Fake Loveシ︎

Fake Loveシ︎ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fake Loveシ︎, Pirojpur, Dhaka.

মায়াবতী পরকালে তুমি আমার হইবা এমন একটা ভুল ধারণা নিয়ে আমি অপেক্ষায় কাটিয়ে দিবো আমৃত্যু পর্যন্ত।
অথচ পরকালেও সেই ভাগ্যবান মানুষটা তোমারে পাইব যেই ভাগ্যবান মানুষটা পৃথিবীতে বসে তোমারে পাইলো।💔🥀

16/08/2025

সবাই বিয়ে করে ফেলছে, তুমি আর আমি বাদে!🙂

16/08/2025

ছোটবেলায় যাদেরকে ২৫ থেকে ৩০ বছর বয়সেও বিয়ে না করলে বু- ড়া বলে ট্রল করতাম

তাদেরকে " স্যরি "🙂

15/08/2025

ইবলিস এককালে আল্লাহর ওলী ছিল। আল্লাহ আদমকে তৈরি করার পর ইবলিস নিজের অহংকারের কারনে বিতাড়িত হয়।

এখন কেউ যদি ইবলিসের পূর্বের আমল টেনে এনে বলে যে ভাই ও তো এককালে আল্লাহর ওলী ছিল, ওরে একটু রেস্পেক্ট করেন তখন কেমন হবে?

সঠিক পুরুষ হও..!!🌚❤️
11/08/2025

সঠিক পুরুষ হও..!!🌚❤️

02/08/2025

Just imagine
Tomar bow basay ferar pothe codom ful niye aslo.☺️

🙆‍♂️
02/08/2025

🙆‍♂️

01/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

– দেওয়ার মতো কেউ নাই 😭
01/08/2025

– দেওয়ার মতো কেউ নাই 😭

আমি কার কাছে এইভাবে আষাঢ়ে দোলনচাঁপা চাইবো?  আমার ফুল চাওয়ার মানুষ তো বহুকাল আগেই হারায় গেছে।
20/07/2025

আমি কার কাছে এইভাবে আষাঢ়ে দোলনচাঁপা চাইবো? আমার ফুল চাওয়ার মানুষ তো বহুকাল আগেই হারায় গেছে।

19/07/2025

কেউ একজন বলেছিলো-
আপনাকে ভিষন ভালোবাসি !!!

আমি বলেছিলামঃ-
কেন ???

সে বলেছিলো-
আপনি দেখতে-
অনেক সুন্দর তাই
আপনাকে ভালোবাসি ।

আমি বুজেছিলাম-
এটা তার ভালোবাসা না-
এটা তার ভালোলাগা-
তাই তাকে আর ভালোবাসা হলো না ।

একজনকে একটা-
গোলাপ দিয়ে বলেছিলাম "ভালোবাসি" ।
তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম ।
সে বলেছিলো-
গোলাপ টা শুকিয়ে গেছে-
গন্ধহীনা হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিছি ।

আমি বুজেছিলাম-
সে সৌন্দর্যের প্রতীক ।
সৌন্দর্য নষ্ট হয়ে গেলে-
সে গোলাপের মতো-
আমাকেও ছুড়ে ফেলে দিবে ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

আর একজন এসেছিল-
সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিলো অসিম ।

কিন্তু কিছুদিন-
যেতে না যেতে ই বাড়লো তার অবহেলা ।

আমি বুজেছিলামঃ-
সে নতুনে মুগ্ধ ।
একটু পুরানো হলে-
তার আর আগের মতো ভালো লাগে না ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

জীবনে-
ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে- ভালোবাসার থেকে সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো ।

সে জিবনে আসলে-
আপনার সৌন্দর্য কে নয়-
আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে ।
তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না ।

আপনার দেওয়া গোলাপ টা-
শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পর ও-
যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাজে ।

ঠিক যেমন আপনাকে সারাজীবন-
হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারাজীবন।

Address

Pirojpur
Dhaka
8541

Alerts

Be the first to know and let us send you an email when Fake Loveシ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fake Loveシ︎:

Share