Mr. Nomad

Mr. Nomad বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখি 💝
exploring places and sharing experiences...
Travel Filmmaker I Love to share experiences with the People.

I am a passionate Solo traveler, exploring new places, and new countries. are all real experiences and all opinions are my personal.

28/04/2025

শুধু একটা খা'রাপ অ'তীতের জন্য কত মানুষ ভালোবাসতে ভ'য় পায়!💔

15/04/2025

তোমার কোলে মাথা রেখে শান্তির এক ঘুম ঘুমানোর তীব্র এক ইচ্ছা আমার!'😌🌸

জীবনটা যদি এই নদীর পাড়ে বসে কাটিয়ে দেয়া যেতো!!!!!
02/04/2025

জীবনটা যদি এই নদীর পাড়ে বসে কাটিয়ে দেয়া যেতো!!!!!

13/02/2025

ভালোবাসুন,
ভালোবাসতে শিখুন,
ভালোবাসতে শেখান!

21 দিন ট্রেন এ চেপে যাবেন না কি বেড়াতে ?বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নিএটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,  প্রায় ২...
19/01/2025

21 দিন ট্রেন এ চেপে যাবেন না কি বেড়াতে ?
বিশ্বের দীর্ঘতম ট্রেন জার্নি
এটা বর্তমানে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা,
প্রায় ২১ দিন স্থায়ী এই যাত্রা।
শুরু হয় ইউরোপের পর্তুগাল থেকে এবং শেষ হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালোয়শিয়ায়।
জীবনে যদি কখনো সুযোগ আসে তবে একদিন এই ট্রেন জার্নি করতে চাই ।
পর্তুগালে শুরু হওয়া এই যাত্রা, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া, মঙ্গোলিয়া, চীন, লাওস, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় শেষ হয়।
সব মিলিয়ে ১৩ টি দেশ অতিক্রম করতে হয়। এটা একক কোন ট্রেন যাত্রা না।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার জন্য আপনাকে থামতে হবে।
এই দীর্ঘ যাত্রায় আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি বিশ্বের অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে পাবেন।
বিশ্ব সংস্কৃতি জানার জন্য এমন সুন্দর সুযোগ আর দ্বিতীয়টি নেই।
কাজেই কখনো সুযোগ আসলে ২১ দিনের এই ট্রেন ভ্রমণ সবার শেষ করা উচিৎ।
©

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
16/01/2025

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, ৩৬ এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই।

২১ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, ৪০ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাল না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই।

একদিন চাকরি করে বাবা-মাকে দামী দামী জিনিস কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা-বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন।

দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুডখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল ব্যাটা, সাজেক যাব। আজকেই যাব, এক্ষণি যাব। ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে।

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা-মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!

মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে।
©

আল্লাহ'র দুনিয়ার বুকে একখন্ড জাহান্নাম বানিয়ে দেখালেন।
10/01/2025

আল্লাহ'র দুনিয়ার বুকে একখন্ড জাহান্নাম বানিয়ে দেখালেন।

😁😁
02/01/2025

😁😁

20/12/2024

একজন স্বঘোষিত নিজ রাজ্যের রানী খুঁজছি...

৭১ আমাদের, ২৪ ও আমাদের।। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মহান বিজয় অর্জন হয়েছে সেই সকল বীর শহীদদের জানাই গভীর শ্রদ্ধ...
16/12/2024

৭১ আমাদের, ২৪ ও আমাদের।।
যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মহান বিজয় অর্জন হয়েছে সেই সকল বীর শহীদদের জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Nomad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category