
10/06/2025
১ মিলিয়ন ভিউয়ের অসাধারণ মাইলফলক অর্জন করায় "চোরের ঘরের চুন্নি" নাটকের সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন! আপনাদের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নাটকের পরিচালক জাকিউল ইসলাম রিপন ভাই এবং তাঁর নিবেদিতপ্রাণ পুরো টিমকে! আপনাদের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা এবং অদম্য প্রচেষ্টার ফলেই এমন একটি অনবদ্য নাটক আমরা উপভোগ করতে পেরেছি। আপনাদের এই অসাধারণ কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
আশা করি ভবিষ্যতেও আপনারা দর্শকদের জন্য এমন আরও দারুণ সব কাজ উপহার দেবেন। "চোরের ঘরের চুন্নি" নাটকের এই বিপুল সাফল্য বাংলা নাটকের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
শুভেচ্ছান্তে,
ব্লাক ইন্টারটেইনমেন্ট