Jonotarkolam

Jonotarkolam সত্যের সাথে অবিচল

অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং জেলা ও উপজেলা...
27/08/2025

অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব এবং জেলা ও উপজেলা পর্যায়ের ১০–১৬ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি আজ (২৭ আগস্ট ২০২৫, বুধবার) সফলভাবে শেষ হয়েছে।

প্রশিক্ষণে আলোচিত বিষয়সমূহ—

ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং বিধিমালা ২০২৪, মোবাইল কোর্ট ও ম্যাজিস্ট্রেসী কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহ-এর মহাপরিচালক জনাব ফরিদ আহমদ।

দাপ্তরিক কাজে প্রমিত বাংলা বানানের ব্যবহার বিষয়ে আলোচনা করেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ আব্দুল কাদির।

এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান সমৃদ্ধ করতে সহায়ক হবে। একই সঙ্গে সরকারি কার্যক্রম আরও ফলপ্রসূ ও জনবান্ধব হবে বলে আশা করা যায়।

শেরপুরের নকলা পৌর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে...
27/08/2025

শেরপুরের নকলা পৌর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

#শেরপুর #নকলা #ভোক্তা_অধিকার #জরিমানা #অভিযান

নালিতাবাড়ীতে চার দিন নিখোঁজের পর স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধারশেরপুর প্রতিনিধিশেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের চার দিন ...
26/08/2025

নালিতাবাড়ীতে চার দিন নিখোঁজের পর স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের চার দিন পর সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাইমুনার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে মফিজুল ইসলামের মেয়ে মাইমুনা (১৩) সহপাঠীদের সাথে বাড়ির পাশেই খেলতে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবার নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

এরপর সোমবার (২৬ আগস্ট) বিকাল ৪টার দিকে কাকা আলী হোসেন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গিয়ে কচুরি পানার নিচে ভেসে থাকা একটি অর্ধগলিত লাশ দেখতে পান। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে লাশটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা নিশ্চিত করেন এটি নিখোঁজ মাইমুনার লাশ।

নিহত মাইমুনা স্থানীয় কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় ইউপি সদস্য এস আই শাহীন সাফওয়ান বলেন, “এটি হত্যা না দুর্ঘটনা— তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। তবে যদি এটি হত্যা হয়ে থাকে, তাহলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

মাইমুনার কাকা শুক্কুর আলী বলেন, “আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই। তবে ময়নাতদন্তের পর সঠিক ঘটনা উদঘাটন হবে বলে আশা করি।”

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সোহেল রানা বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

26/08/2025

ব্রেকিং নিউজ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামে নিখোঁজের চার দিন পর কচুরিপানার নিচ থেকে এক কিশোরীর (১৩) মৃ*তদেহ উদ্ধার করা হয়েছে।

 #ব্রেকিংনিউজ  #বিজিপি
26/08/2025

#ব্রেকিংনিউজ
#বিজিপি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ...
26/08/2025

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামের বটতলায় এ মাঠ দিবসের আয়োজন করে বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্র। কর্মসূচিতে সহযোগিতা করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. আশিকুর রহমান, পরিচালক (প্রশাসন) ড. আজিজুল হক, পরিচালক (গবেষণা) ড. হোসেন আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

অনুষ্ঠানে বিনার সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।

আগামীকাল সকাল ১১টায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন...
25/08/2025

আগামীকাল সকাল ১১টায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে নালিতাবাড়ী উপজেলার সাধারণ মানুষ।

#নালিতাবাড়ী #হাসপাতাল #মানববন্ধন #বিক্ষোভ #অনিয়ম

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা মহিউদ্দিন রানা গ্রেফতারশেরপুরের নালিতাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানাকে গ্রেফতার...
25/08/2025

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা মহিউদ্দিন রানা গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন রানাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পৌরসভার কাচারিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, বাসে অগ্নিসংযোগের এক মামলায় মহিউদ্দিন রানাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে প্রথমবার আলোচনায় আসেন মহিউদ্দিন রানা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে। সে সময় তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। ওই ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। অভিযোগ ছিল, তিনি জালিয়াতচক্রকে প্রযুক্তি সরবরাহ করতেন।

পরে আলোচিত প্রশ্নপত্র ফাঁস মামলার চার্জশিটেও তার নাম আসে। তবুও তিনি ২০২০ সালের ১৪ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পান। ২০১ সদস্যের ওই কমিটিতে তার নাম ছিল ১৮৬ নম্বরে।

নালিতাবাড়ীর সন্তান মহিউদ্দিন রানা নটরডেম কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার কারণে তিনি পড়াশোনায় নিয়মিত থাকতে পারেননি বলে সহপাঠীরা জানান।

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার হওয়া রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্...
25/08/2025

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার হওয়া রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২৫ আগস্ট) শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. নাইম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা ছাত্রদলের অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আশিক মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে স্থায়ী ভাবে বহিস্কারকরা হলো। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তাকে এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাতে নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় চারআলী বাজার এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ১৪৫ পিস ইয়াবাসহ আশিক মাহমুদকে গ্রেফতার করা হয়। তিনি কালাকুমা বৈশাখী বাজার এলাকার ফারুক মিয়ার ছেলে।

দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়...
19/08/2025

দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারকে সহায়তা দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ...
19/08/2025

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কর্ণজোড়া ক্যাম্পের সদস্যরা বাবেলাকোনা ও চান্দাপাড়া গ্রামে এসব অভিযান চালায়। এ সময় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

রাজনীতি না জেনে উপদেশ দিচ্ছে অনেকে: গোলাম মাওলা রনিসাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, যারা জীবনে রাজনীতি করেননি বা...
24/06/2025

রাজনীতি না জেনে উপদেশ দিচ্ছে অনেকে: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, যারা জীবনে রাজনীতি করেননি বা ভোটকেন্দ্রেও যাননি, তারাই এখন রাজনীতি ও নির্বাচন নিয়ে জ্ঞান দিচ্ছেন। আমরা যারা ৩৫-৪০ বছর রাজনীতির মাঠে আছি, ত্যাগ করেছি, তারাই এখন উপেক্ষিত।

এক টেলিভিশন আলোচনায় তিনি বলেন, সংস্কারের নামে কেবল সময় ও শক্তির অপচয় হচ্ছে। রাজনৈতিক দলগুলো নিজেদের কমিটিই করতে পারছে না—সব দলকে এক করার চিন্তা অবাস্তব।

তিনি আরও বলেন, বর্তমানে যা হচ্ছে, তার পেছনে নির্বাচন নয়, বরং অদৃশ্য লক্ষ্য রয়েছে। সংসদের সংখ্যাগরিষ্ঠতাই শেষ কথা। এনসিপি ও জামায়াতকে ঘিরে অনেক বড় নেতারাই এখন সম্পর্ক গড়তে মরিয়া।

Address

Dhaka
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Jonotarkolam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jonotarkolam:

Share