Math Vaiya

Math Vaiya “Mathematics is the gate and key to science.”

22/05/2024

"শুধু মাত্র একটি ভালো আইডিয়াই সাফল্য বয়ে আনার জন্য যথেষ্ট। "

বাংলাদেশের একজন বিজ্ঞানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্টিফেন হকিং বলেছিলেন, "সে সেরা। আমি তার কাছে কিছুই না।""সায়েন্স ওয়া...
21/05/2024

বাংলাদেশের একজন বিজ্ঞানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্টিফেন হকিং বলেছিলেন, "সে সেরা। আমি তার কাছে কিছুই না।"

"সায়েন্স ওয়ার্ল্ড" নামে একটি বিজ্ঞান ম্যাগাজিন ২০০৭ সালে জামাল নজরুল ইসলামকে নিয়ে একটি ফিচার ছাপিয়েছিল। বাংলাদেশের কোনো ম্যাগাজিনে উনাকে নিয়ে লেখা এটিই ছিলো প্রথম ও শেষ ফিচার।

"কৃষ্ণবিবর" নামে উনার একটি বই আছে যেটা বাংলাদেশে খুঁজে পাওয়া কষ্টকর ।

শুধু এটাই নয়, "কৃষ্ণবিবর" "দ্য আল্টিমেট ফেইট অব ইউভার্স" "রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি" বইগুলো অক্সফোর্ড কেমব্রিজ আর হার্ভার্ড এর মত বিশ্ববিদ্যালয়সহ আরও ১০০ টারও বেশী বিশ্ববিদ্যালয়ে এখনো পড়ানো হয়।
কিন্তু যে দেশে তিনি জন্মেছিলেন, সেই বাংলাদেশের কোন একটা বিশ্ববিদ্যালয়ে তার বই থেকে কোন লেকচার দেয়া হয় বলে আমার জানা নেই...

২০০১ সালে যখন পৃথিবী ধ্বংস হবার একটা গুজব উঠেছিল তখন জামাল নজরুল ইসলাম অংক কষে বলেছিলেন পৃথিবী তার কক্ষপথ থেকে ছুটে চলে যাবার কোনো সম্ভাবনা নেই।

স্টিফেন হকিং কে চিনে না এমন মানুষ খুব কম আছে। উনার লেখা "আ ব্রিফ হিস্ট্রি অব টাইম" বইটি এক কোটি কপিরও বেশী বিক্রি হয়েছে সারাবিশ্বে । সে বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৮ সালে।

কিন্তু এই বইটি প্রকাশের প্রায় ৫ বছর আগেই ১৯৮৩ সালে জামাল নজরুল ইসলাম "দ্যা আল্টিমেট ফেইট অব দ্য ইউনিভার্স" বইটি লিখেছিলেন। দুটো বই-ই প্রায় একই সব টপিকের উপর লিখা। ব্লাকহোল, ওয়ার্ম হোল, সুপারনোভা, কসমিক রেডিয়েশন, প্যারালাল ইউনিভার্স, বাটারফ্লাই ইফেক্ট ইত্যাদি সব জোতিপদার্থর্বিজ্ঞানীয় ব্যাপারগুলোই ঘুরেফিরে দুটো বইতেই উঠে এসেছে। কিন্তু তুলনামূলক বিচারে জামাল নজরুল ইসলামের বইটিকেই বিশ্বখ্যাত বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগন অধিক মূল্যায়ন করেছেন, যেটি প্রকাশিত হয়েছিল হকিং এর বইয়েরও প্রায় ৫ বছর পূর্বে।
অথচ হকিং এর বই নিয়ে যতটা না মাতামাতি সারাবিশ্বে হয়েছে, তার ছিঁটেফোঁটাও হয়নি জামাল নজরুল ইসলামের কোন বই নিয়ে.. কেনো? পরে বলছি।
বলা হয়ে থাকে, বিশ্বের ৭ জন শ্রেষ্ট বিজ্ঞানীর নাম বলতে গেলে সে তালিকায় নাকি জামাল নজরুলের নামও চলে আসবে।
বিশ্বের বুকে বাংলার গর্ব জামাল নজরুল ইসলাম
১৯৮১ সালে লন্ডনের লাখ টাকা বেতনের চাকরি এবং উন্নত সুযোগ-সুবিধা ছেড়ে মাত্র ৩ হাজার (২৮ শত) টাকা বেতনের চাকরি নিয়ে তিনি চলে আসেন মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। তাই সব সুযোগ সুবিধা ছেড়ে দেশে চলে এসেছিলেন।
সংগৃহীত: মহাকাশের যত কথা

Math is Game.
27/03/2024

Math is Game.

আজ বিশ্ব পাই (π) দিবস। গণিত প্রেমীদের পাই দিবসের শুভেচ্ছা। ❤️❤️❤️আজ বিশ্ব পাই (π) দিবস। দিবসটি গাণিতিক ধ্রুবক পাই এর সম্...
14/03/2024

আজ বিশ্ব পাই (π) দিবস।
গণিত প্রেমীদের পাই দিবসের শুভেচ্ছা। ❤️❤️❤️

আজ বিশ্ব পাই (π) দিবস। দিবসটি গাণিতিক ধ্রুবক পাই এর সম্মানে উদযাপিত হয়। পাই এর মান প্রায় ৩.১৪ বলে প্রতি বছরের তৃতীয় মাস মার্চের ১৪ তারিখ পাই দিবস হিসেবে পালিত হয়।
এছাড়া, দিবসটি আরও সুনির্দিষ্ট করতে কখনও কখনও ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে উদযাপন করা হয়। ওই দিন দুপুর ১টা ৫৯ মিনিটকে পাই মিনিট নামে আখ্যায়িত করা হয়। একইদিন দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়।

শিক্ষণীয় গল্পঃএকদিন এক শিয়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। শিয়ালটি সামনে এক সিংহকে শুয়ে থাকতে দেখল। শিয়ালটি সিংহকে বলল, ‘হু...
13/12/2023

শিক্ষণীয় গল্পঃ
একদিন এক শিয়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। শিয়ালটি সামনে এক সিংহকে শুয়ে থাকতে দেখল।
শিয়ালটি সিংহকে বলল, ‘হুজুর, আপনি এখানে কী করছেন?’
সিংহটি উত্তর দিল, ‘আরে, এক হরিণ ধরার সময় পড়ে গিয়ে হাড় ভেঙে গেছে। তাই নড়াচড়া করতে
পারছি না।’
কথাটা শুনে সঙ্গে শিয়ালের কথার সুর পাল্টে গেল। সে বলল, ‘বেটা বদমাইশ ! তুই রাস্তা বন্ধ করে রাখছিস কেন?’ এটা বলে শিয়ালটা সিংহকে একটা লাথি মারল।

শিক্ষণীয় বিষয়:
নিজের দুর্বলতা অন্যকে বলা বোকামি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Math Vaiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Math Vaiya:

Share