kcp-tv.com "রমজান আলী "

kcp-tv.com "রমজান আলী " মোঃ রমজান আলী # মোবাইল 01708678545

05/09/2022
05/09/2022

কোটচাঁদপুরে মাদক সেবীর ছুরিকাঘাতে সবুজ খাঁ নামের এক যুবকের মৃত্যু

মোঃ রমজান আলী জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকাসেবী এক যুবকের ছুরিকাঘাতে সবুজ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় পাশে এ ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন পৌর এলাকার হাইস্কুল পাড়ার আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলমসাধু চালক সবুজ স্কুলের পাশের একটি দোকানে বসে চা খাচ্ছিলো। এসময় পৌর এলাকার সলেমানপুর দাসপাড়ার শামছুদ্দিন মিয়ার ছেলে আলম হোসেন সেখানে গিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে এলাকা বাসী তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মোঃ হারুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারী আলম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে সে মাদক সেবন করে আসছে। এতে কিছুটা মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে। ঘটনার পর সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি।

Address

Jhenaidah
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when kcp-tv.com "রমজান আলী " posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kcp-tv.com "রমজান আলী ":

Share