31/08/2023
তিন বছর যাবত আমাদের বাড়িতে চুই ঝাল গাছটা লালিত পালিত হচ্ছে। আজকে হঠাৎ শুনলাম গতকাল রাতে নাকি গাছটা চুরি হয়ে গেছে। মানুষ কত বড় শয়তান মুনাফিক হতে পারে যে একটা গাছ চুরি করে নিয়ে যেতে পারে। কত টাকা দাম হবে ১৫ হাজার সর্বোচ্চ কতদিন খাবি। মানুষকে হেদায়েত দান করুন আল্লাহ। আমি অনেক কষ্ট করে নার্সারির মালিকের বাড়ি খুঁজে খুঁজে বের করে মালিককে ডেকে দুইটা চুই ঝাল গাছ কিনেছিলাম। একট খুবই ভালো বড় হয়ে গিয়েছে ছবিতে দেখা যাচ্ছে এটি দুই বছর আগের ভিডিও। এখন অনেকটা মোটা হয়ে গেছিল ঈদের সময় অনেক ব্যাপারী ও আসছে বাড়িতে কেনার জন্য। কিন্তু আমরা বিক্রি করি নাই কারণ অনেক শখ করে লাগিয়েছিলাম দেখতে চেয়েছিলাম কত বড় হতে পারে ওটা তো আমাদের খেতে চাচ্ছে না ওর জন্য কোন খরচ হচ্ছে না এই যে আমরা ঢাকায় থাকি। বাড়ি যাই আর দেখি কত ভালো লাগে কত মনের ভিতর শান্তি লাগে। বিয়ের আগে লাগিয়ে ছিলাম। এখন বিয়ে করে ঢাকায় থাকি মা বাবার বাড়ি গেলে নিজের হাতে লাগানো গাছ দেখে মনে অনেক শান্তি লাগে। কিন্তু মানুষের সহ্য হলো না। মানুষ নির্মম নির্লজ্জ আর লোভী চারপাশ যেন শকুনের মতন হা করে আছে। গাছটির তারা চুরি করে নিয়ে গেল। কি আর বলবো। বলার শুধু একটাই এটা আবার কেমন জিনিস সবাই মনে করতে পারি কিন্তু শখের পাল্লা যে অনেক ভারী হয় অনেক ভারী হয়। তাই পুরাতন ভিডিও দিয়ে কিছু কথা লিখলাম। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন চলার তৌফিক দান করুন।