
24/08/2023
আমরা তো সবাই উমাইয়া খেলাফতর সম্পর্কে জানিই। কিন্তু আপনারা কি কখনো উমাইয়া খেলাফতের অন্যতম প্রভাবশালী শাসক মুহাম্মদ বিন কাসিম এর নাম শুনেছেন?
আসসালামুআলাইকুম সবাইকে।
Welcome to হিকমাহ-Hikmah. আজকের এই পর্বে আমরা সংক্ষেপে জানবো ‘মুহাম্মদ বিন কাসিম’ সম্পর্কে ।
উমাইয়া খেলাফতের সবচেয়ে প্রভাবশালী শাসক ছিলেন মুহাম্মদ বিন কাসিম। তার যুদ্ধনৈপুণ্য মুসলিম শাসকদের মধ্যে ছিল সেরা। বর্তমান সৌদি আরব অঞ্চলে তার জম্ম। মুহাম্মদ বিন কাসিম তাইফের সাকিফ গোত্রের সদস্য ছিলেন। ছোটবেলায় বাবাকে হারানোর পর চাচার কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখেন তিনি। হাজ্জাজের পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ বিন কাসিম পারস্যের গভর্নর হন। সেখানে তিনি বিদ্রোহ দমন করে সবার নজর কাড়েন। উমাইয়া সেনাপতি হিসেবে তিনি মুসলিম সাম্রাজ্য বিস্তারে ছিলেন ব্যস্ত। সিন্ধু নদসহ সিন্ধু ও মুলতান অঞ্চল জয় করেছিলেন তিনি। এ জয়ে উমাইয়া খেলাফত আরও শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তীতে এ গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল নিজেদের করে নেওয়ায় মুসলমানরা ভারতীয় উপমহাদেশ জয়ের পরিকল্পনা করে। এ উপমহাদেশে মুসলমানদের মর্যাদা প্রতিষ্ঠার পেছনে তিনি স্মরণীয়।
আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আরো একজন মুসলিম ইতিহাসের বীর সেনারর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরবো এবং খুব দ্রুতই মুসলিম বীর সেনাদের ইতিহাস আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করবো ইনশাঅল্লাহ।
ততদিন পর্যন্ত আমাদের পেইজ এবং চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
আমাদের ইউটিউব চ্যানেলের লিংক: https://www.youtube.com/channel/UCtIkS4Gi0PK4DmhUVRIGfHA