NSPublishers

NSPublishers NSPublishers is one of the biggest books publishing company in Bangladesh.

We offer you a wide range of academic books as well as literature, poem and research books.

26/09/2024

লেখা আহ্বান🖋🖋🖋
এনআরবি স্কলার্স পাবলিশার্স প্রবাসী বাঙালি লেখকদের কাছে সাহিত্য-মানসম্পন্ন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণাকর্ম, ও ভ্রমনকাহিনি প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান করছে ।
📌নির্বাচিত ২৫টি পাণ্ডুলিপি এবছরই অমর একুশে বইমেলা ২০২৫-এ এনআরবি স্কলার্স পাবলিশার্স প্রকাশ করবে।
👉 আগ্রহী লেখকগণকে নিম্নোক্ত লিংক এ প্রবেশ করে আগামী ১৫ই অক্টোবর ২০২৫-এর মধ্যে পাণ্ডুলিপি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
👉 Submission Link: https://nspublishers.com/publish-your-book
এনআরবি স্কলার্স পাবলিশার্স এর যাত্রা শুরু ২০০৪ সালে। এটি প্রবাসী লেখকদের সাহিত্যকর্ম প্রকাশ ও প্রচারে প্রতিশ্রুত একটি প্রতিষ্ঠান।
Centre for NRB Foundation ও NRB স্কলার্স পাবলিশার্সের যৌথ আয়োজনে এবং বাংলা একাডেমির সহযোগিতায় প্রথম NRB-PBO সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০২৪ সুচারুরূপে সম্পন্ন হয়েছে । বিশ্ব ঐতিহ্যের অংশ, অমর একুশে বইমেলাকে সামনে রেখে বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামী ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে দ্বিতীয় NRB-PBO সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন।
আমাদের স্বপ্ন বাংলা সাহিত্যের মানসম্পন্ন বই প্রকাশ, বিশ্ব দরবারে বাংলা বই পৌঁছে দেওয়া, প্রবাসী লেখকদের প্রণোদিত করা এবং আমাদের সাহিত্যের মূলধারায় তাঁদেরকে যুক্ত করা।
👉 Submission Link: https://nspublishers.com/publish-your-book
বিস্তারিত যোগাযোগের জন্যঃ
🌐Website: https://nspublishers.com
📧E-mail: [email protected]
✉️Whatsapp: +880 1730-000605
☎️Contact Number: +880244810017, +880244810018
#প্রবাসি #প্রবাসি_লেখক #প্রবাসী_বাঙালি_লেখক, , #বাংলা_সাহিত্য_প্রকাশন, , #বাংলা_একাডেমি_বইমেলা #ভ্রমণকাহিনী #কবিতা_লেখার_আহ্বান, , #উপন্যাস_লেখা_আহ্বান, , #গবেষণা_কাজ, #প্রবাসী_সাহিত্য , ুশে_বইমেলা_২০২৫ , #বাংলা_লেখক_প্রবাসী, , #সাহিত্য_প্রতিযোগিতা , #এনআরবি_স্কলার্স_পাবলিশার্স, , #বাংলা_বই_আন্তর্জাতিক_পর্যায়ে, , #প্রবাসী_সাহিত্যিক, , #বাংলা_সংস্কৃতি_ও_সাহিত্য,

ড. সুফিয়ান খন্দকার আর নেই!পানি সম্পদ বিশেষজ্ঞ ড. সুফিয়ান খন্দকার আজ সন্ধ্যা ৭.৩০ মি. সময় এস্টোরিয়া মাউন্ট সানাই হাসপাতাল...
04/03/2024

ড. সুফিয়ান খন্দকার আর নেই!

পানি সম্পদ বিশেষজ্ঞ ড. সুফিয়ান খন্দকার আজ সন্ধ্যা ৭.৩০ মি. সময় এস্টোরিয়া মাউন্ট সানাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Posted On : 26-Nov-2017আসছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষ্যে ‘স্কলার্স পাবলিশার্স’ থেকে প্রকাশিত প্রবাসী লেখক, বিজ্ঞা...
11/06/2023

Posted On : 26-Nov-2017
আসছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষ্যে ‘স্কলার্স পাবলিশার্স’ থেকে প্রকাশিত প্রবাসী লেখক, বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী রচিত ‘হুমায়ূন আহমেদ কাছের মানুষ’ বইটি গতকালই প্রেস থেকে হাতে এসছে। নতুন বই হাতে লেখক ড. নূরুন নবী এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক ড. জামাল আহমেদ।

Posted On :10-June-2023
11/06/2023

Posted On :10-June-2023

বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর র...
07/06/2023

বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সংগ্রামী জীবন নিয়ে জাপানের টোকিওতে জাপানি চিত্রকলা 'মাঙ্গা' ফর্মের কমিক বই 'ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু' এর দ্বিতীয় প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি, সভাপতিত্ব করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, 'ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু' বইটিতে ছবি ও বর্ণনার মাধ্যমে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর অবদান সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শিশু ও কিশোররা বইটি পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুকে যেমন জানতে পারবেন তেমনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কেও জানতে পারবেন। আজ বিকেলে জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, গত ২৮ এপ্রিল শুক্রবার জাপানের রাজধানী টোকিও'র আকাসাকা প্যালেসে জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোনের হাতে 'ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু' বইটি তুলে দেওয়া হয়।
বিশেষ অতিথি লেখক ও সাংবাদিক মনজুরুল হক বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে এমন কমিক বই আর হয়নি। এই কমিক বই তিন ভাষায় প্রকাশিত হওয়ায় বাংলাদেশের তরুণদের পাশাপাশি জাপানি তরুণদের আকৃষ্ট করবে। এছাড়া ইংরেজি পাঠকদেরও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে সহায়তা করবে। এই বই থেকে অ্যানিমেশন মুভি হলে তা আরেকটি ভিন্ন মাত্রা যোগ করবে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় বঙ্গবন্ধুকে নিয়ে এই মাঙ্গা কমিক বই প্রকাশ করা একটি দারুণ ব্যাপার। এর ফলে জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও একটি ভিন্ন মাত্রা যোগ হলো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সংগ্রামী জীবন নিয়ে জাপানের টোকিওতে জাপানি চিত্রকলা ‘ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু’ এর দ্বিতীয় প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সংগ্রামী জীবন নিয়ে জাপানের টোকিওতে জাপানি চিত্রকলা ‘ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু’ এর দ্বিতীয় প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরাছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাপান ব্রডকাস্টিং করপোরেশনের বাংলা রেডিও বিভাগের প্রধান শিখা মুরাকামি, বইটির লেখক ও প্রকাশক স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম, বইটির সহ-লেখক শাইন পার্টনারস করপোরেশন জাপানের প্রধান নির্বাহী ইয়েমতো কিয়েতা। অনুষ্ঠান পরিচালনা করেন স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা।
আয়োজকেরা জানান, শুক্রবার জাপানের রাজধানী টোকিও'র আকাসাকা প্যালেসে জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোনের হাতে বইটি তুলে দেন বইটির লেখক ও প্রকাশক স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা এম ই চৌধুরী শামীম ও বইটির প্রধান পৃষ্ঠপোষক স্কলার্স বাংলাদেশের সোসাইটির উপদেষ্টা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এ সময় পাঁচ পর্বে প্রকাশিতব্য বইটির বাকি চার পর্বের প্রকাশ ও প্রকাশনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয় এবং প্রধানমন্ত্রী তাঁর মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
বইটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা, সহ-লেখক শাইন পার্টনারস করপোরেশন জাপানের প্রধান নির্বাহী ইয়েমতো কিয়েতা, শাইন পার্টনারস করপোরেশনের সিএফও ইয়েমতো এআই, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও অভিনেতা আল মনসুর বেলাল, তথ্যচিত্র নির্মাতা কায়সার কাদের সেলিম। বইটি প্রকাশ করেছে স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহপ্রতিষ্ঠান এনএস পাবলিশার্স।
গত ৫ এপ্রিল ঢাকায় বইটির মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। বইটি প্রকাশ করেছে স্কলার্স বাংলাদেশ সোসাইটির সহপ্রতিষ্ঠান এনএস পাবলিশার্স।
প্রকাশনা সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকাস্থ জাপান দূতাবাস ও ম্যাক্স গ্রুপ।
জাপানিদের কমিক ও কার্টুন ধাঁচের চিত্রকলার একটি সৃজনশীল এবং সুপরিচিত ধরন হচ্ছে মাঙ্গা। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের ইতিহাস মাঙ্গা ফর্মে তুলে ধরা হয়েছে বইটিতে। বইটিতে বর্ণনা এবং ব্যতিক্রমী ছবির মাধ্যমে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরা হয়েছে। একই সঙ্গে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানের কথা বর্ণনা করা হয়েছে।
জাপানি আর্ট ফর্ম 'মাঙ্গা' চিত্রকলার একটি ব্যতিক্রমী ধারা, যা নিজ বৈশিষ্ট্যে স্বতন্ত্র। এর সঙ্গে পাশ্চাত্য ধারা বা অন্য কোনো ফর্মের সম্পৃক্ততাও নেই। জাপানি কমিকের অত্যন্ত জনপ্রিয় এই ফর্মটি জাপানি চিত্র ও প্রকাশনা শিল্পে স্থায়ী আসন করে নিয়েছে। অভিযান কাহিনি থেকে ফ্যান্টাসি, শিশুপাঠ থেকে বরণীয় ব্যক্তিত্বের জীবনী, লোককথা থেকে শুরু করে আধুনিক বাস্তব ও পরাবাস্তববাদী উপন্যাস, ইতিহাস থেকে শুরু করে রোমাঞ্চ, বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে শুরু করে রহস্যভেদী কাহিনি সবই অল্পকথায় এবং অসনাতন ছবিতে মাঙ্গায় মূর্ত হয়ে থাকে।
‘ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু' বইটি মাঙ্গা ফর্মে বাংলা, ইংরেজী এবং জাপানি ভাষায় প্রকাশের মধ্য দিয়ে চিত্রশিল্পের এই ফর্মটি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত হওয়ার প্রয়াস পাবে। সেই সঙ্গে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সংগ্রামী জীবন সুপাঠ্য আকারে বিশ্ব দরবারে তুলে ধরবে।

Posted On : 26 August 2017Scholars Bangladesh প্রকাশিত জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন র...
07/06/2023

Posted On : 26 August 2017
Scholars Bangladesh প্রকাশিত জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন রচিত “Bangladesh Marching Forward” বইটি ৬০% মূল্যহ্রাসে পাওয়া যাচ্ছে শুধুমাত্র NRB Bazaar - এ। বিস্তারিত জানতে ও বইটি কিনতে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ https://goo.gl/k7Ueae

Posted On : 26 December 2016Honorable Finance Minister Abul Maal Abdul Muhit Inaugurating  a Book named 'Somoyer Ghori' ...
07/06/2023

Posted On : 26 December 2016
Honorable Finance Minister Abul Maal Abdul Muhit Inaugurating a Book named 'Somoyer Ghori' by Abdul Gaffar Chowdhury, Published by Scholars Publishers and organized by Scholars Bangladesh in 2011 at Dhaka Sheraton Hotel. ME Chowdhury Shameem,Founder & President, Scholars Bangladesh was also present in the program among other guests.

Posted On : 10 December 2016Publications of NRB Conference 2007 at Dhaka Sheraton Hotel.
07/06/2023

Posted On : 10 December 2016
Publications of NRB Conference 2007 at Dhaka Sheraton Hotel.

Address

Software Technology Park (STP), Janata Tower
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when NSPublishers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NSPublishers:

Share

Category