
06/09/2025
দোজখ | ইমতিয়াজ মাহমুদ
কবর থেকে লাশ তুলে এনে আগুনে পোড়ানোর
খবর দেখে আমার ঘোর নাস্তিক বন্ধুটিও আজ
আস্তিক হয়ে গেছে। সে বলছে, ধর্মগ্রন্থে মানুষের
মৃত্যর পর যে-দোজখের উল্লেখ আছে, তা সত্য।
তার বিশ্বাস, পরকালের সবচেয়ে বড় দোজখটার
নাম, 'বাংলাদেশ'। আমি তাকে বললাম, কী যা তা
বলছ? এই দেশ পরকাল হলে আমাদের ইহকাল
কোথায় কেটেছে? সে বললো, আমাদের কোনো
ইহকাল ছিল না, আমাদের পরকাল থেকেই শুরু।
#উদ্ভাস_সাহিত্য_বিষয়ক_পত্রিকা