02/08/2025
দেরি না করে অংশগ্রহণ করতে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
হালাকাহ সেমিনার-০২
বিষয় : উপনিবেশকালে মুসলিম বাংলার সমাজ সংস্কারের ধারা
Registration is open now.
উপনিবেশকাল ছিল বাংলার মুসলিম সমাজের জন্য ক্রান্তিকাল। এই ক্রান্তিকালে নিজেদের আত্মপরিচয় টিকিয়ে রাখতে মুসলিমদের অনেক কিছু করতে হয়েছে। বহু উদ্যোগ গ্রহণ করতে হয়েছে। কখনো তাসাউফ চর্চার মাধ্যমে, কখনো শিক্ষাবিপ্লবের মাধ্যমে, কখনো নিছক ধর্মচর্চার আদলে, কখনোবা সভা-সমিতি-সংগঠনের ব্যানারে--নানাভাবে নিজেদের মধ্যকার বিপ্লবের আগুনকে লালন, চর্চা ও জিইয়ে রাখতে হয়েছে। ২০২৪-২৫ সনের অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে নিজেদের করণীয় ঠিক করতে সেই ক্রান্তিকালের ইতিহাস জানা, বোঝা ও চর্চা আমাদেরকে সিদ্ধান্ত নিতে অনেকক্ষেত্রে সাহায্য করবে।
হালাকাহ সেমিনার-০১ এ আমরা সুলতানি আমলের বাংলা নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা বাংলার সংস্কার ধারা নিয়ে কথা বলব। আসুন ও আত্মপরিচয়ের সন্ধান জেনে উপকৃত হোন।
আলোচকবৃন্দ :
ডা. শামসুল আরেফীন শক্তি
লেখক, গবেষক, এক্টিভিস্ট
ইমরান রাইহান
লেখক, ইতিহাসবিদ
জগলুল আসাদ
অধ্যাপক, লেখক, গবেষক
জাকারিয়া মাসুদ
লেখক, সম্পাদক, এক্টিভিস্ট
আম্মারুল হক
লেখক, অনুবাদক
মাহমুদ সিদ্দিকী
লেখক, সম্পাদক, খতিব
ইতিহাস ও বুদ্ধিবৃত্তিক এই সেমিনারে জয়েন করতে রেজিস্ট্রেশন করুন এখনই। রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/SNy5vKKDJ7m4nzPf6