উসমান গাজী বাংলা

উসমান গাজী বাংলা কুরুলুস উসমান গাজী বাংলা সিরিজটি উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উসমানের জীবনীর উপর নির্মিত
(1)

এই পেইজে উসমানীয় সম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজীর জীবনী অবলম্বনে নির্মিত ঐতিহাসিক সিরিজ কুরুলুস উসমান গাজী বাংলা সাবটাইটেল দেখতে পাবেন

জুলাই সংক্রান্ত একটি পোস্ট যাদের হতাশ করেছে তাদের কাছে জানতে চাই, সব রাজনীতি এবং রাজনৈতিক দল বাদ দিলাম, পাক বাহিনী যেভাব...
07/07/2025

জুলাই সংক্রান্ত একটি পোস্ট যাদের হতাশ করেছে তাদের কাছে জানতে চাই, সব রাজনীতি এবং রাজনৈতিক দল বাদ দিলাম, পাক বাহিনী যেভাবে ৫২'তে ছাত্রদের গু"লি করে হ"ত্যা করেছে আপনাদের আপা ও তার বাহিনী কি সেভাবে ছাত্রদের গু"লি করে হ"ত্যা করেনি? পার্থক্য টা কোথায়?

তাহলে আপনাদের এতো রাগান্বিত হওয়ার কারণ কি? "আপা আবার আসবে!" বলা ছাড়া তো আপনাদের পক্ষে তো কোনো যুক্তি দেখছি না। বিবেক, ন্যায়বোধ তো দলের কাছে বিক্রি-ই করে দিছেন।

অবশ্য বাংলাদেশে অধিকাংশ মানুষ পছন্দের রাজনৈতিক দলের কাছে নিজেদের বিবেক বিক্রি করে দেয়। যারা গালমন্দ করেছেন, আপনারা ওই বিবেক বিক্রি করা শ্রেণির সবচেয়ে নিকৃষ্টদের কাতারে থাকবেন।

এখানে একজন নয় অনেকজন এডমিনের দায়িত্বে আছে। একেকজন একেক বিষয়ে পোস্ট করে। তাই একক কোনো পোস্ট প্যানেলের সব ব্যক্তির মতামতকে উপস্থাপন করে না।

06/07/2025

বাইজেন্টাইনদের বলো, "তুর্কিরা আসছে!" এবং আল্লাহ'ই আমাদের জন্য যথেষ্ট!

30/06/2025

July Mubarak!!

30/06/2025

"হে বিশ্বাসীগণ! বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। সকাল-সন্ধ্যা তাঁর নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।" (আল কুরআন ৩৩:৪১-৪২)

25/06/2025

যুদ্ধবিরতির পর ইরানের বিপ্লবী গার্ডের ঘোষণা

ড্রোন হামলা অব্যাহত থাকলে পাল্টা জবাবের হু"ম"কি

24/06/2025

যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে ইরানের মিসাইল হামলা...

১১ জন নি*হ*ত এবং ৩০ জন আ_হ*ত হওয়ার প্রাথমিক রিপোর্ট আসছে...

23/06/2025

কাতারে এবং ইরাকে আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হা-ম-লা'র দৃশ্য!

তেমন কোনো হতাহতের বা সরাসরি কোনো ঘাঁটিতে আঘাত হানার ঘটনা ঘটেনি। ইরান বলছে, “আঘাত করো আর পালাও” যুগ শেষ। ভবিষ্যতে এমন হামলা হলে, যুক্তরাষ্ট্রের পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতির দ্রুত পতন ঘটবে। অনেকটা সতর্কতামূলক হামলা বলা যেতে পারে।

23/06/2025

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ঘোষণা করেন,

"ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর সাথে সকল সহযোগিতা স্থগিত করেছে।"

এই সময় উপস্থিত সবাইকে তাকবির ধ্বনি দিতে শুনা যায়...

আর্জেন্টিনার ফুটবল খেলা আপনার ভালো লাগতেই পারে। আমরা অনেকেই পছন্দ করি এবং দেখি... তাই বলে এইসব দেশের পতাকা দেশে টাঙ্গিয়ে...
21/06/2025

আর্জেন্টিনার ফুটবল খেলা আপনার ভালো লাগতেই পারে। আমরা অনেকেই পছন্দ করি এবং দেখি... তাই বলে এইসব দেশের পতাকা দেশে টাঙ্গিয়ে, নিজেদের মধ্যে মারামারি করে হীনমন্যতার পরিচয় দিবেন না। দিন শেষে ফল শূন্য। কত কতযুগ পার করবেন এভাবে?

উন্নত বিশ্বের স্বনির্ভর সমাজে এসব দেখা যায় না। নিজেদের মনকে উন্নত করুন। আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। অন্য দেশ নিয়ে লাফালাফি এগুলো উপমহাদেশ ছাড়া আর কোথাও নেই। নিজেদের মধ্যে পরিবর্তন আনুন।

#শেয়ার_করুন এবং জনসচেতনতা গড়ে তুলুন।

18/06/2025

"পরম করুণাময়-এর সমীপে সেদিন
সব কন্ঠস্বর স্তব্ধ হবে! মৃদু গুঞ্জন ছাড়া কিছুই
শুনতে পাবে না!"

18/06/2025

"এবং আমি কিতাবে (তাওরাতে) প্রত্যাদেশ দ্বারা বানী ইস-রা-ঈ-লকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দু’বার বি-প-র্য-য় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে।" (আল-কুরআন ১৭ঃ৪)

07/06/2025

ঈদ মোবারক! ❤️

Address

Banani, Road 10B
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when উসমান গাজী বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উসমান গাজী বাংলা:

Share