Reshma's Dairy With Cooking

Reshma's Dairy With Cooking Assalamualikum. This is Reshma from Reshma's Diary With Cooking
I'm from Bangladesh. Cooking is my passion.
(9)

01/05/2025
28/03/2025
28/03/2025
আমরা যাদের হারাই, তারাও কী আমাদের মতন করে  আমাদের হারায়। নাকি সময়ের স্রোতে ধীরে ধীরে কেবল দূরেই সরে যায়?আমাদের মনে হয়, আ...
15/02/2025

আমরা যাদের হারাই, তারাও কী আমাদের মতন করে আমাদের হারায়। নাকি সময়ের স্রোতে ধীরে ধীরে কেবল দূরেই সরে যায়?
আমাদের মনে হয়, আমরা তাদের ভুলতে পারছি না, অথচ তাদের জীবন বয়ে চলে নিজের মতন করে।
আমরা যাকে হারানোর কষ্ট বয়ে বেড়াই, সে হয়তো নতুন গল্পের পাতায় ব্যস্ত হয়ে পড়ে।

কিন্তু সত্যি বলতে, কেউ কী আসলেই হারিয়ে যায়? নাকি তারা রয়ে যায় স্মৃতির অলিতে-গলিতে, অনুভূতির অতল গহ্বরে?

23/01/2025

পুরুষের মনে সেই নারীর কদর আছে যে তার স্ত্রী নয়,,

যতক্ষন স্ত্রী ছিলো না ততক্ষন কদর ছিলো, যখন আর স্ত্রী থাকবে না তখনও কদর থাকবে🙃

পুরুষের নেচারই এমন, যেই নেয়ামত তার মিলেছে তার কদর সে করে না।

মেয়েদেরকে আল্লাহ ভুলে যাওয়ার তীব্র ক্ষমতা দিয়ে বানিয়েছেন। এদেরকে আপনি খুশি বা দুঃখ যাই দেবেন খুব সহজেই তা ভুলে যাবে।

কিছুটা এই কারনেও মেয়েরা মাঝে মাঝে অকৃতজ্ঞের মত কথা বলে। আবার আপনার একটু সুন্দর আচরনেই আপনার দুর্ব্যবহার সব ভুলে যায়।

আপনি পুরুষ,, অহমিকায় স্ত্রীকে ছেড়ে দিচ্ছেন। ভাবছেন আপনাকে এতো ভালোবাসে,, সারাজীবন আপনাকে মনে করে কাঁদবে!!

ভুল ভাবছেন,, আপনাকে হারানোর ভয় আপনার স্ত্রীর মাঝে যতোটা তীব্র,, কিছুদিন কান্নাকাটি করে,, ঠিক ততটা তীব্রভাবেই কিছুদিন যেতেই আপনাকে সে ভুলে যাবে। এটাই তার নেচার। মহান আল্লাহ তাকে এভাবে বানিয়েছেন।

মেয়েরা পাওয়ার আগে যত্ন করে না, পেয়ে গেলে খুব যত্ন করে,, আবার ছেড়ে গেলেও যত্নে রাখবে না🙂

পুরুষ পাওয়ার আগে যত্ন করে, পেয়ে গেলে যত্ন করেনা,,, আবার ছেড়ে গেলে যত্ন খোঁজে🙃

পুরুষ হারানোর পর কিছুদিন নিজেকে মুক্ত করেছে মনে করলেও,, অল্পদিন পরেই বুঝতে পারে কি হারিয়েছে... তারপর সারাজীবন লুকিয়ে কাঁদে🙃

20/01/2025

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো "সময় এবং সম্পর্কের পরিবর্তন"।

মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায়—চিরকালীন সুখ, ভালোবাসা, সম্পর্ক, অথবা নিজের প্রিয় মুহূর্ত—সবই একসময় বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ, তাদের অনুভূতি, এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়।

এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া, অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
তবে, এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্য একটি সত্য হলো: জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, ভালো সময় যেমন শেষ হয়, তেমনই খারাপ সময়ও। তাই কঠিন সময়েও ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।

13/01/2025

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়।কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে...||🤍🌺

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে,ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়, নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় , তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না, কে পাত্তা দিল কে পাত্তা দিল না, তাতে তার কিছুই যায় আসে না।

মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়, চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না।🙂💔

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু আপনার রিক্সায় বসে হঠাৎ চোখে জল চলে আসবে। আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবুঘুম ভে...
12/01/2025

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু আপনার রিক্সায় বসে হঠাৎ চোখে জল চলে আসবে।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
ঘুম ভেঙে আপনার মনে হবে একটা রিভলবার মাথার পাশে থাকলে নিজের মাথায়ই একটা গুলি করা যেত।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
খুব পছন্দের একটা গান শুনতে শুনতে সবচেয়ে প্রিয় লাইনটায় এসে আপনি গানটা পাল্টে দেবেন।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
বৃষ্টি পড়লেই আপনার বুকের ভেতরটা অদ্ভুত রকম ফাঁপা হয়ে যাবে।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখবেন বালিশ ভিজে গেছে দুঃস্বপ্ন দেখে ফুঁপিয়ে কাঁদার সময়।

আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু
আপনি আর কোনোদিন কাউকে ক্ষমা করতে পারবেন না। ভালোবাসতে পারবেন না। কারো নির্ভয় আশ্রয় হতে পারবেন না৷

একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে।
একদিন আর কান্না পাবে না, অসহায় লাগবে না, হাহাকার জাগবে না৷ সেইদিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ার কথাই ছিল, শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে।

এবং আপনি সেদিনও ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে, যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা ভালো আছে, ভালো ছিল, ভালোই থাকবে। মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন।

09/01/2025

সারা জীবন যে আপনাকে রান্না করে খাওয়ায় আপনে কি জানেন সেই মেয়েটি অর্থাৎ আপনার স্ত্রী কে যদি আপনি ৬ মাসে একদিন রাতে খাওয়ার পর বলেন " আজকের প্লেট গুলো টেবিল থেকে আমি নিচ্ছি"
তাহলে সে কতটা খুশি হয়। জানেন আপনি? উহু জানেন না।

সারা দিন যে আপনার বাসায় ফিরার অপেক্ষায় থাকে আপনি কি জানেন আপনি বাসায় ফিরে যদি তাকে সারাদিন কি কি করেছেন সেই গল্প করেন তাহলে তার আপনার উপর বিশ্বাস বেড়ে যায়। জানেন কি? উহু জানেন না মনে হয়।

সারা সপ্তাহ একটা শুক্রবার এর অপেক্ষায় যেই মেয়েটা অপেক্ষা করে আপনাকে সেদিন সারাদিন কাছে পাবে বলে আর আপনি সেদিন তাকে বললেন "নীল শাড়ি টা বের করে পরো তো। আমরা আজ রিক্সায় ঘুরবো। " সে কতটা আনন্দ পায় জানেন? উহু জানেন না মনে হয়।

সারা মাস যে আপনার কাপড় চোপড় ভাজ করে ঘরের আলমারিতে রাখে আপনি কি জানেন আপনি অফিস থেকে ফেরার সময় ২ মাসে একদিন তার জন্য একটা শাড়ি কিনে বাসায় ফিরে তার হাতে শড়ির প্যাকেট টা তুলে দিলে তার চোখে হাসি ফুটে উঠবে। জানেন কি? উহু মনে হচ্ছে না আপনি জানেন বলে।

সারা বছর যে আপনার ঘর কে নিজের ঘর বানিয়ে সুন্দর করে গুছিয়ে রাখে আপনি কি জানেন সে ও চায় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সেই ঘরের রানীর মত সাজিয়ে রাখেন। হোক না সেটা বেলি বকুলের খোপার ফুল।
জানেন কি? না না মনে হচ্ছে না জানেন আপনি।

সারা জীবন যে আপনার প্লেটে খাবার তুলে দেয় আপনি কি জানেন মাসে একদিন যদি তাকে বলেন " আজ সব তোমার পছন্দের খাবার রান্না করো। আজ আমি তোমাকে খাইয়ে দিবো। "
মেয়েটা না খুশিতে পাগল হয়ে যায়। জানেন আপনি? নাহ জানেন না।

সারা জীবন যে আপনার পরিবারের সেবা করে। ৬ মাসে একদিন ও যদি বলেন " চলো আজ তোমার আব্বা আম্মা আর আমরা সবাই মিলে বাইরে থেকে ঘুরে আসি" মেয়েটার আপনার প্রতি সম্মান টা বেড়ে যাবে। জানেন আপনি। না গো আপনার তা জানা নাই।

সারা জীবন এর জন্য যে নিজের বাবা মা ,নিজের ছোট বড় শখ আহ্লাদ ফেলে আপনার ঘরে এসে সংসার শুরু করে সেই বিবাহ বার্ষিকী তে আপনি যদি একটু ভিন্নতার সাথে তাকে বুঝানোর চেষ্টা করেন সেদিন সে কিছু ফেলে আসে নাই বরং আগের সম্পর্ক গুলোর সাথে নতুন আরেকটা কাছের সম্পর্ক পেয়েছে তাহলে তার কতটা কষ্ট লাঘব পায়। জানেন কি? না রে আপনে তা জানেন না।

সারা জীবন যে আপনি ঘুমানোর পর ঘুমায়। একদিন তাকে বলে দেখেছেন " আজ তুমি ঘুমাও .আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি"
এতে তার খুব শান্তির একটা ঘুম হয়। জানেন কি? আপনি কিন্তু এ ব্যাপারেও জানেন না।

সারা জীবন যে আপনার পাশে থাকবে। বয়স হয়ে গেলেও আপনার কুচকে যাওয়া চামড়া নিয়ে তার কোন দ্বন্দ্ব থাকবে না সেই মেয়েটাকে কি কখনো কখনো বলেন " কাজল দিয়ে রাখো তোমাকে খুব সুন্দর লাগে" আর সে ঐটুকু প্রশংসা শুনে দিনে যতবার আয়নায় চেহারা দেখে আপনার কথাই মনে করবে। জানেন আপনি? উহু জানার কথা না।

সারা জীবনের জন্য যে আপনার হাত ধরে শুধু আপনার ভরসায় এ ঘরে এসেছে তাকে আপনার পরিবারের কেউ কটু কথা বলায় আপনি যদি তাকে বলেন " তুমি চিন্তা কইরো না। আমি আছি তো তোমার পাশে" তাহলে সে কতটা স্বস্তি পায়। জানেন না ভাই জানেন না।

সারা জীবনের সঙ্গী টা কে নিয়ে যদি কেউ বলে " তুমি এর চেয়ে ভালো কাউকে ডিসার্ভ করো" আর আপনি যদি বলেন " সংসার টা আমার.. আমি তার সাথে কতটা সুখে আছি আমি জানি। এই ব্যাপারে কারো উপদেশ আমি চাই না।" ঐ মানুষগুলোর যেভাবে মুখ বন্ধ হবে। একই সাথে রাতে ঘুমানোর জন্য যখন দরজাটা বন্ধ করবেন মেয়েটা আপনাকে তার শরীরের সকল শক্তি দিয়ে জড়িয়ে ধরে বলবে "ভালোবাসি তোমাকে অনেক বেশি। আমার কোন নেক কাজের জন্য আল্লাহ আমায় তোমাকে দিয়েছেন।"
তাতে অনেক শান্তি।
আপনি কি তা জানেন? না জানেন না। কিচ্ছু জানেন না ..

জানলে বলতেন না। "মেয়েদের অনেক ডিমান্ড। তাদের ডিমান্ড ফুলফিল করা সম্ভব না।"
জানলে বলতেন না "সংসার জীবন অনেক ঝামেলার..মেয়েদের মন বোঝা কষ্ট দায়ক।"

মেয়েরা ছোট ছোট জিনিসে সুখ খুঁজে ..
ঐগুলা খুব বেশি দামী না..আপনি যদি এগুলাও না দিতে পারেন তাকে তাহলে আপনি খুবই গরীব যে স্ত্রী কে এতটুকুও দিতে পারে না..!!☺️💚

যে পুরুষ সত্যিই তোমাকে ভালোবাসবে, সে কখনো বলবে না, তোমার যা ভাবার ভেবে নাও। কারণ তার তোমাকে হারানোর ভয় থাকবে, সে হাজার ...
08/01/2025

যে পুরুষ সত্যিই তোমাকে ভালোবাসবে, সে কখনো বলবে না, তোমার যা ভাবার ভেবে নাও। কারণ তার তোমাকে হারানোর ভয় থাকবে, সে হাজার বার explanation দিতেও প্রস্তুত, তবুও ছাড়তে প্রস্তুত না।

Address

Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Reshma's Dairy With Cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reshma's Dairy With Cooking:

Share

Category