তকদির

তকদির আল্লাহ্ যাহাকে ইচ্ছা হিদায়াত দান করেন আর যাহাকে ইচ্ছা পথহারা করেন। আল্লাহ্ সবাইকে হিদায়াত দান করুন।

31/05/2025

এটা আয়ত্ত করে নিন, তাহলে জীবনে আপন মানুষের কথায় হতাশা অন্তরে বাসা বাঁধবে না।
ফলো করুন ভালো কিছু জানতে।

23/12/2024

রংপুর ২য়
আন্তর্জাতিক কিরাত সন্মেলন, যেই কন্ঠের জন্য পাগল গোটা বিশ্ব
কারী রেজা আয়ুইব আফ্রিকা

মারকাজুল হুজ্জাজ দারুস-সালাম মাদ্রাসা ও মহিবুল্লাহ আল কোরআন ফাউন্ডেশন রংপুর এর যৌথ আয়োজনে "আন্তর্জাতিক কেরাত সম্মেলন"Int...
21/12/2024

মারকাজুল হুজ্জাজ দারুস-সালাম মাদ্রাসা ও মহিবুল্লাহ আল কোরআন ফাউন্ডেশন রংপুর এর যৌথ আয়োজনে "আন্তর্জাতিক কেরাত সম্মেলন"International Qirat Conference"2024.
#ইসলামিক

09/12/2024

আজকের হাদীস:
সুবহানাল্লাহ
আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ - وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلْوَهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ.

যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করবে, (আল্লাহ তা কবূল করবেন) এবং আল্লাহ কেবল পবিত্র মাল কবূল করেন। আর আল্লাহ তাঁর (কুদরতি) ডান হাত দিয়ে তা কবূল করেন। এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ অশ্বশাবক প্রতিপালন করে থাকে। অবশেষে সেই সদকা পাহাড় বরাবর হয়ে যায়।

সহীহ বুখারী, হাদীস ১৪১০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ১৩২৭(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
#হাদীস #ইসলামিক #আল্লাহ #ইসলামেরআলো

Address

House 23, Road 06, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when তকদির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তকদির:

Share