14/10/2025
একবার বউকে একটি ট্রিকস শিখিয়েছিলাম।
কীভাবে অন্যের মেসেজ সিন না করেও মেসেজ পড়া যায়?
প্রথমে Wifi/Internet Off করবা। এরপর ঐ মেসেজটা পড়বা। পড়া শেষে একটু ব্যাকে এসে পুরো chat সিলেক্ট করে Unread দিবা। এরপর আবার Wifi/Internet On করবা।
সে দেখে বেশ প্রশংসা করেছিলো। বলছে তুমি এত বুদ্ধিমান!
এরপর থেকে আজ পর্যন্ত ঝগড়া লাগলে আমি মেসেজ পাঠালে Seen আর হয় না। মেসেজ ওভাবেই পড়ে থাকে। শত শত মেসেজ। কিন্তু ওপাশ থেকে কোন সাড়া শব্দ নাই।
সেদিন প্রথম বুঝতে পেরেছি 'স্ত্রীকে তথ্য প্রযুক্তি থেকে দূরে রাখা উচিত। স্মার্ট ফোন না দিয়ে বাটন ফোন দেওয়া উচিত। কিন্তু যেহেতু ভুল করেই ফেলেছি। তাই এখন আর বাকি ট্রিকসগুলো শেখাই না। কারণ আমি জানি সেগুলো আমার উপরেই এপ্লাই করবে।'
এই যেমন এই ট্রিকসটা তাকে শেখাইনি।
সিসি ক্যামেরায় সে তাঁর এপ্স দিয়ে দেখছে আমি আর সোফিয়া পড়াশুনা করছি। কিন্তু আসলে আমরা টিভিতে রাজকুমারী বারবারা কার্টুন দেখছি।
এটা সে টেরই পায়নি কখনও! তাকে এই ট্রিকসটা শিখাইনি। কিছু জিনিস পেটে রাখতে হয়।
পুরুষ মানুষের একটু চালাক না হলে পদে পদে ধরা। তাইনা?