শ্রাবস্তি সোনা বৌদি

শ্রাবস্তি সোনা বৌদি আমি একজন সাধারণ বাঙালি বৌদি ! আমি আমার দৈনন্দিন কাজের উপরে ব্লক বানায় !তোমাদের সাহায্য আমার খুব দরকার ! প্লিজ আমাকে সাপোর্ট কর !

29/09/2025
সাকিব আল হাসান একটা ব্র‍্যান্ডের নাম। আর সার্ভিসকে দেখতে লাগে গ্রাম্য ঘটকের মত। ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে বের হওয়া লোক...
29/09/2025

সাকিব আল হাসান একটা ব্র‍্যান্ডের নাম। আর সার্ভিসকে দেখতে লাগে গ্রাম্য ঘটকের মত। ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে বের হওয়া লোকাল মাল সার্ভিস যখন ইন্টারন্যাশনাল ট্যালেন্টেড সাকিব আল হাসান সম্পর্কে কটুক্তি করে তখন হাসি পায়। যোগ্যতায় কখনো সাকিবের সামনে দাঁড়াতে পারবিনা। পড়ে থাকবি তার নখের তলায়।

আজ কিছু কথা বলবো, কিছুটা আক্ষেপের জায়গা থেকে। এটা কোনো ব্র্যান্ড বা ক্রিয়েটরকে উদ্দেশ্য করে নয়—শুধুই আমার ব্যক্তিগত অনুভ...
29/09/2025

আজ কিছু কথা বলবো, কিছুটা আক্ষেপের জায়গা থেকে। এটা কোনো ব্র্যান্ড বা ক্রিয়েটরকে উদ্দেশ্য করে নয়—শুধুই আমার ব্যক্তিগত অনুভূতি।

মাসখানেক ধরে একটা লোকাল ব্র্যান্ডের সাথে আমার কথা চলছিল তাদের কিছু প্রোডাক্টের কনটেন্ট ক্রিয়েশন নিয়ে। শুরু থেকেই আমি বলেছিলাম, আমি শুধু বৈজ্ঞানিকভাবে সত্যি তথ্যই বলব—মিথ্যা বা অতিরঞ্জিত কিছু নয়। যেমন তারা বলছিল, ডার্ক সার্কেল চিরদিনের মতো চলে যাবে, বা তাদের তেলে মেছতা চলে যাবে।আমি স্পষ্ট করে দিয়েছিলাম, এই ধরনের দাবি একেবারেই বৈজ্ঞানিকভাবে সম্ভব না। আমি কেবল ingredients আর সেগুলো বৈজ্ঞানিকভাবে কীভাবে কাজ করে, সেটুকুই বলব।

তারা প্রথমে রাজি ছিল। কিন্তু পরে নতুন কিছু প্রোডাক্ট যোগ করে, যেমন sunscreen, face pack। SPF-এর মতো জিনিস আসলে সঠিকভাবে পরীক্ষার বাইরে যাচাই করা যায় না। ভুল SPF ব্যবহার মানে মানুষের পুরো স্কিনের ক্ষতি হতে পারে। তাই আমি বলেছি, এটা আমি প্রোমোট করতে পারব না। এরপর তারা যোগাযোগ বন্ধ করে দিল।

আজ দেখি, অন্য ক্রিয়েটরদের মাধ্যমে সেই ব্র্যান্ডের বিজ্ঞাপন বাজারে চলছে, আর হইহই পড়ে গেছে। আর্থিক দিক থেকে আমার কোনো আফসোস নেই, কারণ আমি সবসময় না বলেছি যখন মনে হয়েছে সেটা মানুষের ক্ষতির সম্ভাবনা রাখে। ইমেইল, হোয়াটসঅ্যাপে এ ধরনের অসংখ্য প্রস্তাব এখনো পড়ে আছে।

কষ্টটা এখানেই,আমি না বললেও, অন্যরা তো না বলে না। এসব আজ বাণিজ্যিক প্রোমোশন হয়ে গেছে। আমরা জাতি হিসেবে এতটাই কিউট যে সহজেই হুজুগে ভেসে যাই। আজ ভালো লাগছে, কাল খারাপ হলে আবার ভুলে যাই। Moral obligation যদি না থাকে enfluence টা কাদের দ্বারা হচ্ছি ভাববার আছে।

শাড়ী কাপড় সস্তা খোজেন সমস‍্যা নাই, কিন্তু skincare, food, supplement, এসব ক্ষেত্রে সস্তা খোঁজা বা চোখ বন্ধ করে বিশ্বাস করা আসলেই বোকামি। সস্তার দোষে শরীর বা ত্বকের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে।

আমার সমবেদনা তাদের জন্য, যারা চোখ থাকা সত্ত্বেও অন্ধ। বাকিরা অন্তত চোখ-কান খোলা রাখুন। সস্তা মানেই সব সময় ভালো না, এর দশ অবস্থাও হয়, nothing to flex to promote everything cheap. 🙂

Good morning
29/09/2025

Good morning

কিছু মানুষ আমাকে খারাপ বলে, আবার তারাই মেসেজ দিয়ে প্রম করতে বলে ছবি📷 দিতে বলে 🙄
28/09/2025

কিছু মানুষ আমাকে খারাপ বলে, আবার তারাই মেসেজ দিয়ে প্রম করতে বলে ছবি📷 দিতে বলে 🙄

Pink
28/09/2025

Pink

28/09/2025

Relax Time with me 🖤
28/09/2025

Relax Time with me 🖤

কোনো এক রাতের বেলা
28/09/2025

কোনো এক রাতের বেলা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রাবস্তি সোনা বৌদি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share