
08/04/2024
AFMI BSc in Nursing/Army Nursing College Admission Circular 2023-24 (আর্মি নার্সিং কলেজে বিএসসি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪) [official]
আর্মি নার্সিং ভর্তি WhatsApp group link ✅
https://chat.whatsapp.com/JEODs4bf5RQ70S6H4o0kNe
আর্মি নার্সিং কলেজ ৩ টি।
AFMI/Dhaka Army Nursing College (60)
Rangpur Army Nursing College (50)
Cumilla Army Nursing College (40)
উল্লেখিত ৩ টি আর্মি নার্সিং কলেজই স্বায়ত্তশাসিত। তবে, AFMI-এ সরকারি ভাবে পড়ানো হয় (তেমন খরচ নেই), কিন্তু কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজে বেসরকারি ভাবে পড়ানো হয় (পড়তে মোটামুটি ৪-৫ লাখ টাকা লাগে কোর্স সম্পন্ন করতে)।
এই ৩ টি ছাড়া অন্য কোনো আর্মি নার্সিং কলেজ নেই বাংলাদেশে।
আবেদনের সময়সীমাঃ ১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৪।
প্রথম বারের মত এই বছর ২০২৩-২৪ সেশনে AFMI-এ বিএসসি ইন নার্সিং ভর্তিতে AFMI সম্পূর্ণ অনলাইনে আবেদনের সুযোগ দিচ্ছে।
আবেদন ফি: ৭০০ টাকা।
অনলাইনে আবেদনের লিংক:
https://www.afmibd.net/
Nurse Rubel "YouTube & page" এ অনলাইনের আবেদনের step by step ভিডিও প্রকাশ করা হবে।
যদি কেউ অনলাইনে আবেদনের সময় কোনো সমস্যা face করেন, সেক্ষেত্রে AFMI এ এসে সরাসরি এসেও আবেদন করা যাবে।
প্রবেশপত্র সংগ্রহ: ২ মে থেকে ৭ মে ২০২৪। (ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
উল্লেখ্য, সরকারি-বেসরকারি একযোগে বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা এবছর ৪ মে ২০২৪ এ অনুষ্ঠিত হবে এবং উপরে উল্লেখিত ৩ টি আর্মি নার্সিং কলেজও আলাদা-আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে।
উল্লেখ্য, কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ এর ক্ষেত্রে তাদের ওয়েবওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, অথবা কলেজ অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে নির্ধারিত তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে।
# শুধুমাত্র female students'রা আবেদন করতে পারবেন, male students'দের আর্মি নার্সিং কলেজে পড়ার সুযোগ নেই।
# বয়স 17 হতে 22 বছর হতে হবে।
# SSC 2019/2020/2021 এবং HSC 2021/2022/2023 সালে পাস হতে হবে, এর বাইরে হলে হবে না।
# বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম 7.00 থাকতে হবে, তবে কোনো অবস্থাতেই কোনো পরীক্ষায় জিপিএ 3.00 এর নিচে থাকা চলবে না। জীববিজ্ঞানে ৩.০০ গ্রেড পয়েন্ট থাকতে হবে ন্যূনতম।
# উচ্চতাঃ ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি ন্যূনতম AFMI এর ক্ষেত্রে (তবে কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ এর ক্ষেত্রে ৪ ফুট ১০ ইঞ্চি+ হলে আবেদন করা যাবে।)
# ওজনঃ ৩৯.৯২ কিলোগ্রাম বা ৮৮ পাউন্ড নূন্যতম বা তার বেশি।
# বুকের মাপঃ
স্বাভাবিক ০.৬৬ মিটার বা ২৬ ইঞ্চি ন্যূনতম
প্রসারিতঃ ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি ন্যূনতম
# অবিবাহিতা হতে হবে এবং কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিতা থাকতে হবে।
√ যেসব বিষয়ে পরীক্ষা হবেঃ
বাংলা, ইংরেজি, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন এবং সাধারণ জ্ঞান ও গণিত।
√ মোটঃ 100 নম্বর
√ পরীক্ষার পদ্ধতিঃ mcq (100 mcq = 100 marks)
√ (SSC result × 5) + (HSC result × 5) = 50 marks
√ পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা
√ পরীক্ষা কেন্দ্রঃ AFMI-এর তত্বাবধানে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
(কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজের ক্ষেত্রে, কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে)
পরীক্ষার তারিখ:
AFMI: ১০ মে ২০২৪। সকাল ১০-১১ টা।
Cumilla Army Nursing College: ১৮ মে ২০২৪।
Rangpur Army Nursing College: ২২ মে ২০২৪।
ফলাফল প্রকাশঃ পরীক্ষার ৩-৫ দিনের মধ্যে অত্র প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
# মুক্তিযোদ্ধা কোটা 2% এবং উপজাতি প্রার্থীদের জন্য 1% কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৭% আসন মেধা তালিকার ভিত্তিতে (প্রাপ্ত নম্বর+জিপিএ) নির্বাচন করা হবে।
Helpline!
📲 01866074200 (WhatsApp Group)
Rubel Hossain
Registered Nurse & Teacher
সবার জন্য শুভকামনা! 💕