হিকমাহ-Hikmah

হিকমাহ-Hikmah Assalamualaikum dear viewers, Welcome to হিকমাহ-Hikmah. We will provide :
Best Islamic Contents.

আমরা তো সবাই উমাইয়া খেলাফতর সম্পর্কে জানিই। কিন্তু আপনারা কি কখনো উমাইয়া খেলাফতের অন্যতম প্রভাবশালী শাসক মুহাম্মদ বিন কা...
24/08/2023

আমরা তো সবাই উমাইয়া খেলাফতর সম্পর্কে জানিই। কিন্তু আপনারা কি কখনো উমাইয়া খেলাফতের অন্যতম প্রভাবশালী শাসক মুহাম্মদ বিন কাসিম এর নাম শুনেছেন?

আসসালামুআলাইকুম সবাইকে।
Welcome to হিকমাহ-Hikmah. আজকের এই পর্বে আমরা সংক্ষেপে জানবো ‘মুহাম্মদ বিন কাসিম’ সম্পর্কে ।

উমাইয়া খেলাফতের সবচেয়ে প্রভাবশালী শাসক ছিলেন মুহাম্মদ বিন কাসিম। তার যুদ্ধনৈপুণ্য মুসলিম শাসকদের মধ্যে ছিল সেরা। বর্তমান সৌদি আরব অঞ্চলে তার জম্ম। মুহাম্মদ বিন কাসিম তাইফের সাকিফ গোত্রের সদস্য ছিলেন। ছোটবেলায় বাবাকে হারানোর পর চাচার কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখেন তিনি। হাজ্জাজের পৃষ্ঠপোষকতায় মুহাম্মদ বিন কাসিম পারস্যের গভর্নর হন। সেখানে তিনি বিদ্রোহ দমন করে সবার নজর কাড়েন। উমাইয়া সেনাপতি হিসেবে তিনি মুসলিম সাম্রাজ্য বিস্তারে ছিলেন ব্যস্ত। সিন্ধু নদসহ সিন্ধু ও মুলতান অঞ্চল জয় করেছিলেন তিনি। এ জয়ে উমাইয়া খেলাফত আরও শক্তিশালী হয়ে ওঠে। পরবর্তীতে এ গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল নিজেদের করে নেওয়ায় মুসলমানরা ভারতীয় উপমহাদেশ জয়ের পরিকল্পনা করে। এ উপমহাদেশে মুসলমানদের মর্যাদা প্রতিষ্ঠার পেছনে তিনি স্মরণীয়।

আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আরো একজন মুসলিম ইতিহাসের বীর সেনারর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরবো এবং খুব দ্রুতই মুসলিম বীর সেনাদের ইতিহাস আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করবো ইনশাঅল্লাহ।
ততদিন পর্যন্ত আমাদের পেইজ এবং চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
আমাদের ইউটিউব চ্যানেলের লিংক: https://www.youtube.com/channel/UCtIkS4Gi0PK4DmhUVRIGfHA

যুগে যুগে অনেক মুসলিম বীর হেটেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর দেখানো পথে। পৃথিবীর বুকে ইসলামকে টিকিয়ে রাখতে ই...
25/03/2023

যুগে যুগে অনেক মুসলিম বীর হেটেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর দেখানো পথে। পৃথিবীর বুকে ইসলামকে টিকিয়ে রাখতে ইসলামের পতাকা তলে যুদ্ধ করেছেন অনেক শহীদ এবং গাজী। এই বীরদেরই হাতে খরে সৃষ্টি হয়েছিল মুসলমানদের সোনালী যুগ(মথ্যযুগ)।

তো আসসালামুআলাইকুম সবাইকে।
Welcome to হিকমাহ-Hikmah. আজকের এই পর্বে আমরা সংক্ষেপে জানবো উসমানীয় সুলতান ‘মুহাম্মদ ফাতেহ’ সম্পর্কে ।

ইতিহাসবেত্তারা তাকে ডাকেন মুহাম্মদ ফাতেহ নামে। উসমানীয় সুলতান ‘দ্বিতীয় মুহাম্মদ’ ছিলেন রণকৌশলে অদ্বিতীয়। অল্প সময়ের জন্য শাসনভার নিলেও তার গুরুত্ব মুসলিম যোদ্ধাদের ইতিহাসে অনন্য। দুই দফায় উসমানীয় সুলতান হিসেবে তিনি ছিলেন অনমনীয়। মাত্র ২১ বছর বয়সে তিনি কনস্টান্টিনোপল জয় করে গোটা বিশ্বের চেহারাই বদলে ফেলেন। মুহাম্মদ ফাতেহ আনাতোলিয়া এবং বসনিয়া পর্যন্ত দক্ষিণ-পূর্ব ইউরোপ অভিযান পরিচালনা করে ইউরোপে মুসলিম আধিপত্য বিস্তার করেন। এ সময়ের যে তুরস্ক এবং ওই অঞ্চলে মুসলিমদের যে গৌরব এখনো বেঁচে আছে তার কারিগর ছিলেন তিনি। ১৪৪৪ সালের আগস্টে দ্বি^তীয় মুহাম্মদ মাত্র ১২ বছর বয়সে সুলতান হন। এরপর ১৪৫১ সালে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তিনি সমর শক্তি বাড়ানোর দিকে মন দেন। প্রথমেই তিনি নৌবাহিনীকে শক্তিশালী করতে শুরু করেন এবং কনস্টান্টিনোপল আক্রমণের জন্য সেনা প্রস্তুত করেন। তার এ সাহসী সিদ্ধান্ত যে গোটা মুসলিম সাম্রাজ্যের ইতিহাস নতুন করে লিখবে, কে জানত? ১৪৫৩ সালে দ্বিতীয় মুহাম্মদ কনস্টান্টিনোপল অবরোধ করেন। এ সময় তার বাহিনীতে সেনাসংখ্যা ছিল ৮০ হাজার থেকে দুই লাখ এবং জাহাজ ছিল ৩২০টি। অবরোধের সময় উসমানীয়রা উরবানের নির্মিত প্রকান্ড কামান থেকে গোলাবর্ষণ করে। ২৯ মে শহরের পতন হয়। এভাবেই কনস্টান্টিনোপল জয় করে মুসলিম ইতিহাসে অমর হয়ে আছেন তিনি।

আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আরো একজন মুসলিম ইতিহাসের বীর সেনারর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরবো এবং খুব দ্রুতই মুসলিম বীর সেনাদের ইতিহাস আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করবো ইনশাঅল্লাহ।
ততদিন পর্যন্ত আমাদের পেইজ এবং চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।
আমাদের ইউটিউব চ্যানেলের লিংক: https://www.youtube.com/channel/UCtIkS4Gi0PK4DmhUVRIGfHA

আসসালামুয়ালাইকুম সবাইকে।Welcome to হিকমাহ-Hikmah.একসময় গোটা বিশ্ব শাসন করেছে মুসলমান শাসকরা। মুসলিম নেতা ও যোদ্ধাদের বী...
23/03/2023

আসসালামুয়ালাইকুম সবাইকে।
Welcome to হিকমাহ-Hikmah.

একসময় গোটা বিশ্ব শাসন করেছে মুসলমান শাসকরা। মুসলিম নেতা ও যোদ্ধাদের বীরত্বের গল্প যে কাউকে বিস্মিত করবে। ইতিহাসসেরা মুসলিম বীর যোদ্ধার তালিকায় নিঃসন্দেহে প্রথমে নবী ও সাহাবিদের নাম আসে। তাদের দেখানো পথেই হেঁটেছেন অন্যরা। যুগে যুগে বহু মুসলিম শাসক, সেনাপতি জীবন বাজি রেখে লড়াই করেছেন। মুসলিম সাম্রাজ্য বিস্তার করেছেন বিশ্বজুড়ে। মুসলমানদের এ গৌরব ইতিহাস লিখেছেন অসংখ্য বীর যোদ্ধা। রণকৌশল, দুঃসাহস ও বীরত্বে তারা অতুলনীয়। তেমনই একজন মুসলিম যোদ্ধার কথা আজ আপনাদের কাছে শেয়ার করবো।



সম্রাট বাবর
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। তিনি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পরাক্রমশালী শাসক ছিলেন। ভাষা, সংগীত, চিত্রকলা, স্থাপত্য, পোশাক এবং খাবার-দাবারের উন্নত ও বিচিত্র সংস্কৃতি তার হাত ধরেই এ উপমহাদেশে বিস্তৃত হয়েছে। সম্রাট বাবর তৈমুর লং-এর সরাসরি বংশধর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের সুলতান ইবরাহিম লোদিকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ১৪৯৪ সালে মাত্র ১২ বছর বয়সে বাবর প্রথম ক্ষমতা লাভ করেন। তার চাচা অনবরত তাকে সিংহাসনচ্যুত করার চেষ্টা করে এক পর্যায়ে সফল হন। এরপর বাবর আশ্রয়হীন হয়ে পড়েন। যাযাবর জীবনে তার সঙ্গে শুধু তার বন্ধু ও চাষিদের যোগাযোগ ছিল। ১৪৯৭ সালে বাবর সমরকন্দের উজবেক শহরে আক্রমণ চালান এবং সাত মাস পরে শহর দখল করতে সমর্থ হন। ১৫০৪ সালে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে কাবুল দখল করে নেন। এখান থেকেই তিনি ধনী শাসক হিসেবে বাদশাহ উপাধি লাভ করেন। এরপর তিনি সমরকন্দ পুনরুদ্ধার করেছিলেন। উত্তর ভারত জয় তাকে এ উপমহাদেশে অপ্রতিরোধ্য করে তোলে। তার শাসনামলে বড় যুদ্ধ সংঘটিত হয় ইবরাহিম লোদির বিপক্ষে। ইবরাহিম লোদি প্রায় এক লাখ সৈন্য এবং ১০০টি হাতিসহ বাবরের দিকে এগিয়ে যান। সে সময় বাবরের সৈন্যসংখ্যা লোদির অর্ধেকেরও কম ছিল। পানিপথের প্রথম যুদ্ধে ইবরাহিম লোদি নিহত হন এবং তার বাহিনীকে পরাজিত করে তাড়িয়ে দেন। বাবর দিল্লি ও আগ্রা দখল করে নেন।

পরবর্তী পর্বে আমরা অন্য একজন মুসলিম ইতিহাসের বীর সেনারর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানবো। এবং খুব দ্রুতই মুসলিম বীর সেনাদের ইতিহাস আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করবো ইনশাল্লাহ।
আমাদের পেইজ এবং চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।

31/05/2022
31/05/2022

Address

Savar
Dhaka
1430

Alerts

Be the first to know and let us send you an email when হিকমাহ-Hikmah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হিকমাহ-Hikmah:

Share