NF Jawad

NF Jawad Digital Content Creator Guideline.

13/06/2025

"আল্লাহর প্রতি ভরসা: একজন মুমিনের জীবনের মূল ভিত্তি"

জীবনে আমরা প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই—কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো আবার হতাশা। কিন্তু একজন প্রকৃত মুমিন কখনোই দুশ্চিন্তায় ভেঙে পড়ে না, কারণ তার ভরসা আল্লাহর ওপর।

**আল্লাহ বলেন:**
*"…যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।"*
— (সুরা আত-তালাক, আয়াত ৩)

# # # ১. ভরসা মানে আত্মসমর্পণ নয়, চেষ্টা ও ধৈর্য

অনেকে মনে করে যে, আল্লাহর উপর ভরসা মানে কিছু না করে শুধু দোয়া করলেই চলবে। ইসলাম এরকম নয়। প্রকৃত ভরসা হলো—নিজের সর্বোচ্চ চেষ্টা করা এবং ফলাফল আল্লাহর হাতে সোপর্দ করা।

# # # ২. দুঃখ-কষ্টেও আল্লাহর রহমত আছে

জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যা আমাদের জন্য কঠিন মনে হয়। কিন্তু একজন বিশ্বাসী জানে, প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর কোনো হিকমত (জ্ঞান) আছে। হয়তো সেই কষ্টের মাধ্যমেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করছেন অথবা বড় কিছু দিচ্ছেন।

# # # ৩. সবকিছু ঠিক হবে—এই বিশ্বাসই ঈমানের চাবিকাঠি

যখন চারপাশ অন্ধকার লাগে, ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, তখনই আল্লাহর প্রতি ভরসা আমাদের আলো দেখায়। এই ভরসা একজন মুমিনকে সাহসী, ধৈর্যশীল এবং ইতিবাচক রাখে।

**প্রিয় ভাই ও বোনেরা,**
আল্লাহ আমাদের বারবার বলেন—তাঁর উপর ভরসা করতে। আসুন, আমরা এই ভরসার জীবনে ফিরে আসি। কারণ একমাত্র আল্লাহই আমাদের সকল সমস্যার সমাধানকারী, তিনিই রিজিকদাতা, তিনিই মুক্তির পথপ্রদর্শক।

---

**শেষ কথাঃ**
আপনি যদি আজ হতাশ, দুশ্চিন্তাগ্রস্ত বা কঠিন পরিস্থিতিতে থাকেন—তবে একবার সেজদায় যান, মন খুলে আল্লাহর কাছে বলুন। কারণ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কখনোই আপনার ডাক অগ্রাহ্য করেন না।

*"আর আপনার প্রতিপালক বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’"*
— (সুরা গাফির, আয়াত ৬০)

---

23/01/2023

Welcome to Digital Creator

Address

Road No. 04
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when NF Jawad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NF Jawad:

Share