Bangla Story

Bangla Story Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla Story, Video Creator, Dhaka.

শরীরের ভঙ্গি শুধু আপনার চেহারাকেই বদলায় না, বদলায় আপনার আত্মবিশ্বাসেরও প্রকাশ।আপনি যদি ঝুঁকে বা কুঁজো হয়ে হাঁটেন, মানুষ ...
18/08/2025

শরীরের ভঙ্গি শুধু আপনার চেহারাকেই বদলায় না, বদলায় আপনার আত্মবিশ্বাসেরও প্রকাশ।

আপনি যদি ঝুঁকে বা কুঁজো হয়ে হাঁটেন, মানুষ আপনাকে দুর্বল বা অনিশ্চিত ভাবতে পারে। কিন্তু যখন আপনি সোজা হয়ে দাঁড়ান, মাথা উঁচু রাখেন আর স্বাভাবিক ভঙ্গিতে চলাফেরা করেন, তখনই আপনার ভিতরের শক্তি আর আত্মবিশ্বাস অন্যদের চোখে ধরা পড়ে।

আসলে ভঙ্গিটাই বার্তা দেয়—
"আমি নিজের উপর ভরসা করি, আমি শক্তিশালী।"

তাই শুধু পোশাক বা কথাবার্তায় নয়, আপনার শরীরের ভঙ্গিতেও আত্মবিশ্বাস ফুটিয়ে তুলুন।

অনেকে পরিকল্পনা করে ব্যাংক বা ফিনানশিয়াল ইন্সটিটিউট থেকে লোন নেন।উদ্দেশ্য থাকে—বিজনেস দাঁড় করানো, বাড়ি বানানো, গাড়ি কেনা...
13/08/2025

অনেকে পরিকল্পনা করে ব্যাংক বা ফিনানশিয়াল ইন্সটিটিউট থেকে লোন নেন।
উদ্দেশ্য থাকে—বিজনেস দাঁড় করানো, বাড়ি বানানো, গাড়ি কেনা বা অন্য কিছু।
কিন্তু ভুলে যাবেন না—লোন মানে শুধু টাকা ধার নয়, বরং প্রতি মাসে সুদের আগুনে পুড়তে শুরু করা!
একটা উদাহরণ শুনুন—
আপনি ২৫ লাখ টাকার লোন নিলেন ৫ বছরের জন্য, ইন্টারেস্ট রেট ১৪.৪৯%।
প্রতিমাসে আপনার EMI দাঁড়াল প্রায় ৫৫,৫০০ টাকা।
মানে বছরে প্রায় ৬ লাখ ৬৬ হাজার টাকা আপনাকে দিতে হবে।
আপনি ভাবলেন—
“বছরে ৬.৬ লাখ দিচ্ছি, নিশ্চয়ই ৫ লাখ প্রিন্সিপাল কমবে, আর ১.৫ লাখ ইন্টারেস্ট যাবে।”
কিন্তু না!
বাস্তবে প্রথম বছরে আপনি যত টাকা দেন, তার অর্ধেকেরও বেশি চলে যায় সুদে!
আপনার মূল লোন কমে মাত্র ৩–৩.৫ লাখ টাকা।
বাকি ৩ লাখ বা তার বেশি টাকা কেটে নেয় ‘সুদ’—এই শোষণ ব্যবস্থা।
কেন এমন হয়?
এটা হলো Reducing Balance Loan বা Amortized Loan সিস্টেম।
এখানে শুরুর দিকে EMI থেকে বেশি অংশ সুদ হিসেবে কেটে নেয়, আর প্রিন্সিপালের অংশ কম রাখে।
সময় যত বাড়ে, তত সুদের অংশ কমে, প্রিন্সিপালের অংশ বাড়ে।
সমস্যা হয় কখন?
যদি মাঝপথে চাকরি হারান, আয় বন্ধ হয়, অসুস্থতা আসে বা ব্যবসা ডুবে যায়—
তবুও আপনাকে EMI দিতে হবে।
না পারলে লোনের ফাঁস আপনার পরিবার, সম্পদ, এমনকি মানসিক শান্তিও কেড়ে নেবে।
তাহলে কী করবেন?
লোন নেওয়ার আগে সম্পূর্ণ EMI Schedule ভালোভাবে দেখে নিন।
প্রতি কিস্তিতে কত সুদ আর কত প্রিন্সিপাল যাচ্ছে তা জেনে নিন।
সুযোগ থাকলে ১–২ বছরের মধ্যে আর্লি সেটেলমেন্ট করুন।
সম্ভব হলে লোন না নিয়ে বিকল্প পথ খুঁজুন।
কেন ইসলামে সুদ হারাম?
কারণ এতে ধনী আরও ধনী হয়, গরীব আরও গরীব হয়।
সুদভিত্তিক অর্থনীতি আসলে নিপীড়নের হাতিয়ার—
যেখানে ধনীর গলায় মালা, আর গরীবের গলায় দড়ি!
সতর্ক থাকুন, সচেতন থাকুন।
একটি ভুল সিদ্ধান্ত আপনার আগামী ১০ বছর কেড়ে নিতে পারে।
এই লেখা পরিবার, বন্ধু, আত্মীয়—সবার সঙ্গে শেয়ার করুন।
হয়তো আজই কেউ লোন নিতে যাচ্ছেন, অথচ জানেন না এর ভিতরের ভয়াবহতা!

Tusher

হয়তো এখন চারপাশে কেবল অন্ধকার। নেই কোনো আশার আলো।তুমি একা, ক্লান্ত, ভেঙে পড়া—মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে।কিন্তু এটাই শ...
10/08/2025

হয়তো এখন চারপাশে কেবল অন্ধকার। নেই কোনো আশার আলো।
তুমি একা, ক্লান্ত, ভেঙে পড়া—মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে।
কিন্তু এটাই শুরু! এই ভাঙনের মধ্যেই গড়ে উঠছে এক অদম্য শক্তি,
যেটা এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন—তুমিই অবাক হয়ে যাবে! পাহাড় গড়ার আগে যেমন ভূমিকম্প হয়, ঠিক তেমনি, বড় কিছু গড়তে গেলে আগে মাটির গভীর থেকে কাঁপুনি শুরু হয়।
এই দুঃসময়টা তোমার ভিতরের দুর্বলতা ঝেড়ে ফেলার সময়। জীবন তোমাকে ক'ষ্ট দিচ্ছে না, জীবন তোমাকে গড়ছে!
অনেকে সবকিছু নিয়েই জন্মায়—সুযোগ, সমর্থন, টাকা, পরিচিতি।
তারা গণ্ডির মধ্যে ঘুরে বেড়ায়। আর তুমি—তুমি শূন্য থেকে শুরু করছো,
নতুন গন্তব্য তৈরি করছো!
আজ হয়তো তোমার হাতে কিছু নেই— না টাকা, না চেনা মানুষ, না কোনো বড় প্ল্যাটফর্ম। তবু বিশ্বাস রেখো— একদিন তোমার নামেই গড়ে উঠবে ভবন, বই, প্রতিষ্ঠান কিংবা ইতিহাস!
তোমার এই লড়াই এখন কেউ দেখছে না। কেউ জানে না, তুমি রাতে কতটা কাঁদো, দিনে কতটা লড়ো। কিন্ত সময় সব মনে রাখে! একদিন এই গল্পই হবে অনুপ্রেরণার বাতিঘর।
তাই এখন ভেঙে পড়ার সময় নয়। তুমি আলাদা। তুমি বিশেষ।
তোমার রক্তে বয়ে চলেছে সংগ্রামের ইতিহাস। তোমার চোখে জমে আছে হাজারো স্বপ্নের মানচিত্র।
তুমি যদি আজ লড়াই চালিয়ে যাও, আগামীকাল তোমার নামেই লেখা হবে ইতিহাস। হাল ছেড়ো না। ভয় পেও না। কারণ তুমিই সেই ঝড়ের নাবিক, যে দিক হারায় না—দিক বানায়!

- সংগৃহীত

হুমায়ূন আহমেদের এর জনপ্রিয় উপন্যাস ❛অপেক্ষা❜ এর অসাধারণ কিছু উক্তি ⤵️১) ❝মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের স...
15/07/2025

হুমায়ূন আহমেদের এর জনপ্রিয় উপন্যাস ❛অপেক্ষা❜ এর অসাধারণ কিছু উক্তি ⤵️

১) ❝মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না, আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য!❞

২) ❝পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্যে কিন্তু টাকা লাগে না। বিনামূল্যে পাওয়া যায়। যেমন ধর জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা..❞

৩) ❝কেউ কারো মতো হতে পারে না। সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচার বা বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা!❞

৪) ❝প্রতিটা মানুষ কোন না কোন অপেক্ষায় থাকে। অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না। অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায়!!❞

৫) ❝মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটির খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক!❞

৬) ❝এ শহরে আছে বিচিত্র ধরনের মানুষ। আর আছে তাদের বিচিত্র ধরনের অপেক্ষা!❞

৭) ❝জগৎটাই চলছে মিথ্যার উপরে। সত্যি কথা এখন শুধু বলে পাগলরা!❞

৮) ❝ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ংকর!❞

৯) ❝বোকা ছেলেরাই কাঁদে, বুদ্ধিমানরা কাঁদে না!❞

১০) ❝বিলাই আর পুরুষ মানুষ এই দুই জাতের কোন বিশ্বাস নাই। দুইটাই ছোকছুকানি জাত!❞

১১) ❝জগতের কোন দুঃখই কম না। ছোট দুঃখ, বড় দুঃখ, সব দুঃখই সমান!❞

১২) ❝মানুষ অদ্ভুত প্রাণী, কখন কোন নেশা ধরে যায় বলা কঠিন!❞

১৩) ❝হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তারচেয়ে দশগুণ বেশি সুন্দর লাগে!❞

বই : অপেক্ষা
লেখক : হুমায়ূন আহমেদ

জাপান শুধু সামুরাই কিংবা সুশির জন্যই বিখ্যাত নয়—তারা পুরো বিশ্বকে শিখিয়েছে কীভাবে ব্যবসায় টিকে থাকতে হয় আর একটা ব্র্...
21/06/2025

জাপান শুধু সামুরাই কিংবা সুশির জন্যই বিখ্যাত নয়—তারা পুরো বিশ্বকে শিখিয়েছে কীভাবে ব্যবসায় টিকে থাকতে হয় আর একটা ব্র্যান্ডকে কীভাবে বিশ্বসেরা বানানো যায়।
একটু ভাবুন তো—Toyota, Sony, Nintendo, Uniqlo—এই সব জাপানি কোম্পানি আজও শীর্ষে। কিন্তু তারা কীভাবে এত দিন ধরে সফল?
চলুন জেনে নিই তাদের সফলতার ৫টি মূল কারণ:

🔹 ১. কাইজেন (Kaizen) — “ধাপে ধাপে উন্নতি”র দর্শন জাপানিরা বিশ্বাস করে: 👉 “আজ যা আছি, কাল যেন তার চেয়ে একটু ভালো হই।” তারা প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনে, যা ধীরে ধীরে বিশাল সফলতায় রূপ নেয়।

🔹 ২. গুণগত মান আগে, লাভ পরে তাদের কথা হলো: 👉 “খারাপ জিনিস তৈরি করলে শেষমেশ ক্ষতিই বেশি হয়।” তাই আপনি যদি Toyota-র গাড়ি কিনেন, তাহলে ১০ বছরেও মাথাব্যথা নেই! টেকসই, নির্ভরযোগ্য।

🔹 ৩. গ্রাহক মানেই অতিথি (Customer is like a guest) জাপানিরা গ্রাহকদের শুধু কাস্টমার না, বরং একজন অতিথির মতো গুরুত্ব দেয়। 👉 এজন্য Sony-র হেডফোনে এত নিখুঁত মান ও সাউন্ড কোয়ালিটি।

🔹 ৪. মিনিমালিজম—“সোজাসাপ্টা কিন্তু নিখুঁত” তারা বিশ্বাস করে: 👉 “কম হলেও ভালো হওয়া জরুরি।” Uniqlo-র জামা-কাপড় দেখতে সাধারণ, কিন্তু পরলে বোঝা যায় আরাম আর কোয়ালিটির জাদু।

🔹 ৫. দীর্ঘমেয়াদি লক্ষ্য (Long-term thinking) অনেক কোম্পানি ৫ বছরের পরিকল্পনা করে, কিন্তু জাপানিরা ভাবে ৫০ বছরের জন্য। 👉 এজন্য Nintendo আজও জনপ্রিয়, এমনকি ৩০–৪০ বছর পরেও।

🔸 সারাংশ: 👉 ধারাবাহিকতা (Consistency), 👉 গুণগত মান (Quality), 👉 আর গ্রাহকের প্রতি দায়িত্ববোধ (Customer Focus)— এই তিনটা ঠিক থাকলে আপনিও নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারেন!

10/04/2025

বিশ্বাস এমনি এমনি আসে না বিশ্বাসটা অর্জন করতে হয়।

06/04/2025

যে একবার বিশ্বাসঘাতকতা করে, সে আসলে নিজের আত্মাকে বিক্রি করে দেয়, বিশ্বাস তার কাছে কেবলই এক মুখোশ।

05/04/2025

বিশ্বাসঘাতকতা করার পর মানুষ নিজেই নিজের ছায়া থেকে পালিয়ে বেড়ায়, কারণ আয়নার সামনে দাঁড়ানোর সাহস তার আর থাকে না।

05/04/2025

বিশ্বাস একবার ভেঙে গেলে, তা জোড়া লাগলেও দাগ রয়ে যায়, কাঁচের গ্লাসের মতো, যা আর আগের মতো স্বচ্ছ হয় না।

05/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

27/03/2025

“শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন।”

23/03/2025

বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category