26/06/2025
আমার মনে কিছু প্রশ্ন ঘুরঘুর করছে ?
১. জব হোল্ডারা দেশের বাইরে কোথাও ঘুরতে গেলে ইমিগ্রেশনে এন ও সি দেখতে চায়। আমি অফিস থেকে ছুটি নিয়ে দেশের বাইরে ঘুরতে গেলাম এবং ঘুরে আসার পরে আমার জব চলে গেল। তাহলে কি ইমিগ্রেশন অফিসার আমার জব ফিরিয়ে দিতে পারবে? যদি ইমিগ্রেশন অফিসার আমার জব ফিরিয়ে দিতে না পারে, তাহলে কেন শুধু শুধু এন ও সি জন্য ঝামেলা করবে।
২. কোন সিঙ্গেল মেয়ে অথবা ছেলে যদি একা কোথাও ঘুরতে যেতে চায়,সেখানেও ইমিগ্রেশন অফিসার নানান প্রশ্ন করে অনেক ঝামেলা করে।
কারো কি জানা আছে...? বাংলাদেশের কোন আইনে নিয়ম আছে, যদি তার কাছে বৈধ ভিসা, পাসপোর্ট, হোটেল বুকিং, পর্যাপ্ত পরিমাণ ডলার এবং রিটার্ন এয়ার টিকিট থাকে তাহলে একটা মেয়ে অথবা ছেলে একা কোথাও ঘুরতে যেতে পারবে না?
তাহলে বাংলাদেশের কোন আইনের বা নিয়মের বলে ইমিগ্রেশন অফিসাররা এরকম ঝামেলা করে?