মাহমুদ সিদ্দিকী

মাহমুদ সিদ্দিকী লেখক, সম্পাদক, খতিব, আলোচক

12/12/2025

গতকাল থেকে হুট করে বহুমুখী অসুস্থতায় কাতর হয়ে পড়েছি। টন্সিল, গলাব্যথা, পলিপাস, জ্বর, মাথা ও শরীর ব্যথা, ঠাণ্ডা—সব নিয়ামাত একসাথে। ফজরের নামাজে যখন তিলাওয়াত করছিলাম, বারবার মনে হচ্ছিল—এই বুঝি পড়ে যাব। সারারাতে ঘুম হয়েছে দশ থেকে বিশ মিনিট।

দুআ চাই, আল্লাহ তায়ালা যেন সুস্থতার নিয়ামাত নসিব করেন।

10/12/2025

গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির সীরাত কনফারেন্সে দিল খোশ করা তাকবির ধ্বনি।

গেস্ট হিসেবে ছিলেন—মুফতি আব্দুল মালেক হাফিযাহুল্লাহ, শায়খ আহমদুল্লাহ হাফিযাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আযহারী হাফিযাহুল্লাহ।

শীতের সকালে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে মক্তবের দিকে এগিয়ে যাচ্ছে শিশুদল
10/12/2025

শীতের সকালে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে মক্তবের দিকে এগিয়ে যাচ্ছে শিশুদল

09/12/2025

একসময় সকাল বেলার মক্তব ছিল আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাদ ফজর শিশুরা মক্তবে যেত। কুরআন শিখত। সময়ের পরিক্রমায়, আজ তা যেন হারিয়ে যেতে বসেছে।

তাই বলে, আমাদের সন্তানদের কুরআন শিক্ষা কি থেমে থাকবে?

দেরি না করে অংশগ্রহণ করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
02/08/2025

দেরি না করে অংশগ্রহণ করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।

হালাকাহ সেমিনার-০২

বিষয় : উপনিবেশকালে মুসলিম বাংলার সমাজ সংস্কারের ধারা

Registration is open now.

উপনিবেশকাল ছিল বাংলার মুসলিম সমাজের জন্য ক্রান্তিকাল। এই ক্রান্তিকালে নিজেদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে মুসলিমদের অনেক কিছু করতে হয়েছে। বহু উদ্যোগ গ্রহণ করতে হয়েছে। কখনো তাসাউফ চর্চার মাধ্যমে, কখনো শিক্ষাবিপ্লবের মাধ্যমে, কখনো নিছক ধর্মচর্চার আদলে, কখনোবা সভা-সমিতি-সংগঠনের ব্যানারে--নানাভাবে নিজেদের মধ্যকার বিপ্লবের আগুনকে লালন, চর্চা ও জিইয়ে রাখতে হয়েছে। ২০২৪-২৫ সনের অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে নিজেদের করণীয় ঠিক করতে সেই ক্রান্তিকালের ইতিহাস জানা, বোঝা ও চর্চা আমাদেরকে সিদ্ধান্ত নিতে অনেকক্ষেত্রে সাহায্য করবে।

হালাকাহ সেমিনার-০১ এ আমরা সুলতানি আমলের বাংলা নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা বাংলার সংস্কার ধারা নিয়ে কথা বলব। আসুন ও আত্মপরিচয়ের সন্ধান জেনে উপকৃত হোন।

আলোচকবৃন্দ :
ডা. শামসুল আরেফীন শক্তি
লেখক, গবেষক, এক্টিভিস্ট

ইমরান রাইহান
লেখক, ইতিহাসবিদ

জগলুল আসাদ
অধ্যাপক, লেখক, গবেষক

জাকারিয়া মাসুদ
লেখক, সম্পাদক, এক্টিভিস্ট

আম্মারুল হক
লেখক, অনুবাদক

মাহমুদ সিদ্দিকী
লেখক, সম্পাদক, খতিব

ইতিহাস ও বুদ্ধিবৃত্তিক এই সেমিনারে জয়েন করতে রেজিস্ট্রেশন করুন এখনই। রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/SNy5vKKDJ7m4nzPf6

04/07/2025

ঢাকায় মানবাধিকার কমিশনের দফতর প্রসঙ্গে জাতীয় মসজিদের খতিবের বক্তব্য

১৫ই জুন  studio তে ফুল ডে হালাকাহর ৩ টি পর্ব রেকর্ড হয়েছে, আলহামদুলিল্লাহ। বিস্তারিত আপডেট হালাকাহর পেইজে আসবে ইনশাআল্লা...
17/06/2025

১৫ই জুন studio তে ফুল ডে হালাকাহর ৩ টি পর্ব রেকর্ড হয়েছে, আলহামদুলিল্লাহ। বিস্তারিত আপডেট হালাকাহর পেইজে আসবে ইনশাআল্লাহ।

আইয়ামে ঈদের জরুরি মাসয়ালা।
08/06/2025

আইয়ামে ঈদের জরুরি মাসয়ালা।

এক নজরে ঈদের নামাজ।
06/06/2025

এক নজরে ঈদের নামাজ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মাহমুদ সিদ্দিকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category