Bangladesh Political Insights

Bangladesh Political Insights ৫২ থেকে ২৪ ছাত্রদের রক্তের দাম দিতে হয়েছে, ভবিষ্যতেও দিতে হবে

03/08/2024

অন্যায়,অত্যাচার, অবিচার,গ্রেফতার- এসব কি চলছে আজ | Remembering Our Heroes |Quota Protest

18/07/2024

আহত শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এ্যাম্বুলেন্স।


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

18/07/2024


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

18/07/2024

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের ভিতর পুলিশের হামলা ও টিয়ারশেল নিক্ষেপ।


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

18/07/2024

কখনো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে, জনগনের আন্দোলনে রুপান্তরিত হতে দেখেছেন?
তাহলে দেখে নিন..
খাগড়াছড়ির পার্বত্য উপজাতিরাও কোটা সংস্কার চায়।


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

প্রভোস্ট মেয়েদেরকে বলসে, তোমরা এক ঘন্টার মাঝে বের হবা, নইলে পুলিশ তোমাদের বের করবে। আমি কিচ্ছু জানিনা। সাস্টের সবগুলো হল...
18/07/2024

প্রভোস্ট মেয়েদেরকে বলসে, তোমরা এক ঘন্টার মাঝে বের হবা, নইলে পুলিশ তোমাদের বের করবে। আমি কিচ্ছু জানিনা।

সাস্টের সবগুলো হল থেকে পুলিশ ছাত্রছাত্রীদের বের করে দিচ্ছে। মেয়েদের হল ঘেরাও করে রাখসে। সেকেন্ড হলের প্রভোস্ট মেয়েেদের বলসে - " এখন হল না ছাড়লে তোমাদের মান ইজ্জতের উপর দিয়ে যাবে, আমি কিছু জানি না।"
প্রক্টরের এক স্যার আইসা বলসে, তোমরা তোমাদের দায়িত্ব নিসো, আমরা জানিনা কোথায় যাবা, চলে যাও তোমরা

সাস্ট থেকে Sultana Akter Lubna

মেয়েদের হলে দলে দলে পুলিশ যাচ্ছে!
SUST ক্যাম্পাসের বর্তমান অবস্থা..


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

18/07/2024

জাহাঙ্গীরনগরে ভিসি, প্রোভিসি, প্রক্টর, হলের প্রভোস্ট সবাই যুব উন্নয়ন কেন্দ্রে রুম ভাড়া করে থাকছে। অন্ধকারে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার কেউ ছিল না।

শিক্ষার্থীরা এতোটা অসহায় হলেও হামলা চালাতে একটিবারের জন্যও নিষেধ করে নাই ভিসি আর প্রক্টর। আর উস্কানি দিসিলেন জেবুন্নেসা, ফিরোজ উল আলমের মতো শিক্ষকরা।

জাবিতে পুলিশ অভিযানে গতরাতে প্রায় ২০০ জাবি শিক্ষার্থী আহত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন গতরাত থেকেই বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়েছে।

জাবি এখনো টোকাই লীগ মুক্ত আছে। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দালালীর কারণে শিক্ষার্থীরা বিদ্যুৎ আর খাবার সংকটে আছেন।

ধিক্কার এমন নির্লজ্জ শিক্ষকদের।


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

ঢাবির শিক্ষার্থীদের বাসায় বাসায় রাতভর অভিযান চলেছে। ঢাবির আশেপাশে বিভিন্ন মেস এবং বাসায় যৌথ বাহিনির রেইড হয়েছে।সাভার থেক...
18/07/2024

ঢাবির শিক্ষার্থীদের বাসায় বাসায় রাতভর অভিযান চলেছে। ঢাবির আশেপাশে বিভিন্ন মেস এবং বাসায় যৌথ বাহিনির রেইড হয়েছে।

সাভার থেকে নাজিউর রহমান নাঈম নামের ড্যাফোডিল ইউনিভার্সিটির একজনকে ডিবির ১০ সদস্যের দল তুলে নিয়ে গেছে।

যে গাড়িতে নিয়ে গেছে গাড়ির নাম্বার হলো-
ঢাকা মেট্রো-গ ৫২/১১৬২


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো গত ১৫ই জুলাইয়ের বর্বরোচিত হামলায় অর্থনীতি বিভাগের নিম্নোক্ত শিক্ষার...
18/07/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো গত ১৫ই জুলাইয়ের বর্বরোচিত হামলায় অর্থনীতি বিভাগের নিম্নোক্ত শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ বা সমর্থন করতে দেখা যায়। এর প্রেক্ষিতে অর্থনীতি বিভাগের সকল ব্যাচ এর সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে সর্বসম্মতিক্রমে ছাত্র নামধারী এই সন্ত্রা*সী ও তাদের দোসরদের ক্লাস-পরীক্ষা এবং বিভাগের অন্য সকল কর্মসূচিতে অবাঞ্ছিত ঘোষণা করছে।


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

জাবির পরিস্থিতি শান্ত, ক্যাম্পাস ছাড়লেন পুলিশ সদস্যরাসূত্র: ঢাকাপোস্ট নিউজ            #বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন      #...
18/07/2024

জাবির পরিস্থিতি শান্ত, ক্যাম্পাস ছাড়লেন পুলিশ সদস্যরা
সূত্র: ঢাকাপোস্ট নিউজ


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

17/07/2024

ঢাবিতে আজকের ঘটনায় কেউ মারা যায়নি।
আপনারা এতো গুজব বিশ্বাস করিয়েননা।

17/07/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে এই রাতের বেলাতেও গোলাগুলির আওয়াজ আসতেছে। থমথমে পরিবেশ বিরাজমান চারপাশে। মিডিয়ার ক্যামেরাগুলোতে এসব জিনিসের আপডেট কেন পাওয়া যাচ্ছে না? শুধু ঢাবি না, জাবি, রাবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ওপর সার্বক্ষণিক মিডিয়ার ক্যামেরা চালু থাকা উচিৎ। এই খবরগুলোই যদি প্রচার না করতে পারেন, তাহলে এত এত মিডিয়ার কোন দরকারই নাই দেশে, এক বিটিভির লাউয়ের বাম্পার ফলনের খবরই সবাই সারাদিন দেখে খুশি থাকতে পারতো।

কী হচ্ছে ভার্সিটি ক্যাম্পাসগুলো, দেশের মানুষ তা জানাটা ডিজার্ভ করে। এই দায়িত্বটা আপনাদের, ভুলে যাইয়েন না।

সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হাম'লা, গুলিব'র্ষণ ও গ্রেফতা'রের প্রতিবাদ ও শহীদদের স্মরণে মোমবা...
17/07/2024

সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হাম'লা, গুলিব'র্ষণ ও গ্রেফতা'রের প্রতিবাদ ও শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

17/07/2024

ঢাবি,জাবি,রাবিতে হামলার প্রতিবাদে বসুন্ধরায় মিছিল করছে সাধারন শিক্ষার্থীরা


#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন #কোটা_আন্দোলন

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Political Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share