One Minute Sports - OMS

One Minute Sports - OMS One Minute Sports

Bye Bye 💔
11/05/2025

Bye Bye 💔

26/08/2024

বন্যার এই পরিস্থিতিতে চার পাঁচ দিনে দেখলাম অনেক পোলাপান, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই মিলে কি সুন্দর বন্যা ট্যুর দিচ্ছে!

এর মধ্যে ম্যাক্সিমামই না পারে সাঁতার, না আছে তাদের রেসকিউ স্কিল, আরে বাপ তাহলে তোরা বানভাসি মানুষের জন্য সাহায্য করবি কিভাবে?
আমি সিওর ঢাকার মেয়ে যারা আছে তারা সাঁতার জানে না।
এখন কিছু হইলে তোরা বানভাসি মানুষদের রেস্কিউ করবি না তোদের সাথে নিয়ে যাওয়া গার্লফ্রেন্ডের রেসকিউ করবি?

হ্যাঁ এখন কোন সুশীল এসে বলবে তুমি কি করছো বানবাসীর জন্য?
আমার উত্তরঃ আমি কাকা ফালতু আবেগের চেয়ে বিবেক দিয়ে বিশ্লেষণ করি। আমার রেসকিউ স্কিল নাই, তবে হ্যাঁ আমি সাঁতার পারি কিন্তু এই সাঁতার হয়তো সেখানে কাজে নাও লাগতে পারে, তাই আমি ফান্ড রাইজিং করেছি যেটা আমার জন্যে উপযুক্ত ছিল।

আপনারা অনেক টিম দেখলাম অতি আবেগে করে ফেলছেন সেটা বুঝা গেছে। ৪০,০০০ তুলে ২০,০০০ দিয়া গাড়ি ভাড়া করছেন, নিজেদের খাবারের জন্যে খিচুড়ি/বিরিয়ানি! ভাই দিনশেষে কত টাকা যাবে বানভাসিদের কাছে?
তার চেয়ে যারা এই কাজে অভিজ্ঞ (ফাউন্ডেশন) তাদের ফান্ডে দিলো ভালো হত নয় নি?

একটা কথা বলি বন্যায় তো অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, খুব আফসোস করতেছেন, কষ্ট পাচ্ছেন, আহমাদুল্লাহ হুজুরের আস সুন্নাহ ফাউন্ডেশন বা অন্য কেউ যদি বলে এ যুবকেরা আসো, বানবাসীদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে, সেখানে আপনাদের কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করতে হবে!! মনে হয় না সেখানে আপনারা যারা VIP চেহারা হোন্ডার ধারী যাবেন বলে মনে হয় না!!

যখন যেটা করলে মানুষের উপকারে আসবে সেটা করার চেষ্টা করবেন। অতিরঞ্জিত কোন কিছুই ভালো না।

15/08/2024

স্বাধীনতা অর্জন করা হয়েছে...
এখন স্বাধীনতা মানুষের কল্যাণে, মানুষের অধিকারে প্রয়োগ করতে হবে...
তবেই তো আমরা স্বাধীন।

15/08/2024

সীমা লঙ্ঘন করা মোটেও প্রশংসনীয় কাজ না।
শালীনতা বজায় রেখে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে হবে।

08/08/2024

যারা সামনে ক্ষমতায় আসবেন তাদের আঃলীগ থেকে শিক্ষা নিয়ে আইসেন।
ক্ষমতা মানুষের কল্যাণে যেন ব্যবহার হয়, অপব্যবহারে নয়।

08/08/2024

আমাদের দেশের সকল মানুষ এবং রাজনৈতিক দলের প্রতি আহ্বান, দেশটা দল-মত নির্বিশেষে আমাদের। আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে গেলে দেশকে সার্বিক সহযোগিতা করতে হবে। এবং কোনো প্রকার সহিংসতা ও অরাজকতায় লিপ্ত হবেন না।

স্বৈরাচার পতনে, ছাত্রদের ভূমিকা অপরিসীম। আমরা চাইনা দেশে আর কোন স্বৈরাচারের হাতে দেশটা চলে যাক। এবং কেউ যাতে বলতে না পারে, আগের টা'ই ভালো ছিলো।
সকলের কাছে অনুরোধ।

01/06/2023

LaLiga is waiting to make thier green signal to Barcelona after meeting with Messi's father.

06/04/2023

Barcelona lose copa del ray to Real Madrid.

Score: Barcelona 0-4 Real Madrid.

04/04/2023

Leo messi is willing to join Fc Barcelona as per multiple reports .

01/04/2023

আন্তর্জাতিক ব্রেকের পর বার্সার এমন বিধ্বংসী প্রত্যাবর্তন।

বার্সা ৪-০ এলচে

সেরাদের সেরা লিও মেসি❤️💙
26/11/2022

সেরাদের সেরা লিও মেসি❤️💙

20/11/2022

Half-Time
Qatar 0-2 Ecuador

Address

Shaymoli
Dhaka
4000

Alerts

Be the first to know and let us send you an email when One Minute Sports - OMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to One Minute Sports - OMS:

Share