Din Islam-দ্বীন ইসলাম

Din Islam-দ্বীন ইসলাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Din Islam-দ্বীন ইসলাম, Video Creator, Dhaka.

11/06/2025

ব্রাজিল বনাম পেরাগুয়ে লাইভ ম্যাচ

16/05/2025
16/05/2025

*_আমি বোরকা পরি,আমার গরম লাগে না..._*

রোদের তপ্ততা হা-ড়ে হা-ড়ে অনুভব করে বোধকরি কালো বোরকা পরিহিতারা (কালো রঙটা বিশেষভাবে গরমের জন্য উল্লেখ করা)। একগাদা কাপড় চোপড়,তারউপর বোরকা ! খুব গরম সইতে হয় ! অ-সহ্য গরম ! না, মোটেও বিরক্ত হয়ে বলছি না। বরং, গর্ব করেই বলছি - আমাদের অ-সহ্য গরম সইতে হয়...

এ গরম আমরা সহ্য করি শুধুমাত্র একটা কারণে।একটা আশায়। এক আকাঙ্খায়। তা কী, জানেন...? মৃত্যুর পর এ কথা শুনবো বলে, ‘হে প্রশান্ত আত্মা ! তোমার রবের দিকে ফিরো; সন্তুষ্টচিত্তে, সন্তোষজনক হয়ে।’

রবের সন্তুষ্টি ! কারণ, আমরা রবকে মানি। মৃত্যুর পরের জীবনকে ধোঁয়াশা বলে উড়িয়ে দেই না; মনেপ্রাণে বিশ্বাস করি। সে জীবনে সফল হতে চাই। এর একটা ধাপ হলো, এই হিজাব। পর্দা !

‘অ-সহ্য গরম’ এ কথাটুকু বলার অধিকার কেউ আমাদের থেকে ছিনিয়ে নেয় নি। আমরাই বলি না। বলার প্রয়োজনবোধ করি না। আমরা জানি, এ গরম সহ্য করার মাঝে কত প্রশান্তি...! কতটা আত্মিক তৃপ্তি...! এই প্রশান্তি আর তৃপ্তি রোদের তপ্ততাকে অনেকগুণে কমিয়ে দেয়। জন্ম দেয় এক অসাধারণ অনুভূতির। এই অনুভূতির নাম ভালোবাসা। তাঁর প্রতি ভালোবাসা, যিনি আমাকে দুনিয়ার নিয়ামাত ভোগের সুযোগ দিচ্ছেন; তাঁর প্রতি আনুগত্য, যিনি আমাকে দুনিয়াতে তাঁর আদেশ মানতে পাঠিয়েছেন।

এ ভালোবাসা তারা বুঝবে কী করে, যারা সে সত্ত্বাকেই চিনে নি। পবিত্র ভালোবাসার সে অপার্থিব অনুভূতিটুকুর স্বাদ পায় নি !

আল্লাহ আমাদের হিদায়াতের উপর অটল রেখে ঈমানী মওত নসীব করুন।

(লেখা-ফারহীন আল মুনাদী)

______ _______

( মৃত্যু...❗

মৃত্যু আসিতেছে...❗
যেকোনো বয়সে...❗
যেকোনো সময়...❗
যেকোনো জায়গায়...❗যেকোনো অবস্থায়...❗

আমাকে থামিয়ে দিবে...❌

অথবা
আমার প্রিয়জনকে আমার থেকে কেড়ে নিবে...❌

আমি কি তৈরি...❓

আসুন আল্লাহকে ভয় করি... মৃত্যুকে স্মরণ রেখে পথ চলি... সুন্নতি জীবন গড়ি...)

------

16/05/2025

*_ঈমানের পরে প্রথম এবাদত নামাজের গুরুত্ব ও ফজীলত..._*

আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি অদ্বিতীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল। এই বিশ্বাস অন্তরে প্রোথিত করা ও মুখে স্বীকারোক্তির নাম ‘ঈমান’। যে ব্যক্তি এ কথা বিশ্বাস করে এবং স্বীকার করে, সে মুমিন মুসলমান। মুমিনের প্রথম কাজ নিয়নিত নামাজ আদায়।

শরীয়তের বিধানগুলোর মধ্যে নামাজ অন্যতম। এটি ফরজ, অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক। একজন মুমিন মুসলমানকে দিন-রাত মিলিয়ে পাঁচবার নামাজ পড়তে হয়।

ইসলামের ভিত্তি পাঁচটি। তার মধ্যে দ্বিতীয়টি হলো নামাজ। ঈমান আনার পর মুসলমান হিসেবে দায়িত্বও এটি।

কুরআনের ৮২টি জায়গায় নামাজের কথা এসেছে। আল্লাহ তায়ালা বলেছেন,
‘তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো।’
(সূরা বাকারাহ— ৪৩)

অন্য আয়াতে আল্লাহ বলেছেন,
‘তোমরা নামাজ পড়ো। নামাজ শেষে আল্লাহকে ডাকো। বিপদ মুক্ত হলে যথাযথভাবে নামাজ আদায় করো। মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নামাজ ফরজ।’
(সূরা নিসা— ১০৩)

▪️নামাজের ফজীলত:-

নামাজের অন্যতম ফজীলত হলো, এটি স্রষ্টাকে সিজদা করে আনুগত্য প্রকাশের এক অনন্য মাধ্যম। নামাজের মাধ্যমে আমরা যে বিনয়, ত্যাগ, কুরবানি ও আনুগত্য প্রকাশ করি, তা অন্য কোনো ইবাদতের মাধ্যমে সম্ভব নয়।

নামাজ স্রষ্টার নৈকট্য অর্জনের এক মহৎ উপায়। এজন্যই আল্লাহ তার প্রিয় বন্ধুকে ডেকে বলেন,
‘হে বস্ত্রাচ্ছাদিত! রাতের কিছু সময় নামাজ পড়ো। অর্ধরাত কিংবা তারচেয়ে কিছু কম বা বেশি। আর কুরআন পড়ো স্পষ্টভাবে।’
( সূরা মুজাম্মিল— ১-৪)

যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করে, তার জন্য আল্লাহ পাঁচটি পুরস্কার ঘোষণা করেছেন:

১.রিযিকের সংকীর্ণতা ও জীবনের চিন্তা দূর করবেন।

২.কবরের আজাব থেকে মুক্তি দিবেন।

৩.আমলনামা ডান হাতে দেবেন।

৪.বিদ্যুৎগতিতে পুলসিরাত পার করবেন।

৫.বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন।

কুরআন ও হাদিসে নামাজের গুরুত্ব পরিষ্কার। নামাজ হলো মুমিনের মিরাজ। যথাযথ নামাজ আদায় করলে প্রভুর পক্ষ থেকে ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ নিশ্চিত। হৃদয়ও হয় পরিষ্কার। এভাবে নামাজের বহু উপকারিতা রয়েছে। এজন্যই সকল ফরজ ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি।

(লেখক -শিক্ষার্থী : আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসা,ঢাকা।)

______ _______

( মৃত্যু...❗

মৃত্যু আসিতেছে...❗
যেকোনো বয়সে...❗
যেকোনো সময়...❗

16/05/2025

*_জুমার দিনে হাদিসে বর্ণিত ১০টি করণীয় আমল..._*

সপ্তাহের সেরা দিন- জুমার দিন। এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল— জুমার নামাজ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এ দিনে ১০টি করণীয় আমল উল্লেখ করেছেন। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো:-

১.গোসল করা (বুখারি: ৮৭৭)

২.মিসওয়াক করা (ইবনে মাজাহ: ১০৯৮)

৩.উত্তম পোশাক পরিধান করা (আবু দাউদ: ৩৪৩)

৪.সুগন্ধি ব্যবহার করা (বুখারি: ৮৮০)

৫.মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া (বুখারি: ৯১০, ৮৮৩)

৬.কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা (বুখারি: ৯১১)

৭.নামাজের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই নামাজ আদায় করা (আবু দাউদ: ৮৬২)

৮.নির্ধারিত নামাজ আদায় করা। এমনকি ফরজ নামাজের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল নামাজ আদায় করা (বুখারি: ৯৩০)
৯.গায়ে তেল (লোশন) ব্যবহার করা (বুখারি: ৮৮৩)

১০.পায়ে হেঁটে মসজিদে যাওয়া (মুসলিম: ১৪০০)

উপরোক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এ জুমা ও তার পূর্ববর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফফারা হয়ে যাবে।
-(আবু দাউদ: ৩৪৩)
______ _______

( মৃত্যু...❗

মৃত্যু আসিতেছে...❗
যেকোনো বয়সে...❗
যেকোনো সময়...❗
যেকোনো জায়গায়...❗যেকোনো অবস্থায়...❗

আমাকে থামিয়ে দিবে...❌

অথবা
আমার প্রিয়জনকে আমার থেকে কেড়ে নিবে...❌

আমি কি তৈরি...❓

আসুন আল্লাহকে ভয় করি... মৃত্যুকে স্মরণ রেখে পথ চলি... সুন্নতি জীবন গড়ি...)

16/05/2025

*_গুজব ছড়ানো ‘গুনাহ’..._*

গুজব ছড়ানো ‘গুনাহ’
তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। এখন পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের চেনাজানা আপনজন বা অপরিচিত কোনো মানুষের সঙ্গে ভাবের আদান-প্রদান ও তথ্যের বিনিময় করতে পারে খুব সহজেই।

প্রযুক্তির এই উন্নয়ন মানুষের জীবনকে সহজ ও সাবলীল করেছে। গোটা মানবজাতিকে গতিশীল করেছে।

কিন্তু একই সঙ্গে তথ্যের অবাধ প্রবাহ মানুষকে বিভ্রান্তও করছে। মানুষ স্বার্থ হাসিলের জন্য সমাজে ভুল ও মিথ্যা কিংবা আংশিক মিথ্যা ছড়িয়ে দিচ্ছে।

সমাজে ভয়ভীতি ও আতঙ্কের সৃষ্টি করছে।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যার সয়লাব প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠছে দিন দিন।

গুজবের এই ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রয়োজন কঠোর আইন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা।
ইসলামের দৃষ্টিতে মানবজীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরকালে মানুষকে তার প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। সুতরাং একজন মুসলিম কল্যাণশূন্য কোনো কাজে লিপ্ত হবে না। আর যে কাজে নিজের ও সমাজের কোনো ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে, তা থেকে অবশ্যই বিরত থাকবে। গুজব তেমনই একটি কাজ। গুজব মানেই ভিত্তিহীন কোনো কথার প্রচার। চাই তা মানুষ হাসানোর জন্য হোক বা মানুষের ভেতর ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য করা হোক। ইসলাম কোনো অবস্থায়ই গুজব ছড়ানোকে সমর্থন করে না। ইসলামের শিক্ষা হলো, মানুষ সর্বতোভাবেই তা পরিহার করবে। বরং প্রয়োজন ব্যতীত কোনো কথা সে বলবে না। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে চুপ থাকে সে মুক্তি পায়। ’ (তিরমিজি, হাদিস ২৫০১)

অনেকের মধ্যে নিজের বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায়, যারা প্রচারিত কোনো সংবাদ নিজের মত, মতবাদ ও দৃষ্টিভঙ্গির অনুকূলে হলে তা যাচাইয়ের প্রয়োজন বোধ করে না। পাওয়ামাত্রই প্রচার শুরু করে। ইসলাম এই প্রবণতা পরিহারের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ’ (সুনানে আবু দাউদ, হাদিস ৪৯৯২)

হাদিসবিশারদরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, কোনো কথা শুনেই প্রচারের প্রবণতা মানুষকে মিথ্যায় লিপ্ত হওয়ার আশঙ্কা বাড়ায়। ফলে সে পৃথিবীতে লজ্জিত হয় এবং পরকালেও তার জন্য রয়েছে শাস্তি।

আল্লাহ সবার সংসার জীবনে যেন বরকত দান করেন🤍
20/04/2025

আল্লাহ সবার সংসার জীবনে যেন বরকত দান করেন🤍

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Din Islam-দ্বীন ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category