নভিন্ন দেহ নিয়ে তোমাদের কাছে উড়ে যেতে।
তোমাদের আর্তনাদ আমার বুকে যে ক্ষত করছে,সেই ক্ষত নিয়ে আমি বেশিক্ষণ নিজের সাথে যুদ্ধ করতে পারবো না,আবার ও আমার হৃদয় নিংড়ানো ও অশ্রুসিক্ত চোখের শুভেচ্ছা নিও।

হে রবের জান্নাতের পাখিরা
তোমাদের ভাইয়েরা তোমাদের মতো যুদ্ধক্ষেত্রে শহীদ হতে না পারার যন্ত্রণায় কাতরাচ্ছে,তোমাদের বুকের প্রতিটি বুলেট তোমাদের ভাইদের মস্তিষ্কের স্নায়ুকোষ থেকে রক্তক্ষরণ করছে।
ওহে আমার ভাই রাব্বিয়াল কাবা (কাবার মালিক) এর নামে কসম করে বলছি,আমাদের ঈমানের এই দুর্বলতা নিয়ে হয়তো তোমাদের সাথে জান্নাতে মোলাকাতের সুযোগ না ও হতে পারে।

আমি লজ্জাবোধ করছি,হে আমার ভাই-বোন শুভেচ্ছা নিও🙏🏼

05/04/2025

রা'ফা'হ শেষ হয়ে গেছে, উত্তর গা'জা শেষ হয়ে গেছে এবং পৃথিবী এটাতে অভ্যস্ত হয়ে গেছে! 💔
চারদিক দিয়ে পথ বন্ধ। আল্লাহ তা'আলার সরাসরি সাহায্য ছাড়া আর কোনো পথ নেই!
ইয়া রব, আপনি অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট হয়ে যান!

28/01/2025

আসসালামু আলাইকুম

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ।না পেলে অভিমান করতাম।ইদানিং শুধু বলি " যেটা ভালো মাবুদ, ...
31/10/2024

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও, প্লিজ।না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি " যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার।
আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী না। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেডে় দিযে় পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে...

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গনবিপ্লবকে ধারন করে নতুন এক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সেই লক্ষ্যে বাংলাদ...
25/10/2024

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গনবিপ্লবকে ধারন করে নতুন এক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

সেই লক্ষ্যে বাংলাদেশের জাতীয় পতাকাকে গনভোটের মাধ্যমে পরিবর্তনের প্রস্তাব করছি।

লাল রংঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ২০২৪ সালের গনবিপ্লবে নিহতে শদীদের প্রতিনিধিত্ব করে।

সবুজ রংঃ বাংলাদেশের প্রকৃতিকে প্রতিনিধিত্ব করে।

নীলঃ বাংলাদেশের সমুদ্র ও নদীমাতৃকাকে প্রতিনিধিত্ব করে।

পাঁচ কোনা তারাঃ জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক মর্যাদা, সমতা ও ন্যায়বিচার, এই পাচটি নীতিকে প্রতিনিধিত্ব করে।

ত্রিকোন আকৃতিঃ বাংলাদেশের পাহাড়-পর্বতকে প্রতিনিধিত্ব করে।

সাদা রংঃ শান্তি ও উন্নয়ন।

25/10/2024

যার কেউ নেই সে একা না, যে কারো না সে একা।

21/10/2024

পৃথিবীর ইতিহাসে জামাত একমাত্র দল, যারা জান্নাতের কথা বলে ইনকামের ৫% হাতিয়ে নিচ্ছে, হিসাব করে বলুনতো মাসে কতো হাজার কোটি?

এক দুই তিন চার....চুপ্পু তুই গদি ছাড়
21/10/2024

এক দুই তিন চার....
চুপ্পু তুই গদি ছাড়

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Hassan Mirja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Hassan Mirja:

Share