09/10/2023
সেই মুহূর্ত,যখন আপনি টের পান আপনি যাকে খুব বেশি প্রায়োরিটি দেন,সেই মানুষ টার প্রায়োরিটি'র লিস্টে আপনার নাম টা নিচেই চলে যাচ্ছে। মেসেজের রিপ্লাই দেরি করে আসে, কথাবার্তায় বি'রক্তি ভাব,আপনি মন খা'রাপ করলে তার কিছুই যায় আসেনা! এইসব দেখে আপনার 'অভিমান' করতে ইচ্ছে করে কিন্তু আপনি নিজেও জানেন অভিমান এর কোনো দা'ম পাবেন না! নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হয়!
'মন থেকে উঠে যাওয়ার' মতো বাজে ব্যাপার কম ই আছে! কেউ মন থেকে সরিয়ে দিলে জোর করে থাকা যায় না, কোনো ভাবেই না!
আমরা তখন ফিরে আসি,খুব করে থেকে যেতে ইচ্ছে করে,পারিনা! খুব প্রিয় মানুষের খুব অপ্রিয় হয়ে গেলে আর থাকা যায় না! মানুষগুলো কিভাবে যেনো বদলে যায়, আমরা দেখেই যাই,আমাদের খা'রাপ লাগে,তারা জেনেও আর দাম দেয়না!
যে যেভাবে থেকে শান্তি পায়,সেভাবেই থাকুক! আমরা নাহয় থাকলাম না,আমাদের ছাড়া'ই শান্তি তে থাকুক ❤️
লেখাঃ সংগৃহীত