BDNews24Live

BDNews24Live latest bangla news, update news today, update news, bangla khabar, news, khabar, khobor, bangla news

18/01/2024

কনসার্ট হবে দেশের সব সেলিব্রেটিরা আসতেছে চুনারুঘাটে এমপি ব্যারিস্টার সুমনের

আপনাদের সকলের দোয়া ও রায় প্রত্যাশী।
15/01/2024

আপনাদের সকলের দোয়া ও রায় প্রত্যাশী।

12/01/2024

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠান

11/01/2024

জামালপুরে অসুস্থ হয়ে জেলা কারাগারে ২ কারাবান্দি না ফেরার দেশে চলে গেল।

ভূমি অগ্রাধিকার সংক্রান্ত অভিযোগের জন্য যোগাযোগ করুন জামালপুর ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব।
09/01/2024

ভূমি অগ্রাধিকার সংক্রান্ত অভিযোগের জন্য যোগাযোগ করুন জামালপুর ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব।

09/01/2024

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে ১নং কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় ৮২ মিঃমিঃ মর্টার গোলার সন্ধান পাওয়া গেছে । আজ সন্ধ্যায় মর্টার গোলাটি রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় পড়ে থাকতে দেখে ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর। পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জায়গায়টি ঘিরে রেখেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, কোজগড় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক এর পাশে পরিত্যক্ত জঙ্গল এ মর্টার গোলাটি পাওয়া গেছে। একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি ডিসপোজাল করা হবে। ইতিমধ্যে ঘাটাইল ক্যান্টরমেন্টে যোগাযোগ করা হয়েছে। বোম ডিসপোজাল টিম আগামীকাল সকালে ঘটনাস্থলে পৌঁছাবে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

জামালপুরের সদরের ১নং কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিস্পোজাল ইউনিট।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উদ্ধার হওয়া স্থল থেকে ৫০ মিটার দুরত্বে নিরাপদ স্থানে ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এসময় ১ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা তৈরি করে সেনা-বাহিনী, র‌্যাব, পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘাটাইল সেনা-নিবাসের ১৯ পদাতিক ডিভিশনের (ব্রিগেডিয়ার জেনারেল) আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমটি নিষ্ক্রিয় কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম। ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি ব্রিটিশের তৈরি। এটি ট্যাং ধংষকারী একটি মর্টার গোলা। ১৯৭১ সালে ব্যবহৃত হতো বলে জানিয়েছেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (মেহনাজ ফেরদৌস) ৷ এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর, ডিবির ওসি শাহানেওয়াজ সহ আরো অনেকে। তবে এই ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি কিভাবে এখানে এলো তা তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। জানা গেছে তদন্ত শেষে সেদিন বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল সোমবার বিকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোজগড় এলাকায় পাশে কামরুজ্জামান বাবুলের (ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর) ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি দেখতে পায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যায়গাটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘরে বসে থাকবেন না ভোট দিতে ভুলবেন না।
06/01/2024

ঘরে বসে থাকবেন না ভোট দিতে ভুলবেন না।

জামালপুর সদরের কালিবাড়িতে সংবাদ সংগ্রহের সময় আইন শৃঙ্খলা বাহিনীর মারধরের শিকার চ্যানেল আই ক্যামেরাপার্সন শান্ত সহ একাধি...
03/01/2024

জামালপুর সদরের কালিবাড়িতে সংবাদ সংগ্রহের সময় আইন শৃঙ্খলা বাহিনীর মারধরের শিকার চ্যানেল আই ক্যামেরাপার্সন শান্ত সহ একাধিক সাংবাদিক এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when BDNews24Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDNews24Live:

Share