16/05/2025
*_আমি বোরকা পরি,আমার গরম লাগে না..._*
রোদের তপ্ততা হা-ড়ে হা-ড়ে অনুভব করে বোধকরি কালো বোরকা পরিহিতারা (কালো রঙটা বিশেষভাবে গরমের জন্য উল্লেখ করা)। একগাদা কাপড় চোপড়,তারউপর বোরকা ! খুব গরম সইতে হয় ! অ-সহ্য গরম ! না, মোটেও বিরক্ত হয়ে বলছি না। বরং, গর্ব করেই বলছি - আমাদের অ-সহ্য গরম সইতে হয়...
এ গরম আমরা সহ্য করি শুধুমাত্র একটা কারণে।একটা আশায়। এক আকাঙ্খায়। তা কী, জানেন...? মৃত্যুর পর এ কথা শুনবো বলে, ‘হে প্রশান্ত আত্মা ! তোমার রবের দিকে ফিরো; সন্তুষ্টচিত্তে, সন্তোষজনক হয়ে।’
রবের সন্তুষ্টি ! কারণ, আমরা রবকে মানি। মৃত্যুর পরের জীবনকে ধোঁয়াশা বলে উড়িয়ে দেই না; মনেপ্রাণে বিশ্বাস করি। সে জীবনে সফল হতে চাই। এর একটা ধাপ হলো, এই হিজাব। পর্দা !
‘অ-সহ্য গরম’ এ কথাটুকু বলার অধিকার কেউ আমাদের থেকে ছিনিয়ে নেয় নি। আমরাই বলি না। বলার প্রয়োজনবোধ করি না। আমরা জানি, এ গরম সহ্য করার মাঝে কত প্রশান্তি...! কতটা আত্মিক তৃপ্তি...! এই প্রশান্তি আর তৃপ্তি রোদের তপ্ততাকে অনেকগুণে কমিয়ে দেয়। জন্ম দেয় এক অসাধারণ অনুভূতির। এই অনুভূতির নাম ভালোবাসা। তাঁর প্রতি ভালোবাসা, যিনি আমাকে দুনিয়ার নিয়ামাত ভোগের সুযোগ দিচ্ছেন; তাঁর প্রতি আনুগত্য, যিনি আমাকে দুনিয়াতে তাঁর আদেশ মানতে পাঠিয়েছেন।
এ ভালোবাসা তারা বুঝবে কী করে, যারা সে সত্ত্বাকেই চিনে নি। পবিত্র ভালোবাসার সে অপার্থিব অনুভূতিটুকুর স্বাদ পায় নি !
আল্লাহ আমাদের হিদায়াতের উপর অটল রেখে ঈমানী মওত নসীব করুন।
(লেখা-ফারহীন আল মুনাদী)
______ _______
( মৃত্যু...❗
মৃত্যু আসিতেছে...❗
যেকোনো বয়সে...❗
যেকোনো সময়...❗
যেকোনো জায়গায়...❗যেকোনো অবস্থায়...❗
আমাকে থামিয়ে দিবে...❌
অথবা
আমার প্রিয়জনকে আমার থেকে কেড়ে নিবে...❌
আমি কি তৈরি...❓
আসুন আল্লাহকে ভয় করি... মৃত্যুকে স্মরণ রেখে পথ চলি... সুন্নতি জীবন গড়ি...)
------