Jaber Ahmed Nahid

Jaber Ahmed Nahid অরাজনৈতিক ব্যক্তিত্ব,প্রচলিত রাজনীতির (দল) সাথে কোনো সম্পর্ক নেই।
একমাত্র ভালো-মন্দের বিচারে সত্য প্রকাশ এবং প্রতিষ্ঠাই জীবনের মূল লক্ষ্য।
(5)

I’m Jaber Ahmed Nahid, currently pursuing my education at Darunnazat Siddika Kamil Madrasah alongside studying at a renowned University in the country. My academic journey reflects my deep curiosity and passion for knowledge — not just for the sake of a degree, but for understanding, exploring, and uncovering the truth. Research is not a profession for me; it’s a passion. I am profoundly intereste

d in Islamic studies, historical events, and political analysis. I love to delve deep into subjects, connect the past with the present, and bring forward perspectives that are based on facts, fairness, and justice. I am not affiliated with any political party or ideology. My judgments and comments are made purely on the basis of actions and policies — not loyalty to a group or a person. I believe in fairness, impartiality, and honoring the principle of justice, regardless of political color or affiliation. My main aim and aspiration in life is to reveal and establish the truth, to shed light on misunderstood or neglected aspects of history and society, and to uphold the dignity and honor of Prophet صلى الله عليه وسلم. Whatever I do — whether it’s research, writing, or education — I am driven by this mission. In a world full of biases and misinformation, I wish to be a voice of fairness, clarity, and authenticity. My hope is that through my endeavors, I can contribute in a small but meaningful way to spreading knowledge, justice, and understanding.

(.)
26/10/2025

(.)

26/10/2025

মানুষের জীবন = ৫ লাখ টাকা

যে সরকার ইস্কন নিষিদ্ধ করতে পারে না, সে সরকার ভারতপ্রেমী।
26/10/2025

যে সরকার ইস্কন নিষিদ্ধ করতে পারে না, সে সরকার ভারতপ্রেমী।

ইসকনের কার্যক্রম নিয়ে সমাজে উদ্বেগ প্রকাশ করে লেখক ও চিন্তাবিদ জাবের আহমদ নাহিদ বলেছেন, “যে সরকার ইসকনকে নিষিদ্ধ...

বিস্তারিত কমেন্ট বক্সে -
26/10/2025

বিস্তারিত কমেন্ট বক্সে -

25/10/2025

বিতর্কিত বক্তা আমির হামজাকে বিশ্রামে থাকার পরামর্শ জাবের আহমদ নাহিদের

নিউজ লিংক কমেন্ট বক্সে...
25/10/2025

নিউজ লিংক কমেন্ট বক্সে...

আহারে,আমাদের কতো আক্ষেপ!যদি আমার এই থাকতো, ঐ হতো, তাই পেতাম!প্রতিদিন ঘুরেফিরে এই আক্ষেপই আমাদেরকে ব্যর্থ করে রাখে।একবার ...
24/10/2025

আহারে,
আমাদের কতো আক্ষেপ!
যদি আমার এই থাকতো, ঐ হতো, তাই পেতাম!

প্রতিদিন ঘুরেফিরে এই আক্ষেপই আমাদেরকে ব্যর্থ করে রাখে।

একবার আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের মেয়ে আত্মহ*ত্যা করেছিলো —
তখন তাদের শুধু একটাই কথা ছিল,
"আমাদের কিচ্ছু চাইনা, আমার মেয়ে যা চায় তাই দিবো, শুধু মেয়েটা ফিরে আসুক।"

বেকারের আক্ষেপ — ইশ্, যদি শুধু একটা চাকরি পেতাম!
অন্ধ মানুষের আক্ষেপ — আহারে, যদি একবার দেখতে পেতাম!

কোনো বাবা-মা সন্তান নষ্ট করার জন্যে ডাক্তারের কাছে যাচ্ছে,
আর তারই পরের সিরিয়ালে আছে আরেক দম্পতি, যারা ১২ বছর ধরে শুধু একটা বাচ্চার অপেক্ষা করছে।

প্রতি*বন্ধী সন্তানের মা-বাবা চাচ্ছে —
কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার চাইনা,
শুধু যদি বাচ্চাটা স্বাভাবিক হতো!
এদিকে স্বাভাবিক বাচ্চা পাওয়া মা-বাবা
ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর আশায় সন্তানকেই প্রতিবন্ধী বানাচ্ছে।

- আহারে জীবন!
প্রেম করেও পস্তাচ্ছে কেউ,
আর কেউ ভাবছে — সে প্রেম না করেও পস্তাচ্ছে।

পরীক্ষার খাতায় ৮৫ পেয়েও কারো আক্ষেপ — কেন ৯০ হলো না।
আর ৪০ পেয়েও কেউ ধুমছে মিলাদ দিচ্ছে।

আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে সববিষয়ে শুধু জিতে থাকার পরিকল্পনাই করবেন। আর যদি জিনিয়াস হন, তাহলে জীবনের সৌন্দর্য উপভোগ করতে শিখবেন।

অন্যের জীবনের প্রাপ্তি দেখে নিজের জীবনকে হতাশ করতে হয়না।
নিজের জীবনের প্রাপ্তিগুলো সানন্দের সাথে বুঝতে হয়।

তাজমহলের ভেতরে ভালবাসা নেই,
আছে মমতাজের কবর।
আর রাস্তার পাশেই ফুলের বাগানে আছে লক্ষ ভালবাসার ফুল।

কেউ ফুলবাগানে বসে তাজমহলের হতাশায় ভোগে,
আর কেউ তাজমহলে বসে বাগানের ফুলকে।

আপনাদের বলি —
যার দুই হাত, দুই পা, দুই চোখ ভাল আছে,
আকাশ দেখতে পারে,
আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে —
সে সত্যিই পৃথিবীতে এক অপূর্ব জীবন লাভ করেছে।

এ কথা কেউ কেউ বোঝে,
তবে অধিকাংশেই বোঝেনা।

— আল্লাহ, আপনি সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন ❤️

দাদা ভাই, মরহুম মাওলানা শাহ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান (রহ.)-এর প্রতিষ্ঠিত কাছারী পাড়া ফাযিল-ডিগ্রী মাদ্রাসার ম্যানজিং ...
23/10/2025

দাদা ভাই, মরহুম মাওলানা শাহ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান (রহ.)-এর প্রতিষ্ঠিত কাছারী পাড়া ফাযিল-ডিগ্রী মাদ্রাসার ম্যানজিং কমিটি নির্বাচিত হয়৷

কমিটির সভাপতি নির্বাচিত হয় আমার শ্রদ্ধেয় আব্বু, জনাব মুহা. মোজাম্মেল হক।

নবগঠিত কমিটির জন্য শুভেচ্ছা ও শুভকামনা।

22/10/2025

সম্প্রতি এক তথাকথিত বক্তা আমির হামজা প্রকাশ্যে এমন মিথ্যা ও ঘৃণিত বক্তব্য দিয়েছেন যে— আম্মাজান খাদিজা (রাদিয়াল্লাহু আনহা) নাকি জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, পর্দা করেননি ও যাকাত দেননি! — ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ বক্তব্য শুধু একজন সাহাবিয়া বা মহান নারীর বিরুদ্ধে নয়, বরং ইসলাম ও রাসূলুল্লাহ ﷺ-এর পরিবারের মর্যাদার ওপর সরাসরি আঘাত।

আম্মাজান খাদিজা (রা.) ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম নারী।
তিনি নবুয়তের প্রথম মুহূর্ত থেকেই রাসূল ﷺ-এর পাশে দাঁড়িয়েছেন, নিজের সম্পদ, জীবন ও হৃদয় বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। রাসূল ﷺ নিজেই বলেছেন —
"آمَنَتْ بِي إِذْ كَفَرَ النَّاسُ، وَصَدَّقَتْنِي إِذْ كَذَّبَنِي النَّاسُ، وَوَاسَتْنِي بِمَالِهَا إِذْ حَرَمَنِي النَّاسُ"
"আল্লাহ তাআলা আমাকে তার (খাদিজা রা.) ভালোবাসা দিয়ে সম্মানিত করেছেন, যখন মানুষ আমাকে অস্বীকার করেছিল, তখন সে আমাকে বিশ্বাস করেছিল; যখন সবাই আমাকে বঞ্চিত করেছিল, সে তার সম্পদ দিয়ে আমাকে সহায়তা করেছিল।" (সহিহ বুখারী, হাদিস: ৩৮১৮; মুসলিম, হাদিস: ২৪৩২)

তিনি রাসূল ﷺ-এর একমাত্র স্ত্রী যিনি জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ লাভ করেছেন —
"أَقْرِئْ خَدِيجَةَ مِنْ رَبِّهَا السَّلَامَ، وَمِنِّي، وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ، لَا صَخَبَ فِيهِ وَلَا نَصَبَ"
“হে রাসূল ﷺ, খাদিজা (রা.) তোমার কাছে আসছে। তাকে তার রবের পক্ষ থেকে জান্নাতে মুক্তো দ্বারা নির্মিত এক প্রাসাদের সুসংবাদ দাও।” (সহিহ বুখারী, হাদিস: ৩৮২০; মুসলিম, হাদিস: ২৪৩2)

তাই যিনি জান্নাতি নারী, ইসলামের প্রথম দাওয়াতের সহযোগী, রাসূল ﷺ-এর প্রিয়তমা স্ত্রী — তাঁর সম্পর্কে এমন ঘৃণ্য ও কল্পিত কথা বলা স্পষ্ট অসত্য, বিদআত ও অপমানজনক অপরাধ।

ইসলামী ফতোয়া ও শরিয়তী অবস্থান

প্রথমত:
যে ব্যক্তি কোনো সাহাবি বা সাহাবিয়াকে অপমান করে বা তাদের ঈমান, আমল ও ধর্মীয় মর্যাদাকে অস্বীকার করে, সে এক মহা গোনাহে লিপ্ত হয়।

ইমাম নববী (রহ.) বলেন:
"مَن سَبَّ الصَّحَابَةَ فَهُوَ فَاسِقٌ بَاطِلُ الشَّهَادَةِ"
“যে সাহাবিদের গালি দেয়, সে ফাসিক; তার সাক্ষ্য বাতিল।”
— (شرح مسلم، للنووي، جـ 16، صـ 93)

দ্বিতীয়ত:
যদি কেউ রাসূল ﷺ-এর স্ত্রীদের সম্পর্কে অপমানজনক বা মিথ্যা কথা বলে, তাহলে সে নবীর মর্যাদাকেই আঘাত করছে, কারণ কুরআনে বলা হয়েছে:

"يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ"
“হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্যান্য নারীদের মতো নও।”
— (সূরা আহযাব, আয়াত: 32)

তৃতীয়ত:
ইসলামী ফিকহ অনুযায়ী, এমন বক্তব্য যদি ইচ্ছাকৃতভাবে অবমাননার উদ্দেশ্যে হয়, তবে এটি কুফরীর পর্যায়ে পৌঁছাতে পারে।
ফতোয়া:

“من شتم زوجات النبي ﷺ أو طعن فيهن، فقد كفر بالله العظيم.”
“যে ব্যক্তি নবীর স্ত্রীদের গালি দেয় বা তাদের সম্পর্কে অপবাদ রটে, সে আল্লাহ তাআলার প্রতি কুফরি করে।”
— (ফতোয়ায়ে শামী, খণ্ড 4, পৃ. 237)

সুতরাং, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি, একই সাথে এরকম ঘৃণ্য বক্তব্য প্রত্যহারের দাবি জানাচ্ছি।

পিআর পদ্ধতি অনুযায়ী কার টা বেশি সঠিক?
21/10/2025

পিআর পদ্ধতি অনুযায়ী কার টা বেশি সঠিক?

দারুননাজাত! 💜
21/10/2025

দারুননাজাত! 💜

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaber Ahmed Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaber Ahmed Nahid:

Share