বাবা

বাবা "পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই" - হূমায়ূন আহমেদ।
(686)

26/07/2025

বাবার কাধই পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান,বাবা মানেই মাথার উপর বিশাল বড় ছায়া।

26/07/2025

"পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই" - হূমায়ূন আহমেদ

26/07/2025

বিয়ের দিন মেয়ের জামাইকে ডেকে মেয়ের বাবা বললেনঃ
প্রথম যে পুরুষটি ভালোবেসে আমার মেয়েকে ছুঁয়েছিলো, সে তুমি নও। সে আমি।
প্রথম যে পুরুষটি ওকে ভালোবেসে চুমু দিয়েছিলো, সে তুমি নও। সে আমি।
প্রথম যে পুরুষটি ওকে জানপ্রাণ দিয়ে ভালোবেসেছিলো, সে তুমি নও। সে আমি।
যাইহোক, যে পুরুষটি ওকে সারাজীবন যত্নে রাখতে পারবে, আমি আশা করি সে আমি নই। সেটা তুমি।
কিন্ত কোনো কারনে যদি কোনোদিন আমার রাজকন্যাকে ভালোবাসতে না পারো, তাহলে ওকে জানিও না।
আমাকে জানিয়ে দিও, আবার নিয়ে আসবো ওকে আমার কাছে। আমার রাজকন্যার জন্য আমার রাজ্য সবসময় উন্মুক্ত থাকবে।
ভালবাসা ও শ্রদ্ধা রইলো পৃথিবীর সকল বাবার জন্য এবং সুখে থাকুক পৃথিবীর সকল রাজকন্যা

26/07/2025
মাইলস্টোন কলেজে উত্তাল শিক্ষার্থীরা!
26/07/2025

মাইলস্টোন কলেজে উত্তাল শিক্ষার্থীরা!

26/07/2025

রাজধানীর মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের খবর পেয়ে অফিস থেকে স্ত্রী ও আত্মীয়দের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। কিন্ত কোথাও মাহতাবকে খুঁজে পাচ্ছিলাম না।

পরে একজন চিকিৎসক মোবাইলে কল করে বার্ন ইউনিটের ৬ তলা যেতে বলে। গিয়ে দেখি আমার ছেলের তখনও জ্ঞান আছে। সে চিকিৎসককে আমার মোবাইল নম্বর দিয়েছিল। আইসিইউতে মাহতাব আমার হাত ধরে বলেছিল- বাবা আমি মরবো না। কিন্তু আমার মাহতাবকে আল্লাহ নিয়ে গেলেন।’

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মরদেহ কুমিল্লার দেবিদ্বারে নেওয়ার পর এভাবেই ছেলের শেষ সময়ের স্মৃতিচারণ করেন বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া।

26/07/2025

কোনো এক অজ্ঞাত কারণে বিয়ে করেননি শিক্ষক মাসুকা বেগম। স্কুলই ছিল তার বাড়ি। শিক্ষার্থীরা ছিল আপন সন্তানতুল্য।

সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমান যখন স্কুলের ওপর আছড়ে পড়ে, তখনো তিনি ক্লাসে। ইংরেজি পড়াচ্ছিলেন। চারদিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা ভয় পেও না। আমি আছি।’

এরপর তিনি একে একে শিক্ষার্থীদের বের করে আনতে থাকেন। একপর্যায়ে মাসুকা নিজেও আগুনে গুরুতর দগ্ধ হন। তার শরীরের ৮৫ শতাংশের বেশি পুড়ে যায়। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে না ফেরার দেশে পাড়ি জমান এই বীর শিক্ষক।

মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরিন চৌধুরী, আমার কাছে তিনিই মহামানব: শাওন
25/07/2025

মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরিন চৌধুরী, আমার কাছে তিনিই মহামানব: শাওন

মাইলস্টোন ট্রাজেডি : ঝরে গেল আয়মান নামে ১০ বছরের আরও একটি ফুল
25/07/2025

মাইলস্টোন ট্রাজেডি : ঝরে গেল আয়মান নামে ১০ বছরের আরও একটি ফুল

23/07/2025

বাচ্চাটার নাম জানি না, সুযোগও পাইনি। কিন্তু মনে আছে অ্যাম্বুলেন্স থেকে যখন ইসিজির জন্য বেডে রাখি তখন দেখি আমার হাতে তার পোড়া চামড়া লেগে আছে। এই দৃশ্য মন থেকে মুছতে পারছি না কোনোভাবেই। এখনও মনে হচ্ছে আমার হাতে বাচ্চাটার পোড়া চামড়া লেগে আছে।’

এমনই হৃদয় বিদারক দৃশ্যের বর্ণনা দেন লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের অ্যাসিস্টেন্ট ম্যানেজার মো. মিরাজুন নবী চঞ্চল।

Address

Dhaka
<<NOT-APPLICABLE>>

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category