Aklima Bhuiyan

Aklima Bhuiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aklima Bhuiyan, Video Creator, Dhaka.
(3)

আসসালামু আলাইকুম
আমি আকলিমা
পুরান ঢাকাবাসী
স্বপ্ন দেখি সাহস রাখি পরিবর্তন পছন্দ করি ঘুরতে ভালোবাসি। রিলিস,বাস্তবতা আর পুরান ঢাকার গল্প ঐতিহ্য সব একসাথে এক পেইজে।
যেখানে লুকিয়ে আছে গল্প অনুভব আর ভালোবাসা।
Follow করে পাশে থাকো এই যাত্রা কেবল শুরু।

অনেক রৌদ্র অনেক আলো -জীবনের প্রতিটি দিন হোক উজ্জ্বল আর প্রাণবন্ত   শুভ সকাল।
18/08/2025

অনেক রৌদ্র অনেক আলো -জীবনের প্রতিটি দিন হোক উজ্জ্বল আর প্রাণবন্ত শুভ সকাল।

16/08/2025

মন ভালো নেই তাই একটু ঘোরা খাওয়া
আরিয়া কে নিয়ে ।

মিথ্যা কে মেনে নিতে আমাদের সময় লাগে না       কিন্তু সত্যকে মেনে নিতেই সময় লাগে।সত্যতা যাচাই না করে আমরা চিলের পিছনে দৌ...
13/08/2025

মিথ্যা কে মেনে নিতে আমাদের সময় লাগে না
কিন্তু সত্যকে মেনে নিতেই সময় লাগে।
সত্যতা যাচাই না করে আমরা চিলের পিছনে দৌড়াই।

সেদিন রোধে জলমলে বিশাল সি ওয়াল্ড দর্শকের উপচে পড়া ভিড় । সবাই হাততালি দিচ্ছে দর্শকের চোখ নীল পানিতে আর পানির এক কোণে দাঁড়িয়েছিলেন জেসিকা রেডক্লিফ।৩২ বছরের অভিজ্ঞ ট্রেইনার যার হাসি ছিল দর্শকের সবচেয়ে বড় আনন্দের কারণ। জেসিকা ছোটবেলা থেকে সমুদ্রের প্রাণীদের প্রতি অদ্ভুত ভালোবাসা পোষণ করতেন। তার বাবা ছিলেন মেরিন বায়োলজিস্ট মা ছিলেন সমুদ্র বিজ্ঞান নিয়ে কাজ করা এক সাংবাদিক। জেসিকা ছোটবেলায় বাবার সাথে ডলফিন আর অর্কা দেখার অভিজ্ঞতা থেকে তার মনে গেঁথে যায় একদিন সে প্রাণীদের সাথে কাজ করবে। তার জীবনের সেরা বন্ধু ছিল অর্কা এক বিশাল কালো সাদা দানব ওজন ছিল ৫ টনেরও বেশি।
সেদিন ছিল অর্কার জন্মদিন উদযাপন বড় কেকের মতো দেখতে বরফের তৈরি টাওয়ার পানিতে ভাসানো হয়েছিল। দর্শক অপেক্ষা করছিল কখন অর্কা লাফিয়ে উঠে কেক ভাঙবে। হঠাৎ ওর কাজ চুপ হয়ে যায় জেসিকার মনে হয়েছিল কিছু ঠিক নেই তাই জেসিকা অর্কা কাছে গিয়ে বলল বন্ধু কি হয়েছে এবং সাঁতার কাটা শুরু করল। অর্কা স্থির হয়ে জেসিকা কে দেখছিল যা আগে কখনো দেখেনি এইভাবে। হঠাৎ লাফিয়ে উঠলো এবং জেসিকার হাতে শক্তভাবে চেপে ধরে টেনে নিয়ে যায় পানির নিচে সবকিছু বদলে যায় মুহূর্তেই সবকিছু স্তম্ভিত হয়ে যায় সব ট্রেইনাররা বিভিন্নভাবে আওয়াজ উঠায় বিভিন্নভাবে চেষ্টা করে অর্কা কে থামানোর জন্য কিন্তু কোন কিছুই কাজ হচ্ছিল না
শুধু কালো সাদা দানবের সাথে একটা মানুষের লড়াই দেখা যাচ্ছিল শেষ পর্যন্ত অর্কা জেসিকা কে ছেড়ে দেয় ততক্ষণে সব শেষ।
জেসিকা হারিয়ে গেল পানির অতল তলে । অর্কা সরিয়ে নেওয়া হল অজ্ঞাত স্থানে ।জেসিকা নামে খোলা হয় ফাউন্ডেশন কেউ বলেনি একজন ট্রেইনার ছিল না ছিল সমুদ্রের কন্ঠ ।নানাজনের নানা কথা জল্পনা কল্পনা।

কিন্তু আসলে কি এই ঘটনা ঘটেছিল?
না জেসিকা নামে কোন ট্রেইনার নেই বিভিন্ন গবেষণার মাধ্যমে জানা যায় এ আই এর মাধ্যমে এই নাটক সাজানো হয় এবং কল্পনার জগতে গল্প আকারে সাজিয়ে উপস্থাপন করা হয়। কত মানুষের আবেগ কত ভাইরাল ভাইরাল ক্যাপশন ।
তবে হ্যাঁ ঘটনা ঘটেছিল ২০০৯ সালে Alexis Martinez Orca keto দ্বারা আক্রমন হয়।
২০১০ সালে Dawn Brancheau
sea world সিনিয়র ট্রেইনার Tilikum নামে।

06/08/2025

বয়সের সাথে সাথে
শব্দ কমে যায়
অনুভব বেড়ে যায়।

অন্ধকার যত গভীর হোক না কেন সকাল আসবেই হয়তো আজ না কিন্তু একদিন ঠিকই সূর্য উঠবে ।আত্মহত্যা কোন সমাধান না কখনো হসপিটালে আই...
06/08/2025

অন্ধকার যত গভীর হোক না কেন সকাল আসবেই হয়তো আজ না কিন্তু একদিন ঠিকই সূর্য উঠবে ।

আত্মহত্যা কোন সমাধান না
কখনো হসপিটালে আই সি ইউ সামনে গিয়ে দেখুন একটা জীবন কতটা গুরুত্বপূর্ণ তখনই বুঝতে পারবেন ।
কতভাবে ভিক্ষা চেয়েছিলাম একটা জীবন মাহাতাবকে আমরা যে কোন কিছুর বিনিময়ে ফিরে পেতে চেয়েছিলাম ফিরে কি পেয়েছি কোন সাধ্য কি আছে আমাদের মাহাতাবকে ফিরে পাওয়ার।
সব সমস্যার সমাধান আছে সময়ের সাথে পরিস্থিতি বদলায় মানুষের স্বাস্থ্য গুরুত্ব পায় না বলেই চুপচাপ কষ্ট পায়। কাউকে বিশ্বাস করে নিজের মনের কথা খুলে বলুন কষ্ট কমে যাবে ।
আপনি একা মানসিক কষ্টে ভুগছেন না অনেক মানুষ মানসিক রোগে ভুগছেন অনেকেই সেখান থেকে বেরিয়ে এসে সুন্দর জীবন করছে আপনিও পারবেন
আপনি হয়তো ভাবেন কেউ বুঝেনা আপনাকে, দরকার নেই তো আপনি নিজেই তো যথেষ্ট আপনি আপনাকে ভালবাসুন।

মনোবিদ বা কাউন্সিলর এর সাহায্য নেওয়া দূর্বলতা নয় বরং সাহসিকতার পরিচয় দেয়।
শরীর খারাপ হলে আমরা চিকিৎসকের কাছে যাই তেমন মন খারাপ হল মনোবিদদের কাছে যাওয়া প্রয়োজন।
আমার আশেপাশে কতগুলো মানুষের আত্মহত্যা শুনতে পেলাম কেউ ঋণগ্রস্ত হয়ে ঋণের বোঝা নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কেন এটাই কি একমাত্র সমাধান আপনার ঋণ শোধ করার। কোনভাবেই না আপনি নিজেকে পরিবর্তন করুন আস্তে আস্তে ঋণশোধ করুন প্রয়োজন আপনি জায়গা পরিবর্তন করুন ডাল ভাত খান বেঁচে থাকুন আপনার পরিবার নিয়ে।
আরেকটা মেয়ে আত্মহত্যা করল তার মা তাকে অনেক মানসিক ভাবে নির্যাতন করে মায়ের সারাক্ষণ খিটখিটে মেজাজ এসব কিছু মেয়ে সামলে উঠতে পারছিল না তাই নিজের আত্মহত্যা বেছে নিল। আরেকজন তার এক্স বয়ফ্রেন্ডের ব্লাকমেইলের শিকার হয়ে নিজের জীবন দিয়ে দিল।
তাতে কি হলো কারো কি কোন সমাধান হলো। মানুষগুলো আপনাকে দিন দিন অতিষ্ঠ করে তুলছে সে মানুষগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ান। সব প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে নিজের জীবনটা গড়ে তুলুন প্রত্যেকটা মানুষই আল্লাহর শ্রেষ্ঠ জীব। কোন না কোন গুন দিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছে। যেখানে শেষ সেখান থেকেই শুরু করুন আপনিও পারবেন ।

যারা মানসিক ভাবে কষ্ট পাচ্ছেন কাউকে মনের কথা খুলে বলতে পারছেন না । আপনারা মনোবিদদের কাছে যান নিজেকে কাউন্সিলিং করুন বাহিরে জগৎটা ঘুরুন তখনই বুঝতে পারবেন আপনার চাইতেও কষ্ট অনেক মানুষ আছে তখন আপনার কষ্টটা আপনার কাছে কম মনে হবে। নিজেকে একাকিত্ব করবেন না নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। মানুষের সাথে মিশন ঘুরতে বের হন দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই আপনার যে ধর্ম সে ধর্ম পালন করুন আর আপনার চাওয়া পাওয়া সব কিছুর সোনার মালিক মহান রাব্বুল আলামিন আছেন ।
তাহলে কিসের এত চিন্তা উত্তম পরিকল্পনাকারী তো আছেন তাহলে আপনি কেন আপনার জীবন নিয়ে কেন এত উদ্বিগ্ন।
নিজেকে ভালোবাসুন নিজেকে নিজের মতো করে আগলে রাখুন জীবন সুন্দর।
একটা প্রাণের মূল্য অনেক। আত্মহত্যা কোন সমাধান নয়।
খুব সুন্দর করে বাঁচতে শিখুন নিজের জীবনটা গড়ে তুলুন

মাহতাবের সব চাচাতো ফুফাতো ভাই-বোনদের সাথে শেষ ছবি ০৯/০৫/২০২৫ । আমাদের ৬ ভাই বোনের ১৫ জন ছেলেমেয়ে সবাই এখানে রয়েছে। ২৪/...
01/08/2025

মাহতাবের সব চাচাতো ফুফাতো ভাই-বোনদের সাথে শেষ ছবি ০৯/০৫/২০২৫ । আমাদের ৬ ভাই বোনের ১৫ জন ছেলেমেয়ে সবাই এখানে রয়েছে। ২৪/০৭/২০২৫ মাহাতাব আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে।
আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।

29/07/2025

মাহাতাব তখন বেঁচে ছিল । তখন অস্থির হয়ে থাকতাম কখন হসপিটালে যাব বাবাটার খবর সামনে থেকে শুনব।
মনে ভয় ছিল আবার একরকম স্বস্তি হচ্ছিল বাবাটা বেঁচে আছে । তখন মনে হয়েছিল যে কোন কিছুর বিনিময়ে হোক বাবার জানটা বেঁচে থাকুক। বেঁচে থাকলে আমাদের সর্বস্ব দিয়ে হলে ও বাবাকে ট্রিটমেন্ট করে হয়তো আমরা ঠিক করে ফেলব এই মন মানসিকতা নিয়েই আমরা আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ জানটা ভিক্ষা দাও।
এখন বাবাটা নেই এখন শুধু হাহাকার। কি পরিমান যে ভিতরে হাহাকার সেটা বলে বুঝানো সম্ভব না আমার ভাই ভাবি কি করলে যে তারা শান্তি পাবে , কি করলে হাহাকার কমবে ? মৃত্যুর একদিন আগেই ভিডিওটা করেছিলাম মানুষকে জানাবো আমার বাবা বেঁচে আছে। পরদিন আর হসপিটালে যেতে পারেনি হসপিটালে যাওয়ার সমস্ত প্রস্তুতি করেছিলাম খাবার নিয়ে যাব শরবত নিয়ে যাব কত কিছু তার আগেই খবর চলে আসল মাহাতাব আর নেই । মহাতাবের মায়াবী চেহারা কি করে ভুলবো ।আমার নিষ্পাপ বাবাটা ওপারে নিশ্চয়ই আল্লাহ ভালো রেখেছেন।

সারা জীবনের কান্না।চোখ বন্ধ করলেই মাহাতাব এর মায়াবী চেহেরা ভেসে উঠে। বুকের ভেতর টা ফেটে যাচ্ছে।আমার বাবাটা বেহেস্তের সর...
27/07/2025

সারা জীবনের কান্না।চোখ বন্ধ করলেই মাহাতাব এর মায়াবী চেহেরা ভেসে উঠে। বুকের ভেতর টা ফেটে যাচ্ছে।
আমার বাবাটা বেহেস্তের সর্বোচ্চ স্থানে ফুল হয়ে থাকোক।

চারদিন মৃ'ত্যু'র সঙ্গে লড়ে হেরে গেল মাহতাব I মাইলস্টোন ট্র্যাজেডি | Milestone Tragedy | Student Mahtab ...

26/07/2025

যার চলে যায় সেই বুজে বিচ্ছেদের কি যন্ত্রণা
আগে শুনতাম ফিল হত কিন্তু এই কষ্টের গানটা যে আমাদের পরিবারের জন্য হবে কোনদিন ভাবতে পারেনি।

আমাদের মাহাতাব আর নাই দুপর ১.৩০ আমাদের ছেড়ে চলে গেছে পরপারে।আর  আমাকে আঁখি ফুপ্পি বলে ডাকবে না ।এই যন্ত্রনা কি করে সইবো...
24/07/2025

আমাদের মাহাতাব আর নাই দুপর ১.৩০ আমাদের ছেড়ে চলে গেছে পরপারে।আর আমাকে আঁখি ফুপ্পি বলে ডাকবে না ।এই যন্ত্রনা কি করে সইবো বাবা মাহাতাব।
আজকে জানাজা দাফন করা হবে সময় নির্ধারণ করা হয়নি। জানাযা সম্পন্ন হবে নিজ গ্রামের বাড়ি কুমিল্লায়।
২৪/০৭/২০২৫

23/07/2025

মাইলস্টোন স্কুলের বিধ্বস্ত মাহাতাব মর্মান্তিক ভাবে আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে আই সি উ তে আছে লাইফ সাপোর্টে। সবাই গুজব না ছড়িয়ে আমার বাবার জন্য দোয়া করুন। দোয়ার দরখাস্ত সারা দেশবাসীর কাছে।

23/07/2025

আলহামদুলিল্লাহ আমার বাবা-মাহাতাব নিজে নিজে নিশ্বাস নিতে পারতেছে আল্লাহ চাইলে কি না করতে পারে আল্লাহ তুমি সহায় হও।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aklima Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category