30/12/2025
জামায়াত নেতা মুজাহিদ তখন সমাজকল্যাণমন্ত্রী হিসেবে সকল শিশু সদন, এতিম খানার মতো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। তিনি নিজে প্রতিষ্ঠানগুলোর তদারকি করতেন। শুধু বাজেট দিয়েই থেমে থাকতেন না।
একদিন একটি এতিমখানার পরিচালককে ফোন দেন তিনি। জিজ্ঞেস করেন, "আজ দুপুরে বাচ্চাদের খাবার তালিকায় কী আছে?"
পরিচালক জানান, "ইলিশ মাছ, সব্জি, আর ভাত।"
আগাম কোন সংবাদ না দিয়ে, মুজাহিদ দুপুরে খাবারের ঠিক পূর্ব মুহূর্তে ঐ এতিমখানায় গিয়ে হাজির হন। পরিচালক দৌঁড়ে এসে তাকে অফিসে নিয়ে যেতে চান। মন্ত্রী গিয়ে ঢোকেন কিচেনে। হাড়ির ঢাকনা খুলতেই বোঁটকা গন্ধ এসে লাগে। উঁকি দিয়ে দেখেন ইলিশ নয় বরং পচাঁ সিলভার কার্প মাছ সেখানে। পরিচালক তড়িঘড়ি করে বলে, "মেন্যুতে ইলিশই ছিলো কিন্তু আজ বাজারে গিয়ে ইলিশ পাওয়া যায়নি। তাই....।" গন্ধের কারণ জানতে চাইলে বাবুর্চি কিছু বলতে পারেন না। মন্ত্রী বুঝেন একটা ঘাপলা আছে। পরিচালককে আলাদা করে একা কথা বলেন বাবুর্চির সাথে। জানতে পারেন, প্রতিদিনের পচাঁ বাসি খাবারের কথা। খাবারের রঙ আনতে ইটের গুড়া ভিজিয়ে সেই পানি খাবারে ব্যবহার করতে বাধ্য করা হয় বলেও জানান তিনি। সেটাই দুর্গন্ধের কারণ।
মুজাহিদ পরিচালককে তাৎক্ষণিক শোকজ করেন। গাড়ি করে অফিসের উদ্দেশ্যে বের হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর ফোন আসে। তিনি মুজাহিদ এর কাছে জানতে চান, এতিমখানায় কী হয়েছে।"
মুজাহিদ সব খুলে বলেন। বেগম জিয়া বলেন, "আপনি সরাসরি আমার অফিসে আসেন।"
মুজাহিদ অফিসে ঢুকলেই বলেন, "সে আমাকে ফোন দিয়ে বলেছে, বিএনপি করার জন্যে আপনি তাকে শোকজ করেছেন। তা বলেন, কী শাস্তি দিলেন?"
মুজাহিদ শোকজ করার কথা বললে, তিনি বলেন, "ভুল বিচার হয়েছে।" বলেই তিনি টেবিলে রাখা একটি খাম তুলে দেন। সেখানে পরিচালকের বহিষ্কার আদেশ। বেগম জিয়া বলেন, "এতিমের খাবার নিয়ে যে এরকম করে, তাকে আবার শোকজ কী! আপনি রাস্তায় থাকার সময়ই বহিষ্কার আদেশ রেডি করিয়েছি। আপনি সিগনেচার করে পাঠিয়ে দিন আর আইনানুগ ব্যবস্থা নিন।"
দূর্নীতির বিরুদ্ধে তার এই অবস্থান মুজাহিদ বারবার উল্লেখ করতেন। অথচ এই দূর্নীতি এবং এতিমের টাকা খাওয়ার মিথ্যা মামলায় সাবেক পলাতক ফ্যাসিস্ট সরকার তাকে জীবনের শেষ বছরগুলো কারাগারে বন্দী করে রাখে।
আজ থেকে ম্যাডাম জিয়ার অধ্যায় শেষ হলো। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এশিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, বিএনপি'র মতো বৃহৎ দলের ৪১ বছর টানা চেয়ারপারসন, বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্র পরিচালনায় তার ছোট খাটো ভুল নিশ্চয় ছিলো কিন্তু দেশপ্রেমে তিনি ছিলেন আপোষহীন। তিনি জোর গলায় বলতে পেরেছিলেন, "বাংলাদেশের বাইরে আমার আর কোন ঠিকানা নেই।"
বাংলাদেশের ইতিহাসে অবিসংবাদিত নেতা হিসেবে বেগম জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহ তায়ালা তাকে উত্তম প্রতিদান দিয়ে জান্নাতবাসী করবেন ইংশাআল্লাহ।
©