Deshrupayan

Deshrupayan বস্তুনিষ্ঠতায় অবিচল

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, নি খোঁ জ ৬ কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা:পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি ...
29/07/2025

বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি, নি খোঁ জ ৬

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি সাগরকন্যা’ নামে একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। এখনো নি খোঁ জ রয়েছেন ৬ জেলে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, গত শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ট্রলারডুবির ঘটনা ঘটে।

এখনো নি খোঁ জ রয়েছেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

উদ্ধার জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যায়। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে তাদের ট্রলারটি দুমড়ে মুচড়ে ডুবে যায়। এসময় তাদের কাছ থেকে একজন স্রোতে ভেসে যায়। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দুফায় আরও ৫ জন স্রোতে ভেসে হারিয়ে যায়। পরে বাকিরা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে সোমবার রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ‘এ ঘটনায় গত ২৬ জুলাই ট্রলার মালিক কিশোর হাওলাদার একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা নিখোঁজ ৬ জেলের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।’

16/07/2025

দোহারে বিএনপির কর্মসূচীতে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির বিশাল মিছিল।
ঢাকার দোহারে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম সংগ্রহ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল মিছিল। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠণিক সম্পাদক খলিলুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি: রেজাউল খান, বিএনপি নেতা সালাম মৃধা,ইয়াকুব দেওয়ান,এ্যাড: মাহাবুব বেপারী, গিয়াস উদ্দিন, সোলায়মান দেওয়ান, আব্দুল আলী,আক্কাস মোল্লা, সেন্টু খান, হুময়ান মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
06/06/2025

বিজ্ঞাপন

দোহার পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম মিয়া ইন্তেকাল করেছেন।
07/05/2025

দোহার পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম মিয়া ইন্তেকাল করেছেন।

ইসলামি বিশ্ব বিদ্যালয়ে মানববন্ধন....
18/04/2025

ইসলামি বিশ্ব বিদ্যালয়ে মানববন্ধন....

ইবি প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জুঁই নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মুখাবয়ব এসিড দিয়ে ঝলসে দেওয়.....

৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ....
18/04/2025

৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগ....

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে একটি মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশ....

দোহারে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন গ্রেফতারদোহার (ঢাকা) প্রতিনিধি.ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকল...
18/04/2025

দোহারে স্বেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন গ্রেফতার

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনির হোসেনকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

বজ্রপাতে বাবা ছেলে গুরুতর আহত
16/04/2025

বজ্রপাতে বাবা ছেলে গুরুতর আহত

কুমিল্লায় অবরোধ....
16/04/2025

কুমিল্লায় অবরোধ....

কুমিল্লা প্রতিনিধি: ছয়দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করেছে কু...

কার্তিকপুর স্কুলের শিক্ষকের পাশে প্রাক্তন শিক্ষার্থীরানিজস্ব প্রতিনিধি: দোহারে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের অসুস্থ শিক্ষক ...
04/04/2025

কার্তিকপুর স্কুলের শিক্ষকের পাশে প্রাক্তন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি: দোহারে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের অসুস্থ শিক্ষক নগেন্দ্র কুমার স্যারের পাশে দাড়িয়েছে বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থীরা।

কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নগেন্দ্র কুমার স্যার দীর্ঘসময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এই সংবাদে
ব্যচ-৯৫, ৯৬,৯৭,৯৮ ও ২০০১ এর প্রাক্তন শিক্ষার্থীরা আর্থিক সহায়তা নিয়ে তাদের শিক্ষকের পাশে দাড়ান। শুক্রবার সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলতায়ন কক্ষে নগেন্দ্র কুমার স্যারের হাতে নগদ ২,৪৩,০০০/- ( দুই লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা সহায়তা তুলে দেন প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ন কবির বলেন, তোমরা আজকে দৃষ্টান্ত তৈরি করলে। তোমাদের দেখে সকল শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তোমরা যে আমাদেরকে ভুলে যাওনি এটাই আমাদের প্রতি তোমাদের সম্মান ও ভালোবাসা। তোমরা যে যখনই সময় পাবে স্কুলে আসবে এবং স্কুলের ভালোমন্দের খোঁজ খবর রাখবে।

এসময় প্রক্তন শিক্ষার্থীরা জানান, নিয়মের ধারাবাহিকতায় আমরা স্কুল থেকে দূরে চলে গেলেও এই শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের প্রান। জীবনের আনন্দময় শ্রেষ্ঠ সময়গুলোই পার করেছি এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষকদের আমরা কখনোই ভুলতে পারবো না। কর্মজীবনের তাগিদে আমরা একেক জায়গায় থাকলেও স্কুল জীবনকে আমরা স্মরণ করে থাকি।

এসময় উপস্থিত ছিলেন, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম, সহকারী প্রধান শিক্ষক সেলিম মাহমুদ, সিনিয়র শিক্ষক আবু মো. হুমায়ুন কবির, ক্রীড়া শিক্ষক নগেন্দ্র কুমার, ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আনোয়ার হোসেন, ৯৬ ব্যাচের বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলম, তানিয়া রহমান, ৯৮ ব্যাচের ইঞ্জিনিয়ার হুমায়ুন, ফুড ইন্সপেক্টর ইমরান হোসেন বুলবুল ও মনির হোসেন, ২০০১ ব্যাচের ডা. শামীম ও পুলিশ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।

দোহারে রাতের আধারে বাড়িতে ঢুকে দেয়াল ভাংচুরনিজস্ব প্রতিনিধি.ঢাকার দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকায় রাতের আধারে বসতবাড়িতে ...
30/03/2025

দোহারে রাতের আধারে বাড়িতে ঢুকে দেয়াল ভাংচুর

নিজস্ব প্রতিনিধি.
ঢাকার দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকায় রাতের আধারে বসতবাড়িতে ঢুকে দেয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে শেখ করম আলীর বাড়িতে এঘটনা ঘটে।
ভুক্তভোগী রুপা ও আসমা আক্তার জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী আমেনা বেগম, শাওন, আরিফ, পিঞ্জু ও মাহফুজদের সাথে বিরোধ চলছিলো। এনিয়ে মামলার তিনটি রায় পক্ষে থাকলেও দেয়াল তুলতে বাধা দেয় শাওন গংরা।
এর প্রেক্ষিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে আমেনা বেগম, শাওন, আরিফ ও মাহফুজের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অজ্ঞাত আরও ১৫-২০ জন সন্ত্রাসী দিয়ে তাদের দেয়াল ভেঙ্গে দেয়। ভুক্তভোগী রুপা জানান, ঘটনার কিছক্ষণ আগে তাদের বাড়ির প্রতিটি দরজায় শীকল দিয়ে ও বৈদ্যতিক লাইট খুলে নেয়া হয়। এসময় জরুরী সেবা ত্রিপল নাইনে ফোন দিয়েও তাৎক্ষনিক পুলিশের কোন সহায়তা পাননি। পরে সকাল ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা পুলিশ।
এবিষয়ে অভিযুক্ত শাওন ও মাহফুজদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা জানান, এর আগে হামলার ঘটনা ধামাচাঁপা দিতে এমন ঘটনা ঘটানো হয়েছে। অপর অভিযুক্ত মো.আরিফ বলেন, রাতে কারা হামলা করেছে আমরা কিছ্ইু জানিনা। আমাদের উপর মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে।
এবিষয়ে দোহার থানার পুলিশ পরির্দশক মো. মাহাতাব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Address

Dhaka
1330

Alerts

Be the first to know and let us send you an email when Deshrupayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshrupayan:

Share