JH Media

JH Media আমি আমার মতো💝

বেচারা নৌকার সব দোষ 🙈নৌকা কি নিজে নিজে বালু -পাথর তুলে নিয়ে যায়?
13/08/2025

বেচারা নৌকার সব দোষ 🙈
নৌকা কি নিজে নিজে
বালু -পাথর তুলে নিয়ে যায়?

আবার শুরু হইছে! সারাদিন গাড়ি চালিয়ে রাতে গান্জার আড্ডায় বসা লোকজন আবার ধর্মঘট পালন করবে হাস্যকর
07/08/2025

আবার শুরু হইছে!
সারাদিন গাড়ি চালিয়ে রাতে গান্জার আড্ডায় বসা লোকজন আবার ধর্মঘট পালন করবে হাস্যকর

১২ আগস্ট থেকে সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘট ঘোষণা
#বাংলার_সত্য_খবর #সর্বশেষ_সংবাদ #দ্রুত_খবর #বিশ্বস্ত_সংবাদ #বাংলাদেশ

30/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

25/07/2025

আশে পাশে কি কেউ নাই!
হায়রে মানুষ, মানুষ যদি মানুষের বিপদেই না আসে, তাহলে মানুষ হয়ে লাভ কি😅

24/07/2025

শু.. য়োরের বাচ্চাদের নিয়ম
*
এদেশে সব নিয়ম হয় নিম্ন শ্রেনীর মানুষদের জন্য।
যারা নিয়ম বানায় তারা সবাই দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়,কলেজ থেকে লেখপড়া শেষ করে আসে।
তারাই দায়িত্ব পায় বা নেয়।
নিয়ম তৈরী করে জনসাধারণের জন্য।
এদেশে বর্তমানে শিক্ষিতের হার ৭৭.৭ শতাংশ। বাকিদের মধ্যে লেখাপড়ার সুযোগ পায় না।
২০ শতাংশ ১৫-১৮ শতাংশ। ৯-১২ শতাংশ সুযোগ পেয়েও অবহেলায় লেখাপড়া ছেড়ে দেয়।তাহলে সর্বপরী হিসেব দ্বারায় যে দেশের চারভাগের তিনভাগই শিক্ষিত।
কিন্তু আমি মানি না।
কারন সবাই লেখাপড়া করে চাকরির জন্য, উদেশ্য একটাই চাকরি,
কিন্তু লেখাপড়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিলো মানুষ হওয়া।
যারা চাকরির জন্য বা সার্টিফিকেটের জন্য লেখাপড়া করে,
তারা অধিকাংশই মানুষ হয় না বা হতে পারে না।
তাদের ভিতরে মনুষ্যত্ব লোভ পায়।
এবার আসি প্রথম কথায়...
নিয়ম তৈরী বা মানা প্রসঙ্গে।
এদেশের তিনভাগ সেই শিক্ষিতরা বা সার্টিফিকেট দ্বারী মানুষ। বেশিরভাগই নিয়ম মানে না।
যারা নিয়ম বানায় বা করে।
তাদের স্বার্থে লাগলে তারাই নিয়ম ছেড়ে দেয়।
কোন জায়গা থেকে ছুটে গেলো বা ভেঙে গেলো, খেয়ালই রাখে না।
এরপর আসি..
টাকা ওয়ালা তারা টাকার জোড়ে অনিয়মকে নিয়মে পরিবর্তন ও নিয়মকে অনিয়মে পরিবর্তন করে ফেলে।এরাও কিন্তু ৮০% শিক্ষিত বা সার্টিফিকেট দ্বারী🤐
আবার যারা দেশ বা প্রতিষ্ঠানের উর্দ্দতন কর্মকর্তা।
তারা আবার ক্ষমতার বলে মানুষকে মানুষ মনে করে না।
এরাও কিন্তু ঐ শিক্ষার হারের মধ্যেরই মানুষ 👤
নিচের বা নিম্নশ্রেণীর মানুষ পারে না নিয়মকে অনিয়মে পরিবর্তন করতে।
করন তাদের টাকা,ক্ষমতা, বা চেয়ার কোনটাই থাকে না।
তাই তাদের প্রতি অনিয়ম দেখেও চুপ করে থাকতে বাধ্য হয়।
সত্যি বলতে বা সোজা ভাষায় এদেশ সমাজ সব গোনে (এক ধরনের মানসিক পোকা) কাটছে।
ততদিন পর্যন্ত দেশ আগাবে না যতদিন না বৈষম্য দূর হবে।তাই তো বলি শু....য়োরের বাচ্চার নিয়ম 🤐👤

কজন বা বুঝে ব্যাথা বলে শুধু মুখের কথা 😥
25/08/2024

কজন বা বুঝে ব্যাথা
বলে শুধু মুখের কথা 😥

"রক্ত দিয়া বানাইছি ঘর
দিল্লি দেখায় পানির ডর "

25/08/2024
23/06/2024

মেঘনা নদীর তীর

যেখানে ভূতের ভয় সেখানেই খেতে হয়
11/06/2024

যেখানে ভূতের ভয় সেখানেই খেতে হয়

17/04/2024

গাছ কাটুন 🤐🫥
এসি লাগান 🥹
উজাড় করুন
দেশের বাগান👏

17/04/2024

ইন্না লিল্লাহ
আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন 🤲

আমি আছি আমার মতো
16/04/2024

আমি আছি আমার মতো

Address

Banani
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when JH Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JH Media:

Share