Daily Quran Media

Daily Quran Media আসসালামু আলাইকুম, Daily Quran Media আপনাকে স্বাগতম

16/11/2024

#ইসলাম #মুনাফিক

16/11/2024

Daily Quran Media everyone

16/11/2024

#ইসলাম

07/09/2024

03/12/2023

Daily Quran Media

এক যুবতী ইয়াহুদি নারী ও আলেমের ঘটনা

Everyone

হজের আগে ওমরাহর শেষ সময় জানালো সৌদিসৌদি আরবে ওমরাহ ভিসায় থাকা সকল যাত্রীকে ১৮ জুনের মধ্যে (২০ জিলহূল কদর) সৌদি ছাড়তে হব...
24/05/2023

হজের আগে ওমরাহর শেষ সময় জানালো সৌদি

সৌদি আরবে ওমরাহ ভিসায় থাকা সকল যাত্রীকে ১৮ জুনের মধ্যে (২০ জিলহূল কদর) সৌদি ছাড়তে হবে। ওমরাহ ভিসায় হজ পালনের অনুমতি না দেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

এক বিবৃতিতে দেশটির হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। এরপর কেউ ওমরাহ পালন করতে পারবে না।

হজযাত্রীদের অভ্যর্থনা জানানো ও তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে, হজ মৌসুমে অনুমোদন না থাকা বাসিন্দাদের জন্য মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অনুমতি ছাড়া ভ্রমণকারীদের মক্কার প্রবেশপথ থেকে ফিরিয়ে দেওয়া হবে। ১৪ হিজরিতে হজ আয়োজনের নির্দেশনা বাস্তবায়নে শাওয়াল মাসের ২৫ তারিখ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। Daily Quran Media

১৫ বছর ছাগল চরানোর টাকায় ওমরাহ পালন করলেন বৃদ্ধবয়সের ভারে ন্যুব্জ আবদুল কাদির বখশ। জীবনের পড়ন্ত বেলায়ও পিছু ছাড়েনি অভাব-...
06/05/2023

১৫ বছর ছাগল চরানোর টাকায় ওমরাহ পালন করলেন বৃদ্ধ

বয়সের ভারে ন্যুব্জ আবদুল কাদির বখশ। জীবনের পড়ন্ত বেলায়ও পিছু ছাড়েনি অভাব-অনটন। তাই পেটের তাগিদে ছাগল চরানোর কাজ করেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এই বাসিন্দা।
শত দুঃখ-কষ্টের মধ্যেও পেশায় রাখাল ৮২ বছর বয়সির অন্তর ছিল আল্লাহর ভালোবাসায় পূর্ণ। চরম অসহায়ত্ব ও দারিদ্র্যের মধ্যেও মনে স্বপ্ন ছিল— পবিত্র ওমরাহ পালনের। আর তাই দীর্ঘ ১৫ বছর ছাগল চরিয়ে এবং সেখান থেকে উপার্জিত অর্থ দিয়ে ওমরাহ পালনের সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি।
ওমরাহ পালনের পর তার হৃদয় এখন সন্তুষ্ট ও পরিতৃপ্ত হয়েছে বলেও জানিয়েছে ৮২ বছর বয়সি আবদুল কাদির। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ।
সংবাদমাধ্যম বলছে, চরম অসহায়ত্বের মধ্যেও আব্দুল কাদির বখশের মনে আকাঙ্ক্ষা ছিল— পবিত্র কাবাঘর ও মহানবী (সা)-এর রওজা শরিফ দেখার। আর তাই সেই স্বপ্নপূরণে যতটুকু সম্ভব সঞ্চয়ও শুরু করেন তিনি। পরিমাণে সামান্য হলেও সঞ্চয়ের সেই ধারা অব্যাহত রাখেন তিনি।

অতঃপর ছাগল পালন ও চরিয়ে দীর্ঘ ১৫ বছরের জমানো অর্থে আব্দুল কাদির পবিত্র ওমরাহ পালন করেন। ওমরাহ পালনের সময় মক্কায় তার সঙ্গে কোনো গাইডের ব্যবস্থা ছিল না। এমনকি বেলুচি ছাড়া অন্য কোনো ভাষাও জানেন না তিনি। কিন্তু মহান রব তার সব প্রার্থনা কবুল করেছেন বলে জানান এই বৃদ্ধ।

ওমরাহ শেষ করে গত শনিবার নিজ গ্রাম গোথ হাজি রহিম গ্রামে ফিরে যান বখশ। গাছের পাতা ও ঘাস দিয়ে তৈরি ঝুপড়িতে সেই সময় তাকে অভিনন্দন জানান পরিচিতজনরা। কারণ আব্দুল কাদির যা করেছেন বেলুচিস্তানের অনেকের জন্য তা এখনো স্বপ্ন।

Daily Quran Media

06/05/2023

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Quran Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Quran Media:

Share

Category