26/08/2024
বন্যার এই পরিস্থিতিতে চার পাঁচ দিনে দেখলাম অনেক পোলাপান, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে কি সুন্দর বন্যা ট্যুর দিচ্ছে!
এর মধ্যে ম্যাক্সিমামই না পারে সাঁতার, না আছে তাদের রেসকিউ স্কিল, আরে বাপ তাহলে তোরা বানভাসি মানুষের জন্য সাহায্য করবি কিভাবে?
আমি সিওর ঢাকার মেয়ে যারা আছে তারা সাঁতার জানে না।
এখন কিছু হইলে তোরা বানভাসি মানুষদের রেস্কিউ করবি না তোদের সাথে নিয়ে যাওয়া গার্লফ্রেন্ডের রেসকিউ করবি?
হ্যাঁ এখন কোন সুশীল এসে বলবে তুমি কি করছো বানবাসীর জন্য?
আমার উত্তরঃ আমি কাকা ফালতু আবেগের চেয়ে বিবেক দিয়ে বিশ্লেষণ করি। আমার রেসকিউ স্কিল নাই, তবে হ্যাঁ আমি সাঁতার পারি কিন্তু এই সাঁতার হয়তো সেখানে কাজে নাও লাগতে পারে, তাই আমি ফান্ড রাইজিং করেছি যেটা আমার জন্যে উপযুক্ত ছিল।
আপনারা অনেক টিম দেখলাম অতি আবেগে করে ফেলছেন সেটা বুঝা গেছে। ৪০,০০০ তুলে ২০,০০০ দিয়া গাড়ি ভাড়া করছেন, নিজেদের খাবারের জন্যে খিচুড়ি/বিরিয়ানি! ভাই দিনশেষে কত টাকা যাবে বানভাসিদের কাছে?
তার চেয়ে যারা এই কাজে অভিজ্ঞ (ফাউন্ডেশন) তাদের ফান্ডে দিলো ভালো হত নয় নি?
একটা কথা বলি বন্যায় তো অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, খুব আফসোস করতেছেন, কষ্ট পাচ্ছেন, আহমাদুল্লাহ হুজুরের আস সুন্নাহ ফাউন্ডেশন বা অন্য কেউ যদি বলে এ যুবকেরা আসো, বানবাসীদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে, সেখানে আপনাদের কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করতে হবে!! মনে হয় না সেখানে আপনারা যারা VIP চেহারা হোন্ডার ধারী যাবেন বলে মনে হয় না!!
যখন যেটা করলে মানুষের উপকারে আসবে সেটা করার চেষ্টা করবেন। অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।