Mr. Arjo Mojumder

Mr. Arjo Mojumder Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr. Arjo Mojumder, Dhaka.

অফিস যাওয়ার সময় পথে এই চিত্র দেখতে পাওয়ার সৌভাগ্য হইলো 😌এভাবেই স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী,...
07/11/2025

অফিস যাওয়ার সময় পথে এই চিত্র দেখতে পাওয়ার সৌভাগ্য হইলো 😌

এভাবেই স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী, আর চিরুনি দিয়ে চুল গুছিয়ে বেঁধে দিচ্ছেন এভাবেই , সম্ভবত তাদের ফুটপাথেই বসবাস। মনে হয় এক বেলা ভাত জোটে না, কিন্তু তারপরেও লেখাপড়া ছাড়ে নাই বাচ্চাগুলো , মাশাআল্লাহ 🌺
কি অবিশ্বাস্য গল্প🥺

হয়তো বা এই নারী মা হতে পারেন 😌
এমনকি দাদি বা নানিও হতে পারেন , কিন্তু কি যত্ন এর সাথে চুল বেধে দিচ্ছেন তিনি🙂

এই সকালে ওদের এভাবে দেখেই মনটা ভালো হয়ে গেছে, এরকম ওদের গোছানো স্কুল ড্রেস, আর এই নারীর স্নেহ দেখে ভরে গেছে মন।

কিন্তু আবার ভয়ে আঁতকে উঠছি, আর চমকে গেছি এই ভেবে, এভাবে আর কয়দিন চলবে?

হে আল্লাহ, ওদের তুমি দেইখো 🤍💗

আর রসগোল্লা পেজ থেকে দাবি করা হয়েছে, মতিউল নামের কেউ একজন ছবিটা তুলেছেন। বিভিন্ন ব্যক্তি, পেজ থেকে ছবিটা ভাইরাল হয়েছে এই ছবিট।

অনেকেই দেখলাম ওদের খোঁজ নিচ্ছেন ,,হয়তো বা ব্যবস্থা হবে নিশ্চয়ই। আল্লাহ, কারো না কারো মাধ্যমে ইন শা আল্লাহ্
ওদের শিক্ষা ও অন্যান্য সুযোগ তৈরি করে দেবেন 🤍

লোকেশন : আজিমপুর, পলাশী থেকে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণের ফুটপাথ, ইডেন বিল্ডিং সংলগ্ন স্থান।

-সংগৃহীত।👍

⏩এক প্রবাসী ভাইয়ের গল্প  একজন প্রবাসী তার স্ত্রীকে প্রশ্ন করেছিল একজন মেয়ের কতটুকু সোনার গহনা হলে সে সুখী হতে পারে। এখ...
07/11/2025

⏩এক প্রবাসী ভাইয়ের গল্প
একজন প্রবাসী তার স্ত্রীকে প্রশ্ন করেছিল একজন মেয়ের কতটুকু সোনার গহনা হলে সে সুখী হতে পারে। এখনকার যুগের মেয়েরা মনে করে যার যত টাকা-পয়সা সোনা গহনা আছে সে তত সুখী। একটা সংসারে যে প্রকৃত সুখ শান্তি লুকিয়ে আছে এটা তারা ভুলেই গেছে। একজন স্ত্রীর কাছে তার স্বামীর চাইতে আপন আর কিছুই হতে পারে না। স্বামীর ভালোবাসায় তার একমাত্র পাওয়া। স্বামীর ভালবাসার কাছে সোনা গহনা টাকা পয়সা সব কিছুই মূল্যহীন। স্বামী কাছে থাকলে যে সুখ শান্তি পাবে সেটা কি টাকা পয়সা সোনা গহনার বিনিময়ে পাবে কখনোই পাবে না। বিভিন্ন অজুহাতে স্বামীর কাছে বায়না ধরে আজকে আমার জন্মদিন সোনার আংটি লাগবে আজকে আমাদের ম্যারেজ ডে সোনার হার লাগবে আজকে ভালোবাসা দিবস এটা লাগবে ওটা লাগবে ইত্যাদি বিভিন্ন। প্রবাস থেকে ফোন করলে কখনো এটা জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তোমার শরীর কেমন কি খাইছো কোথায় আছো ইত্যাদি। ফোন দিয়েই বায়না শুরু করে তোমার ফ্যামিলি এটা বলছে ওটা করছে আমার এটা লাগবে ওটা লাগবে এখানে যাব সেখানে যাব আরো অনেক কিছু। কিছু মানুষ আছে তারা ভুলে যায় যে একজন প্রবাসী শত কষ্ট করেও পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। স্ত্রী মুখের হাসি পারে একজন প্রবাসী স্বামীর সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে। যে ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে প্রবাসে গেলাম তারাই সম্পর্ক ভুলে প্রবাসীদের টাকার মেশিন মনে করে।
🚁 এক প্রবাসী কেউ বোঝেনা 🚁

07/11/2025

সালমান স্মরণে শাবনুর #শাবনুর #সালমান ゚viralシ

06/11/2025
সালমান শাবনুর একসঙ্গে অনেক ছবিতে নায়ক-নায়িকার অভিনয় করেছেন লোকমুখে শোনা যায় শাবনূর নাকি সালমান শাহ কে ভালোবাসতো। এটা...
06/11/2025

সালমান শাবনুর একসঙ্গে অনেক ছবিতে নায়ক-নায়িকার অভিনয় করেছেন লোকমুখে শোনা যায় শাবনূর নাকি সালমান শাহ কে ভালোবাসতো। এটা কি ভালোবাসা ছিল নাকি নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য অভিনয় করছিল। সালমান শাহ এর মৃত্যুর খবর পেয়েও তাকে শেষ দেখা দেখতে যায়নি নায়িকা শাবনূর। সালমান শাহ খুনের বিচার কখনো রাজপথে নামেনি শাবনুর চলচ্চিত্র জগতে ভালোবাসা বলতে কি কিছুই নেই সব একই অভিনয়।

সালমান শাহ ছোটবেলার একটা ছবি নানার সাথে নাতি সালমান শাহ। সালমান শাহ ছোটবেলা থেকেই ছিল স্টাইলিশ যার রক্তে মিশে ছিল শুধু অ...
06/11/2025

সালমান শাহ ছোটবেলার একটা ছবি নানার সাথে নাতি সালমান শাহ। সালমান শাহ ছোটবেলা থেকেই ছিল স্টাইলিশ যার রক্তে মিশে ছিল শুধু অভিনয়।

Big shout out to my newest top fans! 💎 Freelancer Nur MohammadDrop a comment to welcome them to our community,
06/11/2025

Big shout out to my newest top fans! 💎 Freelancer Nur Mohammad

Drop a comment to welcome them to our community,

Address

Dhaka
GOPALGONJ

Telephone

+8801745437710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Arjo Mojumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Arjo Mojumder:

Share