08/11/2025
💚 আঠারোর ভালোবাসা” 🌹
✍️ লেখক গৌরী দাস দোলা
৮-১১-২৫
আমি পড়ে গিয়েছিলাম
উত্তাল সাগরের ঢেউয়ে,
তুমি তুলেছিলে আমায়—
হারিয়ে গিয়েছিলাম আমি,
তোমার চোঁখের গভীরতায়।
সেই থেকে শুরু তোমার আমার পথচলা,
এক শান্ত ভালোবাসার অধ্যায়ে।
আমার খুব ইচ্ছে করে জানতে—
যদি কোনোদিন আলগোছে আমার শাড়িখানা খুলে যায়,
তুমি কি কুচি দিয়ে পরিয়ে দেবে,
যেমন আমি পরতাম, হাসি মুখে?
যদি কোনোদিন আমি হাসতে না পারি,
তুমি কি আমার হাসিটা ফিরিয়ে দেবে,
তোমার একটুখানি হেসে ওঠায়?
তুমি কি তখনও আমায় নতুন করে ভালোবাসবে,
বন্ধনে নয়, বন্ধুত্বের বন্ধনে?
হয়তো স্রষ্টার কাছে চেয়ে নেব কিছুটা সময়,
যেন এই মানুষটার হাত ধরে
আরো কিছুটা পথ চলতে পারি।
হে স্রষ্টা,
তাকে যেন কেউ না কেড়ে নেয় আমার কাছ থেকে—
আমরা দুজন মিলে গড়ব একটি ভুবন,
যেখানে থাকবে শুধু হাসি, আনন্দ, স্বপ্ন আর ফুলের গন্ধ।
আমরা সাজাবো এক নতুন বাগান,
যেখানে ফুটবে আমাদের ইচ্ছে-গোলাপ,
তুমি কি সেই বাগানের কলি হয়ে
আমার পাশে ভোরের আলোয় ঘুরে বেড়াবে?
আমার সুরে ডুবে যাবে,
আমি আবার মোহনার সীমান্ত থেকে
তোমাকে তুলে আনব আমার হৃদয়ে।
জানি না তুমি বন্ধু হবে কিনা,
জানি না এমন স্বপ্ন সত্যি হবে কিনা,
তবু একটা ইচ্ছে আছে—
তুমি থাকবে পাশে,
জীবনের শেষ প্রহর পর্যন্ত।
আর যদি কোনোদিন মরে যাই
তোমাকে ছেড়ে,
আমার বিশ্বাস—
শেষবেলায় তুমি আমায় সাজিয়ে দেবে,
যেমন আমি সাজতাম—
লাল শাড়ি, কপালে টিপ,
সিঁদুরের আলপনা।
তুমি আমায় রেখে যাবে তার দুয়ারে,
আমি হেসে হেসে চলে যাবো,
তোমার থেকে,
কিন্তু তোমার মধ্যেই থেকে যাবো
সেদিনও তোমার তুমি হয়ে।
তুমি কি আমায় আদো ভালোবাসবে,
যেমন আঠারো বছর বয়সে ভালোবেসেছিলে?
যখন শরীর ভেঙে যাবে,
চুলে রূপোলি রঙ চেপে বসবে,
তখনও কি তুমি আমার চোখের ভাষা বুঝবে?
আমি যখন হাঁটতে পারব না,
তুমি কি আমার হাতে লাঠি ধরিয়ে দেবে?
যখন চোখে দেখব না,
কানে শুনব না,
তখন কি তুমি আমার কলমটা হাতে তুলে নিয়ে লিখে দেবে,
আমি যা বলি— গানের ছন্দে,
কবিতার ছোঁয়ায়?
তুমি কি আমায় আবৃত্তি করে শুনাবে,
যেভাবে আমি একদিন তোমার প্রেমে পড়েছিলাম?
তুমি ছিলে আমার স্বপ্নের সুর তোলা
ঝড় হবে,
আমি পড়ে গিয়েছিলাম উত্তাল সাগরের ঢেউয়ে,
তুমি তুলেছিলে আমায়—
হারিয়ে গিয়েছিলাম আমি,
তোমার চোখের গভীরতায়।
সেই থেকে শুরু তোমার আমার পথচলা,
এক শান্ত ভালোবাসার অধ্যায়ে।
আমার খুব ইচ্ছে করে জানতে—
যদি কোনোদিন আলগোছে আমার শাড়িখানা খুলে যায়,
তুমি কি কুচি দিয়ে পরিয়ে দেবে,
যেমন আমি পরতাম, হাসি মুখে?
যদি কোনোদিন আমি হাসতে না পারি,
তুমি কি আমার হাসিটা ফিরিয়ে দেবে,
তোমার একটুখানি হেসে ওঠায়?
তুমি কি তখনও আমায় নতুন করে ভালোবাসবে,
বন্ধনে নয়, বন্ধুত্বের বন্ধনে?
হয়তো স্রষ্টার কাছে চেয়ে নেব কিছুটা সময়,
যেন এই মানুষটার হাত ধরে
আরো কিছুটা পথ চলতে পারি।
হে স্রষ্টা,
তাকে যেন কেউ না কেড়ে নেয় আমার কাছ থেকে—
আমরা দুজন মিলে গড়ব একটি ভুবন,
যেখানে থাকবে শুধু হাসি, আনন্দ, স্বপ্ন আর ফুলের গন্ধ।
আমরা সাজাবো এক নতুন বাগান,
যেখানে ফুটবে আমাদের ইচ্ছে-গোলাপ,
তুমি কি সেই বাগানের কলি হয়ে
আমার পাশে ভোরের আলোয় ঘুরে বেড়াবে?
আমার সুরে ডুবে যাবে,
আমি আবার মোহনার সীমান্ত থেকে
তোমাকে তুলে আনব আমার হৃদয়ে।
জানি না তুমি বন্ধু হবে কিনা,
জানি না এমন স্বপ্ন সত্যি হবে কিনা,
তবু একটা ইচ্ছে আছে—
তুমি থাকবে পাশে,
জীবনের শেষ প্রহর পর্যন্ত।
আর যদি কোনোদিন মরে যাই
তোমাকে ছেড়ে,
আমার বিশ্বাস—
শেষবেলায় তুমি আমায় সাজিয়ে দেবে,
যেমন আমি সাজতাম—
লাল শাড়ি, কপালে টিপ,
সিঁদুরের আলপনা।
তুমি আমায় রেখে যাবে তার দুয়ারে,
আমি হেসে হেসে চলে যাবো,
তোমার থেকে,
কিন্তু তোমার মধ্যেই থেকে যাবো
সেদিনও তোমার তুমি হয়ে।
#গৌরী_দাস_দোলা_আবৃতি
#বাংলা_আবৃতি
#প্রেমের_কবিতা
#ভালোবাসার_কবিতা
#কবিতা_আবৃত্তি