Jannatul nayem

Jannatul nayem Assalamualaikum....I am a professional digital marketer and content creator

25/06/2023

যিনি প্রকৃত প্রতিভাবান তাঁর সাফল্য ১ শতাংশ অনুপ্রেরণা
আর বাকি ৯৯ শতাংশ তাঁর নিজের পরিশ্রমের ফল।
জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন:
জেদ আর আত্মবিশ্বাস
তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না- পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়।।

18/06/2023

দিন দিন যত বড় হইতেসি, ততই বুঝতেসি, আমার বাপ মায়ের স্ট্রিক্টনেস, শাসন আর নিষেধ আমার জন্য কতটা ব্লেসিংস ছিলো।

বিশ্বাস করেন, এই যে একটা করে ঘটনা ঘটে, আর আমি মনে মনে বলি, থ্যাংকিউ আব্বু। থ্যাংকিউ আম্মু।

ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাইতে চাইলে আম্মু বলতো, বড় হয়ে যাস। এখন না।

কলেজে উঠে সবাই স্বাধীনতা পায়। আমিও পাইসিলাম। তবে সেটা ছিলো লিমিটেড স্বাধীনতা।আড্ডা হোক বা খেলা হোক বা অনুষ্ঠান হোক, সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার একটা অলিখিত নিয়ম থাকতোই।

সেকেন্ড ইয়ারে এসে আটটা পর্যন্ত বাইরে থাকার অনুমতি পাইসিলাম, তবে সেটা সপ্তাহের তিন দিন।কোচিং এর জন্য।

স্কুল কলেজে আব্বুর এই শাসন আমারে পুরোপুরি আব্বু বিদ্বেষী করে তুলেছিলো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, পৃথিবীর সবাইকে ক্ষমা করলেও আমি আমার আব্বুকে কখনও ক্ষমা করবো না।

অথচ আজকে আইসা দেখি,চলার পথের আলোটুকুই শুধু আমি চিনতাম, আর আব্বু আম্মু চিনত চোরাবালিগুলো। তাই আমার ছিলো সাহস নামের এক বোকামি। আর আমার মা বাবার ছিলো সাবধানতা নামের একটা প্রটেক্টিভনেস।

আব্বু আম্মুর এই প্রটেক্টিভনেসকে আমি ভাবতাম অহেতুক ভয়। আর আমার বোকামিরে আমি ভাবতাম সাহস। উনাদের ভয় দেখে আমি কতই না হাসছি আর বলছি, এরা কি পাগল? এতো ভয় পায় কেন?

আজ বড় হয়ে দেখি, পাগল উনারা ছিলেন না। পাগল ছিলাম আমি। আগুনে ঝাপ দিতে যাওয়া একটা ছেলেরে তারা তাদের শাসন দিয়ে বাচাইয়া দিসে। আজ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শ্রদ্ধা ছাড়া আর কিছু নাই।

যারা যারা এখনও ছোট আছেন, বাবা মা ট্যুরে যাইতে দেয় না, সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না, ফোন টিপতে দেয় না বলে পাহাড় পরিমাণ অভিমান আর ক্ষোভের সাগর লুকাইয়া রাখসেন, আপনারা আরেকটু ওয়েট করেন প্লিজ!!

আরেকটু বড় হোন। দুনিয়াটা আরেকটু দেখেন। মানুষগুলোরে আরেকটু চেনেন। দেখবেন, মা বাবাদের বলা অনেক কথাই আপনি ধীরে ধীরে বুঝতে শিখে গেছেন। মা বাবারা কখনোই মিথ্যা বলে না, জাস্ট আমাদের ঐ সত্যটা বোঝার জন্য একটু ওয়েট করা লাগে।

একটা জিনিস মাথায় রাইখেন, স্ট্রিক্ট মা বাবা হইতেসে মেডিসিনের মতো। খাইতে তিতা, বিরক্তিকর এবং প্যারাদায়ক, বাট দিনশেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে।

লিখেছেন Sadiqur Rahman Khan

©

06/06/2023

হারাম থেকে বাঁচার জন‍্য আল্লাহর রহমত সবার আগে দরকার। আল্লাহর রহমত ছাড়া হালাল রুজি হালাল খাবার আর হারাম থেকে বেঁচে থাকা সম্ভব নয়।কলিজা নয় আল্লাহর উপর ভরসা যে করতে পারে সে জানে রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে। সাহস করে ভরসা করুন নিজের উপরে নয় আল্লাহর উপরে।
⭐ রাসুল (স) একটি দোয়া শিখিয়েছেন:
হে আল্লাহ্!
আমাকে উপকারী জ্ঞান, কবুলযোগ‍্য ইবাদত করার তৌফিক ও হালাল রিজিক দিন। আমীন

03/06/2023

দানশীল ও কৃপন প্রসঙ্গে

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, প্রতিদিন ভোরে (আকাশ থেকে ) দু’জন ফেরেশতা নেমে আসে। এদের একজন দু’আ করে ‘হে আল্লাহ! দানশীলকে তুমি বিনিময় দাও।
আর দ্বিতীয় ফেরেশতা এ বদদু‘আ করে, হে আল্লাহ! কৃপণকে ক্ষতিগ্রস্ত করো।"
[ দ্র: সহীহ বুখারী ১৪৪২, সহীহ মুসলিম ১০১৩]

02/06/2023

পাপ নিঃসঙ্গতায় ভোগায়
'পাপের প্রভাবে ব্যক্তি তার অন্তরের মাঝে আল্লাহর ব্যাপারে একপ্রকার নিঃসঙ্গতা অনুভব করে। কোনো প্রকার সুখ, আনন্দ এতে স্থান পায় না। সারা দুনিয়াও যদি তার সামনে এনে দেয়া হয়, তবুও তার এই নিঃসঙ্গতার অবসাদ ও বিষাদভাব দূর হয় না। অন্তরে পাপের ফলে সৃষ্ট এই নিঃসঙ্গতার চাইতে কঠিন কিছু নেই।'
ইমাম ইবনুল কাইয়্যিম রচিত 'আত্মার ওষুধ' বই থেকে।

25/05/2023

কেউ কষ্ট দিলে ধৈর্য ধরা, সহ্য করে যাওয়া এবং যুলুম করলেও ক্ষমা করে দেওয়া দুনিয়া-আখিরাতবাসীর গুণাবলির মাঝে সর্বোত্তম গুণ। এগুলোর মাধ্যমে একজন মানুষ এত মর্যাদা অর্জন করতে পারে, যা সিয়াম-কিয়ামের মাধ্যমেও সে অর্জন করতে সক্ষম হয় না।
- ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)
[আস-সারেমুল মাসলূল: পৃ. ২৩৪]

24/05/2023
22/05/2023

❛দুনিয়া থেকে চলে যাওয়া প্রতিটি মানুষ - হয় কারাগারে বন্দি হয়ে যায়, অথবা কারাগার থেকে ছাড়া পেয়ে যায়।❜

—ইমাম ইবনুল কায়্যিম (রহিমাহুল্লাহ)
[আল-ফাওয়াইদ: ১/৫৪]

Address

Dhaka

Telephone

+8801687482982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul nayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannatul nayem:

Share