02/08/2025
১) ফাইনালে স্লট বাই সেল বন্ধ:
কিছু টিম ফাইনালে উঠে স্লট গুলো টায়ার-১ টিমের কাছে সেল করে দেয়,যার কারণে গেমের কমপিটিটিভ এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, নতুন কোনো টিম উঠে আসছে না,অল্প কিছু টিম ই ডমিনেট করে যাচ্ছে।
অনেক টায়ার-২ টিম আছে এবং ভবিষ্যতে আসবে যাদের কিনা পটেনশিয়াল আছে ধীরে ধীরে গ্রো করার, তারা যদি তাদের স্টান্ডার্ড এর লবির সাথে খেলে ধীরে ধীরে গেম এবং স্ট্রাটেজি ইমপ্রুভ করার সুযোগ পায় তাহলে ভবিষ্যতে ভালো কিছু করে দেখাতে পারে।
কিন্তু স্লট বাই সেল এর কারণে এসব টিমদের শুরুতেই টায়ার-১ টিমদের সাথে কম্পিট করতে হয়,অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা সেখানে সুবিধা করতে পারে না এবং হীনমন্যতায় ভোগে।
যার কারণে ই-স্পোর্টস এর গ্রোথ আটকে আছে।
আমাদের উচিত এমন পরিবেশ তৈরি করা যাতে এসব টিমকে আমরা এমন একটা প্লাটফর্ম দিতে পারি যেখান থেকে তারা ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করার সুযোগ পাবে।
আমাদের ২-১ টা টিম ভালো খেলতেছে এটা কমিউনিটির সার্থকতা না,আমরা যদি এমন কিছু করতে পারি যাতে প্রতিনিয়ত নতুন নতুন টিম রা উঠে আসে সেটাই সার্থকতা।
এই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে আমরা বেমুর সকল ফাইনালের স্লট বাই সেল বন্ধ করতে চাই(এক্সট্রিম কেসে সেল করতে পারবে, সেই স্টান্ডার্ড আমরা ঠিক করে দিবো)
২)প্রাইসপুল ডিস্ট্রিবিউশন প্রসঙ্গে:
আমরা চাই কমিউনিটিতে একটা স্টান্ডার্ড প্রাইজপুল ডিস্ট্রিবিউশন থাকুক,সেই লক্ষ্যে ৬০/৬৫ এবং ৩৫/৪০ শতাংশ এর প্রাইজপুল ডিস্ট্রিবিউশন প্রস্তাবনা করা হয়েছে।
৩) স্কোয়াড গুলো অনেক সময় হোস্টদের টাকা সময়মতো পরিশোধ করে না যার কারণে,হোস্টরাও সময়মত অন্য স্কোয়াড এর টাকা পরিশোধ করতে পারে না,এই সমস্যা নিরসনে অবশ্যই প্রতিটা স্কোয়াডকে ডিসকোয়ালিফাই হবার ৪৮ ঘন্টার মধ্যে পেমেন্ট পরিশোধ করতে হবে,হোস্ট চাইলে স্কোয়াডকে ফাইনাল ম্যাচের আগে এন্ট্রি ফি পরিশোধ করতে বলতে পারে।
কোনো দল যদি এই নিয়ম অনুসরণ না করে তবে তার অন্য টুর্নামেন্ট এর স্লট বাজেয়াপ্ত করা হবে।