31/10/2025
উদ্ভাসের তৃতীয় বর্ষপূর্তি
দেখতে দেখতে পেরিয়ে গেল তিনটি বছর। সময়ের অনিবার্য গতিতে উদ্ভাস আজ চতুর্থ বর্ষে পদার্পণ করছে। সূচনালগ্নে উদ্ভাস একটি স্বপ্ন ছিল মাত্র—সাহিত্য ও শিল্পের মুক্ত স্রোতধারায় তরুণ লেখকদের জন্য এক উন্মুক্ত পরিসর গড়ে তোলার স্বপ্ন। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে আপনাদের সবার ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতায়।
এই পথচলায় আমাদের লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতাই ছিল আমাদের প্রকৃত শক্তি। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।
উদ্ভাস বিশ্বাস করে—সাহিত্য কোনো ক্ষণস্থায়ী প্রয়াস নয়, এটি সময়ের সঙ্গে গড়ে ওঠা এক নিরন্তর ধারা। সেই ধারার অংশ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে আরও দূর, আরও গভীর ও বিস্তৃত প্রান্তরে।
আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া নিয়েই আমরা আগামীর পথে যাত্রা অব্যাহত রাখব ইনশাআল্লাহ—এটাই আমাদের দৃঢ় প্রত্যয়।
আল্লাহ আমাদের প্রচেষ্টায় বরকত দিন।
—উদ্ভাস পরিবার