06/04/2025
নেতানিয়াহু আজ নির্লজ্জের মতো ঘোষণা করেছে, "আমরা গা'জাকে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করছি, ভূমি দখল করছি।" ভাবুন তো! একটা সম্পূর্ণ শহর, একটা জনপদ, যেখানে লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকার জন্য লড়ছে, যেখানে শিশুরা খোলা আকাশের নিচে কাঁদছে, যেখানে মা-বাবা তাদের নিথর সন্তানের নিথর শরীর কোলে নিয়ে বসে আছে— সেই শহরটাকে তারা ‘ভূখণ্ড দখল’ বলে।
আরো বলছে, "আমরা চাপ বাড়াচ্ছি ধাপে ধাপে, যেন হামাস জিম্মিদের ফিরিয়ে দেয়।" মানে হলো, নিরীহ মানুষকে পিষে, শহরটাকে ধ্বংসস্তূপে পরিণত করে, তারা নিজেদের বিজয় খুঁজছে! এটা কী ধরনের বর্বরতা? এটা কোন সভ্যতার পরিচয়?
গা'জার প্রতিটি ধ্বংস হওয়া বাড়ি, প্রতিটি কান্নার আওয়াজ, প্রতিটি শিশুর লাশ— এইসবের হিসেব কে রাখবে? এই নরপিশাচের উল্লাসময় ভাষণ শুনে মনটা ক্ষোভে আর বেদনায় জ্বলে উঠছে। এটা কোনো সামরিক অভিযান নয়, এটা গণহত্যা। এটা নিছক যুদ্ধ নয়, এটা হলো ইতিহাসের অন্যতম বর্বর অধ্যায়।
আজ যদি বিশ্ব বিবেক চুপ থাকে, তাহলে আগামীকাল এই আগুন আমাদের ঘরেও লাগবে। গাজা আজ ধ্বংস হচ্ছে, মানবতা আজ মৃতপ্রায়।