দ্বীন প্রতিদিন - Deen Every Day

দ্বীন প্রতিদিন - Deen Every Day Islamic talk show with Md Delwar Hossain. Deen Pratideen is an Islamic cultural platform. Open to a

16/07/2025

আজকে ১৬ই জুলাই ২০২৫, "শহীদ আবু সাঈদ দিবস"। ১৬ই জুলাই ২০২৪ সালের ঠিক আজকের এই দিনটাতেই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে আবু সাঈদ'কে হত্যা করা হয়।

সবাই তখন ‘আবু সাঈদ’
সবাই জেগে উঠলো,
সবাই তখন সাহসী,
সবাই তখন ‘আবু সাঈদ’!

আবু সাঈদ ছিলেন ২০২৪ সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী। ২০১৩, ২০১৮ সালের পর ২০২৪ সালের ৬ জুন আবারো কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে যোগদান করেন। তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বেগবান করতে ১৫ই জুলাই ঊনসত্তরের গণঅভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন👇

“ স্যার! (মোহাম্মদ শামসুজ্জোহা), এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার! আপনার সমসাময়িক সময়ে যারা ছিলো সবাই তো মরে গিয়েছে। কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা। আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন। কিন্তু যতদিন বেচেঁ আছেন মেরুদণ্ড নিয়ে বাচুঁন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাড়াঁন। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেচেঁ থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন ‘শামসুজ্জোহা’ হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের।"

২০২৪ সালের ১৬ই জুলাই দুপুর ১২টা থেকেই রোকেয়া বিশ্ববিদ্যালয় অঞ্চলে কোটা আন্দোলনকর্মীরা বিক্ষোভ করছিলো। আবু সাঈদ এই আন্দোলনের সম্মুখ ভাগেই অবস্থান করছিলো সবসময়।

১৬ই জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দু‌'হাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ আনুমানিক ৫০-৬০ ফুট দূর থেকে তার উপর ছররা গুলি ছুড়ে। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন। একপর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি শাহাদৎ বরণ করেন এবং আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ।

মারাত্মক দুটো লাইন! এখানে আরবীতে যা লেখা তার ইংরেজি অনুবাদ করলে এমন দাঁড়ায় -"If love knew how much I love you,love itsel...
07/07/2025

মারাত্মক দুটো লাইন! এখানে আরবীতে যা লেখা তার ইংরেজি অনুবাদ করলে এমন দাঁড়ায় -

"If love knew how much I love you,
love itself would wish to be my beloved."

-
তোমাকে কতটা হৃদয়ে রেখেছি
ভালোবাসা যদি জানতো,
খোদ ভালোবাসা তাহলে আমার
প্রিয়তমা হতে চাইতো।

01/07/2025

🕋 ফজর হলো মুমিনের জীবনের সেরা শুরু, আল্লাহর নূরের প্রথম স্পর্শ 🤍
🌹আলহামদুলিল্লাহ🤲

25/06/2025

যুদ্ধময় সংকটে না পড়লে হয়তো জানা হতো না যে এত ভালো লিডার পৃথিবী নামক গ্রহে আছে!

শত শত কাপুরুষদের মধ্যে একজন
মেরুদণ্ডওয়ালা আদর্শ পুরুষ!✊

মুসলিম জাতি বার বার স্মরণ রাখে, "আমরা তাঁদেরই সৈনিক যাদের দিন কেটেছে ঘোড়ার পিঠে, আর রাত কেটেছে জায়নামাজে।"

\\ট্রাম্প-নেতানেয়াহু খামেনি*কে পায়ে ধরা যুদ্ধবিরতির বিষয়ে যা বলছে ইরানের গণমাধ্যম//=====================================...
24/06/2025

\\ট্রাম্প-নেতানেয়াহু খামেনি*কে পায়ে ধরা যুদ্ধবিরতির বিষয়ে যা বলছে ইরানের গণমাধ্যম//
=====================================

ইসরায়েল-ইরান সংঘাতের ইতি টানার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার বিষয়ে তেহরান বা তেল আবিবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যম এই ঘোষণাকে কেবল ট্রাম্পের "দাবি" হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) রাতে তেহরানের বিভিন্ন জেলার তিনটি জায়গা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী। পরে ইরানজুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। ইরানে এখন গভীর রাত, ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে যে যুদ্ধবিরতি কয়েক ঘণ্টার মধ্যে শুরু হবে না। এখন দেখার বিষয় উভয় পক্ষ কখন ঘোষণা দিয়ে হামলা পাল্টা হামলা বন্ধ করে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহার সহায়তা চান। সূত্র : বিবিসি

কিছুক্ষণ আগের খবর, ত্রান আনতে যাওয়া ফিলিস্তিনিদের উপরে বোম্বিং করে ২০ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলী বাহিনী।
24/06/2025

কিছুক্ষণ আগের খবর, ত্রান আনতে যাওয়া ফিলিস্তিনিদের উপরে বোম্বিং করে ২০ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলী বাহিনী।

|| ট্রাম্প আর নেতানিয়াহু খামেনিকে পায়ে ধরে ইরান-ইসরায়েলে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করলেন | ফিলিস্তিনের হিস্যা আদায় না করে ইরান যুদ্ধবিরতি কার্যকর করলে ফিলিস্তিনের মুসলমানদের সাথে বেঈমানী হবে | যখন যুদ্ধ বিরতির ঘোষনা আসলো তখনও দখলদার ইসরায়েলের বাহিনী ত্রান আনতে যাওয়া ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে ||
====================================

ট্রাম্প আর নেতানিয়াহু খামেনিকে পায়ে ধরে ইরান-ইসরায়েলে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করলেন। ফিলিস্তিনের হিস্যা আদায় না করে ইরান যুদ্ধবিরতি কার্যকর করলে ফিলিস্তিনের মুসলমানদের সাথে বেঈমানী হবে। যখন যুদ্ধ বিরতির ঘোষনা আসলো তখনও দখলদার ইসরায়েলের বাহিনী ত্রান আনতে যাওয়া ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করতেছে।

ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে এবং এর মধ্যে দুই দেশ তাদের চলমান সামরিক মিশন শেষ করবে। যুদ্ধবিরতি নিয়ে সকলকে অভিনন্দনও জানান ট্রাম্প।

সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।’

ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুই পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে—যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।

এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত—এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না!’

পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, ‘গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড!’

ছিঃ ছিঃ ট্রাম্প!!! অবশেষে ইরানের পায়ে ধরে যুদ্ধ বিরতি ভিক্ষা নিলি। ইরানের হামলা সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত আজকে সকাল থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একবার চীনের দ্বারস্থ হচ্ছে একবার রাশিয়ার।

অবশেষে ইরানের জয় হলো। ইরান বীরদর্পে দেখিয়ে দিলো শেষ পর্যন্ত তারা মাথা নোয়াবেনা। মুসলিমরা এমনি হয় এমনি হওয়া উচিত। আরেকটি বিষয়ও স্পষ্ট হয়েছে, আসলে ব্যাংকার বাস্টার দিয়ে ইরানের কোনো ক্ষতি করতে পারেনি পশ্চিমারা।

এর আগেই সব সরঞ্জামাদি সরিয়ে নিয়ে সক্ষম হয়েছে ইরান। কারণ কোন তেজস্ক্রিয়তার চিহ্ন পাওয়া যায়নি।
সবদিকেই ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পায়ে ধরে যুদ্ধ বিরতিতে রাজি করালো দুই পক্ষকে। এরপর কি হবে দেখতে থাকুন।

গা*জার জীবিত ভাই-বোনেরা তোমরা কি দেখতে পাও? গা*জা, রা*ফার শহীদ ভাই বোনেরা তোমরা কি দেখতে পাচ্ছো? দেখে নাও, এটা তোমাদের গ...
19/06/2025

গা*জার জীবিত ভাই-বোনেরা তোমরা কি দেখতে পাও? গা*জা, রা*ফার শহীদ ভাই বোনেরা তোমরা কি দেখতে পাচ্ছো? দেখে নাও, এটা তোমাদের গা*জা-রা*ফা নয়, এটা ইসরায়েলের ভূ-খণ্ড।

04/06/2025

হে আমার রব!
তাকদিরে যা রাখেননি-হৃদয়েও তার স্থান দিয়েন না।🌸
🤲🤍

Address

Dhaka

Telephone

+8801716002896

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীন প্রতিদিন - Deen Every Day posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীন প্রতিদিন - Deen Every Day:

Share