Explore with Disha

Explore with Disha এতো ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে!
ভাবছিনা আর, যা হবে হবার 🙂
(21)

লাগবে কারোর?
22/10/2025

লাগবে কারোর?

চোখ যে সরে না কয়েকটা রো থেকে, তার মধ্যে এটা অন্যতম ❤️প্যাস্টেল রংয়ের নানান ডিজাইনের সব ঝুড়ি
22/10/2025

চোখ যে সরে না কয়েকটা রো থেকে, তার মধ্যে এটা অন্যতম ❤️
প্যাস্টেল রংয়ের নানান ডিজাইনের সব ঝুড়ি

প্রায় ২ বছর পর কেক বানাতে গিয়ে কতশত অভিজ্ঞতা  যে হলো এবার! এক কেক বানতে ৩ বার গুলশান ডিএনসিসিতে যাওয়া লেগেছে। সব থেকে মজ...
17/10/2025

প্রায় ২ বছর পর কেক বানাতে গিয়ে কতশত অভিজ্ঞতা যে হলো এবার! এক কেক বানতে ৩ বার গুলশান ডিএনসিসিতে যাওয়া লেগেছে। সব থেকে মজার ব্যাপার কেক বেক করতে গিয়ে দেখি - বেকিং পেপার, কর্ণফ্লাওয়ার & কোকোপাউডার নাই।
আবার চলে গেলাম দোকানে। কেনাকাটা শেষ করে কেক বেক করে ফেললাম।
সব থেকে ভালোলাগার বিষয় - এক সেন্টিমিটারও চুপসে যায় নি।
কষ্টের পার্ট - 3 tyre কেকটা সেট করতে গিয়ে লাস্ট পার্ট পুরাটা উল্টায় পড়লো।
এদিকে ক্রিম শেষ।
মোটামুটি যুদ্ধের পরে কেকটা বানানো শেষ করলাম। যার জন্য কেকটা বানিয়েছি, সে অনেক পছন্দ করেছে মাশাআল্লাহ।

প্রায় 2 বছর পরে কেক বানানোর প্রস্তুুতি 🫶একজন বলেছে - তুমি আমাকে এখন আর ভালোবাসো না,  কেক বানায় দাও না। তার জন্যই কেকটা ব...
16/10/2025

প্রায় 2 বছর পরে কেক বানানোর প্রস্তুুতি 🫶

একজন বলেছে - তুমি আমাকে এখন আর ভালোবাসো না, কেক বানায় দাও না।
তার জন্যই কেকটা বানানো।




আবার যদি কেকের কাজ শুরু করি তাহলে আপনারা কি আগের মতো আমাকে সাপোর্ট করবেন? পুরোনো কাজে ফিরতে মন চায় খুব 🥹🥹🥹অনেক আগে করা ক...
22/09/2025

আবার যদি কেকের কাজ শুরু করি তাহলে আপনারা কি আগের মতো আমাকে সাপোর্ট করবেন?
পুরোনো কাজে ফিরতে মন চায় খুব 🥹🥹🥹
অনেক আগে করা কয়েকটা কাজ

ফুল মানেই সৌন্দর্যের প্রতীক, যা শুধু চোখে নয়, হৃদয়েও স্পর্শ ছুঁয়ে যায়। 🌼 প্রতিটি ফুলের ভেতর লুকিয়ে থাকে ভালোবাসা, কোমলতা...
22/09/2025

ফুল মানেই সৌন্দর্যের প্রতীক, যা শুধু চোখে নয়, হৃদয়েও স্পর্শ ছুঁয়ে যায়। 🌼 প্রতিটি ফুলের ভেতর লুকিয়ে থাকে ভালোবাসা, কোমলতা আর আশার রঙ। গোলাপ শেখায় ভালোবাসা, সূর্যমুখী শেখায় আলো খুঁজে নিতে, আর জুঁই শেখায় সরলতার সৌন্দর্য। ফুল নিজে জন্য ফোটে না, ফোটে অন্যকে খুশি করতে— ঠিক ভালোবাসার মতো। 💐 জীবনে যদি আমরা ফুলের মতো কোমল হতে শিখি, তবে অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়বে চারপাশে। ফুল আমাদের মনে করিয়ে দেয়— যত কষ্টই আসুক, হাসি দিয়ে জীবনকে রঙিন করে তোলা যায়। 🌸✨

"ফুল শুধু প্রকৃতিকে নয়, হৃদয়কেও সাজিয়ে তোলে।"
22/09/2025

"ফুল শুধু প্রকৃতিকে নয়, হৃদয়কেও সাজিয়ে তোলে।"

শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না বিশ্বাসঘাতকতা করে শুধুমাত্র বিশ্বাসী মানুষেরা
21/09/2025

শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না বিশ্বাসঘাতকতা করে শুধুমাত্র বিশ্বাসী মানুষেরা

সকালের এই আলোটা এতো ভালো লাগে ❤️
21/09/2025

সকালের এই আলোটা এতো ভালো লাগে ❤️

এক টুকরো দেয়াল, একটু সবুজ আর রঙিন কিছু ফ্রেম…জীবনও যেন এরকম—ছোট ছোট রঙে, আলোতে আর আশেপাশের প্রাণে ভরে ওঠে।ঘর সুন্দর হলে ...
19/09/2025

এক টুকরো দেয়াল, একটু সবুজ আর রঙিন কিছু ফ্রেম…
জীবনও যেন এরকম—ছোট ছোট রঙে, আলোতে আর আশেপাশের প্রাণে ভরে ওঠে।
ঘর সুন্দর হলে মনও রঙিন হয়ে যায়। 💚🌸

18/09/2025

স্বপ্ন মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী প্রেরণা। স্বপ্ন আমাদের ভেতরে আলো জ্বালায়, অন্ধকারে পথ দেখায়। ছোট হোক বা বড়, প্রতিটি স্বপ্নই আমাদের মনে একধরনের আগ্রহ আর সাহস জাগায়। স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য আর নিরলস পরিশ্রম। অনেক সময় স্বপ্ন অসম্ভব মনে হলেও, চেষ্টা চালিয়ে গেলে একসময় সেটিই বাস্তব হয়। স্বপ্ন মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়, ভবিষ্যতের প্রতি আশা জাগায়। তাই স্বপ্ন দেখা থামানো যাবে না, কারণ স্বপ্ন ছাড়া জীবন হলো দিকহীন পথযাত্রা। স্বপ্নই আমাদের জীবনের আসল অর্থ খুঁজে দেয়।

Address

Dhaka

Telephone

+8801303136951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore with Disha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore with Disha:

Share