07/11/2025
অফিস যাওয়ার সময় পথে এই চিত্র দেখতে পাওয়ার সৌভাগ্য হইলো 😌
এভাবেই স্কুলে যাওয়ার জন্য দুই শিক্ষার্থীকে রেডি করছেন একজন নারী, আর চিরুনি দিয়ে চুল গুছিয়ে বেঁধে দিচ্ছেন এভাবেই , সম্ভবত তাদের ফুটপাথেই বসবাস। মনে হয় এক বেলা ভাত জোটে না, কিন্তু তারপরেও লেখাপড়া ছাড়ে নাই বাচ্চাগুলো , মাশাআল্লাহ 🌺
কি অবিশ্বাস্য গল্প🥺
হয়তো বা এই নারী মা হতে পারেন 😌
এমনকি দাদি বা নানিও হতে পারেন , কিন্তু কি যত্ন এর সাথে চুল বেধে দিচ্ছেন তিনি🙂
এই সকালে ওদের এভাবে দেখেই মনটা ভালো হয়ে গেছে, এরকম ওদের গোছানো স্কুল ড্রেস, আর এই নারীর স্নেহ দেখে ভরে গেছে মন।
কিন্তু আবার ভয়ে আঁতকে উঠছি, আর চমকে গেছি এই ভেবে, এভাবে আর কয়দিন চলবে?
হে আল্লাহ, ওদের তুমি দেইখো 🤍💗
আর রসগোল্লা পেজ থেকে দাবি করা হয়েছে, মতিউল নামের কেউ একজন ছবিটা তুলেছেন। বিভিন্ন ব্যক্তি, পেজ থেকে ছবিটা ভাইরাল হয়েছে এই ছবিট।
অনেকেই দেখলাম ওদের খোঁজ নিচ্ছেন ,,হয়তো বা ব্যবস্থা হবে নিশ্চয়ই। আল্লাহ, কারো না কারো মাধ্যমে ইন শা আল্লাহ্
ওদের শিক্ষা ও অন্যান্য সুযোগ তৈরি করে দেবেন 🤍
লোকেশন : আজিমপুর, পলাশী থেকে নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণের ফুটপাথ, ইডেন বিল্ডিং সংলগ্ন স্থান।
-সংগৃহীত।👍