
24/06/2025
রাজনীতি না জেনে উপদেশ দিচ্ছে অনেকে: গোলাম মাওলা রনি
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, যারা জীবনে রাজনীতি করেননি বা ভোটকেন্দ্রেও যাননি, তারাই এখন রাজনীতি ও নির্বাচন নিয়ে জ্ঞান দিচ্ছেন। আমরা যারা ৩৫-৪০ বছর রাজনীতির মাঠে আছি, ত্যাগ করেছি, তারাই এখন উপেক্ষিত।
এক টেলিভিশন আলোচনায় তিনি বলেন, সংস্কারের নামে কেবল সময় ও শক্তির অপচয় হচ্ছে। রাজনৈতিক দলগুলো নিজেদের কমিটিই করতে পারছে না—সব দলকে এক করার চিন্তা অবাস্তব।
তিনি আরও বলেন, বর্তমানে যা হচ্ছে, তার পেছনে নির্বাচন নয়, বরং অদৃশ্য লক্ষ্য রয়েছে। সংসদের সংখ্যাগরিষ্ঠতাই শেষ কথা। এনসিপি ও জামায়াতকে ঘিরে অনেক বড় নেতারাই এখন সম্পর্ক গড়তে মরিয়া।