G sweet vlog

G sweet vlog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from G sweet vlog, Création digitale, Dhaka.
(2)

হ্যাঁ তুমি পারবে কারণ তুমি আমার মত স্বপ্নবাজ আমার চ্যানেলে বিনোদনমূলক ভিডিও আপলোড করি যেমনটি তুমি এই মুহূর্তে দেখতে চাও
ভিডিতে মিউজিক ব্যবহার করছি আমার লেখা কবিতা উপন্যাস প্রেমময় ব্যঞ্জন আমারি কন্ঠের জাদুতে তুমি রয়ে যাবে ভিডিওর মুগ্ধতায়।
follow me

23/07/2025

হয়ে যাওয়া বাসির সুর
#বাঁশি
#মিউজিক
#গান
শোকাহুল জুলাই
বিমান দুর্ঘটনা।



🔥 মাইলস্টোন মৃত্যুর নিমন্ত্রণ অভিভাবককে ?লেখক গৌরী দাস দোলা ২২-৭-২৫“সন্তান হারানোর প্রশ্ন”পুড়ে গেছে স্বপ্ন, পুড়ে গেছে খা...
22/07/2025

🔥 মাইলস্টোন মৃত্যুর নিমন্ত্রণ অভিভাবককে ?
লেখক
গৌরী দাস দোলা
২২-৭-২৫

“সন্তান হারানোর প্রশ্ন”
পুড়ে গেছে স্বপ্ন,
পুড়ে গেছে খাতা,
উত্তরার আকাশে
আজ আগুনের বারতা।
স্কুলের ব্যাগ আর ফিরে আসবে না,
টিফিনে সাজানো মায়ের ভালোবাসা।

মায়ের কোল খালি,
বাবার বুক ভার,
কেড়েছে যুদ্ধবিমান সোনার সংসার।
শিশু যে লিখেছিল জীবনকে চিঠি,
সে হাত আজ দগ্ধ,
পুড়ে যাওয়া মাটি।

মা আজ পাগল,
হাসপাতালে হাহাকার,
"ফিরে আয় সোনা,
কাঁদছে তোর বাবার!"
"তোর জন্যে রোদে ভিজেছি,
জলে পুড়েছি,
সুখের আশায় তোর দুঃখ কিনেছি।"

অর্ধেক দেহ নেই,
অর্ধেক ছাই,
মা বলে – ডাক্তার মশাই,
আমাকে ওর মতো বানাই।
এই শরীর কি আর বাঁচতে চায়?
ওর যন্ত্রণাই
শুধু বুকে আগুন জ্বালায়।

"রাষ্ট্র, তোর কাছে প্রশ্ন,
স্কুলের আঙিনায়
কেন নামলে বোমার মত প্রশিক্ষণ?
নিরীহ শিশুদের উপর
কেন চালালে রণ,
জানি না,
কতটা নিঃসঙ্গ হলে
আসে এমন দমন?"

আমি পাঠিয়েছি স্কুলে,
ঘরে ফেরেনি,
ফিরেছে জ্বলন্ত ছাই,
রক্তের গন্ধ নি।
কেন পাহাড় নয়,
বন নয়, সাগর নয়–
শিশুর হৃদয়কেই বানালে
যুদ্ধের মাঠ,
ও হায়!

তোমরা যারা দায়িত্বে ছিলে,
তোমাদের চোখে ঘুম কীভাবে খেলে?
শিশুর লাশ দেখে কী
তোমার মন কাঁদে না?
নাকি ওই দগ্ধ হৃদয়
তোমাদের স্পর্শ পায় না?

আমার সন্তান তো
স্বপ্নে ভাসা কাগজের নৌকা,
তাকে আগুনে পুড়িয়ে দিলে,
রাষ্ট্র,
কিসের উসুল?
কিসের শোধ?
আমি কি আর মাফ করতে পারি?
তোমাকে ধিক্কার,
শতবার ধিক্কার,
হে নিষ্ঠুর ব্যবস্থার ধারি!

একজন মা বলছে –
“আমার বুক ফাটে,
আমার ঘর শূন্য,
সন্তানকে সাদা কাপড়ে মুড়িয়ে তুলেছে বহ্নি-গরুড়।
কি করে বলি—শান্তি পেতে চাই?
বুকের সন্তানকে তো
আগুনেই হারাই!”

একজন বাবা বলছে –
“আমি তো কেবল
মানুষ করতে চেয়েছিলাম,
তাই কি আমার দোষ হলো?
আমি কি জানতাম রাষ্ট্র নিজেই সন্তান কেড়ে নেবে?
তবুও ক্ষমা করে দে,
খোকা –
এই বোকা বাবাকে ক্ষমা করে দে।”

তোমরা বলো,
যে শিশু
‘ভবিষ্যত বাংলাদেশ’
হয়ে উঠতো,
তাকে কেন আগুনের খাঁচায় দিলে?
তোমার বিবেক কি
কেঁদেছিল একবারও?

আমরা যারা অভিভাবক,
আমরা তো রক্ত দিয়েছি,
আমরা তো দায়িত্বে বিশ্বাস করেছিলাম!
কেন বিশ্বাসঘাতকতা করলে রাষ্ট্র?
কেন আগুন দিয়ে প্রজন্ম জ্বালালে?

তোমার সামরিক কুশলতা কি শিশুদের মাথার ওপরেই ঝরবে?
তোমার ব্যর্থতা কি
আমার বাচ্চার জীবন দিয়ে মাপবে?
কোন নীতিতে,
কোন নিয়মে
তুমি এই হত্যার দায় এড়াও?

আমরা চাই না শুধু তদন্ত!
আমরা চাই না ভগ্ন হৃদয়ে
প্রেস ব্রিফিং!
আমরা চাই — বিচার।
আমরা চাই — উত্তর।

আমরা চাই না ফুলের মালা,
আমরা চাই না ছাই ছড়ানো শোকযাত্রা।
আমরা চাই সন্তান ফিরে আসুক —
যদিও জানি,
আসবে না আর!

শেষে শুধু বলি—
এই শোক রাষ্ট্রের,
এই কষ্ট জাতির,
এই প্রশ্ন কালো অক্ষরে
লিখে রাখো ইতিহাসে—
“কেন শিশুরা
আগুনে ঝলসে গেল?”
তোমরা যদি মানুষ হও,
উত্তর দাও!


#গৌরী_দাস_দোল_আবৃতি
#গৌরী_দাস_দোল_কবিতা




















22/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় স্তব্ধ জাতি! আজ স্থগিত এইচএসসি পরীক্ষা – কী ঘটেছিলো আসলে?"
#উত্তরা_দুর্ঘটনা
#মাইলস্টোন_স্কুল
#এইচএসসি_পরীক্ষা_স্থগিত
#দুর্ঘটনা_সংবাদ

#বাংলাদেশ_খবর








21/07/2025

“শেষপ্রহর অপেক্ষা”
লেখক
গৌরী দাস দোলা
১২-৬-২৫

এত ভালোবাসার পরেও—
আমি তোমার হয়ে উঠতে পারিনি।
তুমি যখন চলে গেলে,
আমি তাকিয়ে থেকেই দেখলাম—
তোমার সেই ধীরে ধীরে চলে যাওয়ার পথ।

প্রতিটি ধাপে আমার হৃদয় ভেঙে গেল,
নীরবতার স্রোতে ডুবে যায় প্রতিটি নিশ্বাস।
মাঝে মাঝে মনে হয়,
তুমি হয়তো ফিরে আসবে—
কিন্তু প্রত্যেক সকালে জানলা ঝুলে কাঁদে,
তোমার স্মৃতিতে ছুঁয়ে থাকা রঙে।

আমার মন থেকে মনের মানুষ—
তুমি দূরে, আরও দূরে চলে যাচ্ছো।
এমন নিদারুণ দৃশ্য—
নিজের চোখে দেখতে হলো—
এই প্রেম একা ঝুলে থাকে হৃদয়ে,
কেউজানবে না এ যন্ত্রণা, এ বৈভব।

আমি বলেছিলাম—
“ভুল বুঝে ভুল পথে হাঁটেছি,
ফুলের মাশুলও আমি দিতে রাজি ছিলাম”—
তবু তোমার সেটি যায় না আপনার মনে।

একদিন দুরে কোন দেশে—
আমি অবাক চোখে দেখলাম—
তুমি অন্য কারো হাতে ধরা,
চলতে চলতে হারিয়ে গেলেই এক নদী মতো।

আমার অন্তর ছিঁড়ে যায়—
আঁধারে ভেসে ওঠে দূরের তোমার আওয়াজ।
বলে যায় না—
“এটুকু বেদনা আরও বাড়বে না?”—
কারণ ভালোবাসা আর বাঁচার অজুহাত তেমনি—


আজ বেঁচে আছি? নাকি মরেই গেছি?
আমি সেই জগতের মানুষ নয়, নিশ্চয়ই।
হারিয়ে যাচ্ছি প্রতিক্ষার অন্ধকারে—
তোমার সেই স্মৃতিতে বন্দি—

“আমি তো কারো না”—
তুমি আমার হওয়া ছিল না ভাগ্য,
ত তোমার চেয়ে দূরে এমন মানুষ কোথায়?

আমার কোনো দাবি নেই—
শুধু তোমার কণ্ঠের এক শব্দ,
আমি চাই না কোনো প্রতিদান—

শুধু তোমার প্রতিক্ষার শেষ দেখার আশায়—
আমি ঘুমোতে চাই না।

মাঝে মাঝে শ্বাস বন্ধ করে যায় এমন ক্ষণে,
নিজেকে ছুঁয়ে বলি—
“হয়তো তুমি ফিরে এসেছো”—
তবু সামনে থাকে শূন্যতা…

কেন বেঁচে আছি?
কার জন্য?
আমার হাতে কিছু না থাকলেও—
তোমার জন্য যা দেবতাম তা দিয়েছি,
তবু তুমি নয়…

তোমার না থাকাটা—
এই ফাঁকা স্থানে পড়ে থাকা কষ্ট—
আমি কোথায় রাখবো এ দুঃখ?

যখন শেষবারের মতো ভেবেছিলাম—
তোমায় দেখতে চাই—
তুমি রেখে দিয়েছে শুধু আখ্যান—
যা হৃদয়ে ছুঁয়ে যায়…

“আমি আর চাই না—
নিশ্চল হোক এই বেদনার বানোয়াট পর্দা”—
তবু অন্তরে বাজে—
তোমার এক অচেনা লহর।

গল্পগুলো অন্য কাউকে বলবে—
তুমি যেন জানো না—
আমার হৃদয়ে শুধু ছিলে তুমি।

আর তুমি—
হয়ে গেছ অনন্ত একটা হিমায়িত স্মৃতি,
যা স্পর্শে ভেঙে যায়—
তুমি কি জানো?

সত্যি কথা হলো—
যত কষ্টই দাও না কেন—
আমি তোমায় চাইতে চাই না,
কিন্তু না চাইতে নেই শক্তি…

এই একাকী যন্ত্রণা—
যা বয়ে চলে ‘স্মৃতির নদী’—
আমি আর স্রোতে ভেসে যেতে চাই না।

তুমি জান না—
এই ফাঁকা জায়গায়—
তোমার বেদনা দিয়ে হৃদয় ভরে গেছে।
আর কোথায় রাখবো এত কষ্ট?

এসো—
আমার শেষপ্রহরে—
এসো…
অনেক অপেক্ষা শেষে…


#গৌরী_দাস_দোল_আবৃতি
#গৌরী_দাস_দোল_কবিতা




















“শেষপ্রহর অপেক্ষা”লেখক গৌরী দাস দোলা ১২-৬-২৫এত ভালোবাসার পরেও—আমি তোমার হয়ে উঠতে পারিনি।তুমি যখন চলে গেলে,আমি তাকিয়ে থেক...
21/07/2025

“শেষপ্রহর অপেক্ষা”
লেখক
গৌরী দাস দোলা
১২-৬-২৫

এত ভালোবাসার পরেও—
আমি তোমার হয়ে উঠতে পারিনি।
তুমি যখন চলে গেলে,
আমি তাকিয়ে থেকেই দেখলাম—
তোমার সেই ধীরে ধীরে চলে যাওয়ার পথ।

প্রতিটি ধাপে আমার হৃদয় ভেঙে গেল,
নীরবতার স্রোতে ডুবে যায় প্রতিটি নিশ্বাস।
মাঝে মাঝে মনে হয়,
তুমি হয়তো ফিরে আসবে—
কিন্তু প্রত্যেক সকালে জানলা ঝুলে কাঁদে,
তোমার স্মৃতিতে ছুঁয়ে থাকা রঙে।

আমার মন থেকে মনের মানুষ—
তুমি দূরে, আরও দূরে চলে যাচ্ছো।
এমন নিদারুণ দৃশ্য—
নিজের চোখে দেখতে হলো—
এই প্রেম একা ঝুলে থাকে হৃদয়ে,
কেউজানবে না এ যন্ত্রণা, এ বৈভব।

আমি বলেছিলাম—
“ভুল বুঝে ভুল পথে হাঁটেছি,
ফুলের মাশুলও আমি দিতে রাজি ছিলাম”—
তবু তোমার সেটি যায় না আপনার মনে।

একদিন দুরে কোন দেশে—
আমি অবাক চোখে দেখলাম—
তুমি অন্য কারো হাতে ধরা,
চলতে চলতে হারিয়ে গেলেই এক নদী মতো।

আমার অন্তর ছিঁড়ে যায়—
আঁধারে ভেসে ওঠে দূরের তোমার আওয়াজ।
বলে যায় না—
“এটুকু বেদনা আরও বাড়বে না?”—
কারণ ভালোবাসা আর বাঁচার অজুহাত তেমনি—


আজ বেঁচে আছি? নাকি মরেই গেছি?
আমি সেই জগতের মানুষ নয়, নিশ্চয়ই।
হারিয়ে যাচ্ছি প্রতিক্ষার অন্ধকারে—
তোমার সেই স্মৃতিতে বন্দি—

“আমি তো কারো না”—
তুমি আমার হওয়া ছিল না ভাগ্য,
ত তোমার চেয়ে দূরে এমন মানুষ কোথায়?

আমার কোনো দাবি নেই—
শুধু তোমার কণ্ঠের এক শব্দ,
আমি চাই না কোনো প্রতিদান—

শুধু তোমার প্রতিক্ষার শেষ দেখার আশায়—
আমি ঘুমোতে চাই না।

মাঝে মাঝে শ্বাস বন্ধ করে যায় এমন ক্ষণে,
নিজেকে ছুঁয়ে বলি—
“হয়তো তুমি ফিরে এসেছো”—
তবু সামনে থাকে শূন্যতা…

কেন বেঁচে আছি?
কার জন্য?
আমার হাতে কিছু না থাকলেও—
তোমার জন্য যা দেবতাম তা দিয়েছি,
তবু তুমি নয়…

তোমার না থাকাটা—
এই ফাঁকা স্থানে পড়ে থাকা কষ্ট—
আমি কোথায় রাখবো এ দুঃখ?

যখন শেষবারের মতো ভেবেছিলাম—
তোমায় দেখতে চাই—
তুমি রেখে দিয়েছে শুধু আখ্যান—
যা হৃদয়ে ছুঁয়ে যায়…

“আমি আর চাই না—
নিশ্চল হোক এই বেদনার বানোয়াট পর্দা”—
তবু অন্তরে বাজে—
তোমার এক অচেনা লহর।

গল্পগুলো অন্য কাউকে বলবে—
তুমি যেন জানো না—
আমার হৃদয়ে শুধু ছিলে তুমি।

আর তুমি—
হয়ে গেছ অনন্ত একটা হিমায়িত স্মৃতি,
যা স্পর্শে ভেঙে যায়—
তুমি কি জানো?

সত্যি কথা হলো—
যত কষ্টই দাও না কেন—
আমি তোমায় চাইতে চাই না,
কিন্তু না চাইতে নেই শক্তি…

এই একাকী যন্ত্রণা—
যা বয়ে চলে ‘স্মৃতির নদী’—
আমি আর স্রোতে ভেসে যেতে চাই না।

তুমি জান না—
এই ফাঁকা জায়গায়—
তোমার বেদনা দিয়ে হৃদয় ভরে গেছে।
আর কোথায় রাখবো এত কষ্ট?

এসো—
আমার শেষপ্রহরে—
এসো…
অনেক অপেক্ষা শেষে…


#গৌরী_দাস_দোল_আবৃতি
#গৌরী_দাস_দোল_কবিতা




















🌸 চিরন্তন সত্যের বার্তা 🌸একবার যদি কোনো ব্যক্তি নিষ্কলুষ অন্তরে, একদিনও ভগবত আসরে বসে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেন—ত...
17/07/2025

🌸 চিরন্তন সত্যের বার্তা 🌸

একবার যদি কোনো ব্যক্তি নিষ্কলুষ অন্তরে, একদিনও ভগবত আসরে বসে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করেন—
তাহলে সেই শ্রবণ বৃথা যায় না।
ভক্তির সেই ছোট্ট বীজ একসময় মহাবৃক্ষে পরিণত হয়।

হয়তো এই জন্মে নয়, কিন্তু নিশ্চিতভাবে কোনো না কোনো জন্মে সে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় লাভ করবেন।
ভগবানের কথা, ভক্তের প্রাণে শাশ্বত আলো জ্বালিয়ে যায়—
আর সেই আলো তাকে ধীরে ধীরে নিয়ে যায় মুক্তির পথে।

🙏🌺 কৃষ্ণ নাম শ্রবণের শক্তিই আমাদের চিরন্তন মুক্তির দ্বার।

🕉️ চ্যানেলের প্রতি ভালোবাসা রাখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো –
👉 জি রাধে রাধে – সনাতনী জাগরণের জন্য এক নিবেদিত প্ল্যাটফর্ম। 💛




কৃষ্ণ প্রেম, অনন্তময় ভালবাসা লেখক  গৌরী দাস দোলা। আমাদের ভালবাসাটা যদি এমন হয় কৃষ্ণ প্রেম। যা অনন্ত ময় যার কোন শেষ নে...
16/07/2025

কৃষ্ণ প্রেম,
অনন্তময় ভালবাসা
লেখক
গৌরী দাস দোলা।

আমাদের ভালবাসাটা যদি এমন হয় কৃষ্ণ প্রেম।
যা অনন্ত ময়
যার কোন শেষ নেই
মৃত্যুর পরেও ফেরত পাওয়া যায় ।
আসুন আমরা সকলেই এমন প্রেমে আবদ্ধ হয়ে পড়ি
কৃষ্ণ প্রেমের মাতোয়ারা হয়ে মনের আনন্দে বলি
হরে কৃষ্ণ ।
পৃথিবীর সবচাইতে মধুর ভাষা হল হরে কৃষ্ণ নাম ।
কৃষ্ণ কথা এতই মধুর জন্ম জন্মান্তরের তোমার সঙ্গে থেকে যাবে ।
আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু অনিত্য।
তাই একবার সকল সনাতনী বলুন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

যদি তোমার দিদি ভাইয়ের কথা এতটুকু ভালো লাগে একবার সঙ্গে থেকে একটা ফলো দিয়ে । তুমি আমাকে এখনো ফলো না করে থাকো।
তাহলে তোমাকে প্রতিদিন আমি ভগবত কথা স্মরণ করিয়ে দিব।
জয় রাঁধে।




15/07/2025

: fb.
#হরে কৃষ্ণ
#কৃষ্ণ নাম


Gauri Das Dola kobita
গৌরী দাস দোলা আবৃতি
Gori das dola abritti
Gori Das Dola pome
#বাংলা _আবৃতি
_kobita
#প্রেমের_কবিতা
#ভালোবাসার_কবিতা
#কবিতা_আবৃত্তি

15/07/2025

"শ্রাদ্ধ মানে স্মরণ নয়, উপলব্ধি"
লেখক
গৌরী দাস দোলা

🌿
একদিন, তুমি আর থাকবে না...
আজ যাঁর শ্রাদ্ধে গিয়েছি,
তিনিও একদিন ঠিক আমার-তোমার মতোই হাসতেন, কাঁদতেন,
সংসার করতেন... তাঁরও ছিলো স্বপ্ন, সন্তান, সাধনার জীবন। কিন্তু আজ?
সব নিস্তব্ধ, নিঃশব্দ।
শুধু একটি নিমন্ত্রণ কার্ড এসে পড়ে আমাদের হাতে— "এসো, শ্রাদ্ধ খেতে এসো!"
আসলে কি খাওয়ার নিমন্ত্রণ? নাকি স্মরণ করানোর আহ্বান—

"তুমি আছো আজ, কিন্তু কাল হয়তো থাকবেনা…"
কত স্বপ্ন আমরা করি,
কত আশা, কত প্রয়াস!
কিন্তু কোনো কিছুই স্থায়ী নয়।
আজ যে সংসারকে তুমি
নিজের ভাবছো,
সেখানে তোমার শুধু অস্থায়ী ভূমিকা,
একদিন সেখানে থাকবে অন্য কেউ, তোমার ছবি থাকবে,
মানুষ বলবে—
"এই মানুষটা ছিলেন,
খুব ভালো ছিলেন…"

তুমি চলে যাবে… শুধু রেখে যাবে তোমার কর্ম।
সেই কর্মই হবে তোমার পরিচয়, সেই কর্মই বলবে,
তুমি কে ছিলে,
কেন এসেছিলে, কী রেখে গেলে!
বন্ধু,
এই পৃথিবীর সবকিছু শেষ হয়ে যায়,
শুধু শেষ হয় না হৃদয়ে গাঁথা ভালোবাসা, শেষ হয় না সত্যিকারের প্রার্থনা,
শেষ হয় না নিষ্ঠা আর ন্যায়ের পথচলা।
আজ যদি পারো,
একফোঁটা চোখের জল ফেলো নিজের ভুলের জন্য,
আজ যদি পারো,
একবার বলো—“হে ভগবান, আমি চাই নিজেকে শুদ্ধ করতে”।
এই শ্রাদ্ধবেলা শুধু মৃতের নয়,

এই শ্রাদ্ধবেলা জীবনের নতুন পথ খোঁজার,
আত্মা জাগ্রত করার,
নিজেকে ফিরে দেখার সময়।

🎙️ 😅“
শ্রাদ্ধ মানে শুধু স্মরণ নয়, আত্মজাগরণের এক আহ্বান”
(লিখেছি গৌরী দাস দোলা)

আজ আমি এমন একটি শ্রাদ্ধবাড়িতে এসেছি,
যেখানে একজন আপন মানুষ আর নেই।
তাঁর নামের পাশে এখন “প্রয়াত” লেখা হয়।
এক সময় যিনি হাসতেন,
সংসার চালাতেন,
মনের মতো করে সাজিয়ে রেখেছিলেন ঘর,
আজ তাঁর জন্য নিমন্ত্রণ—শ্রাদ্ধ খেতে আসো!
কিন্তু এটা কি শুধু খাবারের নিমন্ত্রণ? না... এটা একটা চুপচাপ ডাক— “তুমি আছো, কিন্তু একদিন তুমি থাকবে না!”
জীবন যেন এক লম্বা পথ, যেখানে আমরা ভাবি সময় অনেক আছে… আজ নয়,
কাল করবো...
কিন্তু এই 'কাল' কখন এসে শেষ হয়ে যাবে,
তা কি আমরা জানি?
আজ এই শ্রাদ্ধবাড়িতে দাঁড়িয়ে আমার হৃদয় কাঁপে।
কারণ আমি বুঝি,
আমরা সবাই ক্ষণস্থায়ী।
আমরা যাদের ভালোবাসি,
তারা একদিন থাকবে না।
আর আমরাও একদিন চলেই যাব।
তুমি ভাবো—এই সংসার তোমার। তুমি ঘর সাজাও,
স্বপ্ন বুনো, টাকা জমাও… কিন্তু এই ঘর একদিন তোমার থাকবে না।
তোমার জায়গায় আসবে আরেকজন।
তোমার ছবির পাশে দীপ জ্বলবে, মানুষ বলবে—
“এমনই ছিলেন উনি…”
তুমি কি ভেবেছো,
তোমার পর কেউ তোমার সব কিছু আগলে রাখবে?
না।
তোমার প্রিয়জনরাও একদিন এগিয়ে যাবে,
শুধু থাকবে তোমার কর্মের ছাপ।
তাই বলি বন্ধু,
আজও যদি সময় পাও, নিজেকে শুধরে নাও।
ভুল করেছো?
ঠিক আছে।
মানুষ মাত্রেই ভুল হয়।
কিন্তু আত্মশুদ্ধির দরজা এখনো খোলা।
স্বপ্নগুলো শেষ হয় না চিতায়, সেগুলো শেষ হয় হৃদয়ের ভেতর। তুমি আগুন থেকে জন্ম নিয়েছো, তাই আগুনের মতো আলো দাও পৃথিবীতে।
আজ আমি এই ভিডিওতে শুধু বলছি না—
আমি চাই তুমি অনুভব করো। অনুভব করো,
এই জীবন একদিন শেষ হবে। কিন্তু তোমার ভালোবাসা,
তোমার সততা,
তোমার সতর্কতা… সেই গুলোই থেকে যাবে এই দুনিয়ায়।
তুমি যদি অন্যের সম্পদ নিয়ে নিজের করে রাখো,
জেনে রেখো—সেই সম্পদ তোমার সঙ্গে যাবে না।
তুমি যে দেহ এত যত্নে রেখেছিলে,
সেই দেহও একদিন হবে ছাই।
তাই আজ নিজেকে প্রশ্ন করো—

"আমি কী রেখে যাচ্ছি?"
তুমি শুধু স্ত্রী, পুত্র, সম্পদ,
চাকরি, সম্মান—
এসবের জন্য দৌড়াচ্ছো,
কিন্তু নিজের আত্মাকে তুমি কোথায় রেখেছো?
শ্রাদ্ধ মানে শুধু একজন মৃতকে স্মরণ করা নয়।
শ্রাদ্ধ মানে নিজেকে জাগানো। নিজেকে বলা—
"এখনো সময় আছে।"
যদি পারো,
আজ একটু থেমে যাও।
একবার চোখ বন্ধ করো।
প্রশ্ন করো নিজেকে—

"আমি মানুষ হিসেবে ঠিক পথেই তো আছি?"

কেউ তোমার বদলে তোমার পাপ-পুণ্য বহন করবে না। তোমার কর্মফল শুধু তোমাকেই ভোগ করতে হবে।
তোমার আত্মা যদি শান্তি চায়, তবে আজ থেকেই শুরু করো আত্মসংস্কার।
ভগবান গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করো।
সততা, নম্রতা, ক্ষমা,
ভালোবাসা—
এই গুণগুলোকে আঁকড়ে ধরো।
আজ আমি শ্রাদ্ধ খেতে এসে শুধু খেয়ে ফিরছি না।
আমি ফিরছি একটা উপলব্ধি নিয়ে।
এই উপলব্ধি যেন তোমার হৃদয়েও জাগে,
এই আমার প্রার্থনা।
তুমি এসেছো মানুষ হয়ে,
ফিরে যেও মানবতার আলো জ্বালিয়ে।

🕯️
“তুমি যদি আমার এই কথাগুলো অনুভব করতে পারো,
তবে এখনই নিজের হৃদয়ে একটি দীপ জ্বালো…
জীবনের অন্ধকার দূর করো।”


#হরে কৃষ্ণ
#কৃষ্ণ নাম


Gauri Das Dola kobita
গৌরী দাস দোলা আবৃতি
Gori das dola abritti
Gori Das Dola pome
#বাংলা _আবৃতি
_kobita
#প্রেমের_কবিতা
#ভালোবাসার_কবিতা
#কবিতা_আবৃত্তি

🕉️ মৃত্যুর সার্থকতা কৃষ্ণনামে 🕊️প্রত্যেক মানুষের জীবনের শেষ মুহূর্তটাই হোক ভগবানের চরণে আত্মসমর্পণের শ্রেষ্ঠ সময়।আমাদের...
15/07/2025

🕉️ মৃত্যুর সার্থকতা কৃষ্ণনামে 🕊️

প্রত্যেক মানুষের জীবনের শেষ মুহূর্তটাই হোক ভগবানের চরণে আত্মসমর্পণের শ্রেষ্ঠ সময়।
আমাদের প্রত্যেকের প্রার্থনা হওয়া উচিত—
যেন মৃত্যুর সময় আমাদের মুখে থাকে শ্রীকৃষ্ণের পবিত্র নাম,
হৃদয়ে থাকে দয়াময় যুগল চরণ,
আর বুক জুড়ে থাকে ভগবান শ্রীহরির করুণাশ্রয়।

মৃত্যু আসুক না ভয়ে, আসুক ভক্তিতে—
যেন সেই অন্তিম নিঃশ্বাসে আমরা বলতে পারি:
"হে কৃষ্ণ, তোমারই চরণে আমায় স্থান দাও।"

কারণ মৃত্যু যদি হয় ভক্তির মাঝে, তবে সে মৃত্যু নয়—
তা চিরশান্তি, চিরমুক্তির পথ।

🙏 এই ভাবনা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়,
তবে আমার চ্যানেলটি ফলো করো / সাবস্ক্রাইব করো –
জি রাধে রাধে
এখানে তোমায় অপেক্ষা করছে আরো ভক্তিমূলক, শুদ্ধ হৃদয়ের কথা।

🙏 রাধে রাধে | জয় শ্রীকৃষ্ণ |

গৌরী দাস দোলা



14/07/2025

তুমি কি করে বুঝবে তোমার স্ত্রী আর তোমাকে আগের মত ভালবাসে না।



13/07/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when G sweet vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G sweet vlog:

Share