Julia's Lifestyle

Julia's Lifestyle Alhamdulillah For Everything !
(2)

মাঝে মাঝে মনে হয় বাচ্চারা বড় না হলেই ভালো হতো 🥰🥰🥰🥰
03/07/2025

মাঝে মাঝে মনে হয় বাচ্চারা বড় না হলেই ভালো হতো 🥰🥰🥰🥰

আমার কাছে এই বেলী ফুলটার মূল্য কোটি টাকার চেয়ে ও বেশি!!! মাঝে মাঝে ছোট ছোট উপহারগুলো ভালোবাসা আর জীবনের আনন্দ কে বহু থে...
23/06/2025

আমার কাছে এই বেলী ফুলটার মূল্য কোটি টাকার চেয়ে ও বেশি!!! মাঝে মাঝে ছোট ছোট উপহারগুলো ভালোবাসা আর জীবনের আনন্দ কে বহু থেকে বহুগুণ বাড়িয়ে দেয় ( ধানমন্ডি মসজিদে যোহরের নামাজ পড়তে গিয়ে সেখান থেকে আমার জন্য ফুলটা এনে গাড়িতে রেখে দিয়েছিল)। আমি অফিস শেষে গাড়িতে উঠার পর ফোন করে বললো গাড়িতে তোমার জন্য একটা ফুল রাখা আছে 💕। আমার কাছে এই মুহূর্তের অনুভূতি টা অনেক বড় কিছু পাওয়ার থেকে ও বেশি ভালোলাগার ছিল 🥰🥰। পুরুষের সত্যিকার ভালোবাসা আসলেই অনেক দামি।

ইন্সট্যান্ট ম্যাংগো টাব কেক। মাত্র তিনটা উপকরণ দিয়ে তৈরি করা যায় খুব সহজেই (মাত্র ১০ মিনিটে)। খেতে অসাধারণ 👌👌👌উপকরণ: প...
16/06/2025

ইন্সট্যান্ট ম্যাংগো টাব কেক। মাত্র তিনটা উপকরণ দিয়ে তৈরি করা যায় খুব সহজেই (মাত্র ১০ মিনিটে)। খেতে অসাধারণ 👌👌👌

উপকরণ: পাকা আম, ব্রেড আর হুইপ ক্রিম।

রাত ১২:৩৬ ! পদ্মা সেতুর উপর ৩৯ মিনিট ধরে জ্যামে বসে আছি 😥 বাস এবং ট্রাকের দুর্ঘটনার জন্য। আল্লাহ ভালো জানেন আর কতোক্ষণ অ...
13/06/2025

রাত ১২:৩৬ ! পদ্মা সেতুর উপর ৩৯ মিনিট ধরে জ্যামে বসে আছি 😥 বাস এবং ট্রাকের দুর্ঘটনার জন্য। আল্লাহ ভালো জানেন আর কতোক্ষণ অপেক্ষা করতে হবে 😭😭 যখন দ্রুত বাসায় যাওয়া প্রয়োজন তখনই বেশি লেট হয় এটাই মনে হয় প্রকৃতির নিয়ম 😭😭( শরীরের এমন অবস্থা যে গাড়িতে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা দুটোই অসম্ভব মনে হচ্ছে, কারণ গত ৪ তারিখ থেকে শরীর খুবই অসুস্থ)।

আরিজ এতো রাতে তার মায়ের পেশার মাপতে ব্যস্ত ( সে নানা বাড়িতে থেকে সবার পেশার মাপপে। ঢাকা আর যাবে না, এখানেই থাকতে চাই)!...
12/06/2025

আরিজ এতো রাতে তার মায়ের পেশার মাপতে ব্যস্ত ( সে নানা বাড়িতে থেকে সবার পেশার মাপপে। ঢাকা আর যাবে না, এখানেই থাকতে চাই)!!

আরিজ নানা বাড়ি এসে পাকা আম কুড়াতে ব্যস্ত। অথচ সে পাকা আম খায় না, কাঁচা আম তার অনেক পছন্দ! আরিজের আম কুড়ানো দেখে পল্ল...
08/06/2025

আরিজ নানা বাড়ি এসে পাকা আম কুড়াতে ব্যস্ত। অথচ সে পাকা আম খায় না, কাঁচা আম তার অনেক পছন্দ! আরিজের আম কুড়ানো দেখে পল্লী কবি জসীম উদ্দীন এর সেই কবিতা মনে পড়লো- ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ।

বড় ছেলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে 🥰🥰 গতকাল বাবা, নানা আর দাদার সাথে হাটে গিয়ে পছন্দ করে গরু কিনেছে( এটাই ছিল তার জ...
06/06/2025

বড় ছেলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে 🥰🥰 গতকাল বাবা, নানা আর দাদার সাথে হাটে গিয়ে পছন্দ করে গরু কিনেছে( এটাই ছিল তার জীবনে প্রথম গরুর হাটে যাওয়া)। আজ মাঠে গিয়ে গরুর জন্য ঘাস কেটে এনেছে (আমাকে আর তার বাবাকে বলে নি, যদি যেতে না দেই। তার নানুকে বলে প্রতিবেশী তার বয়সি এক ছেলেকে সাথে নিয়ে ঘাষ কেটে এনেছে)। ওর বাবা শুনে রাগ করছিলো। আমি বললাম ছেলেটা এই বয়সে এতো দায়িত্ববান হয়েছে এটা দেখে শুকরিয়া আদায় করো ❤️❤️।

এই জীবন্ত সুন্দর গাছগুলো আমার অনেক পছন্দের।। আমি এগুলো অনেক জায়গা থেকে কালেক্ট করেছি (এখানে সবগুলো গাছের ছবি নেই)।। অফি...
06/06/2025

এই জীবন্ত সুন্দর গাছগুলো আমার অনেক পছন্দের।। আমি এগুলো অনেক জায়গা থেকে কালেক্ট করেছি (এখানে সবগুলো গাছের ছবি নেই)।। অফিস ছুটি হয়েছে এবার লং টাইমের জন্য।। জানি না এই ১০ দিন গাছগুলো বেঁচে থাকবে কিনা।। আল্লাহ কে বলেছি একমাত্র আপনি পারেন এগুলো কে বাচিয়ে রাখতে।। ৪ তারিখ অফিস থেকে আসার আগে গাছগুলোর পরিচর্যা দেখে আমার ম্যাডাম বলছিলো জুলিয়া তোমার গাছগুলো কি বাসায় নিয়ে রাখবে?? বললাম না ম্যাডাম বাসায় ও তো কেউ থাকবে না। সো এখানে থাকলেও যা হবে বাসায় থাকলেও তাই হবে।। এখন মনে হচ্ছে ইস বাসায় এনে আমাদের বারান্দায় রেখে আসলে বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকতো।।১৫ তারিখ অফিসে গিয়ে সবগুলো আদৌও জীবিত পাব কিনা সেটাই অনিশ্চিত ।

05/06/2025

পৃথিবীতে শারীরিক সুস্থতা আল্লাহ তালার সব থেকে বড় রহমত। আমরা এই ক্ষণস্থায়ী জীবনে কত কিছু করি অথচ ১ মিনিট পরে আমাদের জীবনে কি ঘটবে তা সম্পূর্ণরূপে অজানা সকলের কাছে!! ঢাকা থেকে আসার সময় সম্পূর্ণ সুস্থ অথচ বাড়ির উঠানে গাড়ি থেকে নেমে ঘর পর্যন্ত হেঁটে আসতে পারছিলাম না 🥲🥲।। তারপর ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।। আমার চেয়ে আরো কত মানুষ কত দূরারোগ্য রোগে আক্রান্ত।। আল্লাহ সকলকে সুস্থতা দান করুক 🤲🤲। আর যারা এই ঈদে পরিবারের কাছে যাচ্ছে দূর দূরান্ত থেকে আল্লাহ সকলকে সহি সালামতে পৌঁছে দিক।। সকলের মনের আশা পূর্ণ করুক 🤲🤲।

এগুলো আমার বড় ছেলের সখের পাখি। আরো ৪ টা ছিল। দুই টা পাখি গত ঈদের সময় রেখে আসলে মারা গিয়েছিল 😭 আর ২ টা পাখি খাঁচা পরিব...
05/06/2025

এগুলো আমার বড় ছেলের সখের পাখি। আরো ৪ টা ছিল। দুই টা পাখি গত ঈদের সময় রেখে আসলে মারা গিয়েছিল 😭 আর ২ টা পাখি খাঁচা পরিবর্তনের সময় উড়ে যায় 🥲। পাখি নিয়ে তার যতো টেনশন..

ভোর ৫:৫৪! আমরা ভাটিয়াপাড়াতে পৌঁছালাম। গাড়ির স্পিড ৮০ এর কাছাকাছি ছিল,অথচ পুলিশ দাঁড় করিয়ে প্রথমে আমার ড্রাইভারের লা...
05/06/2025

ভোর ৫:৫৪! আমরা ভাটিয়াপাড়াতে পৌঁছালাম। গাড়ির স্পিড ৮০ এর কাছাকাছি ছিল,অথচ পুলিশ দাঁড় করিয়ে প্রথমে আমার ড্রাইভারের লাইসেন্স এবং গাড়ির কাগজ চেক করে। যখন দেখলো সব ওকে, তখন বলে গাড়ি ৮৬ তে চলছে!! মামলা দিবে। আমার হাসবেন্ড বলে ঠিক আছে তাহলে আপনি আমার গাড়ির নাম্বারসহ স্পিড দেখান( এটা আমার গাড়ির স্পিড কিভাবে বুঝবো?) তখন পুলিশ বললো ঐটা তো বড় করে প্রিন্ট করে দেখাতে হবে। আগেও একটা মামলা আছে (আগের মামলাটাও এই রোড়ে গত ঈদের সময় দিয়েছিল) এবার দিলে ৫,০০০ টাকার মামলা হবে!! আমাদের মিষ্টি খেতে কিছু দিয়ে যান।। কি এক্টা অবস্থা। এখন আমার ড্রাইভারের কাছে এই রোড মানে মামলার আতঙ্ক।। আমার মনে প্রশ্ন জাগে এরা কি আসল পুলিশ??

গুলশান ২ এর দই ফুচকা আসলেই বেস্ট 👌👌👌।
01/06/2025

গুলশান ২ এর দই ফুচকা আসলেই বেস্ট 👌👌👌।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Julia's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category