24/05/2025
দুঃখ না চাইয়া স্বার্থপরের মতো সুখ চাইয়া বসলা।সুখের পিছনে ছুটলা।বোঝলেই না দুঃখের কি মর্ম।
সুখী তো দুইজনের হওয়ার কথা ছিল...?তাহলে তুমি একা কেনো সুখী..! হুম
দিলাম তোমাকে সুখে থাকতে..দুঃখ তোমাকে না ছুঁই যেনও। সুখের লালসায় তুমি তৃষ্ণায় কাতর ছিলা। তুমি সুখ চাইলা, আমাকে চাইলা না।আর আমাকে দুঃখ দিয়া গেলা,তোমাকে দিলা না।
সময় পেলে দুঃখ এর সাথে সময় কাটিয়ে দেইখ, তোমাকে সুখের চেয়ে তীব্র সুখ দিবে। তখন বুঝবা দুঃখের ভার কতোটা বেশি ছিল🖤