সুখ দুঃখের অনুভূতি

সুখ দুঃখের অনুভূতি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুখ দুঃখের অনুভূতি, Digital creator, Dhaka.
(16)

সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। দুঃখ জীবনের অংশ! দুঃখ ছাড়া কেউ সুখ অনুভব করতে পারে না। পেইজটি আপনার বাস্তব জীবনের কথা বলে 💔 তাই নিয়মিত সুন্দর ও রুচিসম্মত পোস্ট পেতে, আমাদের পেজইটি ফলো করার অনুরোধ রইলো 😊 অগ্রীম ধন‍্যবাদ রইলো 🤝 সৌন্দর্য ! ! ! শব্দটি যতই ছোট; এর তাৎপর্য তেমনি বিশাল। সকলেই নাকি সুন্দরের পূজারী, তাই বলতে শোনা যায়, ”আগে দর্শনধারী পরে গুণ বিচারী ।” বাক্যটিতে সৌন্দর্যকে সম্পূর্ণভাবে বাহ্

যিকতার আড়ালে লুকিয়ে ফেলা হয়েছে। ভালো করে একটু ভেবে দেখুন তো আসলেই কি সৌন্দর্য কেবলমাত্র বাহ্যিক চাক-চিক্যের পিঞ্জরে আবদ্ধ? আমাদের চিন্তা, চেতনা,বুদ্ধিমত্তা কি আমাদেরকে অনুমতি দেয় এমন ধারণা পোষণ করতে? তবুও যুগ যুগ ধরে আমাদের দেশে তথা সমগ্র বিশ্বে এমনটিই প্রচলিত হয়ে আসছে; যা মোটেও কাম্য নয়। সৌন্দর্যের পুরো ব্যপারটিই আপেক্ষিক; স্থান, কাল, পাত্র ভেদে এর সংজ্ঞাও ভিন্ন।

একবার বউকে একটি ট্রিকস শিখিয়েছিলাম। কীভাবে অন্যের মেসেজ সিন না করেও মেসেজ পড়া যায়?  প্রথমে Wifi/Internet Off করবা। এরপর ...
14/10/2025

একবার বউকে একটি ট্রিকস শিখিয়েছিলাম।

কীভাবে অন্যের মেসেজ সিন না করেও মেসেজ পড়া যায়?

প্রথমে Wifi/Internet Off করবা। এরপর ঐ মেসেজটা পড়বা। পড়া শেষে একটু ব্যাকে এসে পুরো chat সিলেক্ট করে Unread দিবা। এরপর আবার Wifi/Internet On করবা।

সে দেখে বেশ প্রশংসা করেছিলো। বলছে তুমি এত বুদ্ধিমান!

এরপর থেকে আজ পর্যন্ত ঝগড়া লাগলে আমি মেসেজ পাঠালে Seen আর হয় না। মেসেজ ওভাবেই পড়ে থাকে। শত শত মেসেজ। কিন্তু ওপাশ থেকে কোন সাড়া শব্দ নাই।

সেদিন প্রথম বুঝতে পেরেছি 'স্ত্রীকে তথ্য প্রযুক্তি থেকে দূরে রাখা উচিত। স্মার্ট ফোন না দিয়ে বাটন ফোন দেওয়া উচিত। কিন্তু যেহেতু ভুল করেই ফেলেছি। তাই এখন আর বাকি ট্রিকসগুলো শেখাই না। কারণ আমি জানি সেগুলো আমার উপরেই এপ্লাই করবে।'

এই যেমন এই ট্রিকসটা তাকে শেখাইনি।
সিসি ক্যামেরায় সে তাঁর এপ্স দিয়ে দেখছে আমি আর সোফিয়া পড়াশুনা করছি। কিন্তু আসলে আমরা টিভিতে রাজকুমারী বারবারা কার্টুন দেখছি।

এটা সে টেরই পায়নি কখনও! তাকে এই ট্রিকসটা শিখাইনি। কিছু জিনিস পেটে রাখতে হয়।

পুরুষ মানুষের একটু চালাক না হলে পদে পদে ধরা। তাইনা?

এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কাজগুলোর মধ্যে একটি হলো, একজন স্বামী যখন তার স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করে, সুন্দর করে কথা ...
09/10/2025

এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কাজগুলোর মধ্যে একটি হলো, একজন স্বামী যখন তার স্ত্রীর সঙ্গে সম্মানজনক আচরণ করে, সুন্দর করে কথা বলে।

আর সেই মুহূর্তে স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে থাকে।আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কী?
একজন নারীর চোখে মুগ্ধতা।
পুরুষেরা সহজেই মুগ্ধ হয়। স্ত্রীকে শাড়িতে দেখলে, হাতে চুড়ি বা পায়ে নূপুর পরলে, কিংবা হাসিমাখা মুখ দেখলেই তারা মুগ্ধ হয়ে যায়।

হয়তো নারীর সৃষ্টিই হয়েছে এমনভাবে, যাতে সে তার আশপাশকে সৌন্দর্যে ভরিয়ে দিতে পারে।

কিন্তু নারী? নারী মুগ্ধ হয় ব্যবহারে।

আমাদের সমাজে অনেক পুরুষ আছেন যারা তাদের স্ত্রীকে খুব ভালোবাসেন।
কিন্তু সেই ভালোবাসা প্রকাশের সঠিক পদ্ধতি জানেন না।

হয়তো স্ত্রীকে অনেক দামী উপহার দেন, তার ইচ্ছেপূরণ করেন। কিন্তু সবার সামনে সুন্দর করে কথা বলতে, বা তার ছোটখাটো অনুভূতিকে সম্মান জানাতে ভুলে যান।

অন্যদিকে, অনেক দাম্পত্য সম্পর্কের গল্প শুনি, যেখানে একজন স্বামী তার স্ত্রীর ছোট কোনো সমস্যার কথাও গভীর মনোযোগ দিয়ে শোনেন।

স্ত্রীর হাত ধরে তাকে আশ্বস্ত করেন। আর স্ত্রী তার সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে হেসে বলে ওঠেন, “তুমি ভেবো না, আমি পারব।”

এটাই আসল সম্পর্কের সৌন্দর্য।একজন নারীর চোখে মুগ্ধতা আসে তার সঙ্গীর আচরণে, তার শ্রদ্ধায়।জীবন তখনই সুন্দর, যখন সম্পর্ক সঠিক হয়।

স্বামী-স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো ভালোবাসা, সম্মান আর পারস্পরিক শ্রদ্ধা।

শুধু দামী উপহার বা দেশ বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া নয়, প্রতিদিনের ছোট ছোট আচরণেই বোঝা যায় একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসেন।নারীর মুগ্ধতা অর্জন করার জন্য অর্থ নয়, বরং কোমল ব্যবহারই যথেষ্ট।
সোশ্যাল মিডিয়ায় দেখা ছবির পেছনের গল্পটা সবসময় জানবেন না।

সেখানে সবাই নিজেদের সুখী দিকটাই দেখায়। বাস্তবতা ভিন্ন হতে পারে। তাই নিজের জীবনের গল্পকে অন্যের সঙ্গে তুলনা করবেন না।

জীবনে যা আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে শিখুন। ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকলে জীবনের পজিটিভ দিকগুলো বেশি উপলব্ধি করতে পারবেন।

ঝগড়ার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। (copy)

আজ আমি নিজের জন্য প্রার্থনা করি —আল্লাহ যেন আমাকে রাখেন শান্তিতে, আর মনটা রাখেন আলোয় ভরা 🤍আজ আমার জন্মদিন,তাই নিজেকেই বল...
09/10/2025

আজ আমি নিজের জন্য প্রার্থনা করি —
আল্লাহ যেন আমাকে রাখেন শান্তিতে, আর মনটা রাখেন আলোয় ভরা 🤍
আজ আমার জন্মদিন,
তাই নিজেকেই বলছি — “তুমি যথেষ্ট, যেমন আছো ঠিক তেমন।” 💐
জীবনের প্রতিটি অধ্যায়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাই,
আজ সেই যাত্রার আরেকটা সুন্দর দিন 🌻

নিজেকে নিজের ভালোবাসা💝💝

09/10/2025

নারীকে বোঝার সত্যি ই কেউ নাই‼️
সুতরাং নিজের ভালো টা নিজের বোঝা ভালো😒

05/10/2025

যাদের সীমিত আয় তারা ব্রান্ডেড জামা কাপড় না কিনে ঐ ব্র্যান্ডের শপিং ব্যাগ টা কিনুন। সেই ব্যাগ হাতে ঝুলিয়ে ফুটপাথ হতে শপিং করুন। এভাবে টাকা বাচিঁয়ে মাছ, মাংশ, ডিম, দুধ ফলমূল কিনে প্রোটিন ভিটামিনের চাহিদা পূরণ করতে পারেন। শরীরের উপরে যা ব্যবহার করবেন তার তুলনায় শরীরের ভেতরে যা ঢোকাচ্ছেন তা বেশি জরুরি। স্বাস্থ্যকর খাবার খেয়ে শরীর ফিট থাকলে সাধারন কাপরেই দেখতে সুন্দর দেখায়, চেহারায় গ্লো থাকে। কাপড় পরিস্কার হওয়াটা জরুরি, দামি হওয়া নয়।

c

✅ সুখী সংসারের আসল চাবিকাঠি1. পারস্পরিক সম্মান (Respect):স্বামী–স্ত্রী একে অপরকে ছোট না করে, সম্মান দিয়ে কথা বলা আর সিদ্...
30/09/2025

✅ সুখী সংসারের আসল চাবিকাঠি

1. পারস্পরিক সম্মান (Respect):
স্বামী–স্ত্রী একে অপরকে ছোট না করে, সম্মান দিয়ে কথা বলা আর সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া।

2. বিশ্বাস (Trust):
একে অপরকে সন্দেহ না করে বিশ্বাস রাখা। কারণ সন্দেহ হল সংসারের সবচেয়ে বড় বিষ।

3. ভালোবাসা ও যত্ন (Love & Care):
শুধু কথা নয়, কাজে–কর্মেও ভালোবাসা প্রকাশ করা—অসুস্থ হলে পাশে দাঁড়ানো, ছোট ছোট যত্ন নেওয়া।

4. সমঝোতা (Adjustment):
কারোই সব কিছু পারফেক্ট হয় না। কিছু বিষয়ে ছাড় দেওয়া, মানিয়ে নেওয়া—এটাই সংসারকে টিকিয়ে রাখে।

5. আলোচনা ও খোলামেলা যোগাযোগ (Communication):
মনের কথা গোপন না করে সহজভাবে বলা। সমস্যা হলে ঝগড়া না করে বসে আলোচনা করা।

6. দায়িত্ব ভাগাভাগি (Shared Responsibility):
সংসার শুধু এক জনের কাঁধে চাপানো নয়—দুটো মানুষ মিলে দায়িত্ব নিলে সংসার হালকা আর সুন্দর হয়।

7. ধৈর্য (Patience):
সুখে–দুঃখে ধৈর্য ধরে একে অপরের পাশে থাকা।

---

💡 সহজভাবে বললে:
👉 ভালোবাসা + বিশ্বাস + সম্মান + দায়িত্ব = সুখী সংসার


26/09/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/09/2025

হয়তো ভালোবাসে, আমি বুঝি না' এইটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা আমরা আমাদের দিই। 🌻
ভালোবাসা, মায়া, সম্মান এইগুলা আচরণে আর ট্রিট করার ওয়েতেই দেখা যায়! আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না, ওখানে ভালোবাসা নাই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, লাভ নাই।

আসলে মানুষের প্রথম প্রেম প্রথম ভালোবাসা বলতে কিছু হয়না, মানুষ যেখানে যত্ন পায়, সম্মান পায় এবং সততা পায় সেখানেই আটকে যায়।

আপনি চাইলেই এই ১৮ কো'টি মানুষের মাঝে থেকে খুব নিখুত, রূপে-গুণে পরিপূর্ণা কে বেছে নিতেই পারতেন। তবুও ঘুরেফিরে সেই বেকার ছেলেটার প্রেমে পড়েছেন, অনেক খুঁজাখুঁজি করেও সেই শ্যাম বর্ণের কাজল চোখের মেয়েটাকেই ভালোবেসেছেন।

সম্পর্ক এমন হোক, একজনের বে'কারত্ব আর অপরজনের অসম্পূর্ণতার দোহাই সম্পর্ক ভে'ঙ্গে না যাক। ক্যারিয়ার পরিবার এর অজুহাত না হোক!

সম্পর্কের কদর হোক। বি'চ্ছেদ না হোক!

Collected

- ভালোবেসে বিয়ে করার চেয়ে,ভালো মানুষকে বিয়ে করতে পারাটা বেশি গর্বের!🤍✨🫶
02/09/2025

- ভালোবেসে বিয়ে করার চেয়ে,ভালো মানুষকে বিয়ে করতে পারাটা বেশি গর্বের!🤍✨🫶

27/08/2025

তোমাকে সবাই বুঝতে পারবে না❌⛔👺

Aktu support ba santi pawa durer kotha purus manus hisebe bow theke ja ja dorkr ta to pie na,কি কি দরকার?? আপনার প্রশ্নট...
26/08/2025

Aktu support ba santi pawa durer kotha purus manus hisebe bow theke ja ja dorkr ta to pie na,
কি কি দরকার??

আপনার প্রশ্নটা খুবই বাস্তবিক 👍।
একজন পুরুষ মানুষ যখন সংসার করে, বাইরে রোজগার, দায়িত্ব, চাপ—সবকিছুর ভেতরে সে তার স্ত্রীর কাছ থেকে সবচেয়ে বেশি চায় ভালোবাসা, সম্মান আর মানসিক শান্তি।

🟢 স্বামী হিসেবে স্ত্রীর কাছ থেকে দরকারি কিছু বিষয়:

1. সম্মান (Respect)
– স্বামী বাইরে যত কষ্টই পাক না কেন, স্ত্রীর কাছ থেকে সম্মান আর ভরসার কথা তার শক্তি হয়ে যায়।

2. মানসিক সমর্থন (Emotional Support)
– কষ্ট, ব্যর্থতা বা স্ট্রেসের সময় স্ত্রীর পাশে থাকা, উৎসাহ দেওয়া পুরুষের জন্য অনেক বড় বিষয়।

3. স্নেহ ও ভালোবাসা (Affection & Care)
– ছোট ছোট যত্ন, খোঁজখবর, ভালোবাসার আচরণ তাকে মনে করায় যে সে একা না।

4. শান্ত পরিবেশ (Peaceful Environment)
– বাড়ি ফেরার পর ঝগড়া বা নেতিবাচকতা নয়, বরং একটু শান্তি, হাসি-আনন্দ, হালকা কথোপকথন চায়।

5. বিশ্বাস (Trust)
– সব বিষয়ে আস্থা রাখা, অযথা সন্দেহ না করা—এগুলো পুরুষকে মানসিকভাবে হালকা করে।

6. সহযোগিতা (Partnership)
– সংসারের ছোট বড় সিদ্ধান্তে পাশে থাকা, পরামর্শ দেওয়া, বোঝাপড়া করা।

7. প্রশংসা (Appreciation)
– তার পরিশ্রম, সংগ্রাম, চেষ্টা—এসবের স্বীকৃতি পেলে পুরুষ আরও উৎসাহী হয়ে ওঠে।

---

👉 সহজ করে বললে:
ভালোবাসা + সম্মান + শান্তি + বিশ্বাস + সহযোগিতা
এটাই একজন স্বামী স্ত্রীর কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা করে।

মিতব্যয়ী হন, কৃপন নয়, আপনার কাছে যদি টাকা না থাকে, কেউ আপনাকে ৫ পয়সা দিয়ে হেল্প করবে না, আপনার ঋন নিতে হবে, তার চাইত...
24/08/2025

মিতব্যয়ী হন, কৃপন নয়,
আপনার কাছে যদি টাকা না থাকে, কেউ আপনাকে ৫ পয়সা দিয়ে হেল্প করবে না,
আপনার ঋন নিতে হবে, তার চাইতে আপনি মিতব্যয়ী হন,
অল্প খরচের মধ্যে নিজেকে সিমাবদ্ধ রাখুন।।

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when সুখ দুঃখের অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share