Tech Dots

Tech Dots At TechDots Agency, we empower businesses to thrive in the digital era.
(10)

Specializing in social media management, graphic design, website development, and digital marketing, we deliver innovative solutions tailored to your unique needs.

শুধু কনটেন্টই রাজা নয়; মানসম্মত কনটেন্টই আসল রাজা!ওয়েব দুনিয়ায় একটি বহুল প্রচলিত কথা হলো, "Content is King"। কিন্তু যুগ ...
17/06/2025

শুধু কনটেন্টই রাজা নয়; মানসম্মত কনটেন্টই আসল রাজা!
ওয়েব দুনিয়ায় একটি বহুল প্রচলিত কথা হলো, "Content is King"। কিন্তু যুগ পাল্টেছে, আর সেই সাথে পাল্টেছে সার্চ ইঞ্জিনের চাহিদা। এখন শুধু কনটেন্ট তৈরি করলেই সফল হওয়া যায় না; আসল সাফল্য নির্ভর করে মানসম্মত কনটেন্টের উপর।

বিষয়টি একটু খোলাসা করা যাক।

"কনটেন্টই রাজা" - এই কথাটি দিয়ে আমরা এতদিন বুঝেছি যে, ওয়েবসাইটে যত বেশি কনটেন্ট থাকবে, ততই ভালো। কিন্তু আমি বলছি, এই ধারণা এখন আর পুরোপুরি সঠিক নয়। বরং, "কোয়ালিটি কনটেন্টই রাজা"। এর মানে হলো, সব কনটেন্টকে আমি সেরার স্বীকৃতি দিচ্ছি না, কেবল সেই কনটেন্টগুলোই আসল রাজা যার মান অসাধারণ।

একটি উদাহরণ দিয়ে বোঝাই:

আমরা সবাই জানি, বনের রাজা সিংহ। "সিংহ" শব্দটি শুনলেই আমাদের মনে এক বিশাল, শক্তিশালী ও কেশরধারী প্রাণীর ছবি ভেসে ওঠে। তার গর্জনে কেঁপে ওঠে পুরো বন।

কিন্তু একবার ভাবুন তো, যদি বনের রাজা এমন এক সিংহ হয় যে দেখতে শীর্ণ, দুর্বল এবং তার মধ্যে রাজকীয় কোনো ভাবই নেই, তাহলে কি তাকে কেউ রাজা বলে মানবে? নিশ্চয়ই না।

আপনার কনটেন্টের অবস্থাও ঠিক একই রকম। আপনি হয়তো ২,০০০ শব্দের একটি আর্টিকেল লিখলেন, কিন্তু তার অর্ধেকই যদি অপ্রয়োজনীয় "হাই-হ্যালো" বা অপ্রাসঙ্গিক কথায় ভর্তি থাকে, তাহলে গুগল কি সেই কনটেন্টকে গুরুত্ব দেবে?

এক কথায়, না।

গুগল এখন কী চায়?

গুগল এখন "In-Depth" বা গভীর বিশ্লেষণধর্মী কনটেন্ট পছন্দ করে। এর অর্থ হলো, আপনি যে বিষয়েই লিখবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত এবং পরিপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার লেখাটি পড়ার পর পাঠকের যেন ঐ বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে।

আরেকটি উদাহরণ:

ধরুন, আপনি "কীভাবে নিখুঁত এক কাপ কফি বানাতে হয়" এই বিষয়ে একটি আর্টিকেল লিখবেন।

আপনি শুধু আপনার নিজের পছন্দের কফি বানানোর পদ্ধতি লিখেই শেষ করে দিতে পারতেন। কিন্তু একটি মানসম্মত বা In-Depth আর্টিকেলে আপনাকে আরও অনেক কিছু যুক্ত করতে হবে। যেমন:

বিভিন্ন পদ্ধতি: শুধু ফিল্টার কফি নয়, বরং ফ্রেঞ্চ প্রেস, এসপ্রেসো মেশিন, বা ড্রিপ কফি মেকার ব্যবহারের পদ্ধতিও বিস্তারিত আলোচনা করুন।
উপকরণের ভিন্নতা: কোন ধরণের কফি বিন ব্যবহার করলে কেমন স্বাদ পাওয়া যাবে, পানি ও কফির অনুপাত কেমন হওয়া উচিত, কিংবা পানির তাপমাত্রা কতটা গুরুত্বপূর্ণ—এই সব তথ্য তুলে ধরুন।
ছোট ছোট টিপস: কফি গ্রাইন্ড করার সঠিক নিয়ম থেকে শুরু করে পরিবেশনের অভিনব কৌশল পর্যন্ত সবকিছুই আপনার আর্টিকেলে যোগ করুন।
যখন আপনি আপনার প্রতিযোগীদের চেয়েও এত বিস্তারিত এবং গভীর তথ্য দিয়ে আর্টিকেলটি সাজাবেন, তখন স্বাভাবিকভাবেই সেটি গুগলের কাছে বেশি গুরুত্ব পাবে। पाठक বা ব্যবহারকারীরাও আপনার সাইটের ওপর আস্থা রাখবে।

এভাবে আপনার সাইটের প্রতিটি কনটেন্ট যদি তথ্যবহুল এবং মানসম্মত হয়, তাহলে দেখবেন গুগল আপনার ওয়েবসাইটকে বিশেষভাবে মূল্যায়ন করবে, যা আপনার র‍্যাংকিং বাড়াতে সাহায্য করবে।

আশা করি, মূল বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এখন থেকে কনটেন্টের সংখ্যার চেয়ে এর মানের দিকে বেশি মনোযোগ দিন, সাফল্য আসবেই!
শুধু কনটেন্টই রাজা নয়; মানসম্মত কনটেন্টই আসল রাজা!
ওয়েব দুনিয়ায় একটি বহুল প্রচলিত কথা হলো, "Content is King"। কিন্তু যুগ পাল্টেছে, আর সেই সাথে পাল্টেছে সার্চ ইঞ্জিনের চাহিদা। এখন শুধু কনটেন্ট তৈরি করলেই সফল হওয়া যায় না; আসল সাফল্য নির্ভর করে মানসম্মত কনটেন্টের উপর।

বিষয়টি একটু খোলাসা করা যাক।

"কনটেন্টই রাজা" - এই কথাটি দিয়ে আমরা এতদিন বুঝেছি যে, ওয়েবসাইটে যত বেশি কনটেন্ট থাকবে, ততই ভালো। কিন্তু আমি বলছি, এই ধারণা এখন আর পুরোপুরি সঠিক নয়। বরং, "কোয়ালিটি কনটেন্টই রাজা"। এর মানে হলো, সব কনটেন্টকে আমি সেরার স্বীকৃতি দিচ্ছি না, কেবল সেই কনটেন্টগুলোই আসল রাজা যার মান অসাধারণ।

একটি উদাহরণ দিয়ে বোঝাই:

আমরা সবাই জানি, বনের রাজা সিংহ। "সিংহ" শব্দটি শুনলেই আমাদের মনে এক বিশাল, শক্তিশালী ও কেশরধারী প্রাণীর ছবি ভেসে ওঠে। তার গর্জনে কেঁপে ওঠে পুরো বন।

কিন্তু একবার ভাবুন তো, যদি বনের রাজা এমন এক সিংহ হয় যে দেখতে শীর্ণ, দুর্বল এবং তার মধ্যে রাজকীয় কোনো ভাবই নেই, তাহলে কি তাকে কেউ রাজা বলে মানবে? নিশ্চয়ই না।

আপনার কনটেন্টের অবস্থাও ঠিক একই রকম। আপনি হয়তো ২,০০০ শব্দের একটি আর্টিকেল লিখলেন, কিন্তু তার অর্ধেকই যদি অপ্রয়োজনীয় "হাই-হ্যালো" বা অপ্রাসঙ্গিক কথায় ভর্তি থাকে, তাহলে গুগল কি সেই কনটেন্টকে গুরুত্ব দেবে?

এক কথায়, না।

গুগল এখন কী চায়?

গুগল এখন "In-Depth" বা গভীর বিশ্লেষণধর্মী কনটেন্ট পছন্দ করে। এর অর্থ হলো, আপনি যে বিষয়েই লিখবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত এবং পরিপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার লেখাটি পড়ার পর পাঠকের যেন ঐ বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন না থাকে।

আরেকটি উদাহরণ:

ধরুন, আপনি "কীভাবে নিখুঁত এক কাপ কফি বানাতে হয়" এই বিষয়ে একটি আর্টিকেল লিখবেন।

আপনি শুধু আপনার নিজের পছন্দের কফি বানানোর পদ্ধতি লিখেই শেষ করে দিতে পারতেন। কিন্তু একটি মানসম্মত বা In-Depth আর্টিকেলে আপনাকে আরও অনেক কিছু যুক্ত করতে হবে। যেমন:

বিভিন্ন পদ্ধতি: শুধু ফিল্টার কফি নয়, বরং ফ্রেঞ্চ প্রেস, এসপ্রেসো মেশিন, বা ড্রিপ কফি মেকার ব্যবহারের পদ্ধতিও বিস্তারিত আলোচনা করুন।
উপকরণের ভিন্নতা: কোন ধরণের কফি বিন ব্যবহার করলে কেমন স্বাদ পাওয়া যাবে, পানি ও কফির অনুপাত কেমন হওয়া উচিত, কিংবা পানির তাপমাত্রা কতটা গুরুত্বপূর্ণ—এই সব তথ্য তুলে ধরুন।
ছোট ছোট টিপস: কফি গ্রাইন্ড করার সঠিক নিয়ম থেকে শুরু করে পরিবেশনের অভিনব কৌশল পর্যন্ত সবকিছুই আপনার আর্টিকেলে যোগ করুন।
যখন আপনি আপনার প্রতিযোগীদের চেয়েও এত বিস্তারিত এবং গভীর তথ্য দিয়ে আর্টিকেলটি সাজাবেন, তখন স্বাভাবিকভাবেই সেটি গুগলের কাছে বেশি গুরুত্ব পাবে। पाठक বা ব্যবহারকারীরাও আপনার সাইটের ওপর আস্থা রাখবে।

এভাবে আপনার সাইটের প্রতিটি কনটেন্ট যদি তথ্যবহুল এবং মানসম্মত হয়, তাহলে দেখবেন গুগল আপনার ওয়েবসাইটকে বিশেষভাবে মূল্যায়ন করবে, যা আপনার র‍্যাংকিং বাড়াতে সাহায্য করবে।

আশা করি, মূল বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এখন থেকে কনটেন্টের সংখ্যার চেয়ে এর মানের দিকে বেশি মনোযোগ দিন, সাফল্য আসবেই!



কনটেন্ট আইডিয়া নয়, ChatGPT দিয়ে সেলস বাড়ান: ৩টি কিলার প্রম্পট যা আপনার ব্যবসাকে বদলে দেবেচারিদিকে এখন প্রম্পট ইঞ্জিনিয়া...
15/06/2025

কনটেন্ট আইডিয়া নয়, ChatGPT দিয়ে সেলস বাড়ান: ৩টি কিলার প্রম্পট যা আপনার ব্যবসাকে বদলে দেবে
চারিদিকে এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাপক আলোচনা। সবাই Google বা ChatGPT-কে ব্যবহার করে কনটেন্ট তৈরির সহজ উপায় খুঁজছে। কিন্তু বেশিরভাগ মানুষ একটি সাধারণ ভুল করছেন—তাঁরা AI-এর কাছে কেবল "আইডিয়া" চাইছেন। অথচ আপনার সেলস কনভার্সন তখনই বাড়বে, যখন আপনি "আইডিয়া" না চেয়ে, এর পেছনের "ইন্টেনশন" বা উদ্দেশ্য জানতে চাইবেন।

বিষয়টি বুঝতে ১৯৯৪ সালের একটি ঘটনায় ফিরে যাওয়া যাক। Jeff Bezos যখন Amazon শুরু করেন, তাঁর লক্ষ্য শুধু বই বিক্রি করা ছিল না। তিনি একটি প্রশ্নের উত্তর খুঁজছিলেন: “ভবিষ্যতে মানুষ সবসময় কী চাইবে?” (What people will always want in the future?)

বেজোস জানতেন, মানুষ ভবিষ্যতেও চাইবে:

দ্রুত ডেলিভারি (Faster delivery)
কম দাম (Lower price)
কেনার আগে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ (Better decision support)
এই দূরদর্শী চিন্তার কারণেই Amazon আজ বিশ্বের সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম। এখন আপনি যদি ChatGPT-কে শুধু বলেন, “Give me 20 content ideas,” তবে সেটি হবে একটি স্বল্পমেয়াদী চিন্তা। কারণ হাজারটা আইডিয়া পেলেও, সেগুলো আপনার ব্যবসার মূল উদ্দেশ্য পূরণ করতে পারবে না।

এর বদলে যদি আপনি প্রশ্ন করেন: “How do I turn free value posts into lead magnets + product sales?”

তাহলে এটি আর শুধু কনটেন্ট আইডিয়া থাকে না, এটি হয়ে যায় একটি முழுமையான সেলস সিস্টেম ডিজাইন।

বিজ্ঞাপন জগতের কিংবদন্তী রোরি সাদারল্যান্ড (Rory Sutherland) তাঁর 'Alchemy' বইতে বলেছেন, “The problem with logic is it kills magic. But magic is where attention lives.” অর্থাৎ, অতিরিক্ত যুক্তিনির্ভর হলে আপনার কাজ predictable বা অনুমানযোগ্য হয়ে যায়। কিন্তু বিক্রির আসল জাদু আসে অপ্রত্যাশিত বা unpredictable spark থেকে, যা সঠিক প্রশ্ন করার মাধ্যমে তৈরি হয়।

চলুন, আজ এমন ৩টি কিলার ChatGPT প্রম্পট নিয়ে কথা বলা যাক, যা শুধু কনটেন্ট নয়, বরং সত্যিকারের সেলস রেজাল্ট এনে দেবে।

১/ Buyer-Driven Prompt: ক্রেতার মনের কথা জানুন
প্রম্পট:

"What are my ideal customer’s 3 biggest questions before buying?"

মনে রাখবেন, গ্রাহকরা পণ্য কেনার আগে এর ফিচার কেনেন না; তাঁরা কেনেন সেই মানসিক স্বস্তি, যা পণ্যটি ব্যবহার করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে।

ধরুন, আপনি স্কিনকেয়ার প্রোডাক্ট বিক্রি করেন। একজন গ্রাহকের মাথায় কেনার আগে মূলত তিনটি প্রশ্ন ঘুরপাক খায়:

এই পণ্যটি বাজারের অন্যসব পণ্য থেকে কীভাবে আলাদা?
আমি কতদিনের মধ্যে এর ফল পাব?
যদি এটি আমার ত্বকে কাজ না করে, তাহলে কী হবে?
আপনি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে তিনটি আলাদা পোস্ট তৈরি করেন, তাহলেই গ্রাহকের সাথে আপনার একটি মানসিক সংযোগ (emotional relevance) তৈরি হবে।

বাস্তব উদাহরণ: জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড Glossier তাদের পণ্য লঞ্চ করার আগে Reddit থেকে ১০০০-এর বেশি গ্রাহকের রিভিউ বিশ্লেষণ করেছিল। তাদের প্রথম ট্যাগলাইনটি ছিল গ্রাহকদের একটি সাধারণ আবেগের ওপর ভিত্তি করে: “Skincare as simple as your morning coffee.”

ফলাফল? মাত্র ৬ বছরের মধ্যে তাদের কোম্পানির ভ্যালুয়েশন ১.২ বিলিয়ন ডলারে পৌঁছায়।

২/ Content Funnel Prompt: কনটেন্টকে সেলস সিস্টেমে পরিণত করুন
প্রম্পট:

"How do I turn free value posts into lead magnets + product sales?"

যদি আপনার কনটেন্ট আপনার জন্য আয় না নিয়ে আসে, তবে সেই লেখা আসলে অর্থহীন। বিখ্যাত বক্তা টনি রবিন্স (Tony Robbins) একবার বলেছিলেন, “Proximity is power.” অর্থাৎ, আপনি আপনার দর্শকের সমস্যার যত কাছাকাছি যাবেন, তত দ্রুত আপনি তাদের জন্য সমাধান হয়ে উঠবেন।

উদাহরণ:
ধরুন, আপনি Instagram-এ একটি ক্যারোসেল পোস্ট করলেন:
“আপনার অ্যাডে যে ৫টি কারণে টাকা নষ্ট হচ্ছে”

এবং সেই পোস্টের শেষ স্লাইডে লিখলেন:
“এই লিকেজ বন্ধ করার সঠিক উপায় জানতে চান? আমাকে ‘FIX’ লিখে DM করুন এবং আমি আপনাকে একটি চেকলিস্ট পাঠাব।”

এখানে কনটেন্ট শুধু একটি পোস্ট নয়, এটি লিড ম্যাগনেটের একটি শক্তিশালী স্তর। Hubspot-এর একটি সমীক্ষা বলছে, যে কোম্পানিগুলো কনটেন্টকে একটি পরিকল্পিত কনভার্সন সিস্টেমের সাথে ব্যবহার করে, তারা অন্যদের তুলনায় ৩.৫ গুণ বেশি লিড পায়।

৩/ Reframe Content Prompt: ফিচার নয়, বেনিফিট দিয়ে গ্রাহককে আকৃষ্ট করুন
প্রম্পট:

"How can I turn this feature into a benefit that makes people click?"

প্রায়ই আমরা পণ্যের ফিচার নিয়ে কথা বলি, যা গ্রাহকের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। গ্রাহক জানতে চায়, এই ফিচার তার জীবনে কী পরিবর্তন আনবে।

ফিচার: “আমাদের এই কোর্সে ২০টি মডিউল আছে।” (গ্রাহকের কাছে এটি একটি সংখ্যা মাত্র)
বেনিফিট: “এই ২০টি মডিউলের মধ্যে একটি মডিউল আপনার বিজ্ঞাপনের খরচ (CTA cost) ৪০% পর্যন্ত কমিয়ে আনবে।” (এটি গ্রাহকের জন্য একটি লাভজনক সমাধান)
'The Big Short' মুভিতে একটি অসাধারণ সংলাপ ছিল: “Tell them the product is too complicated, they’ll ignore it. Show them their house is about to crash, they’ll beg for it.”

এর অর্থ হলো, আপনি যখন নিজের পণ্যের ফিচার ব্যাখ্যা করতে ব্যস্ত, তখন গ্রাহক আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু যখন আপনি তাদের সমস্যার সমাধান তুলে ধরেন, তখন তারা সেই পণ্য পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।

কেন এই প্রম্পটগুলো এতটা কার্যকর?
কারণ, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (AI) হিউম্যান সাইকোলজি বা মানুষের মনস্তত্ত্ব দিয়ে পরিচালনা করে। আপনি যখন ChatGPT-কে সেলস সাইকোলজির ওপর ভিত্তি করে প্রশ্ন করেন, তখন এটি আপনাকে কেবল কিছু লেখা বা কনটেন্ট দেয় না, বরং একটি কনভার্সন আর্কিটেকচার (conversion architecture) তৈরি করে দেয়।

শেষ কথা:

কনটেন্ট আইডিয়া চাওয়ার আগে নিজের উদ্দেশ্য (intention) ঠিক করুন।
লেখা শুধু শিল্প নয়, এটি একটি শক্তিশালী কৌশল (strategy)।
প্রম্পট কোনো চিট কোড নয়, বরং এগুলো হলো 'চিট ইনসাইট' (cheat insights)—যা আপনাকে সাফল্যের সহজ পথ দেখায়।
আপনি কি এমন আরও প্রম্পট চান যা কেবল লিখবে না, বিক্রিও করবে



আমরা সবাই চাই আমাদের ব্র্যান্ড এমন হোক যা মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়, যা সহজে ভোলা যায় না। একটি সফল ব্র্যান...
14/06/2025

আমরা সবাই চাই আমাদের ব্র্যান্ড এমন হোক যা মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়, যা সহজে ভোলা যায় না। একটি সফল ব্র্যান্ড জানে যে প্রসার বাড়াতে এমন কন্টেন্ট প্রয়োজন যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আর এই কারণেই তারা কন্টেন্ট ক্রিয়েটরদের একটি দল তৈরি করে, যারা:

মানুষের মনস্তত্ত্ব নিয়ে গভীর গবেষণা করে।
এমন কন্টেন্ট তৈরি করে যা মানুষকে থামতে বাধ্য করে।
ভাইরাল কন্টেন্ট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো হুক! হুক ছাড়া কন্টেন্ট অনেকটা তীর ছাড়া ধনুকের মতো।

হুক হলো একটি লাইন, ভিজ্যুয়াল বা বার্তা যা দেখে মানুষ থেমে যায়, মনোযোগ দেয় এবং আগ্রহী হয়। যদি আপনার হুক ভুল হয়, তাহলে আপনার পুরো বিজ্ঞাপন কপি, ক্যাপশন, ডিজাইন—সবই ব্যর্থ। কিন্তু হুক যদি শক্তিশালী হয়, তাহলে কন্টেন্ট ভাইরাল হতে সময় লাগে না।

এই পোস্টের ইমেজে আপনি যে লাইনটি দেখেছেন, সেটাই ছিল হুক—আর সেটাই আপনাকে থামিয়েছে। আর এই পোস্টের প্রথম লাইনে এমন একটি কথা বলা হয়েছে যা আপনার মনের কথা। এই দুটি হুক ব্যবহার করেই আমি আপনাকে পুরো পোস্টটি পড়িয়ে ফেলেছি। ভাবুন, একটি ভালো হুক কতটা শক্তিশালী হতে পারে!

আপনার ব্র্যান্ডের জন্য কীভাবে নিখুঁত হুক তৈরি করবেন?
এটা খুবই সহজ:

আপনার দর্শক কারা, তা প্রথমে বুঝে নিন—তাদের বয়স, পছন্দ, চাহিদা, সমস্যা কী?
ইউটিউব কমেন্ট, ফেসবুক গ্রুপ, Reddit, Quora—যেখানে মানুষ তাদের সমস্যা নিয়ে আলোচনা করে, সেগুলো পড়ুন।
সব সমস্যার একটি তালিকা তৈরি করুন।
আর সেই সমস্যাগুলো থেকেই আপনার হুক, হেডলাইন বা ক্যাপশনের প্রথম লাইন তৈরি করুন—যা দেখেই মানুষ থেমে যাবে।
এই ফর্মুলা অনুসরণ করলে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।
আমরা সবাই চাই আমাদের ব্র্যান্ড এমন হোক যা মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়, যা সহজে ভোলা যায় না। একটি সফল ব্র্যান্ড জানে যে প্রসার বাড়াতে এমন কন্টেন্ট প্রয়োজন যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আর এই কারণেই তারা কন্টেন্ট ক্রিয়েটরদের একটি দল তৈরি করে, যারা:

মানুষের মনস্তত্ত্ব নিয়ে গভীর গবেষণা করে।
এমন কন্টেন্ট তৈরি করে যা মানুষকে থামতে বাধ্য করে।
ভাইরাল কন্টেন্ট তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো হুক! হুক ছাড়া কন্টেন্ট অনেকটা তীর ছাড়া ধনুকের মতো।

হুক হলো একটি লাইন, ভিজ্যুয়াল বা বার্তা যা দেখে মানুষ থেমে যায়, মনোযোগ দেয় এবং আগ্রহী হয়। যদি আপনার হুক ভুল হয়, তাহলে আপনার পুরো বিজ্ঞাপন কপি, ক্যাপশন, ডিজাইন—সবই ব্যর্থ। কিন্তু হুক যদি শক্তিশালী হয়, তাহলে কন্টেন্ট ভাইরাল হতে সময় লাগে না।

এই পোস্টের ইমেজে আপনি যে লাইনটি দেখেছেন, সেটাই ছিল হুক—আর সেটাই আপনাকে থামিয়েছে। আর এই পোস্টের প্রথম লাইনে এমন একটি কথা বলা হয়েছে যা আপনার মনের কথা। এই দুটি হুক ব্যবহার করেই আমি আপনাকে পুরো পোস্টটি পড়িয়ে ফেলেছি। ভাবুন, একটি ভালো হুক কতটা শক্তিশালী হতে পারে!

আপনার ব্র্যান্ডের জন্য কীভাবে নিখুঁত হুক তৈরি করবেন?
এটা খুবই সহজ:

আপনার দর্শক কারা, তা প্রথমে বুঝে নিন—তাদের বয়স, পছন্দ, চাহিদা, সমস্যা কী?
ইউটিউব কমেন্ট, ফেসবুক গ্রুপ, Reddit, Quora—যেখানে মানুষ তাদের সমস্যা নিয়ে আলোচনা করে, সেগুলো পড়ুন।
সব সমস্যার একটি তালিকা তৈরি করুন।
আর সেই সমস্যাগুলো থেকেই আপনার হুক, হেডলাইন বা ক্যাপশনের প্রথম লাইন তৈরি করুন—যা দেখেই মানুষ থেমে যাবে।
এই ফর্মুলা অনুসরণ করলে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।
#ব্র্যান্ড_প্রমোশন


📞 কল করুন: 01810-304444 অথবা 01601-222294
🌐 ভিজিট করুন: www.techdotsagency.com

জরুরী সতর্কতা: আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা  COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও...
12/06/2025

জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

image credit : Freelancer Tasfia



09/06/2025

Big shout out to my newest top fans! M K A Kanon

ব্যবসায়ে ৬৭% সেলস অজান্তেই হারাচ্ছেন? Awareness অ্যাডের মাধ্যমে সেলস দ্বিগুণ করুন!আপনি কি জানেন সেলস অ্যাডের মাধ্যমে আপন...
08/06/2025

ব্যবসায়ে ৬৭% সেলস অজান্তেই হারাচ্ছেন? Awareness অ্যাডের মাধ্যমে সেলস দ্বিগুণ করুন!

আপনি কি জানেন সেলস অ্যাডের মাধ্যমে আপনি মাত্র ৩% কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন? বাকি ৬৭% কাস্টমার লুকিয়ে থাকে Awareness অ্যাডে, যা আপনার সেলস কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে এবং অ্যাডের খরচও কমিয়ে আনতে পারে।

Awareness অ্যাড কী এবং কেন প্রয়োজন?

Awareness অ্যাডের মূল উদ্দেশ্য সেল করা নয়, বরং অপরিচিত মানুষকে আপনার ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করে নিজের অডিয়েন্সে পরিণত করা। যখন আপনি সরাসরি সেলস অ্যাড চালান, তখন ফেসবুকের বিশাল নেটওয়ার্ক থেকে অডিয়েন্স আনতে খরচ অনেক বেড়ে যায়। কিন্তু ধরুন, আপনার একটি ভিডিও ১ লক্ষ মানুষ দেখলো। পরবর্তীতে এই ১ লক্ষ মানুষকে রি-টার্গেট করে সেলস অ্যাড চালালে খরচ যেমন কমবে, তেমনি সঠিক কাস্টমারের কাছে পৌঁছানোও সহজ হবে। কারণ, এই অডিয়েন্স এখন আপনার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে।

সঠিক Awareness অ্যাড বানানোর কৌশল:

এই অ্যাড তাদের জন্য, যারা নিজের অজান্তেই কোনো সমস্যায় ভুগছে। আপনার কাজ হলো সেই সমস্যাটি ভিডিওর মাধ্যমে তুলে ধরে তাদের মনোযোগ আকর্ষণ করা।

১. সমস্যা চিহ্নিত করুন: ভিডিওর শুরুতে দর্শকের সমস্যা ও মানসিক কষ্টের কথা বলুন, যাতে তারা আপনার সাথে একাত্ম বোধ করে।
২. সমাধান দিন: ভিডিওতেই সমস্যার একটি সমাধান দিন। এতে দর্শকের মধ্যে আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি হবে।
৩. অডিয়েন্স তৈরি করুন: যারা আপনার ভিডিওর কমপক্ষে ২৫% দেখবে, তাদের রি-টার্গেট করুন। এই অডিয়েন্সই আপনার সম্ভাব্য ক্রেতা।

এই শক্তিশালী অডিয়েন্সকে পরবর্তীতে পেইজ লাইক, মেসেজ বা পারচেজ অ্যাডের মাধ্যমে রি-টার্গেট করলে আপনি অসাধারণ ফলাফল পাবেন।


সেনাবাহিনীর ক্যাম্পসমূহে যোগাযোগের মোবাইল নাম্বার ঢাকা, ৬ জুন ২০২৫ (শুক্রবার): দেশব্যাপী সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্...
08/06/2025

সেনাবাহিনীর ক্যাম্পসমূহে যোগাযোগের মোবাইল নাম্বার

ঢাকা, ৬ জুন ২০২৫ (শুক্রবার): দেশব্যাপী সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে আপডেটেড নম্বর সমূহে যোগাযোগ করুনঃ

রংপুর বিভাগ

১। রংপুর, রংপুর ক্যাডেট কলেজ, রংপুর সদর, গংগাচড়া, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ এবং বদরগঞ্জ।
০১৭৬৯৬৬২৫১৪
০১৭৬৯৫১২০৮৮
০১৭৬৯৬৬২২২১

২। দিনাজপুর বড়পুকুরিয়া কয়লার খনি, বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া কঠিন শিলা খনি, দিনাজপুর সদর, দিনাজপুর, পার্বতীপুর (লোকোমোটিভ ওয়ার্কশপ অয়েল রিফুয়েলিং), বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, কাহারুল, বোচাগঞ্জ, খানসামা, বিরল, বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুর এবং ফুলবাড়ি।
০১৭৬৯৬৮২৪৪০
০১৮৮৬৫৩৬৩০৯
০১৮২৪৩৮৮৫৭৪
০১৭২১৪৬৮৮৮৯

৩। পঞ্চগড়, পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী, দেবিগঞ্জ এবং বোদা।
০১৭৬৯৬৭২৫৯৮
০১৭৬৯৬৭৬৭২১
০১৭৬৯৬৭৫০০৬

৪। ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও এয়ার ফিল্ড, ঠাকুরগাঁও বিটিভি স্টেশন এবং বেতার স্টেশন, ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, হরিপুর এবং রানী শৈংকল।
০১৭৬৯৬৭২৬১৬
০১৭৬৯৬৬২৫২৬
০১৮২৯৬৭৫০৮৬

৫। নীলফামারী, সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী সদর, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার এবং সৈয়দপুর।
০১৭৬৯৬৮২৩৮৮
০১৮১৪৭৫৩৫৯৯
০১৬৩২৮২৭৮৪৬

৬। লালমনিরহাট, লালমনিরহাট মিলিটারি ফার্ম, সদর উপজেলা, কালিগঞ্জ, আদিতমারি, হাতীবান্ধা এবং পাটগ্রাম।
০১৭৬৯৬৮২৩৬০
০১৭৬৯৫১১৭৪০
০১৭৬৯৬৮২৩৬৬

৭। গাইবান্ধা, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা এবং গোবিন্দগঞ্জ।
০১৬২৫৪৬২৫৮৮
০১৭৯১৪৬৮৪৮৭
০১৭৯১৪৬৮৪৮৮

৮। কুড়িগ্রাম, কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি ফুলবাড়ি, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রাজারহাট রৌমারী এবং রাজিবপুর।
০১৭৬৯৬৬২৫৪৬

রাজশাহী বিভাগ

১। বগুড়া সদর, মাঝিড়া, দুপচাঁচিয়া এবং সারিয়াকান্দি।
০১৭৬৯১১৭৯৬৩
০১৭৫৪৯৩০৮৬৬
০১৭৫৪৯৩০৬৯৪
০১৭৫৯৯৬১২১০

২। নওগাঁ সদর, পত্মীতলা এবং নিয়ামতপুর।
০১৭৬৯১২২১২২
০১৭৬৯১২২১০৭
০১৭৬৯১২২১০৯

৩। জয়পুরহাট, কালাই, খেতলাল, পাঁচবিবি এবং আক্কেলপুর।
০১৭৬৯১১২১৪৪

৪। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, কাজীপুর, তাড়াশ এবং উল্লাপাড়া।
০১৭৬৯১২৬০১৫
০১৭৬৯১২২৪৪৯
০১৭৬৯১২২৪১৯
০১৭৬৯১২২৪৯৬
০১৭৬৯১২২৪৭৬

৫। নাটোর সদর, লালপুর এবং সিংড়া থানা।
০১৭৬৯১১২৪৪৭
০১৭৬৯১১২৪৫৪
০১৭৬৯১১২৪৫৬

৬। রাজশাহী সিটি ।
০১৭৬৯১১২৩৮৮

৭। দুর্গাপুর।
০১৭৬৯১১৮৯৭১

৮। মোহনপুর।
০১৭৬৯১১৮৯৭২

৯। চারঘাট।
০১৭৬৯১১৮৯৭৩

১০। পাবনা সদর, সাঁথিয়া এবং ভাঙ্গুড়া।
০১৩৩৯৫০২৭১০

১১। চাঁপাইনবাবগঞ্জ সদর।
০১৭৬৯১১২৩৭২

১২। শিবগঞ্জ।
০১৭৬৯১১৭৩৯২

খুলনা বিভাগ

১। কুষ্টিয়া সদর, মিরপুর, কুমারখালী, খোকশা, ইসলামী বিশ্ববিদ্যালয়, দৌলতপুর এবং ভেড়ামারা।
০১৭৬৯৫৫২৩৬২
০১৭৬৯৫৫৮৬৪২

২। মুজিবনগর, মেহেরপুর সদর এবং গাংনী।
০১৭৬৯৫৫৮৪৫০
০১৭৬৯৫৫৮৬৫১

৩। ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুন্ড, মহেশপুর এবং কোটচাঁদপুর।
০১৭৬৯৫৫২৪৩৬
০১৭৬৯৫৫২৪৪২
০১৭৬৯৫৫২৪৩৮

৪। চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগর এবং আলমডাঙ্গা।
০১৭৬৯৫৫৬৭১৫
০১৭৬৯০২৬০০৬

৫। যশোর সদর, চৌগাছা, বাঘারপাড়া, ঝিকরগাছা, শার্শা, অভয়নগর, কেশবপুর এবং মনিরামপুর।
০১৭৬৯৫৫৮১৬৮
০১৭৬৯৫৫৮১৬৭
০১৭৬৯৫৫৮১৬৬

৬। নড়াইল সদর, লোহাগড়া, নড়াগাতী এবং কালিয়া।
০১৭৬৯৫৫৪৫০৫
০১৭৬৯৫৫৮৩৫১

৭। মাগুরা সদর, শ্রীপুর, মোহাম্মদপুর এবং শালিখা।
০১৭৬৯৫৫৪৫২২
০১৭৯৭৪৭০২৯১

৮। খুলনা সদর, সোনাডাঙ্গা, রূপসা, ফুলতলা, খালিশপুর, বয়রা, ডুমুরিয়া, দাকোপ, বটিয়াঘাটা এবং পাইকগাছা।
০১৩৩৪৭৯৬৩৯৫
০১৩৩৪৭৯৬৩৯৯
০১৩৩৪৭৯৬৩৯৮
০১৩৩৪৭৯৬৩৯৭
০১৩৩৪৭৯৬৪০০

৯। সাতক্ষীরা, কলরোয়া, তালা, পাটকেলঘাটা, কালিগঞ্জ, দেবহাটা, শ্যামনগর এবং আশাশুনি।
০১৭৬৯৫৫৮৬৪৭
০১৭৬৯৫৫৮৬৪৮
০১৭৬৯৫৫৮৬৪৯

১০। বাগেরহাট সদর।
০১৭৬৯-০৭৮৪২৩

১১। মোড়েলগঞ্জ।
০১৭৬৯-০৭৮৪২০

১২। মোল্লাহাট।
০১৭৬৯-০৭৮৪২১

১৩। চিতলমারী।
০১৭৬৯-০৭৮৪২২

১৪। রামপাল।
০১৭৬৯-০৭৮৪১৯

চট্টগ্রাম বিভাগ

১। মীরসরাই, সীতাকুণ্ড, বায়েজিদ বোস্তামী, হাটহাজারী, এবং রাউজান।
০১৭৬৯২৪৫২৪৩

২। খুলসী, হালিশহর, পাহাড়তলী, বন্দর, পতেঙ্গা, ইপিজেড এবং আকবরশাহ।
০১৭৬৯২৫৩৬৪৯

৩। আনোয়ারা, কর্ণফুলী, এবং বোয়ালখালী।
০১৭৬৯২৪৪২১৪

৪। কোতোয়ালি, রাঙ্গুনিয়া, ডাবলমুরিং, সদরঘাট, পাঁচলাইশ, চাঁদগাঁও এবং চকবাজার।
০১৭৬৯২৪২৬১৭
০১৭৬৯২৪২৬১৫

৫। পটিয়া।
০১৩৩৬৬১৯৪২৫

৬। চন্দনাইশ।
০১৭৬৯১০২৪০১

৭। সাতকানিয়া।
০১৮৫৮৩৬৭৯৩৭

৮। বাশখালি।
০১৭৬৯১০২৮২২

৯। লোহাগাঁড়া।
০১৭৬৯১০৪৫৫৪

১০। কক্সবাজার সদর উপজেলা।
০১৮৩১৩৮৭৭৯৬

১১। ঈদগাঁও।
০১৭৬৯১০২৬৪৭

১২। রামু।
০১৭৬৯১০২৬৪৬

১৩। উখিয়া।
০১৮২৬৫৫২০৭৫

১৪। চকরিয়া।
০১৭৬৯১০৪৬১৭

১৫। পেকুয়া।
০১৭৬৯১০৭৪৬৯

১৬। নোয়াখালী সদর, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ এবং সেনাবাগ।
০১৭৬৯-৩৩২৩৬৬
০১৭৬৯-৩৩২৩৬৮
০১৬০২-০৩২৩৬২
০১৭৬৯-৩৩২১৮০

১৭। ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা এবং ফুলগাজী ।
০১৭৬৯-৩৩২৪১০
০১৭৬৯-৫১১১৮০
০১৭০৯-৩৪২৭৯৮
০১৭৬৯-৩৩২১৬৬

১৮। লক্ষীপুর সদর, রামগঞ্জ, রায়পুর এবং রামগতি।
০১৭৬৯-৩৩২৩৮২
০১৭৬৯-৩৩২৩৭২
০১৭৭০-৫৫২১৬৫
০১৭৬৯-৩৩১২৫৯

১৯। চাঁদপুর সদর, হাজিগঞ্জ এবং ফরিদগঞ্জ।
০১৭৬৯-৩৩২৬৫৭
০১৭৬৯-৩৩৭৬৫৩
০১৬২৭-৫০৬০০৪

২০। কুমিল্লা সদর, আলেখারচর, চৌদ্দগ্রাম, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, বুড়িচং, দেবিদ্বার, হোমনা, দাউদকান্দি, লালমাই এবং চান্দিনা।
০১৭৬৯-৩৩২৪৪৪০
০১৭৬৯-৩৩২৪৪৮
০১৭৬৯-৩৩২৪৪৬
০১৭৬৯৩৩২১৩৩
০১৭৬৯৩৩৭৬৫৫
০১৭৬৯-৩৩২২৫৫
০১৭৬৯-৩৩৮১৯৭
০১৭৬৯-৩৩১০৫৭
০১৭৬৯-৩৩০৩৫০
০১৭৬৯-৩৩২২৯৯
০১৮১১-৭৮১২৫৭
০১৭৬৯-৩৩১৩৩২

২১। ব্রাক্ষণবাড়িয়া সদর, আখাউড়া, আশুগঞ্জ এবং নবীনগর।
০১৭৬৯-৩৩২৬০৯
০১৭৬৯-৩৩০৩৬৫
০১৭৬৯-১১৬৪২০
০১৭৬৯-১১৬৪৪৭

সিলেট বিভাগ

১। বড়লেখা, জুরি এবং কুলাউড়া।
০১৭৬৯৫১১০৮১

২। মৌলভীবাজার, রাজনগর, শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ।
০১৭৬৯১৭২৩৮৬

৩। সুনামগঞ্জ সদর, তাহেরপুর, মধ্যনগর, বিষমপুর, শান্তিগঞ্জ, দিরাই, ধর্মপাশা, শাল্লা এবং জামালগঞ্জ।
০১৭৬৯১৭৮৭৫৫

৪। ছাতক, দোয়ারাবাজার এবং জগন্নাথপুর।
০১৫৭৫৫৪৫৩৯৫

৫। গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এবং জকিগঞ্জ।
০১৭৬৯১৭৭৬৪৩

৬। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা এবং মোগলা বাজার।
০১৭৬৯১৭২৫৩৪

৭। জালালাবাদ, কোতোয়ালি, বিমানবন্দর, শাহপরান এবং কোম্পানীগঞ্জ।
০১৭৬৯১৭২৫৫৬

৮। ওসমানীনগর, বালাগঞ্জ এবং বিশ্বনাথ।
০১৭৭৪৫৪০৪৫০

৯। হবিগঞ্জ, বাহুবল এবং রশিদপুর।
০১৭৬৯১৭২৬১৪

১০। বানিয়াচং, নবীগঞ্জ এবং আজমিরিগঞ্জ।
০১৭৬৯১৭২৬১৬

১১। মাধবপুর, শায়েস্তাগঞ্জ এবং চুনারুঘাট।
০১৭৪৫৭৭৬৪৮৮

ময়মনসিংহ বিভাগ

১। নেত্রকোনা সদর, আটপাড়া, বারহাট্টা, মোহনগঞ্জ
০১৭৬৯২০২৪৩৬

২। মদন, কেন্দুয়া, খালিয়াজুরী
০১৩০৩১২১৫৫১

৩। দুর্গাপুর, পূর্বধলা
০১৭৬৯১৯২০৯৬

৪। ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ফুলবাড়িয়া
০১৭৬৯২০২৫১৬
০১৭৬৯২০৬০১৩

৫। তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউরা
০১৭৬৯২০২৫৩০

৬। গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল
০১৭৬৯১৯২১১২

৭। ভালুকা, ত্রিশাল
০১৭৬৯১৯২১৭৪

৮। গফরগাঁও
০১৭৬৯১৯২১৭৩

৯। জামালপুর সদর, মেলান্দহ
০১৮২৯৫৫৪৫৯২

১০। মাদারগঞ্জ
০১৬০৯২৫১৯৬০

১১। সরিষাবাড়ী
০১৭৪৭৩২৬৭১৯

১২। দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর
০১৭৬৯১৯২১৪৬

১৩। শেরপুর সদর
০১৭৬৯১৯২৫২০

১৪। নকলা, নালিতাবাড়ী
০১৭৬৯৫৫৬৬৬৬

১৫। শ্রীবরদী, ঝিনাইগাতী
০১৭৬৯৫১০০১২

বরিশাল বিভাগ

১। বরিশাল সদর
০১৭৬৯-০৭৮৪০০
০১৭৬৯-০৭৮৪০১
০১৭৬৯-০৭৮৪০২

২। হিজলা।
০১৭৬৯-০৭৮৪০৩

৩। বাবুগঞ্জ।
০১৭৬৯-০৭৮৪০৪

৪। গৌরনদী।
০১৭৬৯-০৭৮৪০৫

৫। বাকেরগঞ্জ।
০১৭৬৯-০৭৮৪০৬
০১৭৬৯-০৭৮৪০৭

৬। পটুয়াখালী সদর।
০১৭৬৯-০৭৮৪০৯

৭। মির্জাগঞ্জ।
০১৭৬৯-০৭৮৪০৮

৮। গলাচিপা।
০১৭৬৯-০৭৮৪১০

৯। বাউফল।
০১৭৬৯-০৭৮৪১১

১০। কলাপাড়া।
০১৭৬৯-০৭৮৪১২
০১৭৬৯-০৭৮৪১৩

১১। ঝালকাঠি সদর।
০১৭৬৯-০৭৮৪১৪

১২। কাঠালিয়া।
০১৭৬৯-০৭৮৪১৫

১৩। পিরোজপুর সদর।
০১৭৬৯-০৭৮৪১৬

১৪। মঠবাড়িয়া।
০১৭৬৯-০৭৮৪১৭

১৫। নেছারাবাদ (স্বরূপকাঠি)।
০১৭৬৯-০৭৮৪১৮

ঢাকা বিভাগ

১। কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া
০১৭৬৯৫১১১৪১

২। ভৈরব
০১৭৬৯২০২৩৫৬

৩। বাজিতপুর, কুলিয়ারচর
০১৬৭৯৪৩৫৬৭২

৪। করিমগঞ্জ, তারাইল, নিকলী
০১৭৬৯১৯৫০২৩

৫। মিঠামইন, অষ্টাগ্রাম
০১৭৬৯২১৫১০৪

৬। ইটনা
০১৭২৭৯৬৯৪৫৩

৭। টাঙ্গাইল সদর
০১৭৮৯৩১৭৩২৭

৮। বাসাইল, সখিপুর
০১৭৬৯২১০০৪১

৯। কালিহাতী
০১৭৬৯২১০০৪২

১০। ভুয়াপুর, গোপালপুর
০১৭৬৯২১২৬০৮

১১। মধুপুর, ধনবাড়ী
০১৭৬৯৫১০৯২৬

১২। মির্জাপুর
০১৭৬৯২৮৮৭৮৪

১৩। নাগরপুর, দেলদুয়ার, চৌহালী
০১৯৩১৩০১৭৯৯

১৪। ঘাটাইল
০১৭৬৯১৯৫০৩০

১৫। রাজবাড়ি, গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী এবং পাংশা।
০১৭৬৯৫৫২৩৮০
০১৭৬৯৫৫৮১৯৪

১৬। মাদারীপুর সদর
০১৭৬৯-০৭৮৪২৪

১৭। শিবচর, কালকিনি
০১৭৬৯-০৭৮৪২৫
০১৭৬৯-০৭৮৪২৬

১৮। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া।
০১৭৬৯৫৫২১৬২
০১৩২৫৭৮৯৯০৮
০১৭৬৯৫৫২১৬৬

১৯। গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া।
০১৭৬৯-০৯৫১৯৮
০১৭৬৯-০৯৫২৫০
০১৭৬৯-০৯১০২০

২০। সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।
০১৭৬৯-০৯৫২০৯
০১৭৬৯-০৯৫১৯৮
০১৭৬৯-০৯৫২৫০
০১৭৬৯-০৯১০২০

২১। ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।
০১৭৬৯-০৯৩৫০৯
০১৭৬৯-০৯৫১৯৮
০১৭৬৯-০৯৫২৫০
০১৭৬৯-০৯১০২০

ঢাকা মহানগর

১। বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।
০১৭৬৯-০২৫৭৬৬
০১৭৬৯-০২৫৭৬৯
০১৭৬৯-০২৫৮৬৫
০১৭৬৯-০২৫৭৬৭

২। মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।
০১৭৬৯-০৫০৭১০
০১৭৬৯-০৫০৬৯৩
০১৭৬৯-০৫০৬৯৫
০১৭৬৯-০৫০৬৯৬

৩। উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।
০১৭৬৯-০৮২৮৩৬
০১৩১৮-৩৭১৫৫৪
০১৩১৮-৩৭১৫৫৫

৪। দারুসসালাম থানা এবং শাহআলী থানা।
০১৭৬৯-০৩৩৭০০
০১৭৬৯-০৩৩৭০২
০১৭৬৯-০৩৩৭০৪

৫। গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা
০১৭৬৯০৫০২৮৩
০১৭৬৯০১১৫৫৯

৬। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা
০১৭৬৯০৫৩১৪৪

৭। রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা
০১৭৬৯০৫৩১৬৮

৮। ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।
০১৭৬৯-০৫১৮২৫
০১৭৬৯-০১৯০৭৩
০১৭৬৯-০১৩২৩৬

৯। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।
০১৮৯৭৯১৪৮৬২
০১৮৯৭৯১৪৮৬৩
০১৮৯৭৯১৪৮৬৪
০১৮৯৭৯১৪৮৬৫
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

১০। শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।
০১৮১৫৭৯৫৯৫১
০১৭৬৯০৫৯৮৮৮
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

১১। তেজগাঁও থানা।
০১৭৬৯০১৯৪০৯
০১৭৬৯০১৯৪১৫
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

১২। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।
০১৭৬৯০১৩৪৩৯
০১৬১৯৮৩২০৬৯
০১৭৬৯০৫১৮৩৮
০১৭৬৯০৫১৮৩৯

১৩। ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।
০১৭৬৯-০৯২৪২৮
০১৭৬৯-০৯৫১৯৮
০১৭৬৯-০৯৫২৫০
০১৭৬৯-০৯১০২০

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।






    মাত্র SSC শেষ করে গ্রাম থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রথম ঢাকায় আসি। বাবা ছিলেন পেশায় একজন সাধারণ স্কুল শিক্ষক। পারি...
06/06/2025




মাত্র SSC শেষ করে গ্রাম থেকে কলেজে ভর্তি হওয়ার জন্য প্রথম ঢাকায় আসি।

বাবা ছিলেন পেশায় একজন সাধারণ স্কুল শিক্ষক। পারিবারিক মধ্যবিত্ত অবস্থায় আমার বেড়ে উঠা। ঢাকায় এসে কলেজে ভর্তি হলেও বাড়িতে যেনো আমার পড়াশুনার ব্যয় নির্বাহের জন্য আলাদা চাপ না পড়ে সে ব্যাপারে আমার সর্বোচ্চ খেয়াল ছিলো।

কলেজে ভর্তি হওয়ার কিছুদিন পর থেকে আমি টিউশনি করানো শুরু করলাম। কিন্তু টিউশনি থেকে যে স্যালারী পেতাম তা দিয়ে আমার সব খরচ মিটাতে কিছুটা হিমশিম খেতে হতো।

ঢাকায় সার্ভাইভ করার জন্য এরপর দারাজে কাজ করা শুরু করলাম। দারাজে পড়াশুনার পাশাপাশি দুইটা টাইট শিফটে কাজ করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো।
অফিস থেকে আসার পর একদিন বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ ঝংকার মাহবুব ভাইয়ের একটা ভিডিও চোখে পড়লো। উনার কথা বলার ধরণ খুবই ইন্টারেস্টিং মনে হলো আমার কাছে।

কয়েকটা ভিডিও দেখার পর প্রোগ্রামিং হিরো কোর্স সম্পর্কে জানতে পারি। কলেজে থাকাকালীন সময়ে আইসিটি সাবজেক্টে খুবই ভাল রেজাল্ট করেছিলাম। তখন থেকে টুকটাক ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানাশোনা।
পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম আমি ইনরোল করবো। কিন্তু আমি যে টাকা আয় করতাম তা দিয়ে নিজের আনুষাঙ্গিক খরচ মিটানোর পর কোনো জমানো টাকা থাকতো না। তাই কোর্সে ইনরোল করা এক প্রকার অসম্ভবই মনে হয়েছিলো। এরপর আমার খালামণির সাপোর্টে কোর্সে আসলাম।
একটা ফুলটাইম জবের পাশাপাশি নিয়মিত কোর্সের মডিউল কমপ্লিট করতে আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে।

সকাল থেকে সন্ধ্যা ৬/৭ টা পর্যন্ত আমাকে জবের জন্য বাইরে থাকতে হতো। বাসায় ফিরে সারারাত ধরে আমি কোর্সের মডিউল কমপ্লিট করতাম।

বেশিরভাগ সময় সবমিলিয়ে ২/৩ ঘন্টার জন্য ঘুমানো হতো।

আমার মাথায় একটা ব্যাপার গেঁথে গিয়েছিলো, যেভাবেই হোক আমাকে ভালো একটা জব পেতে হবে, নিজেকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে হবে।

কোর্স চলাকালীন সময়ে আমি আমার জীবনের সর্বোচ্চ ইফোর্ট দিয়েছিলাম। অফিসে কাজের ফাঁকে ফাঁকে অথবা বাসের মধ্যে সময়গুলোতে আমি সময় নষ্ট না করে চেষ্টা করতাম কোর্সের মডিউল গুলো দেখতে অথবা ফোনের মধ্যে কোডিং প্র্যাকটিস করতে। অ্যাসাইনমেন্টের দিন গুলোতে আমাকে আরো বেশি টাইম দিতে হতো। সবসময় ডেডলাইনের একদিন আগে থেকে আমি অ্যাসাইনমেন্ট রেডি করে জমা দেওয়ার চেষ্টা করতাম।

যেহেতু মাঝেমধ্যে আমি অফিসে কাজের ফাঁকে অ্যাসাইনমেন্ট বা মডিউল দেখতাম, আমার অনেক সহকর্মীরা ব্যাপারটাকে আড় চোখে দেখতো। নানা ধরণের বাজে মন্তব্য আমাকে ডিমোটিভেট করেছিলো।

মেইন কোর্স ভালোভাবে কমপ্লিট করার পর জব প্লেসমেন্টের প্রোগ্রাম SCIC আসলো, এরপর জবপ্লেসমেন্ট টিমের বুটক্যাম্পে জয়েন করলাম। আমার সাথে দেখলাম অনেকেরই জব হয়ে যাচ্ছে। এমনকি বুটক্যাম্পের আন্ডারে ফাইনাল টিম প্রজেক্টে আমি যে টিমকে লিড দিতাম ওখানের ৩ জনের পরপর জব হয়ে যায়।

ধীরে ধীরে আমি যেনো মোটিভেশন হারিয়ে ফেলছিলাম। পুরো কোর্স জুড়ে এতো কষ্ট করলাম কিন্তু জবের চেষ্টা করার পরও আমি খুব একটা সাড়া পাচ্ছিলাম না।

আমি মোট ৫৭ টা মেইল করেছিলাম জবের জন্য। কিন্তু কোনোটাতেই কোনো আশাব্যঞ্জক কিছু পাইনি। নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলাম বারবার।
জবপ্লেসমেন্ট টিম সবসময় পাশে থেকে সাপোর্ট দিয়ে গিয়েছেন। এমনও হয়েছে, আমার ডিপ্রেশন কাটানোর জন্য সবাই মিলে আড্ডা দেওয়ার আয়োজন করেছেন।

সবসময় তারা বলতো, "আপনি পারবেন।" আবার নতুন উদ্যমে জবে অ্যাপ্লাই করা শুরু করি আমি।

কিছুদিন পর ইন্ডিয়ান একটা কোম্পানি থেকে কিছু জব টাস্ক পাই, এরপর তারা ইন্টারভিউতেও ডাকলো । সবকিছু ঠিকঠাকই যাচ্ছিলো। অন-বোর্ডিং এর আগের দিন তারা আমাকে নন-সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য রিজেকশন মেইল পাঠায়।

আমার মাথায় মনে হচ্ছিলো আকাশ ভেঙ্গে পড়লো। কিন্তু জবপ্লেসমেন্ট টিমের ভাইয়া,আপুদের মটিভেশনে আমি আবার ঘুরে দাঁড়ালাম।

এর এক সপ্তাহের মধ্যে বাংলাদেশি একটা কোম্পানি থেকে কিছু জব টাস্ক দেয়া হয়। টাস্ক ভালোভাবে কমপ্লিট করার পর তারা অন-সাইট ইন্টারভিউ এর জন্য মেইল করলো। দুর্ভাগ্যজনকভাবে যেদিন ইন্টারভিউ সেদিন সকালে অফিসে পৌঁছানোর পর আমি মেইলটি চেক করি। আমার ইন্টারভিউ ছিলো দুপুর ১ টায়। অফিস থেকে ছুটি নিয়ে আমি রওনা দেওয়া শুরু করি। রাস্তায় সেদিন প্রচুর জ্যাম ছিলো। একেকটা মিনিট ক্রস হচ্ছিলো আর আমার পালস্ রেট ক্রমাগত বাড়ছিলো।

ঘড়িতে তখন ১২:৪৫ মিনিট। আমার চোখ দিয়ে অঝোরে পানি পড়ছিলো। এক চরম অনিশ্চয়তা আমাকে চারদিক দিয়ে ঘিরে ধরলো। পকেটে টাকাও ছিলো না যে বাস থেকে নেমে অন্য কোনো ভাবে যাওয়ার চেষ্টা করবো।

অবশেষে ইন্টারভিউতে লেইট করে পৌঁছালাম। সবকিছু বলার পর তারা আমাকে ইন্টারভিউ এর জন্য অনুমতি দিলো। বেশ ভালোই হয়েছিলো ইন্টারভিউ, তারা বললো কিছুদিন পর আমাকে আপডেট জানাবে।
তারা আপডেট জানাতে বেশ সময় নিচ্ছিলো দেখে আমি জব অ্যাপ্লাই করা শুরু করি আবার। আমেরিকার একটা কোম্পানিতে অ্যাপ্লাই করার পর তারাও দেখলাম বেশ পজিটিভ রেসপন্স করলো। এরপর আবারো জব টাস্ক, ইন্টারভিউ এর পর্ব শেষ হলো। আল্লাহ'র অশেষ রহমতে আমাকে তারা আমার এক্সপেক্টেড স্যালারী থেকে বেশি স্যালারীতে জব অফার করলো। তার দিন দুয়েক পর বাংলাদেশি কোম্পানিটা থেকেও অফার লেটার পাই।

আলহামদুলিল্লাহ, দুইটা পরপর জব অফার পাওয়ার পর আমার মনে হচ্ছিলো আল্লাহ আসলে কোনো পরিশ্রমীকে নিরাশ করেননা। এরমধ্যে আমি আমেরিকান কোম্পানির অফার লেটার এক্সেপ্ট করি। আর শুরু হয় আমার রিমোট জবের এক অসাধারণ জার্নি।

এই পর্যন্ত আমার দুইবার স্যালারী ইনক্রিমেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো অ্যামাউন্টের স্যালারী এখন পাচ্ছি। সুপার ট্যালেন্টেড ও সাপোর্টিভ কলিগদের সাথে রিমোটলি কাজ করার সুযোগ পাচ্ছি এখন।

আমার জীবনের এতটুকু বয়সে যতটুকু সফলতা পেয়েছি তার জন্য প্রোগ্রামিং হিরোর কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। তারা চাইলেই কোর্স শেষ করানো পর্যন্ত আমাকে সাপোর্ট দিতে পারতো। যে টাকা দিয়ে আমি ইনরোল করেছি সে পরিমাণ টাকা দিয়ে একটা জব না পাওয়া পর্যন্ত কন্টিনিউয়াস গাইডলাইনস্ ও মেন্টালি সাপোর্ট দেয়া তা আসলেই বর্তমান সময়ে বিরল।

আমার মতো নন-সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও যে আমেরিকান টপ একটা কোম্পানিতে তাদের সাথে সমান তালে কাজ করতে পারছে এটার পুরো ক্রেডিট প্রোগ্রামিং হিরো টিমের। পরিশ্রমীরা কখনোই নিরাশ হয়না, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু যথাযথ দিকনির্দেশনা পেলে সফলতা পাওয়া অসম্ভব কোনো কিছু নয়।

Name: Nayem Khan
Designation: Full Stack Engineer
Company Name: Dreamerz Lab Limited, Lorenzo Dr, Plano, TX, USA


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tech Dots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech Dots:

Share