Nursing Student’s

Nursing Student’s We are nurse...we all are with your in you bad times..Don't worry 💉🩸💊🩹
Nurses are fighters

AFMI BSc in Nursing/Army Nursing College Admission Circular 2023-24 (আর্মি নার্সিং কলেজে বিএসসি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ...
08/04/2024

AFMI BSc in Nursing/Army Nursing College Admission Circular 2023-24 (আর্মি নার্সিং কলেজে বিএসসি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪) [official]

আর্মি নার্সিং ভর্তি WhatsApp group link ✅
https://chat.whatsapp.com/JEODs4bf5RQ70S6H4o0kNe

আর্মি নার্সিং কলেজ ৩ টি।
AFMI/Dhaka Army Nursing College (60)
Rangpur Army Nursing College (50)
Cumilla Army Nursing College (40)

উল্লেখিত ৩ টি আর্মি নার্সিং কলেজই স্বায়ত্তশাসিত। তবে, AFMI-এ সরকারি ভাবে পড়ানো হয় (তেমন খরচ নেই), কিন্তু কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজে বেসরকারি ভাবে পড়ানো হয় (পড়তে মোটামুটি ৪-৫ লাখ টাকা লাগে কোর্স সম্পন্ন করতে)।
এই ৩ টি ছাড়া অন্য কোনো আর্মি নার্সিং কলেজ নেই বাংলাদেশে।

আবেদনের সময়সীমাঃ ১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৪।

প্রথম বারের মত এই বছর ২০২৩-২৪ সেশনে AFMI-এ বিএসসি ইন নার্সিং ভর্তিতে AFMI সম্পূর্ণ অনলাইনে আবেদনের সুযোগ দিচ্ছে।

আবেদন ফি: ৭০০ টাকা।

অনলাইনে আবেদনের লিংক:
https://www.afmibd.net/

Nurse Rubel "YouTube & page" এ অনলাইনের আবেদনের step by step ভিডিও প্রকাশ করা হবে।
যদি কেউ অনলাইনে আবেদনের সময় কোনো সমস্যা face করেন, সেক্ষেত্রে AFMI এ এসে সরাসরি এসেও আবেদন করা যাবে।

প্রবেশপত্র সংগ্রহ: ২ মে থেকে ৭ মে ২০২৪। (ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।

উল্লেখ্য, সরকারি-বেসরকারি একযোগে বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা এবছর ৪ মে ২০২৪ এ অনুষ্ঠিত হবে এবং উপরে উল্লেখিত ৩ টি আর্মি নার্সিং কলেজও আলাদা-আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে।

উল্লেখ্য, কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ এর ক্ষেত্রে তাদের ওয়েবওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে, অথবা কলেজ অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে নির্ধারিত তারিখের মধ্যে কলেজে জমা দিতে হবে।

# শুধুমাত্র female students'রা আবেদন করতে পারবেন, male students'দের আর্মি নার্সিং কলেজে পড়ার সুযোগ নেই।

# বয়স 17 হতে 22 বছর হতে হবে।

# SSC 2019/2020/2021 এবং HSC 2021/2022/2023 সালে পাস হতে হবে, এর বাইরে হলে হবে না।

# বিজ্ঞান বিভাগ হতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম 7.00 থাকতে হবে, তবে কোনো অবস্থাতেই কোনো পরীক্ষায় জিপিএ 3.00 এর নিচে থাকা চলবে না। জীববিজ্ঞানে ৩.০০ গ্রেড পয়েন্ট থাকতে হবে ন্যূনতম।

# উচ্চতাঃ ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি ন্যূনতম AFMI এর ক্ষেত্রে (তবে কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ এর ক্ষেত্রে ৪ ফুট ১০ ইঞ্চি+ হলে আবেদন করা যাবে।)

# ওজনঃ ৩৯.৯২ কিলোগ্রাম বা ৮৮ পাউন্ড নূন্যতম বা তার বেশি।
# বুকের মাপঃ
স্বাভাবিক ০.৬৬ মিটার বা ২৬ ইঞ্চি ন্যূনতম
প্রসারিতঃ ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি ন্যূনতম
# অবিবাহিতা হতে হবে এবং কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিবাহিতা থাকতে হবে।

√ যেসব বিষয়ে পরীক্ষা হবেঃ
বাংলা, ইংরেজি, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন এবং সাধারণ জ্ঞান ও গণিত।
√ মোটঃ 100 নম্বর
√ পরীক্ষার পদ্ধতিঃ mcq (100 mcq = 100 marks)
√ (SSC result × 5) + (HSC result × 5) = 50 marks
√ পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা

√ পরীক্ষা কেন্দ্রঃ AFMI-এর তত্বাবধানে শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
(কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজের ক্ষেত্রে, কুমিল্লা ও রংপুর আর্মি নার্সিং কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে)

পরীক্ষার তারিখ:
AFMI: ১০ মে ২০২৪। সকাল ১০-১১ টা।

Cumilla Army Nursing College: ১৮ মে ২০২৪।
Rangpur Army Nursing College: ২২ মে ২০২৪।

ফলাফল প্রকাশঃ পরীক্ষার ৩-৫ দিনের মধ্যে অত্র প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

# মুক্তিযোদ্ধা কোটা 2% এবং উপজাতি প্রার্থীদের জন্য 1% কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৭% আসন মেধা তালিকার ভিত্তিতে (প্রাপ্ত নম্বর+জিপিএ) নির্বাচন করা হবে।

Helpline!
📲 01866074200 (WhatsApp Group)

Rubel Hossain
Registered Nurse & Teacher

সবার জন্য শুভকামনা! 💕

Narration এর ক্লাসনোট 🔥🔥Nursing exam ১ নাম্বার কনফার্ম কমন পড়বে।টাইমলাইনে শিয়ার করে রাখতে পারেন। #বিঃদ্রঃ ভূল ত্রুটি ক্ষ...
03/02/2024

Narration এর ক্লাসনোট 🔥🔥
Nursing exam ১ নাম্বার কনফার্ম কমন পড়বে।
টাইমলাইনে শিয়ার করে রাখতে পারেন।

#বিঃদ্রঃ ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কোন বিষয়ে হেল্প লাগলে এড দিয়ে ইনবক্সে নক করুন।

Towsif Islam Rabbi

১। প্রশ্নঃ নার্সিং ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে সরকারি চান্স পাবো?উত্তরঃ সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে,আপনার এসএসসি,এই...
02/02/2024

১। প্রশ্নঃ নার্সিং ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে সরকারি চান্স পাবো?

উত্তরঃ সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে,আপনার এসএসসি,এইচএসসির মোট পয়েন্টের উপর আর আপনার চয়েসকৃত ইনস্টিটিউট এর উপর।তবে ৮৫+ সেইফ জোন*।

২। প্রশ্নঃ মোট কতটি কোর্স আর ভর্তি যোগ্যতার শর্ত কি কি?

উত্তরঃ মোট তিনটি কোর্স চালু আছে,বিএসসি(শুধু মাত্র SSC HSC যারা বিজ্ঞান বিভাগের ছিলো।নূন্যতম ৩.০০ পেয়ে উর্ত্তীন হতে হবে মোট ৭.০০ হতে হবে),ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী (শুধু মাত্র মেয়েদের জন্য) কোর্সে ভর্তি হতে হলে যে কোনো বিভাগ থেকে নূন্যতম ২.৫০ করে মোট ৬.০০ পেয়ে উর্ত্তীন হলেই হবে।
এবং এসএসসি ও এইচএসসি তে পাশ করতে হবে।

৩। প্রশ্নঃ বেসরকারি ভর্তি হতে হলে কত নম্বর পেতে হবে আর কোর্স শেষ করতে মোট খরচ কত টাকা হবে?

উত্তরঃ ভর্তি পরীক্ষায় নূন্যতম ৪০ পেতে হবে। তাহলে যেকোনো বেসরকারিতে ভর্তি হওয়া যাবে।আর খরচ সেটা ইনস্টিটিউট ভেদে নির্ভর করে।তবে গড়ে বিএসসি তে ৩/৪ লাখ আর ডিপ্লোমা তে ৩ লাখেই হয়ে যায়।(সরকারি পড়াশোনা করতে কোনো খরচ লাগে না প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হয়)

৪। প্রশ্নঃ কোন কোর্সে ভর্তি হলে ভালো হবে?

উত্তরঃ আপনি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন আর প্রস্তুতি ও কনফিডেন্স ভালো থাকে তাহলে বিএসসি তে পরীক্ষা দিবেন।আর বিজ্ঞান বিভাগ সহ অন্য গ্রুপের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন নার্সিং অথবা মিডওয়াইফারী কোর্সে ভর্তি হবেন।কোর্স শেষ হলে জবের পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি কোর্স করে নিতে পারবেন।

৫। প্রশ্নঃ সরকারিতে চান্স পেতে হলে কোচিং করতেই হবে আর কোন গাইড বই থেকে সব কমন আসবে?

উত্তরঃ চান্স পাওয়াটা কোচিং-এ পড়ার উপর নির্ভর করে না,কোচিং শুধু দিকনির্দেশকের কাজ করতে পারবে।বাসায় বসে বুঝে শুনে নিয়ম করে পরতে পারলেই চান্স পাওয়া সম্ভব আর কোন বইয়ের ১০০% কমন আসবে না।পড়াশোনা নিজের কাছে,বই থেকে সর্বোচ্চ ২০/২৫ টা কমন আসবে অতএব নিজেকে একটা সহায়ক বইয়ের মাঝে সীমাবদ্ধ করে রাখবেন না।

প্রশ্নঃ বিবাহিত হলে পড়া যায় নার্সিং এ?

উত্তরঃ প্রাতিষ্টানিক নিয়মে পড়া যায় না।তবে পরিবারকে মানিয়ে তথ্য গোপনীয়তার সাথে পড়া যায়।

৬। প্রশ্নঃ ভর্তি পরীক্ষা কত নম্বরের হয় আর নেগেটিভ নাম্বার আছে কি?

উত্তরঃ ১০০ নম্বরের MCQ পরীক্ষা হবে আর কোনো নেগেটিভ নাম্বার নেই।

৭। প্রশ্নঃ সকল ভর্তি পরীক্ষা কি একদিনেই হয় আর কেন্দ্র কি শুধু ঢাকাতেই হয়?

উত্তরঃ জি, একইদিনে হয় আর সারা বাংলাদেশে ৮ টি কেন্দ্রে পরীক্ষা হয়।

৮। প্রশ্নঃ সরকারিতে চান্স পেতে হলে দৈনিক কত ঘন্টা পড়তে হবে?

উত্তরঃ নির্দিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নেই পড়াশোনার।আপনি নিজেকে প্রশ্ন করবেন,আমাকে কি সরকারিতে চান্স পেতে হবে?যদি হ্যা হয় উত্তর তাহলে যতক্ষণ নিজের মধ্যে Self Satisfaction কাজ না করবে ততক্ষণ পড়বেন।

৯। প্রশ্নঃ যদি দূরের শহরে চান্স হয় তাহলে এতোদূরে গিয়ে পড়বো কি করে?

উত্তরঃ চান্স পাওয়াটাই মূখ্য!চান্স পাওয়ার পর ইচ্ছে করলে মাইগ্রেশনের মাধ্যমে নিজ জেলা অথবা আশেপাশের জেলায় চলে আসতে পারবেন(শর্ত প্রযোজ্য)*

১০। প্রশ্নঃ জেলা কোটায় সুবিধা আছে কি?

উত্তরঃ অবশ্যই আছে,নিজ জেলায় ২০% অগ্রাধিকার পাবেন।

১১। প্রশ্নঃ নার্সিং এর সার্কুলার বের হয়েছে কি?

উত্তরঃ করোনা ভাইরাস পরিস্থিতি ভালো হলে খুব দ্রুত প্রকাশ করায় হবে।এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না।বের হলে প্রত্যেকটা পেইজে,গ্রুপে জানিয়ে দেওয়া হবে।সেখানে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হবে নতুবা DGNM এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

#বিঃদ্রঃ ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কোন বিষয়ে হেল্প লাগলে এড দিয়ে ইনবক্সে নক করুন।

Towsif Islam Rabbi

আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই সুস্থ আছেন। গতকাল আমাদের এই পেইজটা ৫হাজার+ ফলোয়ার্সের সংখ্যা অতিক্রম করেছে। আমরা সব...
27/01/2024

আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই সুস্থ আছেন।
গতকাল আমাদের এই পেইজটা ৫হাজার+ ফলোয়ার্সের সংখ্যা অতিক্রম করেছে। আমরা সবাই অনেক খুশি এবং কৃতজ্ঞ যারা আমাদের সাথে শুরু থেকেই ছিলেন।❤️ সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি আমাদের এই ছোট্ট পেইজটিকে এতদূর নিয়ে আসার জন্য। আপনারা আছেন বলেই, আমরা আছি। আশা করবো অদূর ভবিষ্যতেও এভাবেই পাশে থাকবেন এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের দোয়া এবং সহযোগিতাই পারে আমাদের ক্ষুদ্র মানুষের প্রচেষ্টাকে বৃহৎ করে তুলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ❤️
"Till the last breath of your,
nurses will keep your health secure".😇❤️

25/01/2024

আজ আমরা গিয়েছিলাম আমাদের বিএসসি ইন নার্সিং ৩য় বর্ষের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট তথা 'Gerontological Nursing' এর একটি অত্যাবশ্যকীয় ফিল্ড ভিজিটে। সকল প্রবীণদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা তাদের পাশে আছি ।
পৃথিবীর সকল প্রবীণ মা ও বাবারা ভালো থাকুক।❤️


18/12/2023

নার্সিং ভর্তি পরিক্ষায় কোন সিলেবাস নেই যেকোন স্থান থেকে প্রশ্ন হতে পারে। তবে অধিকাংশ প্রশ্নই HSC এর ফুল সিলেবাস থেকে আসে short syllabus নয় ❌

15/12/2023

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোনটা ভালো?

: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির মধ্যে পার্থক্যঃ

#মিডওয়াইফারি

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি ৩ বছর মেয়াদি একটি মিডওয়াইফারি কোর্স। Midwifery একটি ইংরেজি শব্দ, বাংলায় এর অর্থ ধাত্রীবিদ্যা, অর্থাৎ আপনি যদি মা ও শিশুর স্বাস্থ্য এবং বেবি ডেলিভারি সম্পর্কিত কাজ করতে আগ্রহী হোন তাহলে আপনি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে আবেদন করতে পারেন।
উল্লেখ্য,
একজন প্রশিক্ষিত মিডওয়াইফ ফ্যামিলি প্লানিং, প্রসব পূর্ব, গর্ভাবস্থা, প্রসব এবং প্রসবোত্তর সময়কালে মহিলাদের সহায়তা করেন এবং নবজাতকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। মিডওয়াইফের ভূমিকা বৈচিত্র্যময় এবং গর্ভবতী মহিলা এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যপারে Support করা, কীভাবে healthy pregnancy বজায় রাখা যায় সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় মেডিকেল টেস্ট সম্পর্কিত তথ্য সরবরাহ করা।

#নার্সিং

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি তিন বছর মেয়াদি একটি নার্সিং কোর্স।
একজন নার্স চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালের বিভিন্ন ইউনিটে (অপারেশন থিয়েটার/OT, ICU, CCU, HDU, NICU, Emergency Unit Etc. and so on...) কাজ করতে পারেন।

নার্সরা হাসপাতালে অথবা অন্যত্র কাজ করে সেসব রোগীদের জন্য, যারা শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগছেন। নার্সের কাজ হচ্ছে অসুস্থ রোগীদের জন্য medical ও Nursing Care সরবরাহ করা।

একজন নার্সের প্রধান কাজ গুলো হচ্ছেঃ রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে Physical Examinations সম্পন্ন করা এবং Health History নেওয়া; Health Promotion এ কাজ করা, কাউন্সেলিং করা এবং Patient Teaching সরবরাহ করা; ঔষধ সরবরাহ করা, সেবনে সাহায্য করা এবং এবং রোগীর জন্য প্রয়োজনীয় Nursing Intervention পরিচালনা করা এবং হাসপাতালে Health Care Team Members (Doctors, Nurses, Anaesthetists, and other Health Care Professionals) দের সাথে Collaboratively কাজ করা।

# সরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের জন্য ৪৬ টি ইন্সটিটিউটে মোট আসন ২৫৮০ টি সীট রয়েছে।

# বেসরকারি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের জন্য ২০৪ টি ইন্সটিটিউটে মোট ৯৭৮০ টি সীট রয়েছে।

# সরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৪১ টি ইন্সটিটিউটে মোট সীট ১০৫০ টি।

# বেসরকারি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ২৮ টি ইন্সটিটিউটে মোট ৯৫০ টি সীট রয়েছে।

*উল্লেখ্য, বিএসসি ইন নার্সিং কোর্স করে নার্স হওয়া যাবে।

# সরকারি বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ১৩ টি কলেজে মোট ১২০০ টি আসন রয়েছে।

# বেসরকারি বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৬৬ টি কলেজে মোট ৩১৪০ টি সীট রয়েছে।

**বিশেষ ভাবে উল্লেখযোগ্য, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন করলে নার্স/Nurse হওয়া যাবে

**অপরদিকে, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করলে মিডওয়াইফ/Midwives হওয়া যাবে।

**বেসরকারি হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি দুটিরই ভালো চাহিদা রয়েছে।

**সরকারি চাকরির ক্ষেত্রে মিডওয়াইফারির তুলনায় নার্সিং এ বেশি নিয়োগ হয়।
তবে সরকারি হাসপাতালে নার্স/মিডওয়াইফ এর চাহিদা/প্রয়োজন অনুযায়ী দেশের স্বাস্থ্যমন্ত্রণালয়ের উপর নার্স/মিডওয়াইফ নিয়োগ নির্ভর করে।

**নার্সিং ও মিডওয়াইফারি দুটোই ভালো, সরকারি জবের ক্ষেত্রে একই বেতন স্কেল এবং একই সুযোগ সুবিধা, ১০ম গ্রেডে স্যালারি (2nd class)।

এখন আপনি সিদ্ধান্ত নিন, আপনি কোনটায় আপনার আগ্রহ বেশি এবং আপনি আগে ঠিক করুন নার্স হতে চান নাকি মিডওয়াইফ হতে চান?

অর্থাৎ আপনি ভবিষ্যতে কোন সেক্টরে কাজ করতে আগ্রহী - নার্সিং নাকি মিডওয়াইফারি?

আর ভাবুন, কোন কোর্সে আবেদন করবেন?

সিদ্ধান্ত নিন,
আপনি কি Nurse নাকি Midwives হতে চান?

12/12/2023

পরীক্ষা এপ্রিল বা মে মাস এর দিকে শুরু হবে।
এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে পারেন,,,

Diploma= SSC + HSC= 2.50+2.50 ন্যূনতম পয়েন্ট বাধ্যতামূলক।
BSC= SSC+HSC= 3.00+3.00 ন্যূনতম পয়েন্ট থাকা বাধ্যতামূলক।

11/12/2023

নার্সিং নিয়ে আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন।

Address

Uttara, Sector/6
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Student’s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share