02/09/2025
ঝগড়া ঝামেলা অশান্তি হবেই, সম্পর্ক যতই গভীর হোক না কেন! নিজেদের মধ্যে যতই আন্ডারস্ট্যান্ডিং থাক না কেন! যতই একে অপরকে বিশ্বাস করুক না কেন! সব সম্পর্কেই একটু আধটু সন্দেহ রাগ অভিমান অভিযোগ থাকবেই....
তার মানে এই নয় যে ব্রেকাপ করতে হবে, তার মানে এই নয় যে একে অপরের হাত ছেড়ে দিতে হবে, তার মানে এই নয় যে দুজনেই দুজনকে অপমান করে দূরে সরিয়ে দিতে হবে....
বরং নিজেদের ভেতর যতই সমস্যা, ঝগড়া, ঝামেলা হোক না কেন! দিনের শেষে শান্ত ভাবে সমস্ত সমস্যা নিয়ে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, একে অপরের পছন্দ অপছন্দগুলোকে বুঝতে হবে....
একে অপরকে বাই চান্স অসম্মান করে ফেললে ক্ষমা চাইতে হবে, নত হতে জানতে হবে....
আমরা প্রতিদিন এত বেশি যন্ত্রণা ব্যথা ও প্রব্লেমের সম্মুখীন হই যে অনেক সময় আমরা নিজেরাই নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না....
নিজের সবচেয়ে বেশি কাছের মানুষটার উপর নিজেদের ফ্রাস্ট্রেশন গুলো ঝেড়ে ফেলি, অকারণ চেঁচিয়ে উঠি। অবশ্যই, যে মানুষটার ভালোবাসার অধিকার আছে, নিজেকে সমর্পন করার অধিকার আছে, সেই মানুষটার ঝগড়া করার, চেঁচানোর, অভিযোগ করারও অধিকার আছে.....
কিন্তু পরবর্তীতে ভুল বুঝতে পেরে নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে ক্ষমা চাইতেও জানতে হয়, আর অপর মানুষটাকেও ক্ষমা করতে জানতে হয় তাতে একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়ে....
সম্পর্কে কেউই কারোর থেকে বড় বা ছোট হয় না, দুজনেই সমান হয়, সময় সুযোগ ও পরিস্থিতিতে যেমন একে অপরের কাছে নত হয়ে যেতে পারে, তেমনই সময় সুযোগ ও পরিস্থিতিতে যেন মাথা তুলেও দাঁড়াতে পারে একে অপরের সামনে....
ভালোবাসা একটা বোধ, একটা চেতনা, একটা ফিলিংস, একটা অনুভব! অনুভূতির চেয়ে বড় সত্যি এই পৃথিবীতে আর কিছু নেই....
যেখানে ভালোবাসা আছে, সেখানে হালকা ঝামেলা, ঝগড়া, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, সন্দেহ চলতেই পারে কিন্তু সবকিছুর একটা লিমিট/ সীমারেখা থাকা দরকার....
একবার দুবার লিমিট ক্র্শ করলে ক্ষমা করা যায়, কিন্তু বারবার লিমিট ক্র্শ করলে, বারবার কাছের মানুষকে অপমান করলে ভালোবাসা মরে যায়...
নিজের অতিরিক্ত সন্দেহ রাগ ঝামেলা অশান্তি সম্পর্ককে ভেঙে গুঁড়িয়ে দেয় আর দুটো মানুষকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। দুটো মানুষই একে অপরকে অশ্রদ্ধা অসম্মান করতে শুরু করে....
তাই যেমন ভালোবাসা আছে, তেমনই অল্পস্বল্প রাগ, অভিমান, বকাঝকাও চলুক কিন্তু দিনের শেষে দু চোখ ভরে বৃষ্টি নামুক আর সব সমস্যা ধুয়ে যাক সেই বৃষ্টির জলে....
তারপর দুটো মানুষের ভেতর আবার ভালোবাসা ঝরে পড়ুক....