Dr. Tarikul

Dr. Tarikul ✅Men's Health(ইরেকটাইল ডিসফাংশন,দ্রুত বীর্যপাত সমস্যা,ঘন প্রস্রাব,প্রস্টেট সমস্যা)

drtarikul.com/shock-wave-therapy

20/08/2025

✅যোনিপথ পিচ্ছিল করতে করণীয়

যোনিপথ স্বাভাবিকভাবে পিচ্ছিল থাকে, তবে কিছু নারীর ক্ষেত্রে হরমোন বা স্বাস্থ্যগত কারণে শুষ্কতা দেখা দিতে পারে। যোনিপথ পিচ্ছিল করতে কিছু করণীয় দেয়া হলো:

✅ ঘরোয়া ও সাধারণ উপায়:

1. *পর্যাপ্ত পানি পান করুন* – শরীরে পানি কম থাকলে যোনি শুষ্ক হতে পারে।

2. *প্রাকৃতিক চর্বি বা ফ্যাটযুক্ত খাবার খান* – যেমন: অলিভ অয়েল, বাদাম, অ্যাভোকাডো।

3. *ফ্ল্যাক্সসিড বা মেথি খাওয়া* – এতে প্রাকৃতিক ইস্ট্রোজেন থাকে যা যোনি পিচ্ছিল রাখতে সহায়ক।

4. *প্রাকৃতিক লুব্রিকেন্ট ব্যবহার* – নারকেল তেল বা অ্যালোভেরা জেল (খাঁটি) ব্যবহার করা যেতে পারে।

✅ মেডিকেল উপায়:
1. *ওভার দ্য কাউন্টার লুব্রিকেন্ট* – ফার্মেসিতে পাওয়া যায় (water-based লুব্রিকেন্ট সেফ যেমন: KY বা RY জেল)
2. *ইস্ট্রোজেন ক্রিম বা জেল* – হরমোনাল শুষ্কতার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।

13/08/2025

লিঙ্গ বড় আর মোটা করার কোনো কার্যকরী মেডিসিন নেই।

শক্ত অবস্থায় ৪-৬ ইঞ্চি যথেষ্ট।লিঙ্গের সাইজ নিয়ে অযথা দুশ্চিন্তা না করাই ভালো।

12/08/2025

বাংলাদেশের পুরুষদের মধ্যে যৌন উত্তেজক ওষুধ ব্যবহারের হার

(চেক কমেন্ট)

09/08/2025

গত সপ্তাহে একটা মজার অভিজ্ঞতা হলো। এক ভাই আসলেন ব্যাক্তিগত সমস্যা নিয়ে।

উনি দীর্ঘ ১৫ বছর একটা ট্যাবলেট ১০০ mg খেয়ে ৪০-৫০ মিনিট করে এভারেজ সহবাস করেছেন এবং প্রায় দুই তিন দিন পর্যন্ত কাজ করতো।😊

কিন্তু বর্তমানে এই ঔষধ আর কাজ করে না। খেলে লিঙ্গ শক্ত হয় না। মহা দুশ্চিন্তায় পড়ে গেছেন। কি করবেন।

আমাদের কাছে আসলেন শক ওয়েভ নিতে। এই ধরনের সমস্যা প্রায়ই পাওয়া যায়।আমাদের দেশে যে কোন পুরুষই মনে করেন তার যৌন সমস্যা আছে এবং জীবনের যে কোন পর্যায়ে দুই একটি ট্যাবলেট খেয়ে সহবাস এর সময় বাড়ানোর চেষ্টা করেন। এবং একটা সময় অভ্যাসে পরিণত হয়ে যায়।

আমরা সবসময় বলি যে কোন ঔষধ ছাড়া নিজের ন্যাচারাল ক্ষমতা প্রয়োগ করে সময় বাড়ান।

৫-৭/৭-১৩ মিনিট স্বাভাবিক।এর থেকে বেশি পারলে ভালো।তবে ভায়গ্রা খেয়ে নিজেকে হিরো প্রমাণ করতে গেলে পরে আফসোস হবে।😊

08/08/2025

মাস্টারবেশন উপকারী না ক্ষতিকর?
গবেষনা কি বলে।
(চেক কমেন্ট)

06/08/2025

*চাকরির সুযোগ (নারীদের জন্য)*
*পদবী:* সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ
*প্রতিষ্ঠান:* ফিউচার হেলথ
*ঠিকানা:* বাড়ী-১১৯, রোড-১, ব্লক-এফ, বনানী চেয়ারম্যান বাড়ী।

*যোগ্যতা:*
- যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান
- যোগাযোগে দক্ষ
- আত্মবিশ্বাসী ও উপস্থাপনায় পারদর্শী
- সেলস ও মার্কেটিং-এ আগ্রহী

*বয়স:* ২০-৩৫ বছর
*অভিজ্ঞতা:* অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার, তবে আগ্রহী ফ্রেশাররাও আবেদন করতে পারেন।

*বেতন ও সুযোগ-সুবিধা:* আলোচনা সাপেক্ষে

*আবেদনের শেষ তারিখ:* 30-08-2025

*আবেদন পাঠান:* [email protected]

যোগাযোগ : 01939417429

05/08/2025

যে জাতির ৪৭,৫২,৭১,৯০,এবং দেড় হাজার প্রাণের বিনিময়ে ২৪ পেরিয়ে আসতে হয় সে জাতির মধ্যে ঐক্য না থাকাই স্বাভাবিক।

এই বাংলাদেশে আর কোন রাজিনৈতিক দল যেন দেশের সকল নিরাপত্তা বাহিনীর সহায়তায় ছাত্র জনতার বুকে গু*লি না চালায়।

ইনকিলাব জিন্দাবাদ❤️❤️
বাংলাদেশ জিন্দাবাদ❤️❤️

04/08/2025

ইনকিলাব
জিন্দাবাদ!

04/08/2025

৪ ই আগষ্টের পোস্ট। যেদিন পুলিশের গুলিতে অজস্র ছাত্র জনতা শহীদ হয়ে যায়😢😢

04/08/2025

ভয়াবহ ৪ ই আগষ্টের পোস্ট। ওইদিন চোখের সামনে হেলিকপ্টার থেকে গুলি করতে দেখি।পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে অসংখ্য ভাই বোন শহীদ হয়ে যায়।

নতুন জামাইয়ের সেরা পারফরমেন্স পেতে মিষ্টি খাওয়ানো থেকে বিরত থাকুন।😊😊
04/08/2025

নতুন জামাইয়ের সেরা পারফরমেন্স পেতে মিষ্টি খাওয়ানো থেকে বিরত থাকুন।😊😊

29/07/2025

১ মিনিটের কম সময়ে বী*র্যপাত হয়ে গেলে প্রথমে লিংগ প্রবেশ করিয়ে ৫ মিনিট রেখে দেয়ার চেষ্টা করতে পারেন।

শুরুতেই লিংগ চালনা করলে দ্রুত বী*র্য বের হবার সম্ভবনা বেড়ে যায়।

Address

House: 119, Road-1, Chairman Bari, Banani
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tarikul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Tarikul:

Share