
03/08/2025
প্রিয় নবির চার কন্যা : ফোর প্রিন্সেসেস
প্রিয় নবী (ﷺ)এর চার কন্যাকে নিয়ে শায়খ আশেক এলাহি বুলন্দশহরি (رحمة الله عليه)এর মুগ্ধতাছড়ানাে বই 'প্রিয় নবির চার কন্যা : ফোর প্রিন্সেসেস
এই পিতা হলেন পৃথিবীর বুকে আসা সর্বশ্রেষ্ঠ পিতা; আর তাঁর কন্যারা হলেন সর্বশ্রেষ্ঠ সেই পিতার সর্বশ্রেষ্ঠ রাজকন্যা! এ যেন একটি চাঁদ আর তার চার সিতারা। চারিদিকে নুরের বিচ্ছুরণে আলােকিত করেছে বেদুইন মরুচারীদের, শিখিয়েছে মানবতার সবক, আর গড়ে তুলেছে এক অনন্য সভ্যতার তসবির!
বই : প্রিয় নবির চার কন্যা : ফোর প্রিন্সেসেস
লেখক : হযরত মাওলানা আশেক এলাহী বুলুন্দশহরী রাহি.