
07/07/2025
জুলাই সংক্রান্ত একটি পোস্ট যাদের হতাশ করেছে তাদের কাছে জানতে চাই, সব রাজনীতি এবং রাজনৈতিক দল বাদ দিলাম, পাক বাহিনী যেভাবে ৫২'তে ছাত্রদের গু"লি করে হ"ত্যা করেছে আপনাদের আপা ও তার বাহিনী কি সেভাবে ছাত্রদের গু"লি করে হ"ত্যা করেনি? পার্থক্য টা কোথায়?
তাহলে আপনাদের এতো রাগান্বিত হওয়ার কারণ কি? "আপা আবার আসবে!" বলা ছাড়া তো আপনাদের পক্ষে তো কোনো যুক্তি দেখছি না। বিবেক, ন্যায়বোধ তো দলের কাছে বিক্রি-ই করে দিছেন।
অবশ্য বাংলাদেশে অধিকাংশ মানুষ পছন্দের রাজনৈতিক দলের কাছে নিজেদের বিবেক বিক্রি করে দেয়। যারা গালমন্দ করেছেন, আপনারা ওই বিবেক বিক্রি করা শ্রেণির সবচেয়ে নিকৃষ্টদের কাতারে থাকবেন।
এখানে একজন নয় অনেকজন এডমিনের দায়িত্বে আছে। একেকজন একেক বিষয়ে পোস্ট করে। তাই একক কোনো পোস্ট প্যানেলের সব ব্যক্তির মতামতকে উপস্থাপন করে না।