Salafs Thought

Salafs Thought In the way of Salaf

06/04/2025
রমজান মাসে কোন আমলটি উত্তম- কুরআন তেলাওয়াত; নাকি নামায আদায়?▶ প্রশ্ন: (3455)রমজানের দিনের বেলায় কোন আমলটি উত্তম- কুরআন ত...
09/03/2025

রমজান মাসে কোন আমলটি উত্তম- কুরআন তেলাওয়াত; নাকি নামায আদায়?

▶ প্রশ্ন: (3455)
রমজানের দিনের বেলায় কোন আমলটি উত্তম- কুরআন তেলাওয়াত; নাকি নফল নামায আদায়?

▶ উত্তর:
আলহামদু লিল্লাহ।.

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ ছিল তিনি রমজান মাসে বিভিন্ন ধরণের ইবাদত বেশি বেশি পালন করতেন। রমজানের রাতে জিবরাইল আলাইহিস সালাম তাঁর সাথে কুরআন অধ্যয়ন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনিতেই সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন। এর সাথে জিবরাঈল (আঃ) যখন তাঁর সাথে দেখা করতেন তখন তিনি বহমান বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। তাঁর দানশীলতা সবচেয়ে বেশি প্রকাশ পেত রমজান মাসে। এ মাসে তিনি বেশি বেশি দান-সদকা করতেন, অন্যের প্রতি ইহসান করতেন, কুরআন তেলাওয়াত করতেন, নামায আদায় করতেন, যিকিরও ইতিকাফ করতেন। এইমহান মাসে এসব ইবাদত পালন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ।

কিন্তু কুরআন তেলাওয়াত ও নফল নামায আদায় দুটোর মধ্যে কোনটাকে প্রাধান্য দেয়া হবে এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হতে পারে। এর সঠিক মূল্যায়ন আল্লাহ করবেন; কারণ তিনি সর্ব বিষয়ে জ্ঞাত। [শাইখ আব্দুল আযীয বিন বায রচিত ‘আল জওয়াবুস্‌ সহীহ মিন আহকামি সালাতিল লাইলি ওয়াত তারাউয়ীহ’ (পৃঃ৪৫) শীর্ষক বই হতে সংকলিত ]

বিশেষ কোন একটা আমল নির্দিষ্ট কোন ব্যক্তির জন্য উত্তম হতে পারে। আবার অন্য ব্যক্তির ক্ষেত্রে অন্য কোন আমল উত্তম হতে পারে। এটি নির্ভর করবে কোন আমলটি ব্যক্তিকে আল্লাহর অধিক নৈকট্য হাছিল করিয়ে দেয়। কোন কোন মানুষ নফল নামায পড়াকালে বেশ খুশুখুযু অবলম্বন করতে পারেন। যার ফলে অন্য আমলের তুলনায় এ আমলের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার নৈকট্য বেশি হাছিল করতে পারেন। তাই এ আমল পালন করা তার জন্য অধিক উত্তম।

আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
সূত্র: শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

[ "ইসলামি জিজ্ঞাসা ও জবাব" এ কেউ অনুদান পাঠাতে চাইলে আমাদের "Islamqa - বাংলা" ফেসবুক পেইজে যোগাযোগ করার অনুরোধ রইলো। ]

Follow: https://www.facebook.com/groups/islamqabn23

🟥 প্রচলিত কিছু বিদ'আত লিস্টঃ যাদের জানা দরকার তারা জেনে নিন। যারা জেনে মানবেন না তারা তর্ক থেকে দূরে থাকেন।আর তর্ক করতে ...
25/02/2025

🟥 প্রচলিত কিছু বিদ'আত লিস্টঃ

যাদের জানা দরকার তারা জেনে নিন। যারা জেনে মানবেন না তারা তর্ক থেকে দূরে থাকেন।আর তর্ক করতে চাইলে দলিল নিয়ে আসেন।

❌ ওজু শেষ পশ্চিম আকাশের দিকে সাহাদাত আঙ্গুল তুলে দুআ বলা।
❌ দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে লাঠি ইত্যাদি দরুদ পড়া।
❌ তিন বা পাঁচ লাখ কালেমা খতম করা। (মৃত্যু ব্যক্তির অথবা অসুস্থ ব্যক্তির জন্য)।
❌ বিশেষ চাহিদা বা মনের আসা পুরনের জন্য ৪০ দিনের যে কোন আমল করা।
❌ দুআ ইউনুস খতম করা।
❌ কালেমা খতম করা।
❌মৃত ব্যক্তির পাশে বসে কুরআন খতম দেয়া।
❌ দরূদে মুকাদ্দাস, দরূদে মাহী , দরূদে তাজ, দরূদে তুনাজ্জিনা, দরূদে নারী, দরূদে সায়াদাত, দরূদে কামালিয়া। আরো অনেক আছে।
❌ মিলাদ পড়া।
❌ শবে বরাত পালন করা।
❌ শবে মেহরাজ পালন করা।
❌ হুযুর ডেকে এনে কুরআন খতম পড়া।
❌ হুযুরদের ডেকে এনে খতমে ইউনুস পড়া।
❌ হুজুর ডেকে অসুস্থ ব্যক্তির জন্য বিভিন্ন ধরনের খতম পড়া।
যেমনঃ- কালিমা খতম, দরুদ খতম।
❌ দল বেঁন্দে উচ্চসরে যিকির করা।
❌ নামাযে নাওয়াই তুআন পড়া।
❌ নামাযের মুছল্লায় ইন্নি ওয়াজজাহতু পড়া।
❌ ফরজ নামাজের পরে দল বদ্ধ ভাবে মুনাজাত করা।
❌ রোযার সময় নাওয়াতুআন আছুম্মাগাদাম পড়া।
❌ কদম বুসি করা।
❌ ঈদে মীলাদুন্নবী পালন করা ।
❌ শুক্রবার ৮০ বার নির্দ্দিষ্ট বানানো দরুদে পড়া।
❌ নাবী (সঃ) কে দাড়িয়ে সালাম দেয়া।
❌ নামাজ শেষে জাইনামাজে চুমু খাওয়া।
❌ ঔষধ খাওয়ার আগে "আল্লাহ্ শাফী..." বলা।
❌ বিবাহ বার্ষিকী পালন করা।
❌ মনগড়া প্রাত্যহিক নামায ও তার খেয়ালী সওয়াব
❌ বিভিন্ন মাসের খেয়ালী নামাজ পড়া
❌ ওজুর সময় প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় আলাদা আলাদা দুআ বলা।
❌ ওজুর পর সূরা কদর পড়া।
❌ আজানের দুআর সাথে "ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ" এই টুকু যোগ করা।
❌ ফজর নামাজের পর ১৯ বার ‘বিসমিল্লাহ’ বলা।
❌ তারাবিতে চার রাকাত অন্তর দোয়া পরা।
❌ তাওবা খতম করা।
❌ দলবেধে পারা ভাগ করে কোর-আন খতম।
❌ সাত সালাম।
❌ খতমে খাঞ্জেখান।
❌ আযান ইকামতের মধ্যে বা অন্য যেকোনো সময় রাসুল সা. এর নাম শুনলে বৃদ্ধা আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো।
❌ সূরা ইয়াসিন খতম দেয়া।
❌ মাসিক/মেস্ন/পিরিয়ড অবস্থায় রোজা রাখা।
❌ রমজান মাসে কুরআন পড়ে অন্যর জন্য বক্সিয়ে দেয়া।

[রেফারেন্স নেই বলেই এসব বিদ'য়াত।

বিদ'আতের রেফারেন্স হয়না।
যদি এগুলো সহীহ আমল হতো তাহলে অবশ্যই এগুলোর রেফারেন্স থাকতো।]

তারা (ফ্রান্স) হিজাব নিষিদ্ধ করার অপেক্ষায় থাকুক,এর মধ্যে আসুন আমরা একটু উপভোগ করি নিই...     ̇slam
12/02/2025

তারা (ফ্রান্স) হিজাব নিষিদ্ধ করার অপেক্ষায় থাকুক,
এর মধ্যে আসুন আমরা একটু উপভোগ করি নিই...

̇slam

ইমাম কাসানী রাহিমাহুল্লাহ বলেন,“শাম থেকে সফর করে মদীনাতে এলেন একলোক।  উমার রাদ্বিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, ‘কেন এসেছেন...
10/02/2025

ইমাম কাসানী রাহিমাহুল্লাহ বলেন,

“শাম থেকে সফর করে মদীনাতে এলেন একলোক। উমার রাদ্বিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, ‘কেন এসেছেন এত দূর থেকে?’ তিনি জবাব দিলেন, ‘তাশাহহুদ শেখার জন্য। এই কথা শুনে কঠিন হৃদয়ের উমারের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। তিনি বললেন, ‘আমি আশা করি আল্লাহ কখনও আপনাকে শাস্তি দিবেন না’।

[ বাদায়েউস সানায়ে : ১/৮ ]

সুফইয়ান ইবনু উয়াইনাহ রাহিমাহুল্লাহ,“তুমি যদি এমন যুগে বাস করো, যখন লোকেরা কাজের চেয়ে কথায় বেশি মুগ্ধ হয়, আমলের চেয়ে জ্ঞা...
24/01/2025

সুফইয়ান ইবনু উয়াইনাহ রাহিমাহুল্লাহ,

“তুমি যদি এমন যুগে বাস করো, যখন লোকেরা কাজের চেয়ে কথায় বেশি মুগ্ধ হয়, আমলের চেয়ে জ্ঞান নিয়ে বাকবিতণ্ড বেশি পছন্দ করে; তাহলে বুঝে নিয়ো, তুমি সবচেয়ে নিকৃষ্ট সময়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের সাথে বাস করছো।”

[ ইবতাল আল-হিয়াল, ১/৩৪ ]

ইবরাহীম নাখয়ী রাহিমাহুল্লাহ এবং তাঁর স্ত্রী প্রতি বৃহস্পতিবার একে অন্যের কাছে কেঁদে কেঁদে বলতেন, “আজ আমাদের আমলগুলো আল্ল...
21/01/2025

ইবরাহীম নাখয়ী রাহিমাহুল্লাহ এবং তাঁর স্ত্রী প্রতি বৃহস্পতিবার একে অন্যের কাছে কেঁদে কেঁদে বলতেন,
“আজ আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্ছে!”

[ লাত্বায়িফুল মাআরিফ: ১২৭ ]

16/01/2025

মিজানুর রহমান আজহারী ভাইয়ের ওভার স্মার্ট পন্ডিত কথার রদ !
🎙️ শায়েখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিযাহুল্লাহ্

ইমাম হাসান আল বসরী রাহিমাহুল্লাহ বলেছেন,“জান্নাতের অসংখ্য খাজানার মধ্যে ধৈর্য একটি খাজানা।  সম্মানিত বান্দা ছাড়া আল্লাহ ...
15/01/2025

ইমাম হাসান আল বসরী রাহিমাহুল্লাহ বলেছেন,

“জান্নাতের অসংখ্য খাজানার মধ্যে ধৈর্য একটি খাজানা। সম্মানিত বান্দা ছাড়া আল্লাহ কাউকে এটা দেন না”।

[ মাজমু আর-রাসায়িল, ৩/১৫২ ]

লুকমান আলাইহিস সালাম তাঁর ছেলেকে উদ্দেশ্য করে বলেন,“তুমি আল্লাহকে ভয় করো; অন্তর পাপকাজে কলুষিত থাকার পরও মানুষের সম্মান...
11/01/2025

লুকমান আলাইহিস সালাম তাঁর ছেলেকে উদ্দেশ্য করে বলেন,

“তুমি আল্লাহকে ভয় করো; অন্তর পাপকাজে কলুষিত থাকার পরও মানুষের সম্মান পাওয়ার উদ্দেশ্যে আল্লাহভীরুতা দেখিয়ে বেড়িয়ো না”।

[ ইবনু আবী শাইবাহ, আল-মুসান্নাফ, ১৩/২১৪ ]

আব্দুল্লাহ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ বলেছেন,“যে ৪টি জিনিস পেয়েছে, সে সুখ পেয়ে গেছে: (১) দ্বীনদার, সচ্চরিত্রা স্ত্রী; (২)...
08/01/2025

আব্দুল্লাহ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ বলেছেন,

“যে ৪টি জিনিস পেয়েছে, সে সুখ পেয়ে গেছে:
(১) দ্বীনদার, সচ্চরিত্রা স্ত্রী;
(২) দ্বীনদার সন্তান-সন্ততি;
(৩) নিজ দেশে বসবাস করতে পারা;
(৪) দ্বীনদার বন্ধু-বান্ধব থাকা”

[ সূত্র: আল-ইখওয়ান, ১০৫ ]

আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন,“আল্লাহর সাথে দেখা করার আগ পর্যন্ত মুমিনের জীবনে শান্তি নেই”।[ আয-যুহদ,...
05/01/2025

আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন,

“আল্লাহর সাথে দেখা করার আগ পর্যন্ত মুমিনের জীবনে শান্তি নেই”।

[ আয-যুহদ, ওয়াকি ইবনুল জাররাহ, ৮৬ ]

Address

Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Salafs Thought posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share