মাহমুদ সিদ্দিকী

মাহমুদ সিদ্দিকী লেখক, সম্পাদক, খতিব, আলোচক

04/07/2025

ঢাকায় মানবাধিকার কমিশনের দফতর প্রসঙ্গে জাতীয় মসজিদের খতিবের বক্তব্য

১৫ই জুন  studio তে ফুল ডে হালাকাহর ৩ টি পর্ব রেকর্ড হয়েছে, আলহামদুলিল্লাহ। বিস্তারিত আপডেট হালাকাহর পেইজে আসবে ইনশাআল্লা...
17/06/2025

১৫ই জুন studio তে ফুল ডে হালাকাহর ৩ টি পর্ব রেকর্ড হয়েছে, আলহামদুলিল্লাহ। বিস্তারিত আপডেট হালাকাহর পেইজে আসবে ইনশাআল্লাহ।

আইয়ামে ঈদের জরুরি মাসয়ালা।
08/06/2025

আইয়ামে ঈদের জরুরি মাসয়ালা।

এক নজরে ঈদের নামাজ।
06/06/2025

এক নজরে ঈদের নামাজ।

05/06/2025

বিপদ-আপদে আমাদের করণীয় কী?

নানা সময় আমরা বিপদে পড়ি। কখনও নিজে বিপদে পড়ি, কখনও অন্যকে বিপদে পড়তে দেখি। আকস্মিকতায় আমরা অনেক সময় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। বুঝতে পারি না, আমাদের করণীয় কী? কুরআন-সুন্নাহয় এর সমাধান উল্লেখ আছে খুব সহজ ও সুন্দরভাবে। যদি আমি বিপদে পড়ি, তাহলে কী করব? যদি অন্যকে বিপদে পড়তে দেখি, তখন কী করব? সবই উল্লেখ আছে।

01/06/2025

জমে থাকা কিতাবের স্মৃতি।

পড়াশোনার সময় থেকেই নানা সময় অনেক কিতাব-পত্র সংগ্রহ করা হয়েছে। কিতাব সংগ্রহ একটা নেশার মতো। যদিও জায়গা সংকুলানের অভাবে ইচ্ছে থাকলেও অনেক সময় কিতাব সংগ্রহ করা যায় না। অনেক সময় কিতাবের মূল্য বেশি হওয়ার কারণেও সংগ্রহ করা যায় না। এর ভিতর দিয়েই অল্প কিছু কিতাব সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবটাই আল্লাহ তাআলার অনুগ্রহ। যদিও এখানে যা আছে, তা আমার কাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় কিতাবের ১০ ভাগ মাত্র।

As sunnah Foundation যে কত কত মানুষের জীবন বদলে দিচ্ছে! আল্লাহ তায়ালা শায়খ Ahmadullah হাফিযাহুল্লাহকে উত্তম বিনিময় দান ক...
31/05/2025

As sunnah Foundation যে কত কত মানুষের জীবন বদলে দিচ্ছে! আল্লাহ তায়ালা শায়খ Ahmadullah হাফিযাহুল্লাহকে উত্তম বিনিময় দান করুন।Ahmadullah

30/05/2025

গতকাল চলে গেল ২৯ মে, ঐতিহাসিক কনস্টান্টিনোপল বিজয়ের ৫৭২ বছর।

মাত্র ২১ বছর বয়সে সুলতান মুহাম্মাদ আল ফাতিহ ৮৫৭ বছর ধরে অজেয় থাকা কনস্টান্টিনোপলের পতন ঘটান।

অথচ, বর্তমান মুসলিম উম্মাহর ২১ বছর বয়সি তরুণরা কী করে?

ইতিহাস শুধু পড়লেই হবে না। গৌরবময় অতীতকে ফিরিয়ে আনতে হলে ইতিহাসকে মনেপ্রাণে ধারণ করতে হবে।

২০১৯ সালে আস-সুন্নাহর এই কার্যক্রমের কথা শুনি। উলূমুল হাদিস পড়ি তখন। যেহেতু কিতাবাদি ঘাঁটাঘাঁটির সাথে সময় কাটবে, তাই সেস...
29/05/2025

২০১৯ সালে আস-সুন্নাহর এই কার্যক্রমের কথা শুনি। উলূমুল হাদিস পড়ি তখন। যেহেতু কিতাবাদি ঘাঁটাঘাঁটির সাথে সময় কাটবে, তাই সেসময় একটা আগ্রহ ছিল এই কাজের প্রতি।

যারা কিতাবাদি নিয়ে পড়ে থাকতে চান, সমসাময়িক সমস্যাবলি নিয়ে ইলমি কাজে ব্যস্ত থাকতে চান—এমন যোগ্য লোকদের জন্য উপযুক্ত ক্ষেত্র। আগ্রহ থাকলে মিস দেওয়া ঠিক হবে না। বিস্তারিত কমেন্টবক্সে।

29/05/2025

সিরাত : কী পড়ব, কীভাবে পড়ব?

মাহমুদ সিদ্দিকী | ইমরান রাইহান

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মাহমুদ সিদ্দিকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category