10/02/2023
আসসালামুয়ালাইকুম 🧕
যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় -
১.পরিবার চায়না।।
২.আমার তো টাকা নেই।।
৩.আমি কি পারব??
তো তাদের জন্য বলছি-
১.পরিবার চায়না:পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার কে মানিয়ে নিতে হবে।
আচ্ছা আপনি যে মোবাইল ফোন চালান সেই মোবাইল ফোন প্রথম যখন পরিবারের কাছ থেকে চান তখন তাদের reaction কেমন ছিল?
আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
২.আমার তো টাকা নেইঃ ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করছি..আপনাকেও করতে হবে . এখন পরিবার ও support করছে😇।
আপনি বন্ধুদের সাথে পার্টি করার জন্য বা কোনো ট্যুরে যাওয়ার জন্য টাকা যোগাড় করতে পারেন ।
কিন্তু আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য কষ্ট করতে চান না ।
সময় টাকে কাজে লাগান।
৩.আমি কি পারব? এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি আর আামাদের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি সময় আছে সময়টাকে কাজে লাগান.....