SMP News

SMP News News 24 Hours

31/10/2025

মসজিদ আল মুস্তাফা, হাজারো মানুষের জুম্মা নামাজের সালাত একসাথে, আলহামদুলিল্লাহ

31/10/2025

মসজিদ আল মোস্তফা নামাজ শেষে

31/10/2025

মসজিদ আল মুস্তাফা

জামায়াত এককভাবে রাষ্ট্র পরিচালনায় গেলে মাত্র ৫ বছরে দেশ থেকে দূর্নীতি, অশ্লীলতা, ভেদাভেদ ইত্যাদি বিতাড়িত হবে।অধ্যাপক আনি...
16/10/2025

জামায়াত এককভাবে রাষ্ট্র পরিচালনায় গেলে মাত্র ৫ বছরে দেশ থেকে দূর্নীতি, অশ্লীলতা, ভেদাভেদ ইত্যাদি বিতাড়িত হবে।
অধ্যাপক আনিসুর রহমান।

সাহসী কথার ফুটন্ত কাব্য।

আমি জামায়াতে ইসলামী না করেও কেন তাদের প্রতি মুগ্ধ!! অধ্যাপক আনিসুর রহমান।
বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে সবচেয়ে দ্রুত জনপ্রিয় দলে পরিনত হচ্ছে জামায়াতে ইসলামী।

কিন্তু কেন ? ভার্সিটিতে যান, শিবিরের সহযোগিতা পাবেন। ইসলামী ব্যাংকে যান আপনাকে তারা পরিপূর্ণ হেল্প করবে। রাস্তায় বিপদে পড়ুন তারা আপনাকে উদ্ধার করবে। আপনার প্রিয়জনের মূমুর্ষ অবস্থায় তারা রক্ত দেবে। বন্যার্তদের তারা ত্রাণ দেবে। যেকোন মানবিক ইস্যু নিয়ে তারা রাজপথ মাতাবে।

শুধু আপনার কথাগুলি তাদের বলেই দেখুন।কখনো তার বিনিময়ে অর্থ নেবেনা। শুধু আপনাকে আল্লাহর রাস্তার দাওয়াত দিয়ে যাবে। কিন্তু তারা (রা*জা*কার, তারা স ন্ত্রা সী) বাংলাদেশে যত অপকর্ম হয় সবকিছুর নাটের গুরু তারাই।এই কথাগুলো তাদেরই শুনতে হবে।যতক্ষণ আপনি সত্যের সন্ধান না করবেন। সবাই ভাল করেই জানেন, কেন প্রগতিশীলরা জামায়াতকে অপছন্দ করে ? জামায়াত এককভাবে রাষ্ট্র পরিচালনায় গেলে মাত্র ৫ বছরে দেশ থেকে দূর্নীতি, অশ্লীলতা, ভেদাভেদ ইত্যাদি বিতাড়িত হবে।

কিন্তু আমাদের শত্রু প্রতিবেশী রাষ্ট্রটি এটা হতে দেবে না। তারা চায় তাদের চারপাশের দেশগুলোতে সবসময় গন্ডগোল লেগে থাকুক, আর মুরব্বীয়ানা দেখিয়ে তারা তার ফায়দা নেবে।আপনি আপনার এলাকার জামায়াত কর্মীকে কখনো অন্যায় করতে দেখেছেন ? কেন আপনি প্রচার যন্ত্রে বিভ্রান্ত হয়ে তাদেরকে খারাপ বলে থাকেন ? আপনার পরিবারে যা কিছু হোক না কেন যৌথ পরিবারটি ভেঙ্গে যেতে দিতে আপনার মন চাইবে না।আপনার প্রতিবেশী কিন্তু ভাঙ্গনে ইন্ধন যোগাবে। আপনার ঘরের একজন সদস্যকে আর্থিক সাহায্য দিয়ে সে এটা করবে। হয়তো পরবর্তীতে আপনি এটা অনুধাবন করতে পারবেন।

ভারত ঠিক একই কাজটি করছে ৭১'এ। আর তখনকার দেশপ্রেমিক জামায়াতকে এখন বহন করতে হচ্ছে রাজাকার উপাধী! আপনার নিজের ব্যস্ততায় আপনি দল হিসেবে জামায়াতের ভাল কর্মকান্ডের খোজঁ নেন না। কিন্তু না বুঝেই অপবাদ ঠিকই দেন, এটা কি হুজুগে হলোনা ? বেশকিছুদিন আগে ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রশিবির আন্দোলন করেছে। শিক্ষা খাতে ভ্যাট বাতিলের জন্যে সে আন্দোলন। আপনার মূল্যায়ন কি ? আপনার পছন্দের সংগঠনটি কি বন্যার্তদের পাশে দাড়িয়েছে ? মানুষকে অস্বাভাবিকভাবে যে হত্যা করা হচ্ছে, কে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ? এমন অনেক না বলা উত্তম কাজের জন্যে আপনি কি কখনো জামায়াত শিবিরকে বাহবা দিয়েছেন ? অথচ, যেই অপবাদটিকে নিয়ে তাদের বিরুদ্ধে আপনার এত ক্রোধ, তা শুধুমাত্র একটি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না আন্তর্জাতিক আদালত নয়, আপনার বিবেকের আদালতে বিচার করুন!!

অধ্যাপক আনিসুর রহমানের কলাম থেকে নেওয়া।
#ত্রয়োদশ_জাতীয়_সংসদ_নির্বাচন

বাহ দারুন সূচনা 🤣🤣 আর কত ভরশা করবেন ODI তে !!!!!ODI, Match - 26, Run - 558, AVG - 21
11/10/2025

বাহ দারুন সূচনা 🤣🤣 আর কত ভরশা করবেন ODI তে !!!!!
ODI, Match - 26, Run - 558, AVG - 21

৫০  লক্ষ টাকার গাড়িতে করে কেক বিক্রি করছে,আর কিছু দিন  অপেক্ষা করেন!অল্প কিছুদিনের মধ্যে এভাবেই বাড়ি বাড়ি গিয়ে বলবে, "এ...
01/10/2025

৫০ লক্ষ টাকার গাড়িতে করে কেক বিক্রি করছে,
আর কিছু দিন অপেক্ষা করেন!
অল্প কিছুদিনের মধ্যে এভাবেই বাড়ি বাড়ি গিয়ে বলবে,
"এই কেক লাগবে?কেক!ভালো মানের কেক আছে!ভ্যানিলা,চকলেট,অরেন্জ,লেমন,স্ট্রবেরিরিরিরিরিরি 😀

আপনাদের হাতে টাকা নাই! কোন সমস্যা নাই, আগে খেয়ে নেন, মাসে মাসে কিস্তিতে টাকা পরিশোধ কইরেন!
মানুষ এখন তিন বেলা কেক খাচ্ছে মনে হয়। 😃😃

শেখ হাসিনার জন্মদিনের শুভেচছা জানালেন সাকিব আল হাসান
28/09/2025

শেখ হাসিনার জন্মদিনের শুভেচছা জানালেন সাকিব আল হাসান

14/09/2025

ঢাকা সহ সারাদেশে ভূমিকম্প অনুভূত।

বাংলাদেশ 139 রান ৫ উইকেট, জাকের আলী 41*(34) এবং শামীম 42*(34)। শ্রীলঙ্কার টার্গেট 140।
13/09/2025

বাংলাদেশ 139 রান ৫ উইকেট, জাকের আলী 41*(34) এবং শামীম 42*(34)। শ্রীলঙ্কার টার্গেট 140।

লিটন কেন টসে জিতে ফিল্ডিং নেয় বার বার সেটার প্রমান পেয়েছেন ??
13/09/2025

লিটন কেন টসে জিতে ফিল্ডিং নেয় বার বার সেটার প্রমান পেয়েছেন ??

আজকে দেখা যাবে...পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ!!!বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ রবিব...
07/09/2025

আজকে দেখা যাবে...পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ!!!
বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ রবিবার (৭ সেপ্টেম্বর)। তবে আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৭ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবেপূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি, ঘটনা কী?বেনাপোল সীমান্তে ২ জন আটক।
07/09/2025

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র ও গুলি, ঘটনা কী?

বেনাপোল সীমান্তে ২ জন আটক।

Address

Mogbazar, Ramna
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when SMP News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMP News:

Share

আপনাদের ভালোলাগায় আমাদের অনুপ্রেরণা । আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথচালা।

আপনাদের মাঝে ভিন্ন কিছু তুলে ধরায় আমাদের লক্ষ্য।