Maimuna Islam Mymoon

Maimuna Islam Mymoon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maimuna Islam Mymoon, Digital creator, Dhaka.

আসসালামু আলাইকুম।আমার পেজ আপনাদের জানাই স্বাগতম অভিনন্দন ও ভালোবাসা please like my all page🥰🥰🥰For Promotion, sponsor, collaboration, brand promote kindly inbox
প্রমোশন,স্পন্সর করতে ইনবক্স করুন

good night Bangladesh 🌿🌿👈
14/11/2025

good night Bangladesh 🌿🌿👈

টাকা চরিত্র  স্বভাব পাল্টাতে পারে না, শুধু সাজ-পোশাক বদলায়।যার মন ছোট, সে সোনা পরলেও তুচ্ছ;আর যার মন রাজা, সে ভাঙা মাটিত...
14/11/2025

টাকা চরিত্র স্বভাব পাল্টাতে পারে না, শুধু সাজ-পোশাক বদলায়।
যার মন ছোট, সে সোনা পরলেও তুচ্ছ;
আর যার মন রাজা, সে ভাঙা মাটিতেও রাজকীয়।

বাচ্চার পা'য়ের তালুতে রসুন ঘ'ষলে কি হয় জানেন,যেসব বাচ্চারা রাতে ঘুমায় না, একটা রসুন মাঝখান থেকে ফা'লি করে সামান্য সরি...
14/11/2025

বাচ্চার পা'য়ের তালুতে রসুন ঘ'ষলে কি হয় জানেন,যেসব বাচ্চারা রাতে ঘুমায় না, একটা রসুন মাঝখান থেকে ফা'লি করে সামান্য সরিষার তেল লাগিয়ে হালকা ছে'কে বাচ্চার পা'য়ের তালুতে মা'লিশ করবেন, দেখবেন বাচ্চা জে'দ করবে না, শান্তির ঘুম দিবে 🥰

❤️❤️⎯͢⎯⃝🩷🪽ツ_’𝐋𝐢𝐟𝐞 𝐢𝐬 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐰𝐡𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐬 𝐲𝐨𝐮💙༉— নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই জীবন সুন্দ...
14/11/2025

❤️❤️⎯͢⎯⃝🩷🪽ツ_’𝐋𝐢𝐟𝐞 𝐢𝐬 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐢𝐟 𝐲𝐨𝐮 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧 𝐰𝐡𝐨 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐬 𝐲𝐨𝐮💙༉— নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই জীবন সুন্দর…!!♡🌸💜❤️🫰

ছুঁয়ে দেখার নাম ভালোবাসা নয়,অনুভব করাটাই হলো ভালোবাসা। 💙✍
14/11/2025

ছুঁয়ে দেখার নাম ভালোবাসা নয়,
অনুভব করাটাই হলো ভালোবাসা। 💙✍

রক্তের বাইরেও আত্মীয় হয়, সম্পর্ক যদি হৃদয়ের হয় রক্তের ভিতরও শত্রু হয়, সম্পর্ক যদি স্বার্থের হয়🤷
14/11/2025

রক্তের বাইরেও আত্মীয় হয়, সম্পর্ক যদি হৃদয়ের হয় রক্তের ভিতরও শত্রু হয়, সম্পর্ক যদি স্বার্থের হয়🤷

পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি॥                  ...
14/11/2025

পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি॥

প্রতিদিন সকালে হাফ কাপ কচি ডুমুর ফলের রস হালকা কুসুম গরম করে এক চামুচ লেবুর রস দিয়ে ১৫ দিন খেতে পারলে নিসন্ধে কিডনির পা...
14/11/2025

প্রতিদিন সকালে হাফ কাপ কচি ডুমুর ফলের রস হালকা কুসুম গরম করে এক চামুচ লেবুর রস দিয়ে ১৫ দিন খেতে পারলে নিসন্ধে কিডনির পাথর থাকে গলে প্রস্রাবের সাথে পড়ে যাবে ইনশাআল্লাহ এতে কোনো ক্ষতি নেই উপকার ছাড়া

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে:গবেষণায় দেখা গেছে, সজনে পাতা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। এটি ইনসুলিন সংব...
14/11/2025

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে:
গবেষণায় দেখা গেছে, সজনে পাতা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।তাই নিয়মিত সজিনা পাতা শুকিয়ে পাউডার করে সকালে এক গ্লাস পানিতে ৩ চামুচ সজিনা পাউডার দিয়ে খেতে হবে ❤️❤️❤️

যেকোন চর্মরোগ দাউদ খোশপাঁচরা ভালো হবে যদি এই আকন্দ আঠা নিয়ে নারিকেল তেলের সাথে মিশিয়ে যেখানে চর্মরোগ চুলকানি দাউদ আছে ...
14/11/2025

যেকোন চর্মরোগ দাউদ খোশপাঁচরা ভালো হবে যদি এই আকন্দ আঠা নিয়ে নারিকেল তেলের সাথে মিশিয়ে যেখানে চর্মরোগ চুলকানি দাউদ আছে ওই খানে লাগালে ৩/৪ দিন তাহলে এই সকল চর্মরোগ থেকে সহজে মুক্তি পাবেন

এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। পুরাতন আমাশয় রোগেও এটি ব্যবহার করা হয়। খাওয়ার নিয়ম আমরুল পাতা...
14/11/2025

এটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখে। পুরাতন আমাশয় রোগেও এটি ব্যবহার করা হয়। খাওয়ার নিয়ম আমরুল পাতা বেটে রস করে সকালে খালি পেটে হাফ কাপ সেবন করবেন তা হলে এই রকম রোগ থেকে সহজে মুক্তি পাবেন

🔰 ভূই আমড়া (Phyllanthus niruri) — রসগুণ ও আয়ুর্বেদিক বিশ্লেষণ 🌿📚 সূত্র: আয়ুর্বেদ সংগ্রহ, বৃহৎ আয়ুর্বেদ সংগ্রহ, দ্রব্য...
14/11/2025

🔰 ভূই আমড়া (Phyllanthus niruri) — রসগুণ ও আয়ুর্বেদিক বিশ্লেষণ 🌿

📚 সূত্র: আয়ুর্বেদ সংগ্রহ, বৃহৎ আয়ুর্বেদ সংগ্রহ, দ্রব্যগুণ সার, সুশ্রুত সংহিতা ও অষ্টাঙ্গ আয়ুর্বেদ।

---

🔍 পরিচিতি

ভূই আমড়া, বাংলায় “ভূমি আমলকি” বা “ভূই আমড়া” নামে পরিচিত। এটি ক্ষুদ্র গাছ হলেও অসাধারণ ঔষধি গুণে ভরপুর। আয়ুর্বেদে একে বলা হয়েছে —
“পাথর গলানো ভেষজ” (Stone Breaker Plant)

---

⚗️ রসগুণ (Ayurvedic Properties)

রস (স্বাদ): তিক্ত (তেতো), কষায় (অল্প টকভাবযুক্ত)

গুণ: লঘু, রুক্ষ

বির্য: শীতল

বিপাক: কটু

প্রভাব: পিত্ত ও কফ নাশক

---

⚕️ আয়ুর্বেদিক ব্যবহার

১. কিডনি ও মূত্রনালীর সমস্যা:

পাথর (Kidney Stone) গলাতে বিশেষ কার্যকর।

প্রস্রাবের জ্বালা, মূত্রকাঠিন্য ও ইনফেকশনে উপকারী।

২. লিভার টনিক:

জন্ডিস, হেপাটাইটিস ও ফ্যাটি লিভারে কার্যকর।

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণ:

রক্তে অতিরিক্ত গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৪. পাচনতন্ত্রে উপকার:

গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্যে আরাম দেয়।

৫. রক্ত পরিশোধন ও ত্বক:

রক্ত পরিষ্কার করে ও চর্মরোগে উপকারী।

---

🧪 বৈজ্ঞানিক বিশ্লেষণ

ভূই আমড়ায় পাওয়া যায় —

Alkaloids, Lignans, Flavonoids, Phyllanthin, Hypophyllanthin — যা কিডনি ও লিভারের সুরক্ষা দেয়।

ভিটামিন: ভিটামিন C, E, ও খনিজ যেমন ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম।

Antioxidant ও Hepatoprotective উপাদান সমৃদ্ধ।

---

🥄 সেবনের নিয়ম (Ayurvedic Method)

রসরূপে: তাজা পাতা ও কান্ড বেটে ২ চামচ রস সকালে খালি পেটে সেবন।

চূর্ণরূপে: শুকনো গাছের গুঁড়া ১ চা চামচ মধু বা কুসুম গরম পানির সঙ্গে দিনে ২ বার।

ক্বাথরূপে: ১০ গ্রাম পাতা ১ কাপ পানিতে সিদ্ধ করে অর্ধেক না হওয়া পর্যন্ত ফুটিয়ে ছেঁকে সেবন।

---

🟢 উপসংহার
আয়ুর্বেদের দৃষ্টিতে ভূই আমড়া এক অমৃততুল্য ভেষজ, যা কিডনি, লিভার ও রক্তশুদ্ধিতে অনন্য। প্রকৃতির এই ক্ষুদ্র গাছই প্রমাণ করে —

⚜️“ছোট গাছে বড় ঔষধ।” ⚜️

---

✍️ ডাঃ হীরা চৌধুরী

Address

Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Maimuna Islam Mymoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share